এক ঝলক (১৯ ডিসেম্বর ২০১৮)

১ / ২৯
প্রতিদিন সড়কের পাশে নিজের বেলচা সাজিয়ে রেখে কাজের জন্য অপেক্ষায় থাকেন বালু-পাথর শ্রমিকেরা। শালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৯ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
প্রতিদিন সড়কের পাশে নিজের বেলচা সাজিয়ে রেখে কাজের জন্য অপেক্ষায় থাকেন বালু-পাথর শ্রমিকেরা। শালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৯ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
২ / ২৯
তুষারপাতের সময় ইয়ায়ুজা নদীর তীরে এক পাল হাঁস। মস্কো, রাশিয়া, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
তুষারপাতের সময় ইয়ায়ুজা নদীর তীরে এক পাল হাঁস। মস্কো, রাশিয়া, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
৩ / ২৯
বন্দর পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনকারী এক শ্রমিককে ধরে নিয়ে যায় দাঙ্গা পুলিশ। ভেলপারাইসো, চিলি, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বন্দর পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনকারী এক শ্রমিককে ধরে নিয়ে যায় দাঙ্গা পুলিশ। ভেলপারাইসো, চিলি, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ২৯
রাস্তার পাশে মাছ বিক্রি করতে বসেছেন দুই নারী। নারাথিওয়াত, থাইল্যান্ড, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
রাস্তার পাশে মাছ বিক্রি করতে বসেছেন দুই নারী। নারাথিওয়াত, থাইল্যান্ড, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
৫ / ২৯
চীনের হারবিনে বরফ দিয়ে বানানো ভাস্কর্যের প্রদর্শনী চলছে। হারবিন, হেইলংজিয়াং, চীন, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স
চীনের হারবিনে বরফ দিয়ে বানানো ভাস্কর্যের প্রদর্শনী চলছে। হারবিন, হেইলংজিয়াং, চীন, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৬ / ২৯
শীতে জবুথবু পাখি। মজমপুর, কুষ্টিয়া, ১৯ ডিসেম্বর। ছবি: তৌহিদী হাসান
শীতে জবুথবু পাখি। মজমপুর, কুষ্টিয়া, ১৯ ডিসেম্বর। ছবি: তৌহিদী হাসান
৭ / ২৯
পড়ন্ত বিকেলে আমন ধানের খড় মাথায় করে বাড়ি ফিরছেন এক কৃষাণী। নীলগাঁও, সিলেট, ১৮ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
পড়ন্ত বিকেলে আমন ধানের খড় মাথায় করে বাড়ি ফিরছেন এক কৃষাণী। নীলগাঁও, সিলেট, ১৮ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
৮ / ২৯
কাতারের জাতীয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত সামরিক প্রদর্শনীতে হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ। দোহা, কাতার, ১৮ ডিসেম্বর। ছবি: এএফপি
কাতারের জাতীয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত সামরিক প্রদর্শনীতে হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ। দোহা, কাতার, ১৮ ডিসেম্বর। ছবি: এএফপি
৯ / ২৯
শীতে নাজেহাল অবস্থা। হেইলংজিয়াং, চীন, ১৮ ডিসেম্বর। ছবি: এএফপি
শীতে নাজেহাল অবস্থা। হেইলংজিয়াং, চীন, ১৮ ডিসেম্বর। ছবি: এএফপি
১০ / ২৯
পড়ন্ত বেলায় মায়ের হাত ধরে সূর্যাস্ত দেখতে গেছে দুই শিশু। বারা দ্য তিজুকা, রিও ডি জেনেরিও, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
পড়ন্ত বেলায় মায়ের হাত ধরে সূর্যাস্ত দেখতে গেছে দুই শিশু। বারা দ্য তিজুকা, রিও ডি জেনেরিও, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১১ / ২৯
বৃষ্টির ফোটায় সতেজ সূর্যমুখী ফুল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ১৮ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
বৃষ্টির ফোটায় সতেজ সূর্যমুখী ফুল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ১৮ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২৯
ইন্টারনেট সুবিধা ভোগ করে প্রিয়জনের সঙ্গে এক নারীর আলাপন। হাভানা, কিউবা, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
ইন্টারনেট সুবিধা ভোগ করে প্রিয়জনের সঙ্গে এক নারীর আলাপন। হাভানা, কিউবা, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৩ / ২৯
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা। সম্প্রতি এ নদীতে বালুবাহী ড্রেজার ও যান্ত্রিক নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবুও থামেনি ড্রেজার ও যান্ত্রিক নৌ চলাচল। মোকামী পাড়া গ্রাম, রাউজান, চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা। সম্প্রতি এ নদীতে বালুবাহী ড্রেজার ও যান্ত্রিক নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। তবুও থামেনি ড্রেজার ও যান্ত্রিক নৌ চলাচল। মোকামী পাড়া গ্রাম, রাউজান, চট্টগ্রাম, ১৯ ডিসেম্বর। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
১৪ / ২৯
দিনভর মেঘলা আকাশ আর বৃষ্টি। বেড়েছে হি হি শীত। তাই গরম কাপড়ে সুরক্ষিত সবাই। বাসিয়া ব্রিজ এলাকা, বিশ্বনাথ বাজার, সিলেটের, ১৮ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
দিনভর মেঘলা আকাশ আর বৃষ্টি। বেড়েছে হি হি শীত। তাই গরম কাপড়ে সুরক্ষিত সবাই। বাসিয়া ব্রিজ এলাকা, বিশ্বনাথ বাজার, সিলেটের, ১৮ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৯
মেয়েকে নিয়ে খেলছেন এক মা। করাচি, পাকিস্তান, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মেয়েকে নিয়ে খেলছেন এক মা। করাচি, পাকিস্তান, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৬ / ২৯
মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন-প্রত্যাশীদের ঢল নেমেছে মেক্সিকোতে। সেখানকার আশ্রয়শিবিরে খেলায় ব্যস্ত শিশুর দল। তিজুয়ানা, মেক্সিকো, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন-প্রত্যাশীদের ঢল নেমেছে মেক্সিকোতে। সেখানকার আশ্রয়শিবিরে খেলায় ব্যস্ত শিশুর দল। তিজুয়ানা, মেক্সিকো, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৭ / ২৯
কিউবার বাজারে ফল কেনা-বেচা। হাভানা, কিউবা, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
কিউবার বাজারে ফল কেনা-বেচা। হাভানা, কিউবা, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১৮ / ২৯
পথ ভুল করা এক ঘাস ফড়িং মানুষের শরীরে এসে বসেছে। বাস্তুহারা, খুলনা, ১৮ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
পথ ভুল করা এক ঘাস ফড়িং মানুষের শরীরে এসে বসেছে। বাস্তুহারা, খুলনা, ১৮ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৯
তাইওয়ানে কর সংশোধনের প্রতিবাদে হলুদ জ্যাকেট পরে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। তাইপে, তাইওয়ান, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
তাইওয়ানে কর সংশোধনের প্রতিবাদে হলুদ জ্যাকেট পরে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। তাইপে, তাইওয়ান, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
২০ / ২৯
মিস ইউনিভার্স মুকুট জয়ী ক্যাটরিওনা গ্রে দেশে ফিরেছেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জবাব দেন হাত নেড়ে। ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর, ম্যানিলা, ফিলিপাইন, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
মিস ইউনিভার্স মুকুট জয়ী ক্যাটরিওনা গ্রে দেশে ফিরেছেন। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জবাব দেন হাত নেড়ে। ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দর, ম্যানিলা, ফিলিপাইন, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
২১ / ২৯
ভারতের সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন আফগানিস্তানের সেনাবাহিনীর ১৯ নারী সদস্য। চেন্নাই, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
ভারতের সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন আফগানিস্তানের সেনাবাহিনীর ১৯ নারী সদস্য। চেন্নাই, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
২২ / ২৯
ভারত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কুয়াং-ওয়া। নয়াদিল্লি, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
ভারত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কুয়াং-ওয়া। নয়াদিল্লি, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: এএফপি
২৩ / ২৯
ঘূর্ণিঝড় ‘ফেথাই’ এর প্রভাবে সারা দেশের মতো গতকাল বুধবার সিলেটের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। প্রায় সারাদিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কম্বল মুড়িয়ে শীত নিবারণের চেষ্টা এক চা-শ্রমিকের। মালিনীছড়া চা বাগান, সিলেট, ১৯ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
ঘূর্ণিঝড় ‘ফেথাই’ এর প্রভাবে সারা দেশের মতো গতকাল বুধবার সিলেটের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। প্রায় সারাদিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। কম্বল মুড়িয়ে শীত নিবারণের চেষ্টা এক চা-শ্রমিকের। মালিনীছড়া চা বাগান, সিলেট, ১৯ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৯
বড়দিনকে সামনে রেখে নানা উপহার সামগ্রী বিক্রি করছেন এক ক্ষুদ্র বিক্রেতা। কলকাতা, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বড়দিনকে সামনে রেখে নানা উপহার সামগ্রী বিক্রি করছেন এক ক্ষুদ্র বিক্রেতা। কলকাতা, ভারত, ১৯ ডিসেম্বর। ছবি: রয়টার্স
২৫ / ২৯
ধান শুকানোর কাজ করছে এক শিশু। মাকুর্দি, নাইজেরিয়া, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
ধান শুকানোর কাজ করছে এক শিশু। মাকুর্দি, নাইজেরিয়া, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
২৬ / ২৯
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে অ্যামচেম। ওয়েস্টিন হোটেল, গুলশান-২, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তাঁর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করে অ্যামচেম। ওয়েস্টিন হোটেল, গুলশান-২, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
২৭ / ২৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের নেতা ড. কামাল হোসেন। খাজানা গার্ডেনিয়া ব্যানকুইট, গুলশান-২, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোটের নেতা ড. কামাল হোসেন। খাজানা গার্ডেনিয়া ব্যানকুইট, গুলশান-২, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
২৮ / ২৯
সন্ধ্যার আগে পাখিদের ঘরে ফেরার তাড়া। ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির ভেতর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ ডিসেম্বর। ছবি: মানসুরা হোসাইন
সন্ধ্যার আগে পাখিদের ঘরে ফেরার তাড়া। ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসির ভেতর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ ডিসেম্বর। ছবি: মানসুরা হোসাইন
২৯ / ২৯
জনসংযোগ করছেন ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। শ্যামপুর এলাকা, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
জনসংযোগ করছেন ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। শ্যামপুর এলাকা, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: প্রথম আলো