এক ঝলক (১২ ফেব্রুয়ারি ২০১৯)

১ / ২৯
রাত পোহালেই বসন্তের আনুষ্ঠানিক আগমন। তবে ফুল তো আর ঋতুরাজের দিনপঞ্জি দেখে ফোটে না! ফুল ফুটেছে, বুলবুলি এসেছে মধু খেতে। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
রাত পোহালেই বসন্তের আনুষ্ঠানিক আগমন। তবে ফুল তো আর ঋতুরাজের দিনপঞ্জি দেখে ফোটে না! ফুল ফুটেছে, বুলবুলি এসেছে মধু খেতে। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
২ / ২৯
এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াচ্ছে কাঠবিড়ালি, আর যেখানে মনের মতো খাবার পাচ্ছে তা চেখে দেখছে। লোকজন দেখলেও তেমন ভয় পায় না এরা। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াচ্ছে কাঠবিড়ালি, আর যেখানে মনের মতো খাবার পাচ্ছে তা চেখে দেখছে। লোকজন দেখলেও তেমন ভয় পায় না এরা। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
৩ / ২৯
ফুলের মধু  আহরণে মগ্ন মৌমাছি। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
ফুলের মধু আহরণে মগ্ন মৌমাছি। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
৪ / ২৯
ভিড় ও যানজটের কারণে পয়লা ফাল্গুনে বের হওয়া হবে না, তাই (বাঁদিক থেকে) শ্রেয়া, রিদা, রুশদা ও রাইফাকে নিয়ে অভিভাবকেরা আজ বেড়াতে বেরিয়েছেন। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
ভিড় ও যানজটের কারণে পয়লা ফাল্গুনে বের হওয়া হবে না, তাই (বাঁদিক থেকে) শ্রেয়া, রিদা, রুশদা ও রাইফাকে নিয়ে অভিভাবকেরা আজ বেড়াতে বেরিয়েছেন। রমনা পার্ক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
৫ / ২৯
গোধূলিবেলার সৌন্দর্য। আমলকি টিলা, দীঘিনালা, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
গোধূলিবেলার সৌন্দর্য। আমলকি টিলা, দীঘিনালা, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
৬ / ২৯
শপিং মলে একটি দোকানের কাচ পরিষ্কার করছেন এক কর্মী। ব্যাংকক, থাইল্যান্ড, ১২ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
শপিং মলে একটি দোকানের কাচ পরিষ্কার করছেন এক কর্মী। ব্যাংকক, থাইল্যান্ড, ১২ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৭ / ২৯
পাহাড়ে আলো ছড়ানো সূর্য। মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে আলো ছড়ানো সূর্য। মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৮ / ২৯
বুরুঙ্গি মাঠে বোরো ধানে সেচ দিচ্ছে কিশোর মারুফ ইসলাম। গাবতলী, বগুড়া, ১২ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল  রানা
বুরুঙ্গি মাঠে বোরো ধানে সেচ দিচ্ছে কিশোর মারুফ ইসলাম। গাবতলী, বগুড়া, ১২ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
৯ / ২৯
শান্ত ফুলজোড় নদের জলে নৌকা ভাসিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
শান্ত ফুলজোড় নদের জলে নৌকা ভাসিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
১০ / ২৯
শীত মৌসুমে নদীতে পানি কম থাকায় পারাপার সহজ হলেও বর্ষায় স্থানীয় বাসিন্দাদের পোহাতে হয় চরম দুর্ভোগ। একটি সেতু হলে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতেন তাঁরা। গঞ্জপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
শীত মৌসুমে নদীতে পানি কম থাকায় পারাপার সহজ হলেও বর্ষায় স্থানীয় বাসিন্দাদের পোহাতে হয় চরম দুর্ভোগ। একটি সেতু হলে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতেন তাঁরা। গঞ্জপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১১ / ২৯
রাজধানীর মিরপুরে রোকেয়া সরণিতে উন্নয়ন কর্মকাণ্ডের কাজের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সেনপাড়া পর্বতা, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর মিরপুরে রোকেয়া সরণিতে উন্নয়ন কর্মকাণ্ডের কাজের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সেনপাড়া পর্বতা, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাজিদ হোসেন
১২ / ২৯
অলস বসে আছে এক কসাই পাখি। শাহবাজপুর, গাবতলী, বগুড়া, ১২ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল  রানা
অলস বসে আছে এক কসাই পাখি। শাহবাজপুর, গাবতলী, বগুড়া, ১২ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১৩ / ২৯
চট্টগ্রামের মিরসরাইয়ে পুড়ে যাওয়া মাইক্রোবাস। কাভার্ড ভ্যানের পেছনে আটকে যাওয়ার পর মাইক্রোবাসকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এটি। একপর্যায়ে এতে আগুন লেগে তিনজন পুড়ে মরেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নিজামপুর বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি। ছবি: ইকবাল হোসেন
চট্টগ্রামের মিরসরাইয়ে পুড়ে যাওয়া মাইক্রোবাস। কাভার্ড ভ্যানের পেছনে আটকে যাওয়ার পর মাইক্রোবাসকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এটি। একপর্যায়ে এতে আগুন লেগে তিনজন পুড়ে মরেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নিজামপুর বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি। ছবি: ইকবাল হোসেন
১৪ / ২৯
স্কুল ছুটির পর ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে বাড়ি ফিরছে খুদে শিক্ষার্থীরা। শীত মৌসুমে এই চেঙ্গী নদীতে পানি কম থাকলেও বর্ষায় দুর্ভোগ আর ঝুঁকি দুটোই বাড়ে। গঞ্জপাড়া, খাগড়াছড়ি সদর, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চেধুরী
স্কুল ছুটির পর ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে বাড়ি ফিরছে খুদে শিক্ষার্থীরা। শীত মৌসুমে এই চেঙ্গী নদীতে পানি কম থাকলেও বর্ষায় দুর্ভোগ আর ঝুঁকি দুটোই বাড়ে। গঞ্জপাড়া, খাগড়াছড়ি সদর, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চেধুরী
১৫ / ২৯
দেয়ালে বসে আছে একা বিড়াল। গঞ্জপাড়া, মারমাপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
দেয়ালে বসে আছে একা বিড়াল। গঞ্জপাড়া, মারমাপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৬ / ২৯
পাকা মিষ্টি কামরাঙা খাওয়ার লোভ সামলাতে পারেনি বুলবুলি পাখিটি। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পাকা মিষ্টি কামরাঙা খাওয়ার লোভ সামলাতে পারেনি বুলবুলি পাখিটি। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ১১ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৭ / ২৯
ঝরে যাওয়া কদমে খাবারের সন্ধানে চড়ুই পাখিটি। স্যার ইকবাল সড়ক, খুলনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ঝরে যাওয়া কদমে খাবারের সন্ধানে চড়ুই পাখিটি। স্যার ইকবাল সড়ক, খুলনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৯
ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আগামীকাল বুধবার। তার রেশ পড়েছে গাবতলী উপজেলা সদরে। সেখানে শিশুদের খেলনার পসরা সাজাচ্ছেন রংপুরের পীরগাছা এলাকার ব্যবসায়ী আবদুল হালিম মিয়া। গাবতলী, বগুড়া, ১২ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল  রানা
ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আগামীকাল বুধবার। তার রেশ পড়েছে গাবতলী উপজেলা সদরে। সেখানে শিশুদের খেলনার পসরা সাজাচ্ছেন রংপুরের পীরগাছা এলাকার ব্যবসায়ী আবদুল হালিম মিয়া। গাবতলী, বগুড়া, ১২ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১৯ / ২৯
কাল পয়লা ফাল্গুন, পরশু ভালোবাসা দিবস। তাই ব্যস্ত সময় কাটছে ফুলের দোকানে। ফুল মার্কেট, খুলনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
কাল পয়লা ফাল্গুন, পরশু ভালোবাসা দিবস। তাই ব্যস্ত সময় কাটছে ফুলের দোকানে। ফুল মার্কেট, খুলনা, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২৯
ধানখেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত তিন পাহাড়ি নারী। শিমুজ্যাছড়া, রাঙামাটি, ১২ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
ধানখেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত তিন পাহাড়ি নারী। শিমুজ্যাছড়া, রাঙামাটি, ১২ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২১ / ২৯
রান্নার লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন দুই পাহাড়ি নারী। রাঙ্গাপানি, রাঙামাটি, ১২ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
রান্নার লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন দুই পাহাড়ি নারী। রাঙ্গাপানি, রাঙামাটি, ১২ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
২২ / ২৯
‘ইজ’ন্ট ইট রোমান্টিক’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ১১ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: এএফপি
‘ইজ’ন্ট ইট রোমান্টিক’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ১১ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: এএফপি
২৩ / ২৯
ক্যাম্প ফায়ারের আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ক্ষতিগ্রস্ত দেয়ালে শিল্পী শেন গ্রেমারের আঁকা চিত্রকর্ম। সাবেক এই গ্রাফিতি শিল্পী প্যারাডাইস শহরে আশা জাগিয়ে তুলতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের দেয়ালে ও গাড়িতে অনেক ম্যুরাল এঁকেছেন। ভয়ংকর সেই ক্যাম্প ফায়ারের তিন মাস পর শহরের মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাড়িঘর পুনর্নির্মাণ শুরু করেছে। প্যারাডাইস, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র, ১১ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ক্যাম্প ফায়ারের আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ক্ষতিগ্রস্ত দেয়ালে শিল্পী শেন গ্রেমারের আঁকা চিত্রকর্ম। সাবেক এই গ্রাফিতি শিল্পী প্যারাডাইস শহরে আশা জাগিয়ে তুলতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের দেয়ালে ও গাড়িতে অনেক ম্যুরাল এঁকেছেন। ভয়ংকর সেই ক্যাম্প ফায়ারের তিন মাস পর শহরের মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাড়িঘর পুনর্নির্মাণ শুরু করেছে। প্যারাডাইস, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র, ১১ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
২৪ / ২৯
পাহাড়ে কলার মোচা তরকারি হিসেবে খুবই জনপ্রিয়। আমলকি টিলা, দীঘিনালা, খাগড়াছড়ি ১২ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
পাহাড়ে কলার মোচা তরকারি হিসেবে খুবই জনপ্রিয়। আমলকি টিলা, দীঘিনালা, খাগড়াছড়ি ১২ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
২৫ / ২৯
প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ! তবুও সচেতন হচ্ছে না যাত্রী ও গাড়ি চালকেরা। ঢাকা-সিলেট মহাসড়কে লেগুনায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। লেগুনার ওপরে ঝুঁকি নিয়ে বসে আছে আরও দুই যাত্রী। যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। আউশকান্দি, হবিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ! তবুও সচেতন হচ্ছে না যাত্রী ও গাড়ি চালকেরা। ঢাকা-সিলেট মহাসড়কে লেগুনায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। লেগুনার ওপরে ঝুঁকি নিয়ে বসে আছে আরও দুই যাত্রী। যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। আউশকান্দি, হবিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
২৬ / ২৯
রাজধানীর শপিং সেন্টারগুলো সেজেছে বসন্ত সাজে। মায়ের সঙ্গে আসা দুই বোন পছন্দ করছে পোশাক। সানরাইজ শপিং মল, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
রাজধানীর শপিং সেন্টারগুলো সেজেছে বসন্ত সাজে। মায়ের সঙ্গে আসা দুই বোন পছন্দ করছে পোশাক। সানরাইজ শপিং মল, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
২৭ / ২৯
বড়দের সঙ্গে বসন্তের পোশাক কেনে শিশুরাও। পোশাক পছন্দ করছে এই শিশু। টোকিও স্কয়ার, আদাবর, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
বড়দের সঙ্গে বসন্তের পোশাক কেনে শিশুরাও। পোশাক পছন্দ করছে এই শিশু। টোকিও স্কয়ার, আদাবর, ঢাকা, ১১ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন।
২৮ / ২৯
টিফিনের ফাঁকে দড়ি খেলায় মেতেছে শিশু শিক্ষার্থীরা। সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
টিফিনের ফাঁকে দড়ি খেলায় মেতেছে শিশু শিক্ষার্থীরা। সিমলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১২ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
২৯ / ২৯
বিদেশ থেকে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি ক্রয় করে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয় এই দোকানে। ক্রেতার প্রয়োজনে গাড়ির ইঞ্জিন, বডি কভার, পার্টস ও অন্যান্য যন্ত্রাংশ খুচরা মূল্যে বিক্রি হয়। কন্ডিশন বুঝে ভালো ইঞ্জিন বিক্রি হয় ৬০ হাজার থেকে ৫ লাখ টাকায়। ধোলাইখাল, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
বিদেশ থেকে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ি ক্রয় করে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয় এই দোকানে। ক্রেতার প্রয়োজনে গাড়ির ইঞ্জিন, বডি কভার, পার্টস ও অন্যান্য যন্ত্রাংশ খুচরা মূল্যে বিক্রি হয়। কন্ডিশন বুঝে ভালো ইঞ্জিন বিক্রি হয় ৬০ হাজার থেকে ৫ লাখ টাকায়। ধোলাইখাল, ঢাকা, ১২ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার