এক ঝলক (০৮ ডিসেম্বর ২০১৮)

১ / ১৭
শীতে খেজুরগাছের রস সংগ্রহ শুরু হয়েছে পাহাড়ে। গাছে মাটির কলস বেঁধে রস সংগ্রহ করা হয়। রস সংগ্রহের পাত্র মাটির কলস তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পী নিরঞ্জন রুদ্র। প্রতিটি ১০০ টাকায় বিক্রি করেন। শালবন কুমারপাড়া, খাগড়াছড়ি শহর ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
শীতে খেজুরগাছের রস সংগ্রহ শুরু হয়েছে পাহাড়ে। গাছে মাটির কলস বেঁধে রস সংগ্রহ করা হয়। রস সংগ্রহের পাত্র মাটির কলস তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পী নিরঞ্জন রুদ্র। প্রতিটি ১০০ টাকায় বিক্রি করেন। শালবন কুমারপাড়া, খাগড়াছড়ি শহর ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
২ / ১৭
স্কুল শেষে ধানখেতের মধ্য দিয়ে দল বেঁধে বাড়ি ফেরা। রত্নবতী, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
স্কুল শেষে ধানখেতের মধ্য দিয়ে দল বেঁধে বাড়ি ফেরা। রত্নবতী, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
৩ / ১৭
অরিত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। বেইলি রোড, ঢাকা, ৮ ডিসেম্বর। ছবি: হাসান রাজা
অরিত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেপ্তার শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। বেইলি রোড, ঢাকা, ৮ ডিসেম্বর। ছবি: হাসান রাজা
৪ / ১৭
সবুজ খেতের মাঝে সরষে ফুলের হাসি। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বর, শুক্রবার। ছবি: সাজেদুল আলম
সবুজ খেতের মাঝে সরষে ফুলের হাসি। রণতিথা এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বর, শুক্রবার। ছবি: সাজেদুল আলম
৫ / ১৭
মাছ শিকার করেছে পানকৌড়ি। মোগলাবাজার, দক্ষিণ সুরমা এলাকা, সিলেট, ৭ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
মাছ শিকার করেছে পানকৌড়ি। মোগলাবাজার, দক্ষিণ সুরমা এলাকা, সিলেট, ৭ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৭
মনে হয় যেন সোনার চেয়ার। বড়দিন উপলক্ষে সাজানো এই চেয়ারে আরামে বসে আছেন এই ব্যক্তি। জেরারদো ব্যারিওস স্কয়ার, সান সালভাদর, এল সালভাদর, ৬ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মনে হয় যেন সোনার চেয়ার। বড়দিন উপলক্ষে সাজানো এই চেয়ারে আরামে বসে আছেন এই ব্যক্তি। জেরারদো ব্যারিওস স্কয়ার, সান সালভাদর, এল সালভাদর, ৬ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৭ / ১৭
খাবারের খোঁজে এক চড়ুই। দৌলতপুর, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
খাবারের খোঁজে এক চড়ুই। দৌলতপুর, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
৮ / ১৭
সরিষা ফুলে ফড়িং। দৌলতপুর, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
সরিষা ফুলে ফড়িং। দৌলতপুর, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
৯ / ১৭
ধান কাটা চলছে। বাড়ছে কিষানির ব্যস্ততা। ছত্রফিল, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
ধান কাটা চলছে। বাড়ছে কিষানির ব্যস্ততা। ছত্রফিল, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
১০ / ১৭
পানি শুকিয়ে যাচ্ছে। চলছে মাছ ধরার ধুম। দৌলতপুর, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
পানি শুকিয়ে যাচ্ছে। চলছে মাছ ধরার ধুম। দৌলতপুর, কুমিল্লা, ৮ ডিসেম্বর। ছবি: এমদাদুল হক
১১ / ১৭
কায়াক বোটে ভ্রমণ। ঝড়-বৃষ্টি নেই, ঢেউহীন শান্ত হ্রদে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকার পর্যটকেরা। বড়াদম বাজার, রাঙামাটি, ৮ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
কায়াক বোটে ভ্রমণ। ঝড়-বৃষ্টি নেই, ঢেউহীন শান্ত হ্রদে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকার পর্যটকেরা। বড়াদম বাজার, রাঙামাটি, ৮ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৭
ধানের খড়খুটো দিয়ে রশি তৈরি করছে মা-ছেলে। নিজেদের বিভিন্ন কাজের প্রয়োজনে এই রশি ব্যবহার করেন তাঁরা। মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয় এলাকা, রাঙামাটি, ৮ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
ধানের খড়খুটো দিয়ে রশি তৈরি করছে মা-ছেলে। নিজেদের বিভিন্ন কাজের প্রয়োজনে এই রশি ব্যবহার করেন তাঁরা। মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয় এলাকা, রাঙামাটি, ৮ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৭
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দলীয় মনোনয়ন পাননি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। নয়াপল্টন, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দলীয় মনোনয়ন পাননি। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। নয়াপল্টন, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৪ / ১৭
রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজনে ‘দায়িত্বশীল পরিবহন মালিক ও দক্ষ যানবাহন চালক পুরস্কার ২০১৮’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থাগার, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজনে ‘দায়িত্বশীল পরিবহন মালিক ও দক্ষ যানবাহন চালক পুরস্কার ২০১৮’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থাগার, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৫ / ১৭
ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘসহ বিভিন্ন শিল্পী সংগঠনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘসহ বিভিন্ন শিল্পী সংগঠনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৬ / ১৭
আম্রপালি আমের চাষ হয় খাগড়াছড়িতে। আমের পাশাপাশি মাল্টায়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এলাকাটি। লাভ বেশি হওয়ায় এখন মাল্টার বাগান বেশি হচ্ছে। সরকারি-বেসরকারি নার্সারিগুলোতে মাল্টার চারা তৈরির ধুম পড়েছে। একেকটি চারা বিক্রি হয় ৫০ টাকায়। মাল্টার চারা পরিচর্যায় ব্যস্ত এক ব্যক্তি। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
আম্রপালি আমের চাষ হয় খাগড়াছড়িতে। আমের পাশাপাশি মাল্টায়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এলাকাটি। লাভ বেশি হওয়ায় এখন মাল্টার বাগান বেশি হচ্ছে। সরকারি-বেসরকারি নার্সারিগুলোতে মাল্টার চারা তৈরির ধুম পড়েছে। একেকটি চারা বিক্রি হয় ৫০ টাকায়। মাল্টার চারা পরিচর্যায় ব্যস্ত এক ব্যক্তি। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৭ / ১৭
বিজয়ের মাসে অনেকেই বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সড়কে সড়কে ঘুরে সেই পতাকা বিক্রি করছেন এঁরা। আকারভেদে একেকটি পতাকা বিক্রি হয় ১০ থেকে ২৫০ টাকায়। শাপলা চত্বর এলাকা, খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
বিজয়ের মাসে অনেকেই বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সড়কে সড়কে ঘুরে সেই পতাকা বিক্রি করছেন এঁরা। আকারভেদে একেকটি পতাকা বিক্রি হয় ১০ থেকে ২৫০ টাকায়। শাপলা চত্বর এলাকা, খাগড়াছড়ি, ৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী