এক ঝলক (০৩ জানুয়ারি ২০১৯)

১ / ৩৯
শুধু নিজে সাজলেই হবে? পোষা কুকুরটিকেও তো পরিপাটি রাখতে হবে! পোষা কুকুরকে সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক নারী। লিয়াওনিং প্রদেশ, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
শুধু নিজে সাজলেই হবে? পোষা কুকুরটিকেও তো পরিপাটি রাখতে হবে! পোষা কুকুরকে সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক নারী। লিয়াওনিং প্রদেশ, চীন, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
২ / ৩৯
নেপালের বুদ্ধনাথ স্তূপা। এটি ইউনেসকোর ঐতিহ্যের অংশ। এক ভক্ত সেখানে প্রার্থনা করছেন। কাঠমাণ্ডু, নেপাল, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
নেপালের বুদ্ধনাথ স্তূপা। এটি ইউনেসকোর ঐতিহ্যের অংশ। এক ভক্ত সেখানে প্রার্থনা করছেন। কাঠমাণ্ডু, নেপাল, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
৩ / ৩৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন তাঁরা। নিজেরা জীবনের ঝুঁকি নিচ্ছেন, শিশুটিকেও ঝুঁকিতে ফেলছেন। শনির আখড়া, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন তাঁরা। নিজেরা জীবনের ঝুঁকি নিচ্ছেন, শিশুটিকেও ঝুঁকিতে ফেলছেন। শনির আখড়া, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৪ / ৩৯
মনে হচ্ছে আকাশে আপন মনে খেলা করছে কোনো শিশু। কিন্তু এটি আসলে স্টার্লিং নামের পাখির দলের কীর্তি। রাহাত, ইসরায়েল, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
মনে হচ্ছে আকাশে আপন মনে খেলা করছে কোনো শিশু। কিন্তু এটি আসলে স্টার্লিং নামের পাখির দলের কীর্তি। রাহাত, ইসরায়েল, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
৫ / ৩৯
বড়দিন আর নতুন বছর উপলক্ষে সাজানো বেঞ্চে বসে খেলায় মেতেছে এক শিশু।
বড়দিন আর নতুন বছর উপলক্ষে সাজানো বেঞ্চে বসে খেলায় মেতেছে এক শিশু।
৬ / ৩৯
টাটু ঘোড়া নিয়ে শহরের মূল সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি। কিয়েভ, ইউক্রেন, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
টাটু ঘোড়া নিয়ে শহরের মূল সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি। কিয়েভ, ইউক্রেন, ৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
৭ / ৩৯
শৈশবের আনন্দময় খেলার অন্যতম লাটিম খেলা। দড়ি থেকে ছুটে যাওয়া একটি লাটিম হাতে নিয়ে ঘুড়াচ্ছে এক শিশু। বকুলনগর, যশোর, ৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
শৈশবের আনন্দময় খেলার অন্যতম লাটিম খেলা। দড়ি থেকে ছুটে যাওয়া একটি লাটিম হাতে নিয়ে ঘুড়াচ্ছে এক শিশু। বকুলনগর, যশোর, ৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
৮ / ৩৯
নদীর জলে পড়েছে সেতুর ছায়া। সেতুর নিচ দিয়ে চলছে বালু বহনকারী ট্রলার। বাদাঘাট, সিলেট, ৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
নদীর জলে পড়েছে সেতুর ছায়া। সেতুর নিচ দিয়ে চলছে বালু বহনকারী ট্রলার। বাদাঘাট, সিলেট, ৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৯ / ৩৯
শিশুদের আবদারের শেষ নেই। সন্তানের আবদার পূরণ করতে বাবাদেরও চেষ্টার অন্ত থাকে না। কৃষিকাজ শেষে মাঠ থেকে ফেরা  বাবার কাছে আবদার করে বসে এভাবেই বাড়ি ফিরবে তারা। উত্তর সারাপোল গ্রাম, যশোর, ৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
শিশুদের আবদারের শেষ নেই। সন্তানের আবদার পূরণ করতে বাবাদেরও চেষ্টার অন্ত থাকে না। কৃষিকাজ শেষে মাঠ থেকে ফেরা বাবার কাছে আবদার করে বসে এভাবেই বাড়ি ফিরবে তারা। উত্তর সারাপোল গ্রাম, যশোর, ৩ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ৩৯
পুকুরের পানিতে আলু ধুয়ে হাটে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এক আলু বিক্রেতা। শাখারিয়া, বগুড়া, ৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
পুকুরের পানিতে আলু ধুয়ে হাটে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন এক আলু বিক্রেতা। শাখারিয়া, বগুড়া, ৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১১ / ৩৯
যমুনা নদীর চর থেকে মাষকলাই ডালের গাছ তুলে তীরে শুকাতে দিচ্ছেন কৃষক লাল মিয়া। মথুরাপাড়া হাট, সারিয়াকান্দি, বগুড়া, ৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
যমুনা নদীর চর থেকে মাষকলাই ডালের গাছ তুলে তীরে শুকাতে দিচ্ছেন কৃষক লাল মিয়া। মথুরাপাড়া হাট, সারিয়াকান্দি, বগুড়া, ৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১২ / ৩৯
শীতের সকালে মাছ শিকারের অপেক্ষায় বসে আছে একটি মাছরাঙা। বাংলাবাজার, দোগাছি, পাবনা, ৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
শীতের সকালে মাছ শিকারের অপেক্ষায় বসে আছে একটি মাছরাঙা। বাংলাবাজার, দোগাছি, পাবনা, ৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৩ / ৩৯
বন মোরগের দেখা কম মিলে শহর এলাকায়। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
বন মোরগের দেখা কম মিলে শহর এলাকায়। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ৩৯
সমুদ্রসৈকতে পাখি দেখছে এই বালক। রিভেরিয়া সমুদ্রসৈকত, নিস, ফ্রান্স, ২ জানুয়ারি। ছবি: এএফপি
সমুদ্রসৈকতে পাখি দেখছে এই বালক। রিভেরিয়া সমুদ্রসৈকত, নিস, ফ্রান্স, ২ জানুয়ারি। ছবি: এএফপি
১৫ / ৩৯
কাশ্মীরের শ্রীনগর এলাকার তাপমাত্রা এখন শূন্য ডিগ্রি। তুষারপাতের মধ্যেই এই প্রেমিক যুগল ছবির তোলার জন্য এভাবেই দাঁড়িয়েছেন। ভারত, ২ জানুয়ারি। ছবি: এএফপি
কাশ্মীরের শ্রীনগর এলাকার তাপমাত্রা এখন শূন্য ডিগ্রি। তুষারপাতের মধ্যেই এই প্রেমিক যুগল ছবির তোলার জন্য এভাবেই দাঁড়িয়েছেন। ভারত, ২ জানুয়ারি। ছবি: এএফপি
১৬ / ৩৯
নতুন বছরের প্রথম দিনে শুরু হওয়া টিউলিপ উৎসবে মজেছেন ভিয়েতনামসহ বিভিন্ন দেশের পর্যটকেরা। হ্যানয়, ভিয়েতনাম, ১ জানুয়ারি। ছবি: এএফপি
নতুন বছরের প্রথম দিনে শুরু হওয়া টিউলিপ উৎসবে মজেছেন ভিয়েতনামসহ বিভিন্ন দেশের পর্যটকেরা। হ্যানয়, ভিয়েতনাম, ১ জানুয়ারি। ছবি: এএফপি
১৭ / ৩৯
কাশ্মীর থেকে ৭০ কিলোমিটার দূরের এলাকা শ্রীনগরে প্রচণ্ড তুষারপাত পড়ছে। তা উপেক্ষা করেই ঘুরছেন পর্যটকেরা। এখন ওই এলাকায় শূন্য ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। ভারত, ২ জানুয়ারি। ছবি: এএফপি
কাশ্মীর থেকে ৭০ কিলোমিটার দূরের এলাকা শ্রীনগরে প্রচণ্ড তুষারপাত পড়ছে। তা উপেক্ষা করেই ঘুরছেন পর্যটকেরা। এখন ওই এলাকায় শূন্য ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। ভারত, ২ জানুয়ারি। ছবি: এএফপি
১৮ / ৩৯
রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে ঝুলে থাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পোস্টার সরানোর কাজ শুরু হয়েছে। সিটি বাজার, রংপুর, ৩ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে ঝুলে থাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের পোস্টার সরানোর কাজ শুরু হয়েছে। সিটি বাজার, রংপুর, ৩ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৯ / ৩৯
রঙ্গন ফুলে বসেছে বাহারি প্রজাপতি। কলেজগেট, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
রঙ্গন ফুলে বসেছে বাহারি প্রজাপতি। কলেজগেট, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ৩৯
বন থেকে ফুলের ঝাড়ুর উপকরণ সংগ্রহ করে বিক্রির জন্য বসে আছে পাহাড়ের নারী ও শিশুরা। সাপছড়ি, ফুরোমোন, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
বন থেকে ফুলের ঝাড়ুর উপকরণ সংগ্রহ করে বিক্রির জন্য বসে আছে পাহাড়ের নারী ও শিশুরা। সাপছড়ি, ফুরোমোন, রাঙামাটি, ৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ৩৯
পেঁয়াজের দাম এখন কেজিপ্রতি ১৫ টাকা। ফলন ভালো হয়েছে, তবে ভালো দাম পাচ্ছেন না কৃষকেরা। বাড়ির সামনে পেঁয়াজ পরিষ্কারের কাজ করছেন কৃষকেরা। এরপর হাটে নিয়ে যাবেন বিক্রির জন্য। স্বরূপপুর, দৌলতপুর, কুষ্টিয়া, ৩ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান
পেঁয়াজের দাম এখন কেজিপ্রতি ১৫ টাকা। ফলন ভালো হয়েছে, তবে ভালো দাম পাচ্ছেন না কৃষকেরা। বাড়ির সামনে পেঁয়াজ পরিষ্কারের কাজ করছেন কৃষকেরা। এরপর হাটে নিয়ে যাবেন বিক্রির জন্য। স্বরূপপুর, দৌলতপুর, কুষ্টিয়া, ৩ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান
২২ / ৩৯
বিক্রির জন্য মাঠ থেকে পাতা কপি নিয়ে বাজারে যাচ্ছেন কৃষকেরা। মাঠে এসব কপি পাইকারি বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা দরে। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
বিক্রির জন্য মাঠ থেকে পাতা কপি নিয়ে বাজারে যাচ্ছেন কৃষকেরা। মাঠে এসব কপি পাইকারি বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ টাকা দরে। দড়িকামালপুর, দাপুনিয়া, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
২৩ / ৩৯
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গাছে পাকা পেঁপে খাচ্ছে বুলবুলি পাখি। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গাছে পাকা পেঁপে খাচ্ছে বুলবুলি পাখি। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
২৪ / ৩৯
মধু আহরণে ব্যস্ত মৌমাছি। সাগরপাড়া, রাজশাহী, ৩ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
মধু আহরণে ব্যস্ত মৌমাছি। সাগরপাড়া, রাজশাহী, ৩ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
২৫ / ৩৯
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। প্রেসক্লাব, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল এবং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। প্রেসক্লাব, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
২৬ / ৩৯
রাজধানীর পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে প্লাস্টিকের একটি কারখানায় আজ বৃহস্পতিবার আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিস। পশ্চিম ইসলামবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
রাজধানীর পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে প্লাস্টিকের একটি কারখানায় আজ বৃহস্পতিবার আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিস। পশ্চিম ইসলামবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
২৭ / ৩৯
কৃষক খেত থেকে মুলা তুলে বাজারে নেওয়ার জন্য ভ্যানগাড়িতে বোঝাই করছেন। গৌরীপুর, নন্দীগ্রাম, ময়মনসিংহ, ৩ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
কৃষক খেত থেকে মুলা তুলে বাজারে নেওয়ার জন্য ভ্যানগাড়িতে বোঝাই করছেন। গৌরীপুর, নন্দীগ্রাম, ময়মনসিংহ, ৩ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
২৮ / ৩৯
রংপুর নগরের কুকরুল এলাকায় সেতু নির্মাণ শুরু হলেও দীর্ঘ দেড় বছরে তা দৃশ্যমান হয়নি। এ নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কুকরুল, রংপুর, ৩ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
রংপুর নগরের কুকরুল এলাকায় সেতু নির্মাণ শুরু হলেও দীর্ঘ দেড় বছরে তা দৃশ্যমান হয়নি। এ নিয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কুকরুল, রংপুর, ৩ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
২৯ / ৩৯
মসুরের জমিতে খাবার খুঁজছে হুদহুদ পাখি। মাঝারি আকারের দুর্লভ এই পাখি কাঠকুড়ালী বা মোহনচূড়া নামেও পরিচিত । এরা আবাদি ও পতিত জমি বা শুকনো মাঠে একাকী বা জোড়ায় বিচরণ করে। চরকোমরপুর, দোগাছি, পাবনা, ৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
মসুরের জমিতে খাবার খুঁজছে হুদহুদ পাখি। মাঝারি আকারের দুর্লভ এই পাখি কাঠকুড়ালী বা মোহনচূড়া নামেও পরিচিত । এরা আবাদি ও পতিত জমি বা শুকনো মাঠে একাকী বা জোড়ায় বিচরণ করে। চরকোমরপুর, দোগাছি, পাবনা, ৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৩০ / ৩৯
পেঁয়াজের জন্য বিখ্যাত পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ জমিতে একদিকে চলছে হালি বা চারা পেঁয়াজ রোপণ, অন্যদিকে বাজারে উঠেছে মূলকাটা পেঁয়াজ। নতুন এই পেঁয়াজের ফলন ভালো হলেও দামে হতাশ কৃষক। সুজানগর বাজার, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
পেঁয়াজের জন্য বিখ্যাত পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ জমিতে একদিকে চলছে হালি বা চারা পেঁয়াজ রোপণ, অন্যদিকে বাজারে উঠেছে মূলকাটা পেঁয়াজ। নতুন এই পেঁয়াজের ফলন ভালো হলেও দামে হতাশ কৃষক। সুজানগর বাজার, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
৩১ / ৩৯
নতুন বছরে সিলেট রেলওয়ে স্টেশনে চলছে সংস্কারকাজ। নিরাপত্তাহীনভাবে ঝুঁকি নিয়ে প্ল্যাটফর্মের ছাদে রঙের কাজ করছেন দুই শ্রমিক। রেলওয়ে স্টেশন, সিলেট, ৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
নতুন বছরে সিলেট রেলওয়ে স্টেশনে চলছে সংস্কারকাজ। নিরাপত্তাহীনভাবে ঝুঁকি নিয়ে প্ল্যাটফর্মের ছাদে রঙের কাজ করছেন দুই শ্রমিক। রেলওয়ে স্টেশন, সিলেট, ৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩২ / ৩৯
নারায়ণগঞ্জ থেকে ২৩০ টাকা কেজি দরে কম্বল কিনেছেন ঢাকার বঙ্গবাজারের এক ব্যবসায়ী। কারখানা থেকে বঙ্গবাজারে নেওয়া হচ্ছে কম্বলগুলো। মাতুয়াইল, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
নারায়ণগঞ্জ থেকে ২৩০ টাকা কেজি দরে কম্বল কিনেছেন ঢাকার বঙ্গবাজারের এক ব্যবসায়ী। কারখানা থেকে বঙ্গবাজারে নেওয়া হচ্ছে কম্বলগুলো। মাতুয়াইল, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৩৩ / ৩৯
বিকল জাহাজের বৈদ্যুতিক তার কিনে নিয়ে দোকানে বিক্রি করবেন দোকানি। তাই এসব তার খুচরা বিক্রির উপযোগী করে গোছানো হচ্ছে। সেচের মোটর চালাতে কৃষকেরা এই তার কিনতে বেশি আগ্রহী  হয়। শেখপাড়া, খুলনা, ৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
বিকল জাহাজের বৈদ্যুতিক তার কিনে নিয়ে দোকানে বিক্রি করবেন দোকানি। তাই এসব তার খুচরা বিক্রির উপযোগী করে গোছানো হচ্ছে। সেচের মোটর চালাতে কৃষকেরা এই তার কিনতে বেশি আগ্রহী হয়। শেখপাড়া, খুলনা, ৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৩৪ / ৩৯
যানবাহন ও পথচারীর চলাচলের সুবিধার জন্য পুলিশ ফুটপাতের হকারদের উচ্ছেদের নির্দেশ দিয়েছে। নির্দেশনা মেনে নিজেদের মালামাল গুছিয়ে নিচ্ছেন হকারেরা। পিকচার প্যালেস মোড়, খুলনা, ৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
যানবাহন ও পথচারীর চলাচলের সুবিধার জন্য পুলিশ ফুটপাতের হকারদের উচ্ছেদের নির্দেশ দিয়েছে। নির্দেশনা মেনে নিজেদের মালামাল গুছিয়ে নিচ্ছেন হকারেরা। পিকচার প্যালেস মোড়, খুলনা, ৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৩৫ / ৩৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। আগারগাঁও, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। আগারগাঁও, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
৩৬ / ৩৯
নতুন বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি পুরুষদের পরিবেশনা। রিয়াদ, সৌদি আরব, ২ জানুয়ারি। ছবি: রয়টার্স
নতুন বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি পুরুষদের পরিবেশনা। রিয়াদ, সৌদি আরব, ২ জানুয়ারি। ছবি: রয়টার্স
৩৭ / ৩৯
রাজধানীর পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে প্লাস্টিকের একটি কারখানায় আজ বৃহস্পতিবার আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পশ্চিম ইসলামবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
রাজধানীর পুরান ঢাকার পশ্চিম ইসলামবাগে প্লাস্টিকের একটি কারখানায় আজ বৃহস্পতিবার আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পশ্চিম ইসলামবাগ, ঢাকা, ৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
৩৮ / ৩৯
চৌধুরীপাড়ার সড়ক বিভাজনের এই অংশ দিয়ে রাস্তা পার হতে গিয়ে দুই দিন আগে বাসচাপায় নিহত হয়েছেন দুজন। স্থানীয় স্মার্ট গার্মেন্টসের পক্ষ থেকে দুই কর্মী সেই বিভাজকে দড়ি, লাল কাপড় দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছেন। মালিবাগ, ৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
চৌধুরীপাড়ার সড়ক বিভাজনের এই অংশ দিয়ে রাস্তা পার হতে গিয়ে দুই দিন আগে বাসচাপায় নিহত হয়েছেন দুজন। স্থানীয় স্মার্ট গার্মেন্টসের পক্ষ থেকে দুই কর্মী সেই বিভাজকে দড়ি, লাল কাপড় দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছেন। মালিবাগ, ৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
৩৯ / ৩৯
প্রতিযোগিতা করে চলছে দুটি বাস। এরই মাঝে যাত্রী তুলছে এগিয়ে থাকা বাসটি। চৌধুরীপাড়ার, মালিবাগ, ৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
প্রতিযোগিতা করে চলছে দুটি বাস। এরই মাঝে যাত্রী তুলছে এগিয়ে থাকা বাসটি। চৌধুরীপাড়ার, মালিবাগ, ৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার