এক ঝলক (১২ জানুয়ারি ২০১৯)

১ / ৩২
সাত সকালে খাবার খুঁজতে বেরিয়ে শীতে জবুথবু লাল কপালি বসন্ত বাউরি। লুম্বিনী, রাঙামাটি, ১১ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
সাত সকালে খাবার খুঁজতে বেরিয়ে শীতে জবুথবু লাল কপালি বসন্ত বাউরি। লুম্বিনী, রাঙামাটি, ১১ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৩২
কুয়াশাঢাকা সকালে পুকুরের পানিতে সূর্যের প্রতিবিম্ব। রণতিথা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
কুয়াশাঢাকা সকালে পুকুরের পানিতে সূর্যের প্রতিবিম্ব। রণতিথা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
৩ / ৩২
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। আশুলিয়া, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। আশুলিয়া, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
৪ / ৩২
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে। আশুলিয়া, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে। আশুলিয়া, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
৫ / ৩২
গতরাতে বিকন নাট্যকেন্দ্রের পরিবেশনায় পথনাটক ‘দড়ির খেলা’ মঞ্চস্থ হয়। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর। ১১ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
গতরাতে বিকন নাট্যকেন্দ্রের পরিবেশনায় পথনাটক ‘দড়ির খেলা’ মঞ্চস্থ হয়। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর। ১১ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
৬ / ৩২
কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ বিক্রিতে বসেছেন ব্যবসায়ীরা। পাবদা ৮০০-৯০০, কালিবাউস ১৫০-৪৫০, আইড় ২৫০-৮০০, রুই ২০০-১২০০, কাতলা ১৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বনরূপা, রাঙামাটি, ১২ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
কাপ্তাই হ্রদের বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ বিক্রিতে বসেছেন ব্যবসায়ীরা। পাবদা ৮০০-৯০০, কালিবাউস ১৫০-৪৫০, আইড় ২৫০-৮০০, রুই ২০০-১২০০, কাতলা ১৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বনরূপা, রাঙামাটি, ১২ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৩২
মিরপুরে  পোশাকশ্রমিকদের বিক্ষোভ। মিরপুর, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। মিরপুর, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ৩২
কুয়াশামাখা সকালে খেত থেকে শাক তুলে তা বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। তেলিরাই, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
কুয়াশামাখা সকালে খেত থেকে শাক তুলে তা বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। তেলিরাই, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৯ / ৩২
শীত এলেই বাড়ে লেপ-তোশকের চাহিদা। নতুন তোশক কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
শীত এলেই বাড়ে লেপ-তোশকের চাহিদা। নতুন তোশক কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১০ / ৩২
প্লাস্টিকের বস্তা আর ককশিট দিয়ে তৈরি ভেলায় সিলেটের সুরমা নদীর পানিতে ভাসছেন এক তরুণ। কাজীরবাজার, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
প্লাস্টিকের বস্তা আর ককশিট দিয়ে তৈরি ভেলায় সিলেটের সুরমা নদীর পানিতে ভাসছেন এক তরুণ। কাজীরবাজার, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১১ / ৩২
সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। শীতের সকালে প্রতিদিন এসব সবজি বিক্রির জন্য নৌকায় করে বিভিন্ন বাজারে নিয়ে যান বিক্রেতারা। নদীপথে যাতায়াত খরচও কম। সবজি নিয়ে নৌকায় করে সিলেটে যাচ্ছেন এক চাষি। কাজীরবাজার, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। শীতের সকালে প্রতিদিন এসব সবজি বিক্রির জন্য নৌকায় করে বিভিন্ন বাজারে নিয়ে যান বিক্রেতারা। নদীপথে যাতায়াত খরচও কম। সবজি নিয়ে নৌকায় করে সিলেটে যাচ্ছেন এক চাষি। কাজীরবাজার, সিলেট, ১২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১২ / ৩২
আমজেদ গাছি। ৩৫ বছর ধরে খেজুরগাছের বাকল কেটে রস বের করেন। শীত মৌসুমের চার মাস সেখানেই খেজুরের পাতা দিয়ে অস্থায়ী ঘর করে বাস করেন। শহর বাইপাস, কুষ্টিয়া, ১১ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান
আমজেদ গাছি। ৩৫ বছর ধরে খেজুরগাছের বাকল কেটে রস বের করেন। শীত মৌসুমের চার মাস সেখানেই খেজুরের পাতা দিয়ে অস্থায়ী ঘর করে বাস করেন। শহর বাইপাস, কুষ্টিয়া, ১১ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান
১৩ / ৩২
শুকনো মৌসুমে স্রোতহীন সুরমা নদীর মাঝখানে নৌকা করে জাল দিয়ে মাছ শিকার করতে ব্যস্ত তিন মৎস্যশিকারি। কানিশাইল, সিলেট, ১১ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
শুকনো মৌসুমে স্রোতহীন সুরমা নদীর মাঝখানে নৌকা করে জাল দিয়ে মাছ শিকার করতে ব্যস্ত তিন মৎস্যশিকারি। কানিশাইল, সিলেট, ১১ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৪ / ৩২
ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশগ্রহণকারী এক খুদে পরীক্ষার্থী হাতের তালুতে অঙ্ক কষছে। রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি, ১২ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশগ্রহণকারী এক খুদে পরীক্ষার্থী হাতের তালুতে অঙ্ক কষছে। রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি, ১২ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ৩২
মহাসড়কে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির পুলিশের সদস্যরা। মহাসড়কে চলাচল করা অবৈধ তিন চাকার ভ্যানের টায়ার কেটে দিচ্ছেন তাঁরা। বনানী গোলচত্বর, বগুড়া, ১২ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
মহাসড়কে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির পুলিশের সদস্যরা। মহাসড়কে চলাচল করা অবৈধ তিন চাকার ভ্যানের টায়ার কেটে দিচ্ছেন তাঁরা। বনানী গোলচত্বর, বগুড়া, ১২ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১৬ / ৩২
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত পাবনা জেলা পর্যায়ে রবীন্দ্রসংগীত  প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিল্পীরা। বিচারক হিসেবে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম ও মনসুরা বেগম। কিশোর ও সাধারণ—দুটি বিভাগে উত্তীর্ণ শিল্পীরা আগামী ৯ থেকে ১১ মার্চ ঢাকার শিল্পকলায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, পাবনা, ১২ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ আয়োজিত পাবনা জেলা পর্যায়ে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিল্পীরা। বিচারক হিসেবে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম ও মনসুরা বেগম। কিশোর ও সাধারণ—দুটি বিভাগে উত্তীর্ণ শিল্পীরা আগামী ৯ থেকে ১১ মার্চ ঢাকার শিল্পকলায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, পাবনা, ১২ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৭ / ৩২
মাঠে-ঘাটে সারা দিনের ঘোরাঘুরি শেষে সরিষাখেতের পাশ দিয়ে বাড়ি ফিরছে একদল পাতিহাঁস। নাজিরপুর, পাবনা, ১১ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
মাঠে-ঘাটে সারা দিনের ঘোরাঘুরি শেষে সরিষাখেতের পাশ দিয়ে বাড়ি ফিরছে একদল পাতিহাঁস। নাজিরপুর, পাবনা, ১১ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৮ / ৩২
সরিষাখেতের মধ্যে শাক তুলছিল দুই ভাইবোন মরিয়ম ও ওমর। ক্যামেরা দেখেই ছবি তোলার জন্য পোজ দিল দুজন। নাজিরপুর, পাবনা, ১১ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
সরিষাখেতের মধ্যে শাক তুলছিল দুই ভাইবোন মরিয়ম ও ওমর। ক্যামেরা দেখেই ছবি তোলার জন্য পোজ দিল দুজন। নাজিরপুর, পাবনা, ১১ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৯ / ৩২
ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ফিলিস্তিনের নারী আমল আল-তারামসি (৪৩)। তাঁর দাফন আয়োজনে স্বজনের আহাজারি। গাজা উপত্যকা, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ফিলিস্তিনের নারী আমল আল-তারামসি (৪৩)। তাঁর দাফন আয়োজনে স্বজনের আহাজারি। গাজা উপত্যকা, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
২০ / ৩২
তীব্র তুষারপাতে বরফ জমে গেছে বসতবাড়ির পয়ঃপ্রণালি লাইনে। মিউনিসিপ্যালটির কর্মীরা সেগুলো ঠিক করার কাজ করছেন। মস্কো, রাশিয়া, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
তীব্র তুষারপাতে বরফ জমে গেছে বসতবাড়ির পয়ঃপ্রণালি লাইনে। মিউনিসিপ্যালটির কর্মীরা সেগুলো ঠিক করার কাজ করছেন। মস্কো, রাশিয়া, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
২১ / ৩২
ভারতের তামিলদের নবান্ন উৎসব পঙ্গল অনুষ্ঠানে শিশু-কিশোরীদের নৃত্য পরিবেশনা। চেন্নাই, ভারত, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
ভারতের তামিলদের নবান্ন উৎসব পঙ্গল অনুষ্ঠানে শিশু-কিশোরীদের নৃত্য পরিবেশনা। চেন্নাই, ভারত, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
২২ / ৩২
শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া এক শিশু। সামনে তার অনিশ্চিত ভবিষ্যৎ। জানে না কবে বাড়ি ফিরবে সে। আলেপ্পো, সিরিয়া, ১১ জানুয়ারি। ছবি: এএফপি
শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া এক শিশু। সামনে তার অনিশ্চিত ভবিষ্যৎ। জানে না কবে বাড়ি ফিরবে সে। আলেপ্পো, সিরিয়া, ১১ জানুয়ারি। ছবি: এএফপি
২৩ / ৩২
তুষারের মধ্যে শিশুর দুরন্তপনা। রোয়েন অঞ্চল, জার্মানি, ১১ জানুয়ারি। ছবি: এএফপি
তুষারের মধ্যে শিশুর দুরন্তপনা। রোয়েন অঞ্চল, জার্মানি, ১১ জানুয়ারি। ছবি: এএফপি
২৪ / ৩২
যুক্তরাজ্যে ব্রেক্সিটবিরোধী বিক্ষোভকারীরা হলুদ জ্যাকেট পরে প্রতিবাদে নামেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী থেরেসা মের পদত্যাগ দাবি করেন। লন্ডন, যুক্তরাজ্য, ১২ জানুয়ারি। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যে ব্রেক্সিটবিরোধী বিক্ষোভকারীরা হলুদ জ্যাকেট পরে প্রতিবাদে নামেন। এ সময় তাঁরা প্রধানমন্ত্রী থেরেসা মের পদত্যাগ দাবি করেন। লন্ডন, যুক্তরাজ্য, ১২ জানুয়ারি। ছবি: রয়টার্স
২৫ / ৩২
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের বিক্ষোভ। নিস, ফ্রান্স, ১২ জানুয়ারি। ছবি: রয়টার্স
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের বিক্ষোভ। নিস, ফ্রান্স, ১২ জানুয়ারি। ছবি: রয়টার্স
২৬ / ৩২
রাজধানীর অনেক এলাকায় রিকশা পার্কিং নিষিদ্ধ। এরপরও রিকশা দাঁড়িয়ে থাকে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। তেজকুনিপাড়া এলাকা, ফার্মগেট, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীর অনেক এলাকায় রিকশা পার্কিং নিষিদ্ধ। এরপরও রিকশা দাঁড়িয়ে থাকে। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। তেজকুনিপাড়া এলাকা, ফার্মগেট, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২৭ / ৩২
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ জানুয়ারি। ছবি: প্রথম আলো
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ জানুয়ারি। ছবি: প্রথম আলো
২৮ / ৩২
রাজধানীর অনেক সড়কেই ফুটপাথের ওপর গাড়ি পার্কিংয়ের কারণে প্রধান সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটতে হয় পথচারীদের। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, হাতিরপুল, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
রাজধানীর অনেক সড়কেই ফুটপাথের ওপর গাড়ি পার্কিংয়ের কারণে প্রধান সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে হাঁটতে হয় পথচারীদের। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, হাতিরপুল, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
২৯ / ৩২
বেতনবৈষম্য দূর করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকেরা সাভার, আশুলিয়া, টেকনিক্যাল এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ কারণে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। দারুস সালাম এলাকা, মিরপুর, ১২ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
বেতনবৈষম্য দূর করাসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকেরা সাভার, আশুলিয়া, টেকনিক্যাল এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এ কারণে রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। দারুস সালাম এলাকা, মিরপুর, ১২ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
৩০ / ৩২
ফরিদপুরে এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে। খেত থেকে পেঁয়াজ তুলে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছেন কৃষকেরা। আফজাল মণ্ডলডাঙ্গি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরে এ বছর মুড়িকাটা পেঁয়াজের ফলন ভালো হয়েছে। খেত থেকে পেঁয়াজ তুলে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছেন কৃষকেরা। আফজাল মণ্ডলডাঙ্গি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর। ছবি: আলীমুজ্জামান
৩১ / ৩২
ব্যস্ত সড়কে বিভাজক টপকে পার হচ্ছেন এক পথচারী। মহাখালী, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
ব্যস্ত সড়কে বিভাজক টপকে পার হচ্ছেন এক পথচারী। মহাখালী, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
৩২ / ৩২
‘বেঙ্গল ওয়েলবিং’-এর বাংলাদেশের প্রথম ইকুইপমেন্টকেন্দ্রিক পিলাটিক স্টুডিও এবং ফিটনেস সেন্টার ইয়াসমিন করাচিওয়ালা’স বডি ইমেজ উদ্বোধন অনুষ্ঠানে ইয়াসমিন করাচিওয়ালা, আবুল খায়ের লিটু, আশফারিয়া খায়েরসহ অতিথিরা। বনানী, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
‘বেঙ্গল ওয়েলবিং’-এর বাংলাদেশের প্রথম ইকুইপমেন্টকেন্দ্রিক পিলাটিক স্টুডিও এবং ফিটনেস সেন্টার ইয়াসমিন করাচিওয়ালা’স বডি ইমেজ উদ্বোধন অনুষ্ঠানে ইয়াসমিন করাচিওয়ালা, আবুল খায়ের লিটু, আশফারিয়া খায়েরসহ অতিথিরা। বনানী, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: দীপু মালাকার