এক ঝলক (০৫ ফেব্রুয়ারি ২০১৯)

১ / ৩৩
‘একসাথে খেলি আর পাঠশালে যাই।’ বুড়াইল, রংপুর, ৫ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
‘একসাথে খেলি আর পাঠশালে যাই।’ বুড়াইল, রংপুর, ৫ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
২ / ৩৩
চীনা চান্দ্রবর্ষকে স্বাগত জানাতে মিয়ানমারের মন্দিরের প্রস্তুতি। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
চীনা চান্দ্রবর্ষকে স্বাগত জানাতে মিয়ানমারের মন্দিরের প্রস্তুতি। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৩ / ৩৩
নিস কার্নিভ্যাল উপলক্ষে বিখ্যাত ও আলোচিত ব্যক্তিদের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। সেখানে আছে কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিন। নিস, ফ্রান্স, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
নিস কার্নিভ্যাল উপলক্ষে বিখ্যাত ও আলোচিত ব্যক্তিদের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। সেখানে আছে কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিন। নিস, ফ্রান্স, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৪ / ৩৩
কুয়াশাভেজা শীতের সকালে হাসছে ক্যালেনডুলা ফুল। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
কুয়াশাভেজা শীতের সকালে হাসছে ক্যালেনডুলা ফুল। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
৫ / ৩৩
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কুতুপালংয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির ক্যাম্প পরিদর্শন করেন। কুতুপালং, কক্সবাজার, ৫ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কুতুপালংয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির ক্যাম্প পরিদর্শন করেন। কুতুপালং, কক্সবাজার, ৫ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৩৩
পাকুড়গাছের ডালে খাসা এক মৌচাক। কালিতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৫ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
পাকুড়গাছের ডালে খাসা এক মৌচাক। কালিতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৫ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৭ / ৩৩
গাছ থেকে ঝরতে ঝরতে আটকে গেছে শুকনো পাতা। আনন্দনগর, খাগড়াছড়ি শহর, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
গাছ থেকে ঝরতে ঝরতে আটকে গেছে শুকনো পাতা। আনন্দনগর, খাগড়াছড়ি শহর, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৮ / ৩৩
গাছে উঠে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছি। উত্তর হলদিয়া এলাকা, হলদিয়া ইউনিয়ন, রাউজান, চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি। ছবি: এসএম ইউসুফ উদ্দিন
গাছে উঠে খেজুরের রস আহরণে ব্যস্ত গাছি। উত্তর হলদিয়া এলাকা, হলদিয়া ইউনিয়ন, রাউজান, চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি। ছবি: এসএম ইউসুফ উদ্দিন
৯ / ৩৩
চাঁদের গাড়িতে চড়ে পাঠশালায় গমন। তবে দুর্ঘটনার ঝুঁকি আছে ষোলো আনাই। তিনটহরি, মানিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
চাঁদের গাড়িতে চড়ে পাঠশালায় গমন। তবে দুর্ঘটনার ঝুঁকি আছে ষোলো আনাই। তিনটহরি, মানিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, ৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১০ / ৩৩
সকালে হালচাষ করতে জমিতে যাচ্ছেন এক কৃষক। বুড়িরহাট, রংপুর, ৫ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
সকালে হালচাষ করতে জমিতে যাচ্ছেন এক কৃষক। বুড়িরহাট, রংপুর, ৫ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১১ / ৩৩
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে রংপুরের বিভিন্ন গ্রন্থাগারের সদস্যদের নিয়ে নগরে শোভাযাত্রা বের করা হয়। সুরভি উদ্যান, রংপুর, ৫ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে রংপুরের বিভিন্ন গ্রন্থাগারের সদস্যদের নিয়ে নগরে শোভাযাত্রা বের করা হয়। সুরভি উদ্যান, রংপুর, ৫ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১২ / ৩৩
চীনা চান্দ্রবর্ষ উপলক্ষে সিংহনাচের প্রস্তুতি নিচ্ছেন কয়েক তরুণ। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
চীনা চান্দ্রবর্ষ উপলক্ষে সিংহনাচের প্রস্তুতি নিচ্ছেন কয়েক তরুণ। ইয়াঙ্গুন, মিয়ানমার, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৩ / ৩৩
পুতুলের কাপড় বিক্রির দোকান। এখানে পুতুলের জন্য মেলে বাহারি পোশাক। লা পেজ, বলিভিয়া, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
পুতুলের কাপড় বিক্রির দোকান। এখানে পুতুলের জন্য মেলে বাহারি পোশাক। লা পেজ, বলিভিয়া, ৪ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৪ / ৩৩
ঝাঁক বেঁধে উড়ে চলেছে স্টার্লিং পাখির দল। জর্ডানের সীমান্তবর্তী পশ্চিম তীর, ৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ঝাঁক বেঁধে উড়ে চলেছে স্টার্লিং পাখির দল। জর্ডানের সীমান্তবর্তী পশ্চিম তীর, ৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
১৫ / ৩৩
বীজ বপনের আগে খেত প্রস্তুত করছেন দুই কৃষক। পাইকান্দি চর, মাশুমদিয়া, বেড়া, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
বীজ বপনের আগে খেত প্রস্তুত করছেন দুই কৃষক। পাইকান্দি চর, মাশুমদিয়া, বেড়া, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৬ / ৩৩
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনা ঘটছে। তবু থামছে না মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল এবং অন্য গাড়িকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা। আতাইকুলা, পাবনা-ঢাকা মহাসড়ক, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বিভিন্ন জেলায় প্রাণহানির ঘটনা ঘটছে। তবু থামছে না মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল এবং অন্য গাড়িকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা। আতাইকুলা, পাবনা-ঢাকা মহাসড়ক, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৭ / ৩৩
বাতাসে উড়িয়ে সরিষার দানা বের করার কাজ করছেন এক কৃষাণী। বাজারে এই সরিষা মণপ্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকান্দি চর, মাশুমদিয়া, বেড়া, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
বাতাসে উড়িয়ে সরিষার দানা বের করার কাজ করছেন এক কৃষাণী। বাজারে এই সরিষা মণপ্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকান্দি চর, মাশুমদিয়া, বেড়া, পাবনা, ৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৮ / ৩৩
কাপ্তাই হ্রদ থেকে মাছ তুলে শুঁটকি তৈরি করা হচ্ছে। এসব শুঁটকি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন পাইকারেরা। কাট্টলী টিলা, লংগদু, রাঙামাটি, ৫ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
কাপ্তাই হ্রদ থেকে মাছ তুলে শুঁটকি তৈরি করা হচ্ছে। এসব শুঁটকি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন পাইকারেরা। কাট্টলী টিলা, লংগদু, রাঙামাটি, ৫ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ৩৩
পুরোনো নৌকা মেরামতে ব্যস্ত কারিগরেরা। কাঠের তৈরি এসব নৌকায় ইঞ্জিন বসানো হয়। এরপর এগুলো চলে কাপ্তাই হ্রদে। রিজার্ভ বাজার, রাঙামাটি, ৫ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
পুরোনো নৌকা মেরামতে ব্যস্ত কারিগরেরা। কাঠের তৈরি এসব নৌকায় ইঞ্জিন বসানো হয়। এরপর এগুলো চলে কাপ্তাই হ্রদে। রিজার্ভ বাজার, রাঙামাটি, ৫ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ৩৩
গাবতলী বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) প্রাঙ্গণে লাগানো লাল শাক তুলছেন এক শ্রমিক। মিরপুর, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি:  সাবিনা ইয়াসমিন
গাবতলী বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) প্রাঙ্গণে লাগানো লাল শাক তুলছেন এক শ্রমিক। মিরপুর, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ৩৩
ছোট হতে হতে তুরাগ নদের দুই পাড় কাছে চলে এসেছে। দখল আর দূষণে তুরাগের এই অবস্থা। মিরপুর, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
ছোট হতে হতে তুরাগ নদের দুই পাড় কাছে চলে এসেছে। দখল আর দূষণে তুরাগের এই অবস্থা। মিরপুর, ঢাকা, ৪ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২২ / ৩৩
বাণিজ্য মেলায় প্রতিদিন সন্ধ্যায় ব্যাপক ক্রেতা–সমাগম হয়। আগারগাঁও, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি:  সাবিনা ইয়াসমিন
বাণিজ্য মেলায় প্রতিদিন সন্ধ্যায় ব্যাপক ক্রেতা–সমাগম হয়। আগারগাঁও, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২৩ / ৩৩
একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরোহী পায়ে আঘাত পান। ওয়াসা ভবন এলাকা, কারওয়ান বাজার, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরোহী পায়ে আঘাত পান। ওয়াসা ভবন এলাকা, কারওয়ান বাজার, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২৪ / ৩৩
ঝুঁকি নিয়ে অবৈধভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন জনৈক পথচারী। ফার্মগেট, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
ঝুঁকি নিয়ে অবৈধভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন জনৈক পথচারী। ফার্মগেট, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২৫ / ৩৩
ক্রীড়া প্রতিযোগিতায় চামচের ওপর মারবেল রেখে দৌড়ের সময় ভারসাম্য সামলাতে ব্যস্ত মাদ্রাসার শিশুশিক্ষার্থীরা। বয়রা, খুলনা, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ক্রীড়া প্রতিযোগিতায় চামচের ওপর মারবেল রেখে দৌড়ের সময় ভারসাম্য সামলাতে ব্যস্ত মাদ্রাসার শিশুশিক্ষার্থীরা। বয়রা, খুলনা, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২৬ / ৩৩
ক্রীড়া প্রতিযোগিতায় মোরগ লড়াই খেলছে মাদ্রাসার শিশুশিক্ষার্থীরা। বয়রা, খুলনা, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ক্রীড়া প্রতিযোগিতায় মোরগ লড়াই খেলছে মাদ্রাসার শিশুশিক্ষার্থীরা। বয়রা, খুলনা, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২৭ / ৩৩
চলছে পিঠা উৎসব। এ উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই মুক্তমঞ্চ সাজানো হয়েছে। ফুল বিক্রেতা মেয়েটি সে আবহাওয়ায় নিজেই একটু নেচে নিচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
চলছে পিঠা উৎসব। এ উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই মুক্তমঞ্চ সাজানো হয়েছে। ফুল বিক্রেতা মেয়েটি সে আবহাওয়ায় নিজেই একটু নেচে নিচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২৮ / ৩৩
ধুলাচ্ছন্ন সড়কে দ্রুতগতিতে চলছে যানবাহন। এর মধ্যেই সড়ক পার হচ্ছেন পথচারীরা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কদমতলী, সিলেট, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ধুলাচ্ছন্ন সড়কে দ্রুতগতিতে চলছে যানবাহন। এর মধ্যেই সড়ক পার হচ্ছেন পথচারীরা। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কদমতলী, সিলেট, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৯ / ৩৩
বাঁশের তৈরি মাছ ধরার চাঁই বিক্রির জন্য তোলা হচ্ছে গাড়িতে। সিলেটের বিভিন্ন হাওর এলাকায় নিয়ে এগুলো বিক্রি করা হবে। কদমতলী, সিলেট, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
বাঁশের তৈরি মাছ ধরার চাঁই বিক্রির জন্য তোলা হচ্ছে গাড়িতে। সিলেটের বিভিন্ন হাওর এলাকায় নিয়ে এগুলো বিক্রি করা হবে। কদমতলী, সিলেট, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩০ / ৩৩
সিলেটের দীর্ঘতম নদী সুরমা। বর্ষায় পানিতে টইটম্বুর থাকলেও শুকনো মৌসুমে নদীর বুকে জেগে ওঠে বিশাল চর। জেগে ওঠা নদীর চরে ক্রিকেট খেলায় মেতেছে শিশুর দল। সুরমা নদী, ছড়ারপার, সিলেট, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেটের দীর্ঘতম নদী সুরমা। বর্ষায় পানিতে টইটম্বুর থাকলেও শুকনো মৌসুমে নদীর বুকে জেগে ওঠে বিশাল চর। জেগে ওঠা নদীর চরে ক্রিকেট খেলায় মেতেছে শিশুর দল। সুরমা নদী, ছড়ারপার, সিলেট, ৫ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩১ / ৩৩
লোহার তৈরি বিভিন্ন সরঞ্জামের দোকানে কাজ করছেন এক কর্মচারী। কড়াই, দা, তাওয়া, হাতুড়ি, কোদাল, শাবল, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এখানে। ৫০ থেকে ৩০০০ টাকার মধ্যে আকার ও ধরন ভেদে এসব জিনিস কেনা যায়। কারওয়ান বাজার, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
লোহার তৈরি বিভিন্ন সরঞ্জামের দোকানে কাজ করছেন এক কর্মচারী। কড়াই, দা, তাওয়া, হাতুড়ি, কোদাল, শাবল, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এখানে। ৫০ থেকে ৩০০০ টাকার মধ্যে আকার ও ধরন ভেদে এসব জিনিস কেনা যায়। কারওয়ান বাজার, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
৩২ / ৩৩
মাঘ মাস চলছে। কিন্তু নগরীর প্রকৃতিতে বসন্তের ডাক যেন এসে গেছে। শীতকে বিদায় জানিয়ে বসন্ত বরণের ডালি সাজাতে শহরে পলাশ ফুলের উঁকিঝুঁকি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মোহাম্মদপুর, ঢাকা, ৫ ফেব্রুয়ারি । ছবি: সাবরিনা ইয়াসমীন
মাঘ মাস চলছে। কিন্তু নগরীর প্রকৃতিতে বসন্তের ডাক যেন এসে গেছে। শীতকে বিদায় জানিয়ে বসন্ত বরণের ডালি সাজাতে শহরে পলাশ ফুলের উঁকিঝুঁকি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মোহাম্মদপুর, ঢাকা, ৫ ফেব্রুয়ারি । ছবি: সাবরিনা ইয়াসমীন
৩৩ / ৩৩
তিন দিনব্যাপী জাতীয় অঙ্কন এবং গান প্রতিযোগিতার শেষ দিনে শিক্ষার্থীরা সেজে আসে কমিকস বইয়ের বিভিন্ন চরিত্র। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও প্রথম আলো এর আয়োজক। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা, ৫ ফেব্রুয়ারি।  ছবি: সাবরিনা ইয়াসমীন
তিন দিনব্যাপী জাতীয় অঙ্কন এবং গান প্রতিযোগিতার শেষ দিনে শিক্ষার্থীরা সেজে আসে কমিকস বইয়ের বিভিন্ন চরিত্র। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও প্রথম আলো এর আয়োজক। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা, ৫ ফেব্রুয়ারি। ছবি: সাবরিনা ইয়াসমীন