এক ঝলক (০৫ জানুয়ারি ২০১৯)

১ / ২৫
মাছ শিকার করেই চটজলদি উড়ে যাচ্ছে এক মাছরাঙা। পানিতে পড়েছে তারই প্রতিচ্ছবি। রামপুর, গলিয়ারা, কুমিল্লা, সম্প্রতি তোলা। ছবি: এমদাদুল হক
মাছ শিকার করেই চটজলদি উড়ে যাচ্ছে এক মাছরাঙা। পানিতে পড়েছে তারই প্রতিচ্ছবি। রামপুর, গলিয়ারা, কুমিল্লা, সম্প্রতি তোলা। ছবি: এমদাদুল হক
২ / ২৫
শীত বাড়ার সঙ্গে সঙ্গে শামুকখোল পাখিগুলো খাদ্যের খোঁজে ঝাঁকে ঝাঁকে কাপ্তাই হ্রদে আসছে। রাঙামাটি, ৪ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
শীত বাড়ার সঙ্গে সঙ্গে শামুকখোল পাখিগুলো খাদ্যের খোঁজে ঝাঁকে ঝাঁকে কাপ্তাই হ্রদে আসছে। রাঙামাটি, ৪ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৫
ধানের শিষে শিশিরবিন্দু। শৈলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
ধানের শিষে শিশিরবিন্দু। শৈলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৪ / ২৫
পৌষের সকালে জবুথবু  জোড়া শালিক । রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
পৌষের সকালে জবুথবু জোড়া শালিক । রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৫ / ২৫
মুলা ফুলের স্নিগ্ধ সৌন্দর্য। তবারিপাড়া, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৪ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
মুলা ফুলের স্নিগ্ধ সৌন্দর্য। তবারিপাড়া, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৪ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
৬ / ২৫
কুয়াশাঘেরা শীতের সকাল। পৌষের শেষ সপ্তাহের শীত জানিয়ে দিচ্ছে মাঘের আগমনী বার্তা। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
কুয়াশাঘেরা শীতের সকাল। পৌষের শেষ সপ্তাহের শীত জানিয়ে দিচ্ছে মাঘের আগমনী বার্তা। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৭ / ২৫
উত্তরবঙ্গে শীত জেঁকে বসেছে। পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালের আলো ফুটতেই এই শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বোরো ধানের জমিতে কাজ করতে নেমেছেন কৃষিশ্রমিকেরা। বাইপাস স্টেশন সড়ক, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
উত্তরবঙ্গে শীত জেঁকে বসেছে। পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালের আলো ফুটতেই এই শীতকে উপেক্ষা করে জীবিকার তাগিদে বোরো ধানের জমিতে কাজ করতে নেমেছেন কৃষিশ্রমিকেরা। বাইপাস স্টেশন সড়ক, ঈশ্বরদী, পাবনা, ৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৮ / ২৫
কাঁচকি জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৪ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
কাঁচকি জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৪ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
ভালো ফলনের জন্য চাই উর্বরতা। মিশ্রিত সার জমিতে ছিটিয়ে উর্বরতা বাড়ানোর চেষ্টা কৃষকের। দেয়ানা, খুলনা, ৫ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ভালো ফলনের জন্য চাই উর্বরতা। মিশ্রিত সার জমিতে ছিটিয়ে উর্বরতা বাড়ানোর চেষ্টা কৃষকের। দেয়ানা, খুলনা, ৫ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৫
গাছের ডালে উঁকি দিচ্ছে আমের মুকুল। ভেড়িপাড়া, রাজশাহী, ৫ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
গাছের ডালে উঁকি দিচ্ছে আমের মুকুল। ভেড়িপাড়া, রাজশাহী, ৫ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
১১ / ২৫
ছবি দেখলে মনে হতে পারে, এটা কোনো অবকাশ কেন্দ্র। কিন্তু না, এটি লালমাই পাহাড়ের বুকে গড়ে উঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ক্যাম্পাসের একটি অংশের নাম দেওয়া হয়েছে বাবুই চত্বর। শিক্ষার্থীরা ক্লাসের বিরতিতে এখানে গিয়ে আড্ডায় মেতে উঠেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুমিল্লা, সম্প্রতি তোলা। ছবি: এমদাদুল হক
ছবি দেখলে মনে হতে পারে, এটা কোনো অবকাশ কেন্দ্র। কিন্তু না, এটি লালমাই পাহাড়ের বুকে গড়ে উঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ক্যাম্পাসের একটি অংশের নাম দেওয়া হয়েছে বাবুই চত্বর। শিক্ষার্থীরা ক্লাসের বিরতিতে এখানে গিয়ে আড্ডায় মেতে উঠেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কুমিল্লা, সম্প্রতি তোলা। ছবি: এমদাদুল হক
১২ / ২৫
মাঠের মধ্যে বানানো হয়েছে অস্থায়ী তাঁবু। তাঁবুর সামনে জমিতে উঠান বানিয়ে ধান শুকাচ্ছেন কিষানি। রামপুর, গলিয়ারা, কুমিল্লা, ৫ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
মাঠের মধ্যে বানানো হয়েছে অস্থায়ী তাঁবু। তাঁবুর সামনে জমিতে উঠান বানিয়ে ধান শুকাচ্ছেন কিষানি। রামপুর, গলিয়ারা, কুমিল্লা, ৫ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
১৩ / ২৫
একজনের চোখ বাঁধা। তাকে চার দিক দিয়ে ছুঁয়ে যাচ্ছে অন্যরা। খেলার নাম কানামাছি। কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছোট-বড় ছাত্রীরা এভাবেই মেতে উঠে বিভিন্ন খেলায়। কুমিল্লা, ৫ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
একজনের চোখ বাঁধা। তাকে চার দিক দিয়ে ছুঁয়ে যাচ্ছে অন্যরা। খেলার নাম কানামাছি। কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছোট-বড় ছাত্রীরা এভাবেই মেতে উঠে বিভিন্ন খেলায়। কুমিল্লা, ৫ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
১৪ / ২৫
হিমায়িত টুনা মাছের গুণগত মান যাচাই করে দেখছেন পাইকারি ক্রেতারা। এসব মাছ নিলামে তোলা হবে। নতুন বছরে তোয়োসু মাছ বাজারে প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হয়। টোকিও, জাপান, ৫ জানুয়ারি। ছবি: রয়টার্স
হিমায়িত টুনা মাছের গুণগত মান যাচাই করে দেখছেন পাইকারি ক্রেতারা। এসব মাছ নিলামে তোলা হবে। নতুন বছরে তোয়োসু মাছ বাজারে প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হয়। টোকিও, জাপান, ৫ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৫ / ২৫
জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন। এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়। টোকিও, জাপান, ৫ জানুয়ারি। ছবি: রয়টার্স
জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন। এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়। টোকিও, জাপান, ৫ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৬ / ২৫
টালি ব্যবহার হয় ঘরের ছাউনি হিসেবে। মৌসুমের এই সময়ে টালি তৈরি হয়। টালির কারখানায় কাজে ব্যস্ত নারী-পুরুষ। রামনগর, সদর, যশোর, ৪ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
টালি ব্যবহার হয় ঘরের ছাউনি হিসেবে। মৌসুমের এই সময়ে টালি তৈরি হয়। টালির কারখানায় কাজে ব্যস্ত নারী-পুরুষ। রামনগর, সদর, যশোর, ৪ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
১৭ / ২৫
বিশাল এক গাছের গুঁড়ি সরানোর চেষ্টা চলছে। শম্ভুগঞ্জ বাজার, ময়মনসিংহ, ৫ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
বিশাল এক গাছের গুঁড়ি সরানোর চেষ্টা চলছে। শম্ভুগঞ্জ বাজার, ময়মনসিংহ, ৫ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
১৮ / ২৫
রান্নার জ্বালানি হিসেবে শুকনো পাতা সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। পুলিয়ামারি গ্রাম, ময়মনসিংহ, ৫ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
রান্নার জ্বালানি হিসেবে শুকনো পাতা সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক নারী। পুলিয়ামারি গ্রাম, ময়মনসিংহ, ৫ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
১৯ / ২৫
নদীর কিনারে দুপাশে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা রশি। এই রশি টেনে নদীর এপার-ওপার করেন বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী ও ছোট ফুলবাড়ী গ্রামের লোকজন। শীতলাঘাট, শেরপুর, বগুড়া, ৫ জানুয়ারি। ছবি: সবুজ চৌধুরী
নদীর কিনারে দুপাশে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা রশি। এই রশি টেনে নদীর এপার-ওপার করেন বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী ও ছোট ফুলবাড়ী গ্রামের লোকজন। শীতলাঘাট, শেরপুর, বগুড়া, ৫ জানুয়ারি। ছবি: সবুজ চৌধুরী
২০ / ২৫
গরুর প্রধান খাবার বিচলি (খড়) । মাঠ থেকে মাথায় করে গো-খাদ্য বিচলি  নিয়ে বাড়ি ফিরছেন নারীরা। সাড়াপোল গ্রাম, সদর, যশোর, ৫ জানুয়ারি। ছবি:  এহসান-উদ-দৌলা
গরুর প্রধান খাবার বিচলি (খড়) । মাঠ থেকে মাথায় করে গো-খাদ্য বিচলি নিয়ে বাড়ি ফিরছেন নারীরা। সাড়াপোল গ্রাম, সদর, যশোর, ৫ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
২১ / ২৫
কারখানায় কাঠের খাট পালঙ্ক রাঙিয়ে তুলছেন রংমিস্ত্রি আবু সাঈদ। প্রতিটি খাট রং করে মজুরি মেলে ৫০০ টাকা। মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া, ৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
কারখানায় কাঠের খাট পালঙ্ক রাঙিয়ে তুলছেন রংমিস্ত্রি আবু সাঈদ। প্রতিটি খাট রং করে মজুরি মেলে ৫০০ টাকা। মোকামতলা, শিবগঞ্জ, বগুড়া, ৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
২২ / ২৫
সড়ক বিভাজকের ফাঁকা অংশ গলে রাস্তা পার হচ্ছে পথচারীরা। অথচ মাথার ওপরই পদচারী-সেতু। নিউমার্কেট এলাকা, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
সড়ক বিভাজকের ফাঁকা অংশ গলে রাস্তা পার হচ্ছে পথচারীরা। অথচ মাথার ওপরই পদচারী-সেতু। নিউমার্কেট এলাকা, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
২৩ / ২৫
জানালার কাচ ছাড়াই চলছে মিরপুরগামী ঠিকানা এক্সপ্রেসের বাসটি। নীলক্ষেত এলাকা, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
জানালার কাচ ছাড়াই চলছে মিরপুরগামী ঠিকানা এক্সপ্রেসের বাসটি। নীলক্ষেত এলাকা, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
২৪ / ২৫
কালো ধোঁয়া ছড়িয়ে সড়কে চলছে সাভারগামী ওয়েলকাম ট্রান্সপোর্টের বাসটি। রাজধানীতে ফিটনেসবিহীন গণপরিবহন নিষিদ্ধ থাকলেও এ রকম যান চলছে অহরহ। বাংলামোটর, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
কালো ধোঁয়া ছড়িয়ে সড়কে চলছে সাভারগামী ওয়েলকাম ট্রান্সপোর্টের বাসটি। রাজধানীতে ফিটনেসবিহীন গণপরিবহন নিষিদ্ধ থাকলেও এ রকম যান চলছে অহরহ। বাংলামোটর, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
২৫ / ২৫
অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আকিমুন রহমান। জাতীয় জাদুঘর, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আকিমুন রহমান। জাতীয় জাদুঘর, ঢাকা, ৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন