এক ঝলক (১৩ ডিসেম্বর ২০১৮)

১ / ২৪
প্লাস্টিকের বোতল ও জুতা কেটে চাকা বানিয়ে তৈরি করা গাড়ি চালাচ্ছে এই ছোট শিশু। কাজলা গ্রাম, তাড়াইল, কিশোরগঞ্জ, ১১ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
প্লাস্টিকের বোতল ও জুতা কেটে চাকা বানিয়ে তৈরি করা গাড়ি চালাচ্ছে এই ছোট শিশু। কাজলা গ্রাম, তাড়াইল, কিশোরগঞ্জ, ১১ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
২ / ২৪
ফুটেছে শিম ফুল। সেই ফুল ঘিরে ভ্রমরের আনাগোনা। দক্ষিণ সুরমা, খালপার, সিলেট, ১২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
ফুটেছে শিম ফুল। সেই ফুল ঘিরে ভ্রমরের আনাগোনা। দক্ষিণ সুরমা, খালপার, সিলেট, ১২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৩ / ২৪
পড়ন্ত বিকেলে একদল শিশুর দুরন্তপনা। বাওরকান্দি হাওর, সিলেট, ১২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
পড়ন্ত বিকেলে একদল শিশুর দুরন্তপনা। বাওরকান্দি হাওর, সিলেট, ১২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৪ / ২৪
খাল-বিলে পানি কমে গেছে। কমে যাওয়া খালের পানিতে মাছ ধরতে ওত পেতে আছে কানি বক। জলকরকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
খাল-বিলে পানি কমে গেছে। কমে যাওয়া খালের পানিতে মাছ ধরতে ওত পেতে আছে কানি বক। জলকরকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৫ / ২৪
খাবারের খোঁজে গাছে বসে আছে দুই রঙ্গিলা বক। দিল্লি চিড়িয়াখানা প্রাঙ্গণ, নয়াদিল্লি, ভারত, ১৩ ডিসেম্বর। ছবি: এএফপি
খাবারের খোঁজে গাছে বসে আছে দুই রঙ্গিলা বক। দিল্লি চিড়িয়াখানা প্রাঙ্গণ, নয়াদিল্লি, ভারত, ১৩ ডিসেম্বর। ছবি: এএফপি
৬ / ২৪
জাফরান ফুল সংগ্রহ করছেন এক নারী। এখান থেকে সংগ্রহ করা জাফরান চড়া দামে বিক্রি হয়। আফগানিস্তান, সাম্প্রতিক ছবি। ছবি: এএফপি
জাফরান ফুল সংগ্রহ করছেন এক নারী। এখান থেকে সংগ্রহ করা জাফরান চড়া দামে বিক্রি হয়। আফগানিস্তান, সাম্প্রতিক ছবি। ছবি: এএফপি
৭ / ২৪
‘অ্যাকুয়াম্যান’ ছবির প্রিমিয়ারে জেসন মোমোয়া, নিকল কিডম্যান, প্যাট্রিক উইলসন ও আম্বের হার্ড। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
‘অ্যাকুয়াম্যান’ ছবির প্রিমিয়ারে জেসন মোমোয়া, নিকল কিডম্যান, প্যাট্রিক উইলসন ও আম্বের হার্ড। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৮ / ২৪
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা বিয়ে করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ছবির জন্য পোজ দেন নবদম্পতি। জলান্ধার, পাঞ্জাব, ভারত, ১২ ডিসেম্বর। ছবি: এএফপি
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা বিয়ে করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ছবির জন্য পোজ দেন নবদম্পতি। জলান্ধার, পাঞ্জাব, ভারত, ১২ ডিসেম্বর। ছবি: এএফপি
৯ / ২৪
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির নির্বাচনী প্রচারে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির নির্বাচনী প্রচারে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনয় শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১০ / ২৪
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে গতকাল বুধবার হাজির হয়েছিলেন বলিউডের নব দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং।
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়েতে গতকাল বুধবার হাজির হয়েছিলেন বলিউডের নব দম্পতি দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং।
১১ / ২৪
শীতের ভোরে খেজুরের সুমিষ্ট রসের স্বাদই আলাদা। খেজুর গাছগুলোতে এখন তাই শোভা পাচ্ছে রস আহরণের হাঁড়ি। ভিটি সোনাই গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ১২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
শীতের ভোরে খেজুরের সুমিষ্ট রসের স্বাদই আলাদা। খেজুর গাছগুলোতে এখন তাই শোভা পাচ্ছে রস আহরণের হাঁড়ি। ভিটি সোনাই গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ১২ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
১২ / ২৪
সান্তা ক্লজের পোশাকে অ্যাকোরিয়ামে এক ডাইভার। মাল্টা ন্যাশনাল অ্যাকোরিয়াম, কাউরা, মাল্টা, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
সান্তা ক্লজের পোশাকে অ্যাকোরিয়ামে এক ডাইভার। মাল্টা ন্যাশনাল অ্যাকোরিয়াম, কাউরা, মাল্টা, ১২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৩ / ২৪
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে ছিল গতকাল বুধবার। বর শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামল। মুম্বাইয়ে আম্বানিদের ২৭ তলা ভবন অ্যাতেলিয়ায় করা হয়েছে বিয়ের আয়োজন। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের সব জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। সোনালি আর সাদা পোশাকে যেন দ্যুতি ছড়াচ্ছিলেন কারিনা ও সাইফ আলী দম্পতি। ১২ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে ছিল গতকাল বুধবার। বর শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামল। মুম্বাইয়ে আম্বানিদের ২৭ তলা ভবন অ্যাতেলিয়ায় করা হয়েছে বিয়ের আয়োজন। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের সব জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। সোনালি আর সাদা পোশাকে যেন দ্যুতি ছড়াচ্ছিলেন কারিনা ও সাইফ আলী দম্পতি। ১২ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
১৪ / ২৪
হন্ডুরাস থেকে আসা হাজারো অভিবাসী মধ্য আমেরিকার দেশ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে। অভিবাসীদের মধ্যে এক বাবাকে তাঁর মেয়েকে নিয়ে সীমান্ত বেড়ার ওপর দিয়ে লাফ দিচ্ছেন। তিজুয়ানা, মেক্সিকো, ১২ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
হন্ডুরাস থেকে আসা হাজারো অভিবাসী মধ্য আমেরিকার দেশ মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছে। অভিবাসীদের মধ্যে এক বাবাকে তাঁর মেয়েকে নিয়ে সীমান্ত বেড়ার ওপর দিয়ে লাফ দিচ্ছেন। তিজুয়ানা, মেক্সিকো, ১২ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
১৫ / ২৪
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যানার পোস্টারে প্রচার বেড়েই চলছে। প্রার্থীদের পোস্টারে ভরে গেছে পদচারী সেতু। কোর্টপয়েন্ট, সিলেট, ১৩ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যানার পোস্টারে প্রচার বেড়েই চলছে। প্রার্থীদের পোস্টারে ভরে গেছে পদচারী সেতু। কোর্টপয়েন্ট, সিলেট, ১৩ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৪
ইসরায়েলি বাহিনীর গুলিতে এই বাড়িতেই নিহত হন এক ফিলিস্তিনি। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, নাবলুস, ১৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
ইসরায়েলি বাহিনীর গুলিতে এই বাড়িতেই নিহত হন এক ফিলিস্তিনি। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, নাবলুস, ১৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৭ / ২৪
এ বছরের সেপ্টেম্বর মাসের (১৩.০৯.২০১৮) নাশকতার এক মামলায় গাড়ির পার্টস ব্যবসায়ী সাইজুদ্দীন সাজুকে বুধবার গ্রেপ্তার করে চকবাজার থানার পুলিশ। আদালত প্রাঙ্গণে স্বামীকে দেখে আহাজারি করছেন আসমা বেগম। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
এ বছরের সেপ্টেম্বর মাসের (১৩.০৯.২০১৮) নাশকতার এক মামলায় গাড়ির পার্টস ব্যবসায়ী সাইজুদ্দীন সাজুকে বুধবার গ্রেপ্তার করে চকবাজার থানার পুলিশ। আদালত প্রাঙ্গণে স্বামীকে দেখে আহাজারি করছেন আসমা বেগম। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৮ / ২৪
ফারুক হোসেনকে ১২ ডিসেম্বর সকালে রাজধানীর সায়েদাবাদ এলাকার বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। আদালত চত্বরে ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন কবির হোসেন। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
ফারুক হোসেনকে ১২ ডিসেম্বর সকালে রাজধানীর সায়েদাবাদ এলাকার বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। আদালত চত্বরে ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন কবির হোসেন। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ১৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৯ / ২৪
পাহাড়ে শীত জেঁকে বসেছে। বাজার থেকে লেপ কিনে বাড়ি ফিরছেন পাহাড়ি নারী। মহামুনী এলাকা, মানিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, ১২ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে শীত জেঁকে বসেছে। বাজার থেকে লেপ কিনে বাড়ি ফিরছেন পাহাড়ি নারী। মহামুনী এলাকা, মানিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, ১২ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
২০ / ২৪
এখন কাঁঠালের মৌসুম নয়। এরপরও ধরেছে কাঁঠালের মুচি, বড়ও হচ্ছে। এটি বারোমাসি কাঁঠালগাছ। রঘুরামপুর গ্রাম, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা ১১ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
এখন কাঁঠালের মৌসুম নয়। এরপরও ধরেছে কাঁঠালের মুচি, বড়ও হচ্ছে। এটি বারোমাসি কাঁঠালগাছ। রঘুরামপুর গ্রাম, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা ১১ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
২১ / ২৪
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার শহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোর। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ একাডেমি, কক্সবাজার, ১৩ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার শহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোর। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ একাডেমি, কক্সবাজার, ১৩ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
২২ / ২৪
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ১৩ ডিসেম্বর। ছবি: হাসান রাজা
সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসবের উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। ১৩ ডিসেম্বর। ছবি: হাসান রাজা
২৩ / ২৪
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের সদর উপজেলার ঝিলিম ইপির কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েক গ্রামের ২০০ নারী-পুরুষকে কম্বল দেয় জেলা প্রশাসন। ১৩ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের সদর উপজেলার ঝিলিম ইপির কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েক গ্রামের ২০০ নারী-পুরুষকে কম্বল দেয় জেলা প্রশাসন। ১৩ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
২৪ / ২৪
জেলা ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকেরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল বের করেন। সাতমাথা এলাকা, বগুড়া। ১৩ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা
জেলা ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকেরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে মিছিল বের করেন। সাতমাথা এলাকা, বগুড়া। ১৩ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা