এক ঝলক (১৫ জানুয়ারি ২০১৯)

১ / ৪১
মোবাইল হাতে অসচেতন হয়ে এভাবে সড়ক পার হচ্ছেন এই পথচারী। সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও কেউ সচেতন নয়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
মোবাইল হাতে অসচেতন হয়ে এভাবে সড়ক পার হচ্ছেন এই পথচারী। সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও কেউ সচেতন নয়। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ৪১
সড়ক বিভাজক ডিঙিয়ে রিকশা পার করার চেষ্টা চালাচ্ছেন চালক। অথচ আজই মহানগর পুলিশ ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে। রামপুরা সেতু, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
সড়ক বিভাজক ডিঙিয়ে রিকশা পার করার চেষ্টা চালাচ্ছেন চালক। অথচ আজই মহানগর পুলিশ ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে। রামপুরা সেতু, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৩ / ৪১
শীতের সকালে চালের নিচে এসে বসেছে জোড়া চড়ুই। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
শীতের সকালে চালের নিচে এসে বসেছে জোড়া চড়ুই। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
৪ / ৪১
পাহাড়ি ছড়া থেকে পুঁটি মাছ শিকার করেছে মাছরাঙা। মানিকছড়ি ছড়া, রাঙামাটি, ১৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি ছড়া থেকে পুঁটি মাছ শিকার করেছে মাছরাঙা। মানিকছড়ি ছড়া, রাঙামাটি, ১৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৪১
খেতে সতেজ কাঁচা টমেটো। খোকশাহাঁটা, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
খেতে সতেজ কাঁচা টমেটো। খোকশাহাঁটা, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৬ / ৪১
শীতসকালে শিউলি ফুলের হাসি। শান্তিনগর, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
শীতসকালে শিউলি ফুলের হাসি। শান্তিনগর, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৭ / ৪১
পাতার আড়ালে বসে মজা করে পেয়ারা খাচ্ছে কাঠবিড়ালি। প্রধান শিক্ষিকার বাস ভবন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা, ১৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
পাতার আড়ালে বসে মজা করে পেয়ারা খাচ্ছে কাঠবিড়ালি। প্রধান শিক্ষিকার বাস ভবন, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা, ১৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
৮ / ৪১
ধান তুলে নেওয়ার পর মাঠ এখন শুকনো খড়ে ভরে আছে। শীতের সকালে এরই মাঝ দিয়ে সাইকেল চালাচ্ছে এক কিশোর। জালুয়াপাড়া পশ্চিমপাড়া, আদর্শ সদর, কুমিল্লা, ১৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
ধান তুলে নেওয়ার পর মাঠ এখন শুকনো খড়ে ভরে আছে। শীতের সকালে এরই মাঝ দিয়ে সাইকেল চালাচ্ছে এক কিশোর। জালুয়াপাড়া পশ্চিমপাড়া, আদর্শ সদর, কুমিল্লা, ১৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
৯ / ৪১
বোরো আবাদের জন্য জমি তৈরি করছেন কৃষক। জমিতে জৈব সার হিসেবে পশুর গোবর ব্যবহার প্রাচীন। গোবর ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করে। বাড়ি থেকে ভাঁড়ে করে গোবর নিয়ে জমিতে যাচ্ছেন এক কৃষক। জালুয়াপাড়া, আদর্শ সদর, কুমিল্লা, ১৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
বোরো আবাদের জন্য জমি তৈরি করছেন কৃষক। জমিতে জৈব সার হিসেবে পশুর গোবর ব্যবহার প্রাচীন। গোবর ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করে। বাড়ি থেকে ভাঁড়ে করে গোবর নিয়ে জমিতে যাচ্ছেন এক কৃষক। জালুয়াপাড়া, আদর্শ সদর, কুমিল্লা, ১৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
১০ / ৪১
অস্তগামী সূর্যের ছায়া পড়েছে নদীর পানিতে। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
অস্তগামী সূর্যের ছায়া পড়েছে নদীর পানিতে। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
১১ / ৪১
কৃষকের খেতে ফুটে আছে দৃষ্টিনন্দন পেঁয়াজের ফুল। খোকশাহাঁটা, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
কৃষকের খেতে ফুটে আছে দৃষ্টিনন্দন পেঁয়াজের ফুল। খোকশাহাঁটা, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১২ / ৪১
বোরো চারা রোপণে ব্যস্ত কৃষক। খোকশাহাঁটা গ্রাম, ধুনট উপজেলা, বগুড়া, ১৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
বোরো চারা রোপণে ব্যস্ত কৃষক। খোকশাহাঁটা গ্রাম, ধুনট উপজেলা, বগুড়া, ১৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১৩ / ৪১
গ্রামীণ মেঠো পথে সাইকেলে চেপে বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। শোলধুকরী, শাজাহানপুর, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
গ্রামীণ মেঠো পথে সাইকেলে চেপে বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। শোলধুকরী, শাজাহানপুর, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১৪ / ৪১
কাঁচা-পাকা টমেটো তুলে স্তূপ করছেন এক কৃষক। পাইকারি ব্যবসায়ীরা গিয়ে এসব টমেটো কিনে নেবেন। এরপর বিক্রি করবেন হাটে। খোকশাহাঁটা, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
কাঁচা-পাকা টমেটো তুলে স্তূপ করছেন এক কৃষক। পাইকারি ব্যবসায়ীরা গিয়ে এসব টমেটো কিনে নেবেন। এরপর বিক্রি করবেন হাটে। খোকশাহাঁটা, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১৫ / ৪১
বেছে বেছে খেত থেকে ক্ষীরা সংগ্রহ করছেন কৃষক পরিবারের সদস্যরা। বেড়েরবাড়ি, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
বেছে বেছে খেত থেকে ক্ষীরা সংগ্রহ করছেন কৃষক পরিবারের সদস্যরা। বেড়েরবাড়ি, ধুনট, বগুড়া, ১৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১৬ / ৪১
খরচে সাশ্রয়ী, মজবুত ও টেকসই হওয়ায় কাঠের চেয়ে স্টিলের খাটের চাহিদা বেশি। এতে মনকাড়া নকশাও করা হয়। প্রতিটি খাট সাড়ে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয়। নাসিম স্টিল কারখানা, লস্করপুর বাইপাস, পাবনা, ১৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
খরচে সাশ্রয়ী, মজবুত ও টেকসই হওয়ায় কাঠের চেয়ে স্টিলের খাটের চাহিদা বেশি। এতে মনকাড়া নকশাও করা হয়। প্রতিটি খাট সাড়ে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয়। নাসিম স্টিল কারখানা, লস্করপুর বাইপাস, পাবনা, ১৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৭ / ৪১
দুর্ঘটনার কোনো পরোয়া না করে এক মোটরসাইকেলে সওয়ার চার আরোহী। কারও মাথায়ই হেলমেট নেই। লস্করপুর বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ১৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
দুর্ঘটনার কোনো পরোয়া না করে এক মোটরসাইকেলে সওয়ার চার আরোহী। কারও মাথায়ই হেলমেট নেই। লস্করপুর বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ১৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৮ / ৪১
আমন ধান তুলে নেওয়া হয়েছে। খেতের নাড়ার মধ্যে চরে বেড়াচ্ছে গরু। আর গরুর পিঠে বেশ মজায় আছে দুই শালিক। আনন্দনগর, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
আমন ধান তুলে নেওয়া হয়েছে। খেতের নাড়ার মধ্যে চরে বেড়াচ্ছে গরু। আর গরুর পিঠে বেশ মজায় আছে দুই শালিক। আনন্দনগর, খাগড়াছড়ি, ১৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৯ / ৪১
মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা কে মানে? এই ভটভই এর প্রমাণ। মেরিল বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ১৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা কে মানে? এই ভটভই এর প্রমাণ। মেরিল বাইপাস, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ১৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
২০ / ৪১
সিলেট সদরের টুকেরবাজার এলাকায় কয়েক বছর ধরে কয়েকটি রেইনট্রির ডালে নিরাপদে ঝুলে থাকে বাদুড়। সারা দিন ওড়াউড়ি-খুনসুটিতে মেতে থাকে শত শত বাদুড়। টুকেরবাজার, সদর, সিলেট, ১৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেট সদরের টুকেরবাজার এলাকায় কয়েক বছর ধরে কয়েকটি রেইনট্রির ডালে নিরাপদে ঝুলে থাকে বাদুড়। সারা দিন ওড়াউড়ি-খুনসুটিতে মেতে থাকে শত শত বাদুড়। টুকেরবাজার, সদর, সিলেট, ১৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২১ / ৪১
রাবারবাগানে রাবারগাছ থেকে রস আহরণে চলেছে কিশোর। মালনীছড়া, সিলেট, ১৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
রাবারবাগানে রাবারগাছ থেকে রস আহরণে চলেছে কিশোর। মালনীছড়া, সিলেট, ১৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২২ / ৪১
মধ্য শীতে পাতার লাবণ্য হারিয়ে শীর্ণ বনভূমি। মালনীছড়া, সিলেট, ১৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
মধ্য শীতে পাতার লাবণ্য হারিয়ে শীর্ণ বনভূমি। মালনীছড়া, সিলেট, ১৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৩ / ৪১
বানরশিশুর নাচ। রাজবনবিহার, রাঙামাটি, ১৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
বানরশিশুর নাচ। রাজবনবিহার, রাঙামাটি, ১৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২৪ / ৪১
চলছে গাড়ি, উড়ছে ধুলো, যানবাহনের যাত্রীদের দুর্ভোগ। রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক, মোনতলা কিজিং, রাঙামাটি, ১৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
চলছে গাড়ি, উড়ছে ধুলো, যানবাহনের যাত্রীদের দুর্ভোগ। রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক, মোনতলা কিজিং, রাঙামাটি, ১৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২৫ / ৪১
ট্রাফিক পুলিশের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রেড ক্রিসেন্টের সদস্যরা। কাকরাইল, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম
ট্রাফিক পুলিশের সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে রেড ক্রিসেন্টের সদস্যরা। কাকরাইল, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: জাহিদুল করিম
২৬ / ৪১
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে ইচ্ছুক আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি। আওয়ামী লীগের কার্যালয়, ধানমন্ডি, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান রাজা
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে ইচ্ছুক আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি। আওয়ামী লীগের কার্যালয়, ধানমন্ডি, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান রাজা
২৭ / ৪১
রাজধানীতে আজ মঙ্গলবার থেকে আবার ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে ডিএমপি। প্রথম দিনই বিশৃঙ্খলা স্পষ্ট। পদচারী সেতু ব্যবহার করছেন না বেশির ভাগ পথচারী। নতুন বাজার, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
রাজধানীতে আজ মঙ্গলবার থেকে আবার ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে ডিএমপি। প্রথম দিনই বিশৃঙ্খলা স্পষ্ট। পদচারী সেতু ব্যবহার করছেন না বেশির ভাগ পথচারী। নতুন বাজার, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
২৮ / ৪১
শীতের দিনে তরকারির স্বাদ বাড়িয়ে দেয় কুমড়ার বড়ি। কলাই ডালের সঙ্গে চালকুমড়া মিশিয়ে বড়ি তৈরি করছেন রাবেয়া আক্তার। মালিগাছা, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
শীতের দিনে তরকারির স্বাদ বাড়িয়ে দেয় কুমড়ার বড়ি। কলাই ডালের সঙ্গে চালকুমড়া মিশিয়ে বড়ি তৈরি করছেন রাবেয়া আক্তার। মালিগাছা, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
২৯ / ৪১
সরিষাখেতের আইল ধরে ছুটছে শিশু। মালিগাছা, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
সরিষাখেতের আইল ধরে ছুটছে শিশু। মালিগাছা, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৩০ / ৪১
বাবার সাইকেলে বাঁধা ঝুড়িতে চড়ে যাচ্ছে শিশু। কবি বন্দে আলী মিয়া সড়ক, রাধানগর, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
বাবার সাইকেলে বাঁধা ঝুড়িতে চড়ে যাচ্ছে শিশু। কবি বন্দে আলী মিয়া সড়ক, রাধানগর, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৩১ / ৪১
শীতের নরম আলোতে হাসছে চন্দ্রমল্লিকা। ফুলের মধুর খোঁজে এসেছে মৌমাছি। ইয়াকুব ফিলিং স্টেশন, লস্করপুর, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
শীতের নরম আলোতে হাসছে চন্দ্রমল্লিকা। ফুলের মধুর খোঁজে এসেছে মৌমাছি। ইয়াকুব ফিলিং স্টেশন, লস্করপুর, পাবনা, ১৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৩২ / ৪১
ট্রলিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ধানের বস্তা চাপানো হয়েছে। দুর্ঘটনা ঝুঁকিটাকে তুড়ি মেরে বস্তার স্তূপে চড়ে বসেছে চারজন। ঘুরামপুর গ্রাম, ময়মনসিংহ সদর, ১৫ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
ট্রলিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ধানের বস্তা চাপানো হয়েছে। দুর্ঘটনা ঝুঁকিটাকে তুড়ি মেরে বস্তার স্তূপে চড়ে বসেছে চারজন। ঘুরামপুর গ্রাম, ময়মনসিংহ সদর, ১৫ জানুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
৩৩ / ৪১
রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ফিটনেসবিহীন গাড়ি জব্দ করছে ট্রাফিক পুলিশ। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ফিটনেসবিহীন গাড়ি জব্দ করছে ট্রাফিক পুলিশ। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
৩৪ / ৪১
তিনজন আরোহী। কিন্তু দুজনের মাথায় নেই হেলমেট। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
তিনজন আরোহী। কিন্তু দুজনের মাথায় নেই হেলমেট। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
৩৫ / ৪১
যানজটে গাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত শিশুটি। একটু পরপর উঁকি মেরে দেখে নিচ্ছে আর কতক্ষণ পর ছাড়বে জট। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
যানজটে গাড়িতে বসে থাকতে থাকতে ক্লান্ত শিশুটি। একটু পরপর উঁকি মেরে দেখে নিচ্ছে আর কতক্ষণ পর ছাড়বে জট। ধানমন্ডি ৩২ নম্বর এলাকা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
৩৬ / ৪১
রিকশা–ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে কাঠের তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। ওয়াসা ভবন এলাকা, কারওয়ান বাজার, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
রিকশা–ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে কাঠের তৈরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। ওয়াসা ভবন এলাকা, কারওয়ান বাজার, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৩৭ / ৪১
রাজধানীর কাকলী মোড় এলাকা থেকে শুরু করে বনানী ওভারপাস পর্যন্ত বিস্তৃত যানজট। মঙ্গলবার থেকে আবারও ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে ডিএমপি। কাকলী মোড়, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
রাজধানীর কাকলী মোড় এলাকা থেকে শুরু করে বনানী ওভারপাস পর্যন্ত বিস্তৃত যানজট। মঙ্গলবার থেকে আবারও ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করেছে ডিএমপি। কাকলী মোড়, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৩৮ / ৪১
প্রগতি সরণির পুরোনো সড়কবাতি সরিয়ে নতুন এলইডি বাতি স্থাপন করা হচ্ছে। বাতি লাগাতে ব্যস্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের শ্রমিকেরা। বারিধারা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
প্রগতি সরণির পুরোনো সড়কবাতি সরিয়ে নতুন এলইডি বাতি স্থাপন করা হচ্ছে। বাতি লাগাতে ব্যস্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের শ্রমিকেরা। বারিধারা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৩৯ / ৪১
রাজধানীতে মঙ্গলবার থেকে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ কার্যক্রম শুরু করেছে ডিএমপি। তার মধ্যেই সড়কে বিশৃঙ্খলা। সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন এক পথচারী। মহাখালী, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
রাজধানীতে মঙ্গলবার থেকে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ কার্যক্রম শুরু করেছে ডিএমপি। তার মধ্যেই সড়কে বিশৃঙ্খলা। সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন এক পথচারী। মহাখালী, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
৪০ / ৪১
দুই বাসের মাঝখানের সরু জায়গা দিয়ে বাসে উঠতে যাচ্ছেন এক যাত্রী। এভাবে বাসে উঠতে গিয়ে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। হাউস বিল্ডিং, উত্তরা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
দুই বাসের মাঝখানের সরু জায়গা দিয়ে বাসে উঠতে যাচ্ছেন এক যাত্রী। এভাবে বাসে উঠতে গিয়ে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। হাউস বিল্ডিং, উত্তরা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
৪১ / ৪১
সড়ক বিভাজক ডিঙিয়ে পার হচ্ছেন এক পথচারী। অথচ মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ডিএমপির ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। আজমপুর, উত্তরা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন
সড়ক বিভাজক ডিঙিয়ে পার হচ্ছেন এক পথচারী। অথচ মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ডিএমপির ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। আজমপুর, উত্তরা, ঢাকা, ১৫ জানুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন