এক ঝলক (১৩ জানুয়ারি ২০১৯)

১ / ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সীমানা প্রাচীরঘেঁষা ফুটপাতে আছিয়া খাতুনের বসবাস। সত্তরোর্ধ বয়সে কাজ আর তেমন করতে পারেন না। অবসরে নাতিকে নিয়ে মোবাইল ফোনে ‘নসিমন’ ছায়াছবিটি দেখছিলেন তিনি। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সীমানা প্রাচীরঘেঁষা ফুটপাতে আছিয়া খাতুনের বসবাস। সত্তরোর্ধ বয়সে কাজ আর তেমন করতে পারেন না। অবসরে নাতিকে নিয়ে মোবাইল ফোনে ‘নসিমন’ ছায়াছবিটি দেখছিলেন তিনি। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২ / ২৯
কাপ্তাই হ্রদের ওপর উড়ছে শামুকখোল পাখি। শীলকাটাছড়া এলাকা, লংগদু উপজেলা, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী
কাপ্তাই হ্রদের ওপর উড়ছে শামুকখোল পাখি। শীলকাটাছড়া এলাকা, লংগদু উপজেলা, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী
৩ / ২৯
ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। নূরনগর, খুলনা, ১৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। নূরনগর, খুলনা, ১৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৯
মৃৎশিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ এঁটেল মাটি। সব স্থানে পাওয়া যায় না এই মাটি, বিশেষ বিশেষ স্থান থেকে সংগ্রহ করতে হয়। এই মাটি অনেক কুমার কিনে থাকেন। প্রতিটি গুল্লি (গোলাকৃতি মাটির স্তূপ) বিক্রি হয় ৫০-৬০ টাকায়। এঁটেল মাটির গুল্লি সাজিয়ে রাখছেন এক ব্যক্তি। বাগমারা, রাজশাহী, ১৩ জানুয়ারি। ছবি: মামুনুর রশিদ
মৃৎশিল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ এঁটেল মাটি। সব স্থানে পাওয়া যায় না এই মাটি, বিশেষ বিশেষ স্থান থেকে সংগ্রহ করতে হয়। এই মাটি অনেক কুমার কিনে থাকেন। প্রতিটি গুল্লি (গোলাকৃতি মাটির স্তূপ) বিক্রি হয় ৫০-৬০ টাকায়। এঁটেল মাটির গুল্লি সাজিয়ে রাখছেন এক ব্যক্তি। বাগমারা, রাজশাহী, ১৩ জানুয়ারি। ছবি: মামুনুর রশিদ
৫ / ২৯
গ্রামের মেঠো পথে এক ঝাঁক হাঁস। শেরপুর, বগুড়া, ১৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
গ্রামের মেঠো পথে এক ঝাঁক হাঁস। শেরপুর, বগুড়া, ১৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৬ / ২৯
বসে অলস সময় পার করছে এক ঝাঁক পানকৌড়ি পাখি। শেরপুর, বগুড়া, ১৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
বসে অলস সময় পার করছে এক ঝাঁক পানকৌড়ি পাখি। শেরপুর, বগুড়া, ১৩ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৭ / ২৯
শেষ বিকেলের আলোয় কাঁকড়া ধরার চাঁই কাজিবাছা নদী থেকে তুলছেন মজিদ শেখ। বুজবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১২ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
শেষ বিকেলের আলোয় কাঁকড়া ধরার চাঁই কাজিবাছা নদী থেকে তুলছেন মজিদ শেখ। বুজবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১২ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২৯
গোধূলিবেলায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে ছোট্ট শিশুটি। বুজবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১২ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
গোধূলিবেলায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে ছোট্ট শিশুটি। বুজবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১২ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৯
সকালে অ্যাসেমব্লির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয় ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলে। কুমিল্লা, ১২ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
সকালে অ্যাসেমব্লির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয় ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুলে। কুমিল্লা, ১২ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
১০ / ২৯
শীতকালে গোসল করা যেন এক আতঙ্কের নাম! তবে গ্রামে অনেকে খেতে কাজ করতে করতে শ্যালো মেশিনের পানিতেই গোসল করে থাকেন। ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ১২ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
শীতকালে গোসল করা যেন এক আতঙ্কের নাম! তবে গ্রামে অনেকে খেতে কাজ করতে করতে শ্যালো মেশিনের পানিতেই গোসল করে থাকেন। ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ১২ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
১১ / ২৯
অগ্নিকাণ্ডে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনির পাশের সব কাঁচা বসতবাড়ি পুড়ে যায়। রিজার্ভ বাজার, রাঙামাটি, ১৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
অগ্নিকাণ্ডে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনির পাশের সব কাঁচা বসতবাড়ি পুড়ে যায়। রিজার্ভ বাজার, রাঙামাটি, ১৩ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৯
নতুন বছরে আত্মার শুদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় বরফ ঠান্ডা পানিতে নেমে প্রার্থনা করছেন লোকজন। তেপ্পোজু ইনারি মন্দির, টোকিও, জাপান, ১৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
নতুন বছরে আত্মার শুদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় বরফ ঠান্ডা পানিতে নেমে প্রার্থনা করছেন লোকজন। তেপ্পোজু ইনারি মন্দির, টোকিও, জাপান, ১৩ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৩ / ২৯
গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস সম্প্রতি দেশটিতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি বিরোধী কমিশনের কর্মকাণ্ডের সমাপ্তি ঘোষণা করেন। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামেন বিক্ষোভকারীরা।  গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা, ১২ জানুয়ারি। ছবি: রয়টার্স
গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস সম্প্রতি দেশটিতে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি বিরোধী কমিশনের কর্মকাণ্ডের সমাপ্তি ঘোষণা করেন। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামেন বিক্ষোভকারীরা। গুয়াতেমালা সিটি, গুয়াতেমালা, ১২ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৪ / ২৯
বৈদ্যুতিক বেড়ার ওপারে বন্য হাতি। আর এ পাড়ে এর সঙ্গে ছবি তুলছেন এক পর্যটক। শ্রীলঙ্কায় বলা হচ্ছে দেশটিতে ভয়ংকরভাবে হাতির সংখ্যা কমছে। তবে ২০১১ সালের এক জরিপে দেখা গেছে শ্রীলঙ্কায় তখনো হাতির সংখ্যা ৭ হাজার ৩৭৯। ওভা প্রদেশ, শ্রীলঙ্কা, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
বৈদ্যুতিক বেড়ার ওপারে বন্য হাতি। আর এ পাড়ে এর সঙ্গে ছবি তুলছেন এক পর্যটক। শ্রীলঙ্কায় বলা হচ্ছে দেশটিতে ভয়ংকরভাবে হাতির সংখ্যা কমছে। তবে ২০১১ সালের এক জরিপে দেখা গেছে শ্রীলঙ্কায় তখনো হাতির সংখ্যা ৭ হাজার ৩৭৯। ওভা প্রদেশ, শ্রীলঙ্কা, ১২ জানুয়ারি। ছবি: এএফপি
১৫ / ২৯
হাওরাঞ্চলে চলছে বোরো রোপণের প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ব্যস্ত কৃষকেরা। চাষের পর মই দিচ্ছেন দুই কৃষক। সামাউড়াকান্দি হাওর, সিলেট, ১৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
হাওরাঞ্চলে চলছে বোরো রোপণের প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে ব্যস্ত কৃষকেরা। চাষের পর মই দিচ্ছেন দুই কৃষক। সামাউড়াকান্দি হাওর, সিলেট, ১৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৯
খেতে জমে থাকা পানিতে শিকারের জন্য দলবেঁধে নেমেছে বক । কুচাই, দক্ষিণ সুরমা, সিলেট, ১৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
খেতে জমে থাকা পানিতে শিকারের জন্য দলবেঁধে নেমেছে বক । কুচাই, দক্ষিণ সুরমা, সিলেট, ১৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৯
দুর্গম এলাকা সীমানাপাড়া হোসনেয়ারা মঞ্জুর বিদ্যানিকেতনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মারমা সম্প্রদায়ের শিল্পীরা পাখা নৃত্য পরিবেশন করে। দীঘিনালা, খাগড়াছড়ি, ১২ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
দুর্গম এলাকা সীমানাপাড়া হোসনেয়ারা মঞ্জুর বিদ্যানিকেতনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মারমা সম্প্রদায়ের শিল্পীরা পাখা নৃত্য পরিবেশন করে। দীঘিনালা, খাগড়াছড়ি, ১২ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
১৮ / ২৯
কুমিল্লা মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চলছে পিলো পাসিং। কোনো রকম একটু ছুঁয়েই বালিশটি পরেরজনের কাছে ছুড়ে মারছেন এক প্রতিযোগী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা, ১৩ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
কুমিল্লা মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চলছে পিলো পাসিং। কোনো রকম একটু ছুঁয়েই বালিশটি পরেরজনের কাছে ছুড়ে মারছেন এক প্রতিযোগী। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা, ১৩ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
১৯ / ২৯
জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চলাচল করেন স্বল্প আয়ের অনেক মানুষ। পাটগুদাম ব্রিজ, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ১৩ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চলাচল করেন স্বল্প আয়ের অনেক মানুষ। পাটগুদাম ব্রিজ, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ১৩ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
২০ / ২৯
ইয়াসিন, আরমান ও রয়েল তিন বন্ধু। অকারণে হর্ন বাজানো বন্ধের দাবিতে চার মাস ধরে ঢাকা শহরের বিভিন্ন সড়কে ব্যানার দিয়ে দাঁড়ান তাঁরা। রাপা প্লাজার সামনের সড়ক, মিরপুর রোড, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম
ইয়াসিন, আরমান ও রয়েল তিন বন্ধু। অকারণে হর্ন বাজানো বন্ধের দাবিতে চার মাস ধরে ঢাকা শহরের বিভিন্ন সড়কে ব্যানার দিয়ে দাঁড়ান তাঁরা। রাপা প্লাজার সামনের সড়ক, মিরপুর রোড, ঢাকা, ১২ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম
২১ / ২৯
শীতের সকালে ভবনের ছাদে কাজ করছেন এক নির্মাণশ্রমিক। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করে তাঁরা মজুরি পান ৩০০ থেকে ৪০০ টাকা। মাসুম বাজার, পাবনা, ১৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
শীতের সকালে ভবনের ছাদে কাজ করছেন এক নির্মাণশ্রমিক। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করে তাঁরা মজুরি পান ৩০০ থেকে ৪০০ টাকা। মাসুম বাজার, পাবনা, ১৩ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
২২ / ২৯
খাবারের সন্ধানে উড়ে যাচ্ছে একটি লাল-লতিকা হটটিটি পাখি। বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ডাকের কারণে পাখিটির নাম হয়েছে হটটিটি । পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। জলাধারের আশপাশে জোড়া ধরে অথবা ছোট দলে এরা চরে বেড়ায়। পদ্মার চর, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
খাবারের সন্ধানে উড়ে যাচ্ছে একটি লাল-লতিকা হটটিটি পাখি। বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন ডাকের কারণে পাখিটির নাম হয়েছে হটটিটি । পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। জলাধারের আশপাশে জোড়া ধরে অথবা ছোট দলে এরা চরে বেড়ায়। পদ্মার চর, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৯
বিভিন্ন সময় দুর্ঘটনার পর গাড়ি জব্দ করে এভাবে রেখে দিয়েছে শাহবাগ থানার পুলিশ। এতে এই সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। শাহবাগ, ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
বিভিন্ন সময় দুর্ঘটনার পর গাড়ি জব্দ করে এভাবে রেখে দিয়েছে শাহবাগ থানার পুলিশ। এতে এই সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। শাহবাগ, ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
২৪ / ২৯
বারডেম হাসপাতালের সামনে গাছগুলোর পাতায় এমন ধুলার আস্তরণ পড়েছে। শাহবাগে মেট্রোরেলের কাজের জন্য খোঁড়াখুঁড়িতে এলাকাটি প্রায় সব সময় ধূলিময় হয়ে থাকে। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
বারডেম হাসপাতালের সামনে গাছগুলোর পাতায় এমন ধুলার আস্তরণ পড়েছে। শাহবাগে মেট্রোরেলের কাজের জন্য খোঁড়াখুঁড়িতে এলাকাটি প্রায় সব সময় ধূলিময় হয়ে থাকে। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
২৫ / ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। কলা ভবনের সামনে নবীন শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছেন, তুলছেন সেলফিও। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। কলা ভবনের সামনে নবীন শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছেন, তুলছেন সেলফিও। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২৬ / ২৯
প্লাস্টিক বর্জ্যভর্তি বস্তার স্তূপ। ঢাকার প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশ যায় লালবাগের ইসলামবাগে। এখানে এসব বর্জ্য পুনর্ব্যবহার উপযোগী করা হয়। লালবাগ, ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
প্লাস্টিক বর্জ্যভর্তি বস্তার স্তূপ। ঢাকার প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশ যায় লালবাগের ইসলামবাগে। এখানে এসব বর্জ্য পুনর্ব্যবহার উপযোগী করা হয়। লালবাগ, ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২৭ / ২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালগুলোতে ছাত্রলীগের স্লোগান ও বক্তব্য তুলে ধরা হচ্ছে। মুছে ফেলা হয়েছে অন্যান্য সংগঠনের লেখা ও ছবি। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালগুলোতে ছাত্রলীগের স্লোগান ও বক্তব্য তুলে ধরা হচ্ছে। মুছে ফেলা হয়েছে অন্যান্য সংগঠনের লেখা ও ছবি। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২৮ / ২৯
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ পঞ্চম দিন। ধীরে ধীরে মেলায় ক্রেতা সমাগম বাড়ছে। প্রসাধনীর স্টলে নেইল পলিশ পরখ করছে এক শিশু। আগারগাঁও, ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ পঞ্চম দিন। ধীরে ধীরে মেলায় ক্রেতা সমাগম বাড়ছে। প্রসাধনীর স্টলে নেইল পলিশ পরখ করছে এক শিশু। আগারগাঁও, ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
২৯ / ২৯
রাজধানীর আগারগাঁওয়ে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ পঞ্চম দিন। ক্রেতারা আসছেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
রাজধানীর আগারগাঁওয়ে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ পঞ্চম দিন। ক্রেতারা আসছেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। ঢাকা, ১৩ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন