এক ঝলক (০৪ ফেব্রুয়ারি ২০১৯)

১ / ২৩
দূষণে কালচে রূপ ধারণ করেছে সুরমা নদীর পানি। কাজীরবাজার, সিলেট, ৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
দূষণে কালচে রূপ ধারণ করেছে সুরমা নদীর পানি। কাজীরবাজার, সিলেট, ৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২ / ২৩
লাল শাকের বীজ। প্রতি মণ বীজ সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি হয়। সম্প্রতি মেহেরপুরের বেশির ভাগ এলাকাতে লাল শাকের ভালো ফলন হয়েছে। সুবোধপুর, মেহেরপুর, ৩ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
লাল শাকের বীজ। প্রতি মণ বীজ সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায় বিক্রি হয়। সম্প্রতি মেহেরপুরের বেশির ভাগ এলাকাতে লাল শাকের ভালো ফলন হয়েছে। সুবোধপুর, মেহেরপুর, ৩ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
৩ / ২৩
বসন্ত জাগ্রত দ্বারে। গাছে ফোটা রঙিন পলাশ ফুল জানিয়ে দিচ্ছে তারই আগমনী বার্তা। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ৪ ফেব্রুয়ারি । ছবি:  হাসান মাহমুদ
বসন্ত জাগ্রত দ্বারে। গাছে ফোটা রঙিন পলাশ ফুল জানিয়ে দিচ্ছে তারই আগমনী বার্তা। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ৪ ফেব্রুয়ারি । ছবি: হাসান মাহমুদ
৪ / ২৩
বসন্ত আসছে। কোকিলের দেখা মিলেছে পাকুড়গাছে। স্বর্গপুর বন ভাবনা কুটির, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
বসন্ত আসছে। কোকিলের দেখা মিলেছে পাকুড়গাছে। স্বর্গপুর বন ভাবনা কুটির, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৩
শজনে ফুলের মধুর টানে মৌমাছির ওড়াউড়ি। গল্লামারী, খুলনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
শজনে ফুলের মধুর টানে মৌমাছির ওড়াউড়ি। গল্লামারী, খুলনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৩
বট ফল খাচ্ছে কোকিল। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ০৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বট ফল খাচ্ছে কোকিল। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ০৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৭ / ২৩
বসন্তের আর দেরি নেই। তাই ফাগুনের গান শোনাতে এসে গেছে কোকিল। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ০৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বসন্তের আর দেরি নেই। তাই ফাগুনের গান শোনাতে এসে গেছে কোকিল। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ০৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৮ / ২৩
কেউ কালি দিয়ে সাজিয়েছে কুকুর ছানাকে। গল্লামারী, খুলনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
কেউ কালি দিয়ে সাজিয়েছে কুকুর ছানাকে। গল্লামারী, খুলনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৩
মাঘের শেষে কাঁঠালে ভরপুর গাছ। কাটাছড়ি, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
মাঘের শেষে কাঁঠালে ভরপুর গাছ। কাটাছড়ি, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৩
কাপড় বুনতে ব্যস্ত পাহাড়ি নারী। বাহাড়ি রঙের এসব কাপড় বিভিন্ন নকশায় বোনা হয়। মধ্যপাড়া, মানিকছড়ি, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
কাপড় বুনতে ব্যস্ত পাহাড়ি নারী। বাহাড়ি রঙের এসব কাপড় বিভিন্ন নকশায় বোনা হয়। মধ্যপাড়া, মানিকছড়ি, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২৩
নির্বাচন শেষ হলেও বিভিন্ন অনুষ্ঠানে মাইক বা হর্ণের ব্যবহার বেড়েছে। ট্রাফিক মোড়, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
নির্বাচন শেষ হলেও বিভিন্ন অনুষ্ঠানে মাইক বা হর্ণের ব্যবহার বেড়েছে। ট্রাফিক মোড়, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১২ / ২৩
আগাম জাতের আলু তোলা হচ্ছে। খোঁড়াগাছ, মিঠাপুকুর, রংপুর, ৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
আগাম জাতের আলু তোলা হচ্ছে। খোঁড়াগাছ, মিঠাপুকুর, রংপুর, ৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৩
বরই গাছ ছেয়ে গেছে আগাছা স্বর্ণলতায়। ভূরারঘাট, রংপুর, ৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
বরই গাছ ছেয়ে গেছে আগাছা স্বর্ণলতায়। ভূরারঘাট, রংপুর, ৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৩
সিলেটের দীর্ঘতম নদী সুরমা। নগরের পাশ দিয়ে প্রবহমান এই নদী সিলেট নগরকে দুই ভাগে বিভক্ত করেছে। বর্ষায় সুরমার সৌন্দর্য মুগ্ধ করলেও শুকনো মৌসুমে দূষণে সৌন্দর্য হারায় এই নদী। কাজীরবাজার, সিলেট, ৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেটের দীর্ঘতম নদী সুরমা। নগরের পাশ দিয়ে প্রবহমান এই নদী সিলেট নগরকে দুই ভাগে বিভক্ত করেছে। বর্ষায় সুরমার সৌন্দর্য মুগ্ধ করলেও শুকনো মৌসুমে দূষণে সৌন্দর্য হারায় এই নদী। কাজীরবাজার, সিলেট, ৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৩
আবর্জনা বলতে যা বোঝায় তার সবই আছে সুরমা নদী ও তার তীর ঘেঁষে। প্লাস্টিকের পরিত্যক্ত বোতল, পলিথিন, ময়লা-আবর্জনা চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কাজীরবাজার, সিলেট, ৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
আবর্জনা বলতে যা বোঝায় তার সবই আছে সুরমা নদী ও তার তীর ঘেঁষে। প্লাস্টিকের পরিত্যক্ত বোতল, পলিথিন, ময়লা-আবর্জনা চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কাজীরবাজার, সিলেট, ৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৩
মাড়াইয়ের জন্য ফেলা হচ্ছে আখ। চিনিকল, কুষ্টিয়া, ৪ ফেব্রুয়ারি। ছবি: তৌহিদী হাসান
মাড়াইয়ের জন্য ফেলা হচ্ছে আখ। চিনিকল, কুষ্টিয়া, ৪ ফেব্রুয়ারি। ছবি: তৌহিদী হাসান
১৭ / ২৩
সাদেম খালে পানিপ্রবাহ নেই বললেই চলে। পানি না থাকায় ট্রলারগুলো আটকে আছে মাটিতে। ময়লা আবর্জনায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খালের তীরে স্থাপনা গড়ে তুলেছেন অনেকেই। পলাশপাড়া, বরিশাল, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
সাদেম খালে পানিপ্রবাহ নেই বললেই চলে। পানি না থাকায় ট্রলারগুলো আটকে আছে মাটিতে। ময়লা আবর্জনায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খালের তীরে স্থাপনা গড়ে তুলেছেন অনেকেই। পলাশপাড়া, বরিশাল, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
১৮ / ২৩
মহাস্থান বগুড়ার অন্যতম সবজির হাট। মৌসুমের এই সময়ে প্রতিদিন শতাধিক ট্রাক বিভিন্ন ধরনের সবজি দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত হাট থাকে জমজমাট। মহাস্থান, বগুড়া, ০৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
মহাস্থান বগুড়ার অন্যতম সবজির হাট। মৌসুমের এই সময়ে প্রতিদিন শতাধিক ট্রাক বিভিন্ন ধরনের সবজি দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত হাট থাকে জমজমাট। মহাস্থান, বগুড়া, ০৪ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১৯ / ২৩
উপকূলে নতুন জেগে ওঠা চরে ৬২ হাজার একর বনভূমি গড়ে তোলা হচ্ছে। তালতলী, বরগুনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
উপকূলে নতুন জেগে ওঠা চরে ৬২ হাজার একর বনভূমি গড়ে তোলা হচ্ছে। তালতলী, বরগুনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ান
২০ / ২৩
গাছে ধরেছে দেশি আমড়া। গাছে ফল দেখে সবাই মুগ্ধ হয়ে যান। ঘোড়ামাড়া, রাজশাহী, ৪ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
গাছে ধরেছে দেশি আমড়া। গাছে ফল দেখে সবাই মুগ্ধ হয়ে যান। ঘোড়ামাড়া, রাজশাহী, ৪ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
২১ / ২৩
চাকরি স্থায়ী করা বা পরের প্রকল্পে স্থানান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন সেকায়েপ প্রকল্পের অধীন অতিরিক্ত শ্রেণি শিক্ষকেরা (এসিটি)। গত রোববার থেকে কর্মসূচি শুরু হয়। ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
চাকরি স্থায়ী করা বা পরের প্রকল্পে স্থানান্তরের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন সেকায়েপ প্রকল্পের অধীন অতিরিক্ত শ্রেণি শিক্ষকেরা (এসিটি)। গত রোববার থেকে কর্মসূচি শুরু হয়। ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২২ / ২৩
এগুলো গরুর মূল চামড়ার নিচের চামড়া। প্রক্রিয়াজাত হয়ে এসেছে রাজধানীর হাজারীবাগের গুদামে। এখানে প্রতি বর্গফুট শুকনো চামড়ার দাম ৭ থেকে ১৫ টাকা। শেরেবাংলা রোড, হাজারীবাগ, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
এগুলো গরুর মূল চামড়ার নিচের চামড়া। প্রক্রিয়াজাত হয়ে এসেছে রাজধানীর হাজারীবাগের গুদামে। এখানে প্রতি বর্গফুট শুকনো চামড়ার দাম ৭ থেকে ১৫ টাকা। শেরেবাংলা রোড, হাজারীবাগ, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২৩ / ২৩
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম