এক ঝলক (১০ মার্চ ২০১৯)

১ / ৩০
মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছেন কৃষক। শিমড়া, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছেন কৃষক। শিমড়া, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
২ / ৩০
সরালি পাখিগুলো কাপ্তাই হ্রদের মাঝখানের দ্বীপে জিরিয়ে নিচ্ছে। আসামবস্তি, রাঙামাটি, ১০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
সরালি পাখিগুলো কাপ্তাই হ্রদের মাঝখানের দ্বীপে জিরিয়ে নিচ্ছে। আসামবস্তি, রাঙামাটি, ১০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৩০
কাঁচকি জাল ফেলে মাছ ধরছেন পাহাড়ি জেলেরা। আড়াছড়ি, বড়াদম, রাঙামাটি, ১০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
কাঁচকি জাল ফেলে মাছ ধরছেন পাহাড়ি জেলেরা। আড়াছড়ি, বড়াদম, রাঙামাটি, ১০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৩০
ভাট ফুলের মধু খেতে ব্যস্ত মৌমাছি যুগল। টাঙ্গাইল, ৯ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
ভাট ফুলের মধু খেতে ব্যস্ত মৌমাছি যুগল। টাঙ্গাইল, ৯ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
৫ / ৩০
সূর্যের আলো ফুটতে না ফুটতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে শ্রমিকেরা। ১ নং কয়লা ঘাট, খুলনা, ১০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
সূর্যের আলো ফুটতে না ফুটতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে শ্রমিকেরা। ১ নং কয়লা ঘাট, খুলনা, ১০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৩০
যমুনা নদী দিয়ে নৌকায় করে সন্ধ্যায় বাড়ি ফিরছে মানুষ। টাঙ্গাইল, ৯ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
যমুনা নদী দিয়ে নৌকায় করে সন্ধ্যায় বাড়ি ফিরছে মানুষ। টাঙ্গাইল, ৯ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
৭ / ৩০
শিকারের খোঁজে বকটি। মহেশপুর, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
শিকারের খোঁজে বকটি। মহেশপুর, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
৮ / ৩০
দলিয়া খালের ওপর নির্মিত নড়বড়ে ঝুলন্ত সেতুটিতে ছোট ভাইকে নিয়ে যাচ্ছে বড় ভাই। বরঝালা, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
দলিয়া খালের ওপর নির্মিত নড়বড়ে ঝুলন্ত সেতুটিতে ছোট ভাইকে নিয়ে যাচ্ছে বড় ভাই। বরঝালা, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
৯ / ৩০
মেঘলা আকাশে সূর্যোদয়। রেলস্টেশন,খুলনা, ১০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
মেঘলা আকাশে সূর্যোদয়। রেলস্টেশন,খুলনা, ১০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ৩০
সুন্দরবনের দুবলার চরে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে শাপলাপাতা মাছ। প্রতিটি প্রায় ৬০-৭০ কেজি। রূপসা মাছের আড়তে জেলেরা নিয়ে এসেছেন বিক্রি করতে। রূপসা মাছ বাজার, খুলনা, ১০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
সুন্দরবনের দুবলার চরে বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছে শাপলাপাতা মাছ। প্রতিটি প্রায় ৬০-৭০ কেজি। রূপসা মাছের আড়তে জেলেরা নিয়ে এসেছেন বিক্রি করতে। রূপসা মাছ বাজার, খুলনা, ১০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ৩০
বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দুধ সংগ্রহ করেন জাকির হোসেন, তোফায়েল হোসেন ও নুরে আলম। সেগুলো নিয়ে যাওয়া হয় শহরে। গবাদি পশুর মালিকের কাছ থেকে ৫০ থেকে ৫৫ টাকায় কিনে শহরে এনে ৭০ টাকা দরে বিক্রি করা হয়। বাইসাইকেলে চড়ে দুধ জোগাড় করেন তাঁরা। মহেশপুর, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের বাড়ি বাড়ি ঘুরে দুধ সংগ্রহ করেন জাকির হোসেন, তোফায়েল হোসেন ও নুরে আলম। সেগুলো নিয়ে যাওয়া হয় শহরে। গবাদি পশুর মালিকের কাছ থেকে ৫০ থেকে ৫৫ টাকায় কিনে শহরে এনে ৭০ টাকা দরে বিক্রি করা হয়। বাইসাইকেলে চড়ে দুধ জোগাড় করেন তাঁরা। মহেশপুর, কুমিল্লা, ১০ মার্চ। ছবি: এমদাদুল হক
১২ / ৩০
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দ্বিনী সিনিয়র মডেল মাদ্রাসা ভোটকেন্দ্র। ষোলঘর, সুনামগঞ্জ। ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দ্বিনী সিনিয়র মডেল মাদ্রাসা ভোটকেন্দ্র। ষোলঘর, সুনামগঞ্জ। ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৩ / ৩০
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসা ভোটকেন্দ্র, ষোলঘর, সুনামগঞ্জ, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকালে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসা ভোটকেন্দ্র, ষোলঘর, সুনামগঞ্জ, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৪ / ৩০
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটারের অপেক্ষায় কর্মকর্তারা। ষোলঘর, সুনামগঞ্জ, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটারের অপেক্ষায় কর্মকর্তারা। ষোলঘর, সুনামগঞ্জ, ১০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৫ / ৩০
পাহাড়ে এই বছর কলার উৎপাদন ভালো হয়েছে। জেলার সবচেয়ে বড় কলার হাট বসে মাটিরাঙ্গা বাজারে। কলাচাষিরা গাড়ি করে কলা বিক্রি করতে এই বাজারে নিয়ে আসেন। ব্যবসায়ীদের মাধ্যমে এখান থেকে কলা যায় দেশের বিভিন্ন অঞ্চলে। মাটিরাঙ্গাবাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে এই বছর কলার উৎপাদন ভালো হয়েছে। জেলার সবচেয়ে বড় কলার হাট বসে মাটিরাঙ্গা বাজারে। কলাচাষিরা গাড়ি করে কলা বিক্রি করতে এই বাজারে নিয়ে আসেন। ব্যবসায়ীদের মাধ্যমে এখান থেকে কলা যায় দেশের বিভিন্ন অঞ্চলে। মাটিরাঙ্গাবাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
১৬ / ৩০
পাহাড়ে এখন বেলের মৌসুম। গরম পড়তে শুরু করেছে। বেলের কদর বাড়ছে। এক বস্তা বেল (১৪০টি) ১ হাজার ৫০০ টাকা করে বিক্রি হয়। মাটিরাঙ্গাবাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে এখন বেলের মৌসুম। গরম পড়তে শুরু করেছে। বেলের কদর বাড়ছে। এক বস্তা বেল (১৪০টি) ১ হাজার ৫০০ টাকা করে বিক্রি হয়। মাটিরাঙ্গাবাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
১৭ / ৩০
চাষিদের কাছ থেকে শুকনা হলুদ কিনে রাখছেন ব্যবসায়ীরা। মাটিরাঙ্গাবাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
চাষিদের কাছ থেকে শুকনা হলুদ কিনে রাখছেন ব্যবসায়ীরা। মাটিরাঙ্গাবাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
১৮ / ৩০
পাহাড়ে এখন ঝাড়ু ফুলের মৌসুম। পাহাড়বাসী ঝাড়ু ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করতে বসেছেন। মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে এখন ঝাড়ু ফুলের মৌসুম। পাহাড়বাসী ঝাড়ু ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করতে বসেছেন। মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: নীরব চৌধুরী
১৯ / ৩০
রোদ–ঝলমলে সকালে মর্নিং গ্লোরি ফুল। দেওভোগ, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
রোদ–ঝলমলে সকালে মর্নিং গ্লোরি ফুল। দেওভোগ, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
২০ / ৩০
যাত্রীর জন্য মাঝিদের অপেক্ষা। ১ নম্বর খেয়াঘাট, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
যাত্রীর জন্য মাঝিদের অপেক্ষা। ১ নম্বর খেয়াঘাট, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
২১ / ৩০
নির্বাচনের আগের দিন টিএসসি এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
নির্বাচনের আগের দিন টিএসসি এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
২২ / ৩০
এটি একটি স্কুল। শিক্ষার্থীরা এভাবেই যাতায়াত করে। টুপ করে পড়তে পারে পচা পানিতে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে চলে ক্লাস।  ৭২ নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
এটি একটি স্কুল। শিক্ষার্থীরা এভাবেই যাতায়াত করে। টুপ করে পড়তে পারে পচা পানিতে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে চলে ক্লাস। ৭২ নং ইসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ, ১০ মার্চ। ছবি: দিনার মাহমুদ
২৩ / ৩০
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া। গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ মার্চ। ছবি: এম রাশেদুল হক
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহড়া। গোয়ালন্দ, রাজবাড়ী, ১০ মার্চ। ছবি: এম রাশেদুল হক
২৪ / ৩০
শীত শেষ হলেও এখনো খেজুরের রস সংগ্রহ করতে পারছেন গাছি। চকবাতেকুলপাড়া, লালপুর, নাটোর, ১০ মার্চ। ছবি: হাসান মাহমুদ
শীত শেষ হলেও এখনো খেজুরের রস সংগ্রহ করতে পারছেন গাছি। চকবাতেকুলপাড়া, লালপুর, নাটোর, ১০ মার্চ। ছবি: হাসান মাহমুদ
২৫ / ৩০
শোভা ছড়াচ্ছে নয়নতারা ফুল। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
শোভা ছড়াচ্ছে নয়নতারা ফুল। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
২৬ / ৩০
‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’- এই স্লোগান নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ পালন করেছে পাবনা জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। পরে  আর এম একাডেমি মাঠে আলোচনাসভা ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে মহড়া হয় । আর.এম একাডেমি, পাবনা, ১০ মার্চ। ছবি: হাসান মাহমুদ
‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’- এই স্লোগান নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ পালন করেছে পাবনা জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। পরে আর এম একাডেমি মাঠে আলোচনাসভা ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে মহড়া হয় । আর.এম একাডেমি, পাবনা, ১০ মার্চ। ছবি: হাসান মাহমুদ
২৭ / ৩০
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উচ্ছ্বসিত গ্র্যাজুয়েটরা। নাছিরাবাদ, চট্টগ্রাম, ১০ মার্চ। ছবি: জুয়েল শীল
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উচ্ছ্বসিত গ্র্যাজুয়েটরা। নাছিরাবাদ, চট্টগ্রাম, ১০ মার্চ। ছবি: জুয়েল শীল
২৮ / ৩০
ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে বাম ও স্বতন্ত্র প্রার্থীরা একযোগে কাজ করার ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকার অঙ্গীকার করেন। বিকেলে ভোট গ্রহণের সময় বাড়ানো, পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের দিন বিভিন্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের বাস বাড়ানোর দাবিতে  উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পর বাম ও স্বতন্ত্র প্রার্থীরা। উপাচার্যের কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
ডাকসু নির্বাচন সুষ্ঠু করতে বাম ও স্বতন্ত্র প্রার্থীরা একযোগে কাজ করার ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকার অঙ্গীকার করেন। বিকেলে ভোট গ্রহণের সময় বাড়ানো, পোলিং এজেন্ট দেওয়ার সুযোগ, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের দিন বিভিন্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের বাস বাড়ানোর দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পর বাম ও স্বতন্ত্র প্রার্থীরা। উপাচার্যের কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
২৯ / ৩০
নির্বাচনের আগের দিন টিএসসি এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
নির্বাচনের আগের দিন টিএসসি এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১০ মার্চ। ছবি: দীপু মালাকার
৩০ / ৩০
চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন হলে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার। সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০মার্চ। ছবি: দীপু মালাকার
চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন হলে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও ব্যালট পেপার। সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১০মার্চ। ছবি: দীপু মালাকার