এক ঝলক (১০ জানুয়ারি ২০১৯)

১ / ৩২
হাতিরঝিলে সূর্যাস্ত। হাতিরঝিল, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: মানসুরা হোসাইন
হাতিরঝিলে সূর্যাস্ত। হাতিরঝিল, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: মানসুরা হোসাইন
২ / ৩২
হাতিরঝিলে সূর্যাস্ত। হাতিরঝিল, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: মানসুরা হোসাইন
হাতিরঝিলে সূর্যাস্ত। হাতিরঝিল, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: মানসুরা হোসাইন
৩ / ৩২
বৈদ্যুতিক খুঁটিতে ব্যবহারের জন্য লোহার তৈরি যন্ত্রাংশের ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক। দৈনিক ৫০০ থেকে ৮০০ টাকা মজুরি ভিত্তিতে কাজ করেন তাঁরা। দক্ষিণ কেরানীগঞ্জ, ১০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
বৈদ্যুতিক খুঁটিতে ব্যবহারের জন্য লোহার তৈরি যন্ত্রাংশের ঝালাইয়ের কাজ করছেন এক শ্রমিক। দৈনিক ৫০০ থেকে ৮০০ টাকা মজুরি ভিত্তিতে কাজ করেন তাঁরা। দক্ষিণ কেরানীগঞ্জ, ১০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
৪ / ৩২
বাড়ির পাশে নিজের হাতে লাগানো গাছে ফলেছে পুরুষ্টু লাউ। গোলডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ৯ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
বাড়ির পাশে নিজের হাতে লাগানো গাছে ফলেছে পুরুষ্টু লাউ। গোলডাঙ্গী, সদর উপজেলা, ফরিদপুর, ৯ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
৫ / ৩২
ঢাকার কোনাপাড়ায় দুই শিশু হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর বিক্ষোভ। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: হাসান রাজা
ঢাকার কোনাপাড়ায় দুই শিশু হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর বিক্ষোভ। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: হাসান রাজা
৬ / ৩২
পাহাড়ি কলার কাদি বিক্রির জন্য ঘিলাছড়ির সাপ্তাহিক হাটে যাচ্ছেন পাহাড়ি চাষিরা। ঘিলাছড়ি পুকুরছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ১০ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি কলার কাদি বিক্রির জন্য ঘিলাছড়ির সাপ্তাহিক হাটে যাচ্ছেন পাহাড়ি চাষিরা। ঘিলাছড়ি পুকুরছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ১০ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৩২
উঁচু পাহাড়ের গর্তে বর্ষায় জমে থাকা প্রাকৃতিক ঝরনার পানি পাইপ লাইনের মাধ্যমে গ্রামবাসীকে সরবরাহ করা হচ্ছে ১০ বছর ধরে। বেসরকারি সংস্থা গ্রিনহিল রাঙামাটির সাপছড়ি যৌথ খামারপাড়ার অর্ধশতাধিক পরিবারের মধ্যে পানির এ সুবিধা করে দিয়েছে। সাপছড়ি, রাঙামাটি, ১০ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
উঁচু পাহাড়ের গর্তে বর্ষায় জমে থাকা প্রাকৃতিক ঝরনার পানি পাইপ লাইনের মাধ্যমে গ্রামবাসীকে সরবরাহ করা হচ্ছে ১০ বছর ধরে। বেসরকারি সংস্থা গ্রিনহিল রাঙামাটির সাপছড়ি যৌথ খামারপাড়ার অর্ধশতাধিক পরিবারের মধ্যে পানির এ সুবিধা করে দিয়েছে। সাপছড়ি, রাঙামাটি, ১০ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৩২
চাপিলা, মলা, ফলই, পুঁটি, ট্যাংরা, আইড়, শিং, কালিবাউশ, শোল, গজারসহ বিভিন্ন প্রজাতির মাছ কাপ্তাই হ্রদ থেকে আহরণের পর শুঁটকি তৈরি করে বিক্রি করা হচ্ছে। মাছের স্বাদ ও প্রজাতিভেদে কেজি ৩০০ থেকে ১০০০ টাকা। ঘিলাছড়ি, নানিয়ার চর, রাঙামাটি, ১০ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
চাপিলা, মলা, ফলই, পুঁটি, ট্যাংরা, আইড়, শিং, কালিবাউশ, শোল, গজারসহ বিভিন্ন প্রজাতির মাছ কাপ্তাই হ্রদ থেকে আহরণের পর শুঁটকি তৈরি করে বিক্রি করা হচ্ছে। মাছের স্বাদ ও প্রজাতিভেদে কেজি ৩০০ থেকে ১০০০ টাকা। ঘিলাছড়ি, নানিয়ার চর, রাঙামাটি, ১০ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ৩২
সরকারি উচ্চবিদ্যালয়ে নীলফামারী অঞ্চলের গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা। নীলফামারী, ১০ জানুয়ারি। ছবি: প্রথম আলো
সরকারি উচ্চবিদ্যালয়ে নীলফামারী অঞ্চলের গণিত উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা। নীলফামারী, ১০ জানুয়ারি। ছবি: প্রথম আলো
১০ / ৩২
মেয়েটির নাম মারিয়া। বয়স মাত্র দুই। বাড়ি গুয়াতেমালায়। জীবনের নির্মমতার কিছুই সে বোঝে না। শুধু মায়ের কোলে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অনিশ্চিত যাত্রা করে চলেছে। এখন তারা আছে মেক্সিকোতে, চেষ্টা করছে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যেতে। মেক্সিকো, ৯ জানুয়ারি। ছবি: রয়টার্স
মেয়েটির নাম মারিয়া। বয়স মাত্র দুই। বাড়ি গুয়াতেমালায়। জীবনের নির্মমতার কিছুই সে বোঝে না। শুধু মায়ের কোলে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় অনিশ্চিত যাত্রা করে চলেছে। এখন তারা আছে মেক্সিকোতে, চেষ্টা করছে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যেতে। মেক্সিকো, ৯ জানুয়ারি। ছবি: রয়টার্স
১১ / ৩২
গ্লাডিওলাস ফুলের পাপড়িতে জমেছে শিশির। ভোরের আলোয় স্নিগ্ধতার পরশ। বিএডিসি, নুরপুর, পাবনা, ৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
গ্লাডিওলাস ফুলের পাপড়িতে জমেছে শিশির। ভোরের আলোয় স্নিগ্ধতার পরশ। বিএডিসি, নুরপুর, পাবনা, ৯ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১২ / ৩২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ আওয়ামী লীগ, খাগড়াছড়ি জেলা শাখা ও সব সহযোগী সংগঠন। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ৯ জানুয়ারি। ছবি:  নীরব চৌধুরী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ আওয়ামী লীগ, খাগড়াছড়ি জেলা শাখা ও সব সহযোগী সংগঠন। শাপলা চত্বর, খাগড়াছড়ি, ৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৩ / ৩২
সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার নতুন স্কুলে ত্রিপুরা শিশুরা। কয়েক বছর আগে দুর্ঘটনায় নয়জন শিশু নিহত হওয়ার পর এলাকাবাসীর দাবিতে স্থানীয় প্রশাসন নতুন স্কুলে খাবার পানিসহ বিভিন্ন সুবিধা প্রদান করে। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৯ জানুয়ারি। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার নতুন স্কুলে ত্রিপুরা শিশুরা। কয়েক বছর আগে দুর্ঘটনায় নয়জন শিশু নিহত হওয়ার পর এলাকাবাসীর দাবিতে স্থানীয় প্রশাসন নতুন স্কুলে খাবার পানিসহ বিভিন্ন সুবিধা প্রদান করে। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৯ জানুয়ারি। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১৪ / ৩২
সেতু বা উড়াল সড়কের নিচে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে।  তা স্বত্তেও রাজধানীর বাবুবাজার সেতুর কদমতলি অংশের নিচে নিয়মিতভাবে কাচাঁবাজার বসছে । কেরানীগঞ্জ, ১০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
সেতু বা উড়াল সড়কের নিচে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। তা স্বত্তেও রাজধানীর বাবুবাজার সেতুর কদমতলি অংশের নিচে নিয়মিতভাবে কাচাঁবাজার বসছে । কেরানীগঞ্জ, ১০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
১৫ / ৩২
কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি। সেদিন পুরান ঢাকায় ‘ঘুড়ি উৎসব’ বা ‘সাকরাইন’ হয়।  হরেকরকম ঘুড়ি, সুতা, নাটাই কিনতে ভিড় জমিয়েছে ক্রেতারা। শাঁখারীবাজার, ১০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
কয়েকদিন পরেই পৌষ সংক্রান্তি। সেদিন পুরান ঢাকায় ‘ঘুড়ি উৎসব’ বা ‘সাকরাইন’ হয়। হরেকরকম ঘুড়ি, সুতা, নাটাই কিনতে ভিড় জমিয়েছে ক্রেতারা। শাঁখারীবাজার, ১০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
১৬ / ৩২
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সম্প্রতি চীন সফর করেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে স্বাগত অনুষ্ঠানে তিনি। চীনের গণমাধ্যম সিনহুয়া ৮ জানুয়ারির এই ছবি আজ প্রকাশ করেন। গ্রেট হল, বেইজিং, চীন। ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন সম্প্রতি চীন সফর করেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে স্বাগত অনুষ্ঠানে তিনি। চীনের গণমাধ্যম সিনহুয়া ৮ জানুয়ারির এই ছবি আজ প্রকাশ করেন। গ্রেট হল, বেইজিং, চীন। ছবি: রয়টার্স
১৭ / ৩২
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহড়া। ইন্ডিয়া গেট, নয়াদিল্লি, ভারত, ১০ জানুয়ারি। ছবি: এএফপি
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহড়া। ইন্ডিয়া গেট, নয়াদিল্লি, ভারত, ১০ জানুয়ারি। ছবি: এএফপি
১৮ / ৩২
লেবাননে প্রচণ্ড তুষারপাত হয়েছে। সড়কে ভারী তুষারের কারণে যান চলাচল বন্ধ। আটকা পড়েছে অনেক গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক করতে তুষার সরানোর কাজ চলছে। বৈরুত, ৯ জানুয়ারি। ছবি: এএফপি
লেবাননে প্রচণ্ড তুষারপাত হয়েছে। সড়কে ভারী তুষারের কারণে যান চলাচল বন্ধ। আটকা পড়েছে অনেক গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক করতে তুষার সরানোর কাজ চলছে। বৈরুত, ৯ জানুয়ারি। ছবি: এএফপি
১৯ / ৩২
ভারতের সুপ্রিম কোর্টে আজ অযোধ্যা মামলার শুনানি ছিল। তবে সেটি পিছিয়ে ২৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিন্দু বিক্ষোভকারীদের। নয়াদিল্লি, ভারত, ১০ জানুয়ারি। ছবি: এএফপি
ভারতের সুপ্রিম কোর্টে আজ অযোধ্যা মামলার শুনানি ছিল। তবে সেটি পিছিয়ে ২৯ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিন্দু বিক্ষোভকারীদের। নয়াদিল্লি, ভারত, ১০ জানুয়ারি। ছবি: এএফপি
২০ / ৩২
ডাচ্ বাংলা ব্যাংক ও প্রথম আলো আয়োজিত ১৭তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর দল। সরকারি মহিলা কলেজ, পাবনা, ১০ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
ডাচ্ বাংলা ব্যাংক ও প্রথম আলো আয়োজিত ১৭তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর দল। সরকারি মহিলা কলেজ, পাবনা, ১০ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
২১ / ৩২
মাছ শিকার শেষে করে নৌকায় করে ফিরছেন জেলেরা। ঘনমোড়, লংগদু, রাঙামাটি, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
মাছ শিকার শেষে করে নৌকায় করে ফিরছেন জেলেরা। ঘনমোড়, লংগদু, রাঙামাটি, ৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২২ / ৩২
রাজশাহীর বাঘায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে রাতের বেলায় বিদ্যুৎ পায় না মানুষ। তিন বছরের মাথায় এটি পরিত্যক্ত প্রায়। রাজশাহী, ১০ জানুয়ারি। ছবি শহীদুল ইসলাম
রাজশাহীর বাঘায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে রাতের বেলায় বিদ্যুৎ পায় না মানুষ। তিন বছরের মাথায় এটি পরিত্যক্ত প্রায়। রাজশাহী, ১০ জানুয়ারি। ছবি শহীদুল ইসলাম
২৩ / ৩২
সিলেটে উদ্ধার করা বিপন্ন ধনেশ পাখির ছানা। বর্তমানে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় সালমান শাহ ভবনে পাখিটি দেখভাল করছেন আলমগীর কুমকুম। সিলেট, ১০ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেটে উদ্ধার করা বিপন্ন ধনেশ পাখির ছানা। বর্তমানে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় সালমান শাহ ভবনে পাখিটি দেখভাল করছেন আলমগীর কুমকুম। সিলেট, ১০ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩২
ফরিদপুরে এ বছর সরিষার ফলন ভালো হয়েছে। খেত থেকে সরিষা তুলে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরছেন কৃষক। মোস্তফা ডাঙ্গী, ফরিদপুর, ১০ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরে এ বছর সরিষার ফলন ভালো হয়েছে। খেত থেকে সরিষা তুলে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরছেন কৃষক। মোস্তফা ডাঙ্গী, ফরিদপুর, ১০ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
২৫ / ৩২
এখন ঝিঙের ছোবড়ার তেমন কদর নেই—তবে একসময় গোসলের অনুষঙ্গ হিসেবে এ ছোবড়া ছিল প্রায় অপরিহার্য। জালাল উদ্দিন দর্শনা থেকে খুলনায় এসেছেন ছোবড়া বিক্রি করতে। প্রতিটি ছোবড়া পাঁচ টাকা করে বিক্রি করেন তিনি। ফেরিঘাট মোড়, খুলনা, ১০ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
এখন ঝিঙের ছোবড়ার তেমন কদর নেই—তবে একসময় গোসলের অনুষঙ্গ হিসেবে এ ছোবড়া ছিল প্রায় অপরিহার্য। জালাল উদ্দিন দর্শনা থেকে খুলনায় এসেছেন ছোবড়া বিক্রি করতে। প্রতিটি ছোবড়া পাঁচ টাকা করে বিক্রি করেন তিনি। ফেরিঘাট মোড়, খুলনা, ১০ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২৬ / ৩২
একাধিকবার অভিযান চালিয়ে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালটিকে অনেকটাই দখলমুক্ত করা হয়েছে। কিন্তু আবর্জনায় সয়লাব ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে থাকা খালটি। খালটি নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির নালায় পরিণত হয়েছে। মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
একাধিকবার অভিযান চালিয়ে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালটিকে অনেকটাই দখলমুক্ত করা হয়েছে। কিন্তু আবর্জনায় সয়লাব ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে থাকা খালটি। খালটি নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির নালায় পরিণত হয়েছে। মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২৭ / ৩২
রাজধানীর রায়েরবাজার কবরস্থানের সীমানাপ্রাচীর ঘেঁষে তৈরি করা হয়েছে এমন একাধিক রাজনৈতিক কার্যালয়। এটি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ‘বুদ্ধিজীবী, বেড়িবাঁধ, বোটঘাট ইউনিট কার্যালয়’। বেড়িবাঁধ, মোহাম্মদপুর, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
রাজধানীর রায়েরবাজার কবরস্থানের সীমানাপ্রাচীর ঘেঁষে তৈরি করা হয়েছে এমন একাধিক রাজনৈতিক কার্যালয়। এটি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ‘বুদ্ধিজীবী, বেড়িবাঁধ, বোটঘাট ইউনিট কার্যালয়’। বেড়িবাঁধ, মোহাম্মদপুর, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২৮ / ৩২
চালের দর নিয়ে কথা বলছেন দুই আড়তদার। এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে। মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ীদের দাবি, এখন চালের দাম স্বাভাবিক। কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
চালের দর নিয়ে কথা বলছেন দুই আড়তদার। এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে। মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ীদের দাবি, এখন চালের দাম স্বাভাবিক। কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২৯ / ৩২
জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ১১ দিন আগে। সংসদ সদস্যদেরও শপথ নেওয়া শেষ। কিন্তু অনেক স্থান থেকে এখনো সরানো হয়নি প্রার্থীদের নির্বাচনী প্রচারসামগ্রী। রায়ের বাজারের সুলতানগঞ্জ এলাকায় সাদেক খানের পক্ষে স্থাপিত তোরণ। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে ১১ দিন আগে। সংসদ সদস্যদেরও শপথ নেওয়া শেষ। কিন্তু অনেক স্থান থেকে এখনো সরানো হয়নি প্রার্থীদের নির্বাচনী প্রচারসামগ্রী। রায়ের বাজারের সুলতানগঞ্জ এলাকায় সাদেক খানের পক্ষে স্থাপিত তোরণ। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৩০ / ৩২
ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনের ব্যস্ত এই ফুটপাত দখলে থাকে ভাসমান দোকান ও লেগুনা স্ট্যান্ডের। ফার্মগেট, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনের ব্যস্ত এই ফুটপাত দখলে থাকে ভাসমান দোকান ও লেগুনা স্ট্যান্ডের। ফার্মগেট, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
৩১ / ৩২
ফার্মগেট এলাকার আশপাশের সব ফুটপাতে হাঁটার উপায় নেই। সেগুলো দখল করে আছে ভাসমান দোকান। সিজান পয়েন্টের নিচে, ফার্মগেট, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
ফার্মগেট এলাকার আশপাশের সব ফুটপাতে হাঁটার উপায় নেই। সেগুলো দখল করে আছে ভাসমান দোকান। সিজান পয়েন্টের নিচে, ফার্মগেট, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
৩২ / ৩২
যততত্র যাত্রী ওঠানামা যেন রাজধানীর নিয়মিত চিত্র। ফার্মগেট এলাকা, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
যততত্র যাত্রী ওঠানামা যেন রাজধানীর নিয়মিত চিত্র। ফার্মগেট এলাকা, ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন