এক ঝলক (১৭ ডিসেম্বর ২০১৮)

১ / ১৯
‘ফেথাই’ নামের ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে সারা দিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। শীতের সকালের এই বৃষ্টিতে বানরগুলো একত্রে গুটিসুটি হয়ে বসে আছে। কৈলাশ ঘোষ লেন, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
‘ফেথাই’ নামের ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে সারা দিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। শীতের সকালের এই বৃষ্টিতে বানরগুলো একত্রে গুটিসুটি হয়ে বসে আছে। কৈলাশ ঘোষ লেন, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
২ / ১৯
ইন্দোনেশিয়ায় মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে গতকাল রোববার ছাই উদ্গিরণ হয়েছে। সিলিয়ান তিগা, দক্ষিণপূর্ব মিনাহাসা, উত্তর সুলাওয়েসি, ইন্দোনেশিয়া, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ায় মাউন্ট সোপুতান আগ্নেয়গিরি থেকে গতকাল রোববার ছাই উদ্গিরণ হয়েছে। সিলিয়ান তিগা, দক্ষিণপূর্ব মিনাহাসা, উত্তর সুলাওয়েসি, ইন্দোনেশিয়া, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
৩ / ১৯
ঘূর্ণিঝড় ফেতাইয়ের কারণে বৃষ্টি থেকে বাঁচতে মাথায় হেলমেট ও পলিথিন গায়ে রিকশা চালাচ্ছেন চালক। মোহাম্মদপুর এলাকা, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
ঘূর্ণিঝড় ফেতাইয়ের কারণে বৃষ্টি থেকে বাঁচতে মাথায় হেলমেট ও পলিথিন গায়ে রিকশা চালাচ্ছেন চালক। মোহাম্মদপুর এলাকা, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১৯
ঘূর্ণিঝড় ফেতাইয়ের প্রভাবে বৃষ্টি হয়েছে রাজধানীতে। এতে শীতের তীব্রতাও বেড়েছে। তাই নানান বয়সী মানুষ শীতের পোশাক কিনতে ঢুঁ মারছেন দোকানে। মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
ঘূর্ণিঝড় ফেতাইয়ের প্রভাবে বৃষ্টি হয়েছে রাজধানীতে। এতে শীতের তীব্রতাও বেড়েছে। তাই নানান বয়সী মানুষ শীতের পোশাক কিনতে ঢুঁ মারছেন দোকানে। মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১৯
লাল শাপলার দামে খাবার খুঁজছে পানকৌড়ি। সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: মোছাব্বের হোসেন।
লাল শাপলার দামে খাবার খুঁজছে পানকৌড়ি। সাভার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: মোছাব্বের হোসেন।
৬ / ১৯
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট পরেছেন মিস ফিলিপাইন ক্যাটরিওনা গ্রে। ব্যাংকক, থাইল্যান্ড, ১৭ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট পরেছেন মিস ফিলিপাইন ক্যাটরিওনা গ্রে। ব্যাংকক, থাইল্যান্ড, ১৭ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৭ / ১৯
প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী। এখানে কুয়াশাচ্ছন্ন সকালে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন কয়েকজন মৎস্যজীবী। পশ্চিম নোয়াপাড়া গ্রাম, রাউজান, চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী। এখানে কুয়াশাচ্ছন্ন সকালে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছেন কয়েকজন মৎস্যজীবী। পশ্চিম নোয়াপাড়া গ্রাম, রাউজান, চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৮ / ১৯
ফোটার অপেক্ষায় গোলাপের কলি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
ফোটার অপেক্ষায় গোলাপের কলি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
৯ / ১৯
স্টুডিওতে বসে ছবি আঁকছেন দুই শিল্পী। শেনঝেন, গুয়াংডং, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
স্টুডিওতে বসে ছবি আঁকছেন দুই শিল্পী। শেনঝেন, গুয়াংডং, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
১০ / ১৯
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ ভারতে সফরে গেছেন। তাঁকে (বাঁ থেকে দ্বিতীয়) স্বাগত জানিয়ে করমর্দন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। সলিহর ডানে তাঁর স্ত্রী ফাজনা আহমেদ। ভারতের রাষ্ট্রপতির বাঁয়ে তাঁর স্ত্রী সবিতা কোভিন্দ ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লি, ভারত, ১৭ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ ভারতে সফরে গেছেন। তাঁকে (বাঁ থেকে দ্বিতীয়) স্বাগত জানিয়ে করমর্দন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। সলিহর ডানে তাঁর স্ত্রী ফাজনা আহমেদ। ভারতের রাষ্ট্রপতির বাঁয়ে তাঁর স্ত্রী সবিতা কোভিন্দ ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লি, ভারত, ১৭ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১১ / ১৯
বড়দিনকে সামনে রেখে এক শোভাযাত্রায় অংশ নেওয়া শিশু সেজেছে মনের সুখে। পানামা সিটি, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
বড়দিনকে সামনে রেখে এক শোভাযাত্রায় অংশ নেওয়া শিশু সেজেছে মনের সুখে। পানামা সিটি, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
১২ / ১৯
‘রান সান্তা রান’ নামের বার্ষিক দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রতিযোগীরা গা গরম করে নিচ্ছেন। তাদের পরনে ছিল সান্তা ক্লজের পোশাক। ফান্ডিডোরা পার্ক, মন্টারিও, মেক্সিকো, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
‘রান সান্তা রান’ নামের বার্ষিক দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রতিযোগীরা গা গরম করে নিচ্ছেন। তাদের পরনে ছিল সান্তা ক্লজের পোশাক। ফান্ডিডোরা পার্ক, মন্টারিও, মেক্সিকো, ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
১৩ / ১৯
‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বলিউডের তারকা নবদম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গত ১৪ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে দীপিকা ও রণবীরের বিয়ে হয়। ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বলিউডের তারকা নবদম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। গত ১৪ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে দীপিকা ও রণবীরের বিয়ে হয়। ১৬ ডিসেম্বর, ২০১৮। ছবি: এএফপি
১৪ / ১৯
সকাল থেকে রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে নগরজীবন। ভিক্টোরিয়া পার্ক এলাকা, ঢাকা, ১৭ ডিসেম্বর।  ছবি: দীপু মালাকার
সকাল থেকে রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে নগরজীবন। ভিক্টোরিয়া পার্ক এলাকা, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৫ / ১৯
হলি আর্টিজান হামলা মামলার ছয় আসামিকে আদালতে শুনানির জন্য হাজির করা হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
হলি আর্টিজান হামলা মামলার ছয় আসামিকে আদালতে শুনানির জন্য হাজির করা হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
১৬ / ১৯
ঘূর্ণিঝড় ফেতাইয়েরে প্রভাবে দিনভর রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাড়ি ফিরতে বিপাকে পড়ছেন এক অভিভাবক ও শিক্ষার্থী। তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
ঘূর্ণিঝড় ফেতাইয়েরে প্রভাবে দিনভর রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাড়ি ফিরতে বিপাকে পড়ছেন এক অভিভাবক ও শিক্ষার্থী। তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন
১৭ / ১৯
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আগারগাঁও, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আগারগাঁও, ঢাকা, ১৭ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১৮ / ১৯
মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের লালমনিরহাট-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গোশালা বাজার, লালমনিরহাট শহর, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের লালমনিরহাট-৩ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গোশালা বাজার, লালমনিরহাট শহর, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
১৯ / ১৯
রাজধানীর ২৪ নম্বর ওয়ার্ডের বেগুনবাড়ি এলাকার মধ্য বেগুনবাড়ি, দক্ষিণ বেগুনবাড়ি ও কুনিপাড়ায় এলাকার ভোটারদের মাঝে জনসংযোগ করছেন ঢাকা-১২ আসনে কোদাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি। ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
রাজধানীর ২৪ নম্বর ওয়ার্ডের বেগুনবাড়ি এলাকার মধ্য বেগুনবাড়ি, দক্ষিণ বেগুনবাড়ি ও কুনিপাড়ায় এলাকার ভোটারদের মাঝে জনসংযোগ করছেন ঢাকা-১২ আসনে কোদাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি। ১৭ ডিসেম্বর। ছবি: প্রথম আলো