এক ঝলক (১০ ফেব্রুয়ারি ২০১৯)

১ / ২০
ব্যস্ততার কারণে অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হয়। কোনো নিয়ম না মেনে দৌড়ে সড়ক পার হচ্ছে এই পথচারী। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
ব্যস্ততার কারণে অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হয়। কোনো নিয়ম না মেনে দৌড়ে সড়ক পার হচ্ছে এই পথচারী। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ২০
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নিদর্শন হিসেবে পুরান ঢাকার আগা সাদেক রোডে স্থাপন করা হয়েছে মেট্রোরেলের মডেল। বংশাল, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নিদর্শন হিসেবে পুরান ঢাকার আগা সাদেক রোডে স্থাপন করা হয়েছে মেট্রোরেলের মডেল। বংশাল, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
৩ / ২০
লেকের কাদাপানিতে বার্ষিক মাছ ধরার উৎসবে বেশ উৎসাহের সঙ্গে মাছ ধরছেন চোয়াম ক্রোভিয়েন সম্প্রদায়ের লোকজন। আর এ কাজে তাঁরা ব্যবহার করছেন আগেকার দিনের মাছ ধরার সরঞ্জাম। তবুং খুমম প্রদেশ, কম্বোডিয়া, ১০ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
লেকের কাদাপানিতে বার্ষিক মাছ ধরার উৎসবে বেশ উৎসাহের সঙ্গে মাছ ধরছেন চোয়াম ক্রোভিয়েন সম্প্রদায়ের লোকজন। আর এ কাজে তাঁরা ব্যবহার করছেন আগেকার দিনের মাছ ধরার সরঞ্জাম। তবুং খুমম প্রদেশ, কম্বোডিয়া, ১০ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৪ / ২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের দেয়ালে নতুন দেয়ালচিত্র। দেয়ালচিত্রে উঠে এসেছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সমসাময়িক নানা বিষয়। বুয়েট ক্যাম্পাস, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের দেয়ালে নতুন দেয়ালচিত্র। দেয়ালচিত্রে উঠে এসেছে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং সমসাময়িক নানা বিষয়। বুয়েট ক্যাম্পাস, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
৫ / ২০
মাচায় বসে আছে পাখিরা। কাপ্তাই লেক, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
মাচায় বসে আছে পাখিরা। কাপ্তাই লেক, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
৬ / ২০
শীতের সময় বেশিক্ষণ পানিতে থাকতে পারে না পানকৌড়ি। একটুখানি পানিতে থাকলেই আবার গাছের ডালে উঠে রোদে শরীর শুকনো করতে হয়। মেহেরপুর, ৯ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
শীতের সময় বেশিক্ষণ পানিতে থাকতে পারে না পানকৌড়ি। একটুখানি পানিতে থাকলেই আবার গাছের ডালে উঠে রোদে শরীর শুকনো করতে হয়। মেহেরপুর, ৯ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
৭ / ২০
সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। সরকারি কলেজ, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। সরকারি কলেজ, চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
৮ / ২০
ফুলের রস খেতে এসেছে ফুলঝুড়ি পাখি। ভেদভেদী, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
ফুলের রস খেতে এসেছে ফুলঝুড়ি পাখি। ভেদভেদী, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২০
বাঁশ–বেতের ঝুড়ি বুনছেন কারিগর। কাটাছড়ি, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি:  সুপ্রিয় চাকমা
বাঁশ–বেতের ঝুড়ি বুনছেন কারিগর। কাটাছড়ি, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২০
নগরীর কোলাহল থেকে স্বস্তি পেতে অনেকেই যান হাতিরঝিলে। ছোট ছোট শিশুরা খেলার ছলে সেতুর ওপর বসে। এতে কিন্তু ঝুঁকিও থাকে। হাতিরঝিল, ঢাকা, ০৯ ফেব্রুয়ারি। ছবি: নুসরৎ নওরিন
নগরীর কোলাহল থেকে স্বস্তি পেতে অনেকেই যান হাতিরঝিলে। ছোট ছোট শিশুরা খেলার ছলে সেতুর ওপর বসে। এতে কিন্তু ঝুঁকিও থাকে। হাতিরঝিল, ঢাকা, ০৯ ফেব্রুয়ারি। ছবি: নুসরৎ নওরিন
১১ / ২০
কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। লংগদু, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। লংগদু, রাঙামাটি, ১০ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
১২ / ২০
গাছে ঝুলছে টসটসে কুল। শার্শা, যশোর, ১০ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
গাছে ঝুলছে টসটসে কুল। শার্শা, যশোর, ১০ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
১৩ / ২০
মেঠো পথে টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুটি। শার্শা, যশোর, ১০ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
মেঠো পথে টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুটি। শার্শা, যশোর, ১০ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
১৪ / ২০
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নিদর্শন হিসেবে পুরান ঢাকার আগা সাদেক সড়কে  স্থাপন করা হয়েছে পদ্মা সেতুর মডেল। বংশাল, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নিদর্শন হিসেবে পুরান ঢাকার আগা সাদেক সড়কে স্থাপন করা হয়েছে পদ্মা সেতুর মডেল। বংশাল, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
১৫ / ২০
সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জে দই মেলার আয়োজন করা হয়। মেলায় ৩০০ থেকে ৩৫০ মণ দই বিক্রি হয়। দাম একটু কম বলে দিনভর বিক্রি চলতেই থাকে। মুজিব সড়ক, শহর, সিরাজগঞ্জ, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জে দই মেলার আয়োজন করা হয়। মেলায় ৩০০ থেকে ৩৫০ মণ দই বিক্রি হয়। দাম একটু কম বলে দিনভর বিক্রি চলতেই থাকে। মুজিব সড়ক, শহর, সিরাজগঞ্জ, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
১৬ / ২০
বিদ্যার দেবী সরস্বতী । সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর আবির্ভূত হন ভক্তদের মধ্যে। পূজায় এসে পূজারির কাছ থেকে হাতেখড়ি নিচ্ছে এক শিশু । সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১০ ফেব্রুয়ারি । ছবি: সোয়েল রানা
বিদ্যার দেবী সরস্বতী । সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতিবছর আবির্ভূত হন ভক্তদের মধ্যে। পূজায় এসে পূজারির কাছ থেকে হাতেখড়ি নিচ্ছে এক শিশু । সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ১০ ফেব্রুয়ারি । ছবি: সোয়েল রানা
১৭ / ২০
ওয়ান বিলিয়ন রাইজিং প্রচারকাজের অংশ হিসেবে নাচের প্রস্তুতি নিচ্ছেন এক শিল্পী। সেন্ট্রাল পার্ক, নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ওয়ান বিলিয়ন রাইজিং প্রচারকাজের অংশ হিসেবে নাচের প্রস্তুতি নিচ্ছেন এক শিল্পী। সেন্ট্রাল পার্ক, নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
১৮ / ২০
প্রতি ছয় মাসে পূর্বপুরুষ ও দেবতাদের সম্মানে আয়োজন করা হয় নৃত্য উৎসবের। সেখানে দুই শিশু নৃত্য পরিবেশন করে। পেরেরেপান সারি পেদুংয়ান, দেনপাসার, বালি, ইন্দোনেশিয়া, ৯ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
প্রতি ছয় মাসে পূর্বপুরুষ ও দেবতাদের সম্মানে আয়োজন করা হয় নৃত্য উৎসবের। সেখানে দুই শিশু নৃত্য পরিবেশন করে। পেরেরেপান সারি পেদুংয়ান, দেনপাসার, বালি, ইন্দোনেশিয়া, ৯ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
১৯ / ২০
রাজধানীর হাতিরঝিলে ফুটেছে গোলাপি সুন্দর কাঞ্চন ফুল। হাতিরঝিল, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
রাজধানীর হাতিরঝিলে ফুটেছে গোলাপি সুন্দর কাঞ্চন ফুল। হাতিরঝিল, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
২০ / ২০
রাজধানীর অনেক এলাকায় মাঝেমধ্যে ধুলার কারণে পথচারীদের বিপাকে পড়তে হয়। মগবাজার মোড়, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীর অনেক এলাকায় মাঝেমধ্যে ধুলার কারণে পথচারীদের বিপাকে পড়তে হয়। মগবাজার মোড়, ঢাকা, ১০ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন