এক ঝলক (১৩ মার্চ ২০১৯)

১ / ২৭
দ্রুতগতিতে আসছে মোটরসাইকেল। সেদিকে লক্ষ নেই। দৌড়ে ঝুঁকি নিয়ে এভাবেই সড়ক পার হচ্ছেন এই পথচারী। ১২ মার্চ, উত্তরা, ঢাকা। ছবি: সাবরিনা ইয়াসমীন
দ্রুতগতিতে আসছে মোটরসাইকেল। সেদিকে লক্ষ নেই। দৌড়ে ঝুঁকি নিয়ে এভাবেই সড়ক পার হচ্ছেন এই পথচারী। ১২ মার্চ, উত্তরা, ঢাকা। ছবি: সাবরিনা ইয়াসমীন
২ / ২৭
সন্ধ্যা নেমেছে যমুনা নদীতে। সারি বেঁধে নৌকা ফিরছে গন্তব্যে। সাম্প্রতিক ছবি, টাঙ্গাইল। ছবি: মোছাব্বের হোসেন
সন্ধ্যা নেমেছে যমুনা নদীতে। সারি বেঁধে নৌকা ফিরছে গন্তব্যে। সাম্প্রতিক ছবি, টাঙ্গাইল। ছবি: মোছাব্বের হোসেন
৩ / ২৭
আলোর ছটায় সগর্বে ছড়িয়ে আছে অর্কিড ফুল। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি শহর, সম্প্রতি তোলা। ছবি: নীরব চৌধুরী
আলোর ছটায় সগর্বে ছড়িয়ে আছে অর্কিড ফুল। য়ংড বৌদ্ধবিহার, খাগড়াছড়ি শহর, সম্প্রতি তোলা। ছবি: নীরব চৌধুরী
৪ / ২৭
সবুজের প্রাচুর্যে অলংকার হয়ে ফুটেছে বেগুনি ফুল। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি শহর, সম্প্রতি তোলা। ছবি: নীরব চৌধুরী
সবুজের প্রাচুর্যে অলংকার হয়ে ফুটেছে বেগুনি ফুল। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি শহর, সম্প্রতি তোলা। ছবি: নীরব চৌধুরী
৫ / ২৭
জমিতে আখ রোপণ করছেন দুই কৃষক। পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে বিস্তীর্ণ জমিতে আগে বিভিন্ন ফসলের চাষ হতো। নদীর তীরে গড়ে ওঠা বালু মহলের পরিধি বাড়তে থাকায় কমে গেছে এসব কৃষি জমি। ঈশ্বরদী, পাবনা, ১২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
জমিতে আখ রোপণ করছেন দুই কৃষক। পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে বিস্তীর্ণ জমিতে আগে বিভিন্ন ফসলের চাষ হতো। নদীর তীরে গড়ে ওঠা বালু মহলের পরিধি বাড়তে থাকায় কমে গেছে এসব কৃষি জমি। ঈশ্বরদী, পাবনা, ১২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৬ / ২৭
ভটভটি গাড়ির ওপর তৈরি ভ্রাম্যমাণ মাড়াইকল নিয়ে ছুটছেন বদিউল আলম। তিনিসহ আরও চারজন এমন কলমালিক এসেছেন নওগাঁ জেলা থেকে। পাবনার পাকশী এলাকায় মাড়াইয়ের কাজ শেষে যাচ্ছেন মেহেরপুরের উদ্দেশে। বিঘাপ্রতি বিভিন্ন ফসল তাঁরা মাড়াই করেন ৫০০ থেকে ১৫০০ টাকায়। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
ভটভটি গাড়ির ওপর তৈরি ভ্রাম্যমাণ মাড়াইকল নিয়ে ছুটছেন বদিউল আলম। তিনিসহ আরও চারজন এমন কলমালিক এসেছেন নওগাঁ জেলা থেকে। পাবনার পাকশী এলাকায় মাড়াইয়ের কাজ শেষে যাচ্ছেন মেহেরপুরের উদ্দেশে। বিঘাপ্রতি বিভিন্ন ফসল তাঁরা মাড়াই করেন ৫০০ থেকে ১৫০০ টাকায়। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১২ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৭ / ২৭
খাবার খুটে খেতে ব্যস্ত একঝাঁক পায়রা। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি শহর, সম্প্রতি তোলা। ছবি: নীরব চৌধুরী
খাবার খুটে খেতে ব্যস্ত একঝাঁক পায়রা। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি শহর, সম্প্রতি তোলা। ছবি: নীরব চৌধুরী
৮ / ২৭
ফুটেছে কলমি ফুল। এ ফুল গ্রামে বড় হওয়া মানুষকে তাঁর শৈশবের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। ভাদাইলবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৩ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
ফুটেছে কলমি ফুল। এ ফুল গ্রামে বড় হওয়া মানুষকে তাঁর শৈশবের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। ভাদাইলবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ১৩ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৭
ফাতেমা বাড়ি বসে বিড়ির খোসা তৈরির কাজ করেন। এক হাজারটি খোসা তৈরি করে দিলে তিনি পান ৩০ টাকা। সংসার খরচের বড় একটা অংশ তিনি এই আয় থেকে মিটিয়ে থাকেন। ভাদাইলবুনিয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৩ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
ফাতেমা বাড়ি বসে বিড়ির খোসা তৈরির কাজ করেন। এক হাজারটি খোসা তৈরি করে দিলে তিনি পান ৩০ টাকা। সংসার খরচের বড় একটা অংশ তিনি এই আয় থেকে মিটিয়ে থাকেন। ভাদাইলবুনিয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৩ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৭
পুনরায় ডাকসু নির্বাচনের আয়োজন করাসহ বিভিন্ন দাবিতে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ মার্চ। ছবি: আবদুস সালাম
পুনরায় ডাকসু নির্বাচনের আয়োজন করাসহ বিভিন্ন দাবিতে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ মার্চ। ছবি: আবদুস সালাম
১১ / ২৭
খাবার মাথায় নিয়ে ছাগল চরাতে মাঠে যাচ্ছেন কৃষক। জামমুড়া, সদর দক্ষিণ, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
খাবার মাথায় নিয়ে ছাগল চরাতে মাঠে যাচ্ছেন কৃষক। জামমুড়া, সদর দক্ষিণ, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১২ / ২৭
জমি থেকে কচুর লতি তুলে সেগুলো বিক্রির জন্য ভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক। কুমিল্লার বরুড়া উপজেলায় কচুর লতির ভালো ফলন হয় থাকে। এখানে প্রতি কেজি লতি ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তালুকপাড়া, ভবানীপুর, বরুড়া, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
জমি থেকে কচুর লতি তুলে সেগুলো বিক্রির জন্য ভ্যানে করে বাজারে নিয়ে যাচ্ছেন কৃষক। কুমিল্লার বরুড়া উপজেলায় কচুর লতির ভালো ফলন হয় থাকে। এখানে প্রতি কেজি লতি ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তালুকপাড়া, ভবানীপুর, বরুড়া, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৩ / ২৭
খড়ের কুঞ্জি বা খড়ের গাদা বানাচ্ছেন কৃষক। এই পদ্ধতিতে খড় স্তূপ করে রেখে ব্যবহার করা হয়ে থাকে। সালমানপুর, কোটবাড়ী, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
খড়ের কুঞ্জি বা খড়ের গাদা বানাচ্ছেন কৃষক। এই পদ্ধতিতে খড় স্তূপ করে রেখে ব্যবহার করা হয়ে থাকে। সালমানপুর, কোটবাড়ী, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৪ / ২৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের বাগানে ফুটেছে নজরকাড়া ডালিয়া ফুল। কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের বাগানে ফুটেছে নজরকাড়া ডালিয়া ফুল। কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৫ / ২৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের বাগানে ফুটেছে নজরকাড়া সূর্যমুখী ফুল। কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের বাগানে ফুটেছে নজরকাড়া সূর্যমুখী ফুল। কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৬ / ২৭
সড়কের পাশে পতিত জমিতে জন্ম নেওয়া শাক তুলছেন এক গৃহিণী। কৃষ্ণনগর ঘোড়ামারা, আদর্শ সদর, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
সড়কের পাশে পতিত জমিতে জন্ম নেওয়া শাক তুলছেন এক গৃহিণী। কৃষ্ণনগর ঘোড়ামারা, আদর্শ সদর, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৭ / ২৭
এক ছাতায় বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী বন্ধু। তালুকপাড়া, ভবানীপুর, বরুড়া, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
এক ছাতায় বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী বন্ধু। তালুকপাড়া, ভবানীপুর, বরুড়া, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৮ / ২৭
কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মশাল জ্বালিয়ে দৌড় দিচ্ছে দুই শিক্ষার্থী। ক্রীড়া প্রতিযোগিতার শুরুর দিকে মশাল দৌড় অনেক আগে থেকেই প্রচলিত। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মশাল জ্বালিয়ে দৌড় দিচ্ছে দুই শিক্ষার্থী। ক্রীড়া প্রতিযোগিতার শুরুর দিকে মশাল দৌড় অনেক আগে থেকেই প্রচলিত। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
১৯ / ২৭
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করে শিক্ষার্থীরা। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মনোমুগ্ধকর নাচ পরিবেশন করে শিক্ষার্থীরা। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, ১৩ মার্চ। ছবি: এমদাদুল হক
২০ / ২৭
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্লাকার্ড হাতে দাঁড়িয়েছে এক শিক্ষার্থী। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা, ১৩ মার্চ। ছবি: আবদুস সালাম
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্লাকার্ড হাতে দাঁড়িয়েছে এক শিক্ষার্থী। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা, ১৩ মার্চ। ছবি: আবদুস সালাম
২১ / ২৭
দা-কুড়াল তৈরি করতে ব্যস্ত কামার। এসব দা-কুড়ালের চাহিদা বেশি পাহাড়ে। জুমে ও বিভিন্ন ফসলের খেতে কাজ করতে এসবের প্রয়োজন হয়। ঘাগড়ার সাপ্তাহিক হাট, কাউখালী, রাঙামাটি, ১৩ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
দা-কুড়াল তৈরি করতে ব্যস্ত কামার। এসব দা-কুড়ালের চাহিদা বেশি পাহাড়ে। জুমে ও বিভিন্ন ফসলের খেতে কাজ করতে এসবের প্রয়োজন হয়। ঘাগড়ার সাপ্তাহিক হাট, কাউখালী, রাঙামাটি, ১৩ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
২২ / ২৭
গাছে বসে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছে দুটি শালিক। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
গাছে বসে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছে দুটি শালিক। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া
২৩ / ২৭
পাহাড়ি শুকনো হলুদের বেচাকেনা চলছে। হলুদের মানভেদে প্রতি মণের দাম ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার টাকা। ঘাগড়ার সাপ্তাহিক হাট, কাউখালী, রাঙামাটি, ১৩ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি শুকনো হলুদের বেচাকেনা চলছে। হলুদের মানভেদে প্রতি মণের দাম ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার টাকা। ঘাগড়ার সাপ্তাহিক হাট, কাউখালী, রাঙামাটি, ১৩ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
২৪ / ২৭
স্কুল ছুটির পর ভাট ফুল নিয়ে খেলছে একদল পাহাড়ি শিশু। লোগাং করল্যাছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি, ১৩ মার্চ। ছবি: জয়ন্তী দেওয়ান
স্কুল ছুটির পর ভাট ফুল নিয়ে খেলছে একদল পাহাড়ি শিশু। লোগাং করল্যাছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি, ১৩ মার্চ। ছবি: জয়ন্তী দেওয়ান
২৫ / ২৭
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ বুধবার সকালে ঘন কুয়াশায় প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে উভয় ঘাটে গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। ক্যানালঘাট, দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ মার্চ। ছবি: এম রাশেদুল হক
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ বুধবার সকালে ঘন কুয়াশায় প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে উভয় ঘাটে গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। ক্যানালঘাট, দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৩ মার্চ। ছবি: এম রাশেদুল হক
২৬ / ২৭
তুষারে ঢাকা পর্বতের পাশের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন লোকজন। বাগরাম জেলা, পারওয়ান প্রদেশ, আফগানিস্তান, ১৩ মার্চ। ছবি: এএফপি
তুষারে ঢাকা পর্বতের পাশের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন লোকজন। বাগরাম জেলা, পারওয়ান প্রদেশ, আফগানিস্তান, ১৩ মার্চ। ছবি: এএফপি
২৭ / ২৭
সবুজ পাহাড়ে ফুটেছে কমলা রঙের বুনো পপিফুল। এ নৈসর্গিক সৌন্দর্যের দেখা মিলে ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোর ওয়াকার ক্যানিয়ান এলাকায়। শীতকালে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ফলে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় বুনো ফুল বেশি ফুটেছে। ১২ মার্চ। ছবি: এএফপি
সবুজ পাহাড়ে ফুটেছে কমলা রঙের বুনো পপিফুল। এ নৈসর্গিক সৌন্দর্যের দেখা মিলে ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোর ওয়াকার ক্যানিয়ান এলাকায়। শীতকালে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির ফলে অঙ্গরাজ্যটির অনেক এলাকায় বুনো ফুল বেশি ফুটেছে। ১২ মার্চ। ছবি: এএফপি