এক ঝলক (২০ এপ্রিল ২০১৯)

১ / ২৭
মাঠে ধান কাটার পর মাঠেই মাড়াই শেষ করে, খড় নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। রাজাপুর, বুড়িচং, কুমিল্লা, ২০ এপ্রিল। ছবি: এমদাদুল হক
মাঠে ধান কাটার পর মাঠেই মাড়াই শেষ করে, খড় নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। রাজাপুর, বুড়িচং, কুমিল্লা, ২০ এপ্রিল। ছবি: এমদাদুল হক
২ / ২৭
ফলের দোকান, গাড়ি পার্ক করে কারওয়ান বাজারের ভেতরের রাস্তার বেশির ভাগই দখল করে ফেলা হয়েছে। রাস্তা সংকুচিত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। মেট্রোরেল প্রকল্পকে ঘিরে বিকল্প সড়কের পরিকল্পনায় বড় বাধা কারওয়ান বাজারের এ রাস্তাটি। ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার
ফলের দোকান, গাড়ি পার্ক করে কারওয়ান বাজারের ভেতরের রাস্তার বেশির ভাগই দখল করে ফেলা হয়েছে। রাস্তা সংকুচিত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। মেট্রোরেল প্রকল্পকে ঘিরে বিকল্প সড়কের পরিকল্পনায় বড় বাধা কারওয়ান বাজারের এ রাস্তাটি। ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৩ / ২৭
রাজধানীর কারওয়ান বাজার থেকে সার্ক ফোয়ারার দিকে ভিআইপি সড়কে ঘেরাও দিয়ে মেট্রোরেলের কাজ চলছে। বাংলামোটর, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
রাজধানীর কারওয়ান বাজার থেকে সার্ক ফোয়ারার দিকে ভিআইপি সড়কে ঘেরাও দিয়ে মেট্রোরেলের কাজ চলছে। বাংলামোটর, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৪ / ২৭
পাহাড়ে গরম পড়ছে। স্বস্তি পেতে চেঙ্গী নদীর পানিতে নেমে পড়েছে শিশুরা। কালাডেবাপাড়া, খাগড়াছড়ি, ১৯ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে গরম পড়ছে। স্বস্তি পেতে চেঙ্গী নদীর পানিতে নেমে পড়েছে শিশুরা। কালাডেবাপাড়া, খাগড়াছড়ি, ১৯ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
৫ / ২৭
দেখতে সুন্দর, তাই স্থানীয় বাজারে প্রতি জোড়া কবুতর ২ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ১৮ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
দেখতে সুন্দর, তাই স্থানীয় বাজারে প্রতি জোড়া কবুতর ২ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। খেজুরবাগান হর্টিকালচার সেন্টার, খাগড়াছড়ি, ১৮ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
৬ / ২৭
গরমে পাহাড়ে পানিসংকট তীব্র আকার ধারণ করে। ছড়াতে পানি না থাকায় কুয়া পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। দুর্গম এলাকায় গিয়ে কুয়া খুঁড়ে পানি সংগ্রহ করছেন পাহাড়বাসী। সাপমারা, খাগড়াছড়ি মাটিরাঙ্গা, ১৭ এপ্রিল। ছবি:  নীরব চৌধুরী
গরমে পাহাড়ে পানিসংকট তীব্র আকার ধারণ করে। ছড়াতে পানি না থাকায় কুয়া পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। দুর্গম এলাকায় গিয়ে কুয়া খুঁড়ে পানি সংগ্রহ করছেন পাহাড়বাসী। সাপমারা, খাগড়াছড়ি মাটিরাঙ্গা, ১৭ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
৭ / ২৭
পার হয়ে কত নদী কত সে সাগর, এই পারে এলি তুই শিশু যাদুকর! রৌদ্রছায়ার লুকোচুরির মাঝে চার শিশুর দুরন্তপনা। পূর্ব রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর। ১৯ এপ্রিল, ২০১৯। ছবি: মঈনুল ইসলাম
পার হয়ে কত নদী কত সে সাগর, এই পারে এলি তুই শিশু যাদুকর! রৌদ্রছায়ার লুকোচুরির মাঝে চার শিশুর দুরন্তপনা। পূর্ব রমাকান্ত, গঙ্গাচড়া, রংপুর। ১৯ এপ্রিল, ২০১৯। ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৭
তিলগাছে ফুটেছে ফুল। শাহবাজপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
তিলগাছে ফুটেছে ফুল। শাহবাজপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
৯ / ২৭
কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীতেও পানি বেড়েছে। তাই মাছ ধরাও শুরু হয়েছে। পড়ন্ত বিকেলে শৌখিন মাছশিকারি জাল নিয়ে বসেছেন। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১৯ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীতেও পানি বেড়েছে। তাই মাছ ধরাও শুরু হয়েছে। পড়ন্ত বিকেলে শৌখিন মাছশিকারি জাল নিয়ে বসেছেন। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ১৯ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৭
তিস্তার চরে ভুট্টাখেতে দিনভর কাজ শেষে বাড়ি ফিরছেন কৃষকেরা। জয়রাম, গঙ্গাচড়া, রংপুর, ১৯ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
তিস্তার চরে ভুট্টাখেতে দিনভর কাজ শেষে বাড়ি ফিরছেন কৃষকেরা। জয়রাম, গঙ্গাচড়া, রংপুর, ১৯ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
১১ / ২৭
চেঙ্গী নদীতে হাতজাল দিয়ে মাছ শিকার চলছে। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ১৯ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
চেঙ্গী নদীতে হাতজাল দিয়ে মাছ শিকার চলছে। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ১৯ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
১২ / ২৭
শিমুলগাছে ঝুলে আছে শিমুল তুলা। সিঙ্গিনালা, খাগড়াছড়ি, ১৯ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
শিমুলগাছে ঝুলে আছে শিমুল তুলা। সিঙ্গিনালা, খাগড়াছড়ি, ১৯ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
১৩ / ২৭
চারদিক জোছনায় ভাসিয়ে পূর্ণ চাঁদ পুব আকাশে। কানাইডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
চারদিক জোছনায় ভাসিয়ে পূর্ণ চাঁদ পুব আকাশে। কানাইডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৭
কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন নৌযান মেরামত কারখানার নারী শ্রমিক। কাস্টমস ঘাট, খুলনা, ১৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছেন নৌযান মেরামত কারখানার নারী শ্রমিক। কাস্টমস ঘাট, খুলনা, ১৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৭
পশ্চিমের আকাশে ঢলে পড়ছে সূর্য। কানাইডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
পশ্চিমের আকাশে ঢলে পড়ছে সূর্য। কানাইডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ১৯ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৭
উঁচু পাহাড়ে বেবিট্যাক্সি উঠতে পারছে না। ধাক্কা দিয়ে গাড়ি তোলার চেষ্টা করছেন যাত্রীরা। সাপমারা, খাগড়াছড়ি, ১৭ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
উঁচু পাহাড়ে বেবিট্যাক্সি উঠতে পারছে না। ধাক্কা দিয়ে গাড়ি তোলার চেষ্টা করছেন যাত্রীরা। সাপমারা, খাগড়াছড়ি, ১৭ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
১৭ / ২৭
নুসরাত হত্যাকাণ্ডে  জড়িতদের ফাঁসির দাবি তুলে  সামাজিক সংগঠনগুলো  মানববন্ধন করছে। প্রেসক্লাবের সামনে, মেহেরপুর, ২০ এপ্রিল। ছবি: আবু সাঈদ
নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি তুলে সামাজিক সংগঠনগুলো মানববন্ধন করছে। প্রেসক্লাবের সামনে, মেহেরপুর, ২০ এপ্রিল। ছবি: আবু সাঈদ
১৮ / ২৭
তীব্র গরমে অতিষ্ঠ নগরজীবন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জলাশয়ে গোসল করছেন এক দিনমজুর। ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
তীব্র গরমে অতিষ্ঠ নগরজীবন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জলাশয়ে গোসল করছেন এক দিনমজুর। ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১৯ / ২৭
তীব্র গরমে অতিষ্ঠ নগরজীবন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জলাশয়ে সন্তানকে খেলার ছলে গোসল করাচ্ছেন বাবা। ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
তীব্র গরমে অতিষ্ঠ নগরজীবন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জলাশয়ে সন্তানকে খেলার ছলে গোসল করাচ্ছেন বাবা। ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
২০ / ২৭
প্রচণ্ড গরম থেকে বাঁচতে চেয়ার মাথায় দিয়ে যাচ্ছেন এক আনসার সদস্য। সোহরাওয়ার্দী উদ্যান, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
প্রচণ্ড গরম থেকে বাঁচতে চেয়ার মাথায় দিয়ে যাচ্ছেন এক আনসার সদস্য। সোহরাওয়ার্দী উদ্যান, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
২১ / ২৭
জমিতে লাগানো হবে ঢ্যাঁড়স। তাই লাঙল দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষক। কৃষক মোহন মিয়াকে এই কাজে সহযোগিতা করছেন তাঁর ছেলে আবদুল কাইয়ুম। দক্ষিণ গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২০ এপ্রিল। ছবি: এমদাদুল হক
জমিতে লাগানো হবে ঢ্যাঁড়স। তাই লাঙল দিয়ে জমি প্রস্তুত করছেন কৃষক। কৃষক মোহন মিয়াকে এই কাজে সহযোগিতা করছেন তাঁর ছেলে আবদুল কাইয়ুম। দক্ষিণ গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ২০ এপ্রিল। ছবি: এমদাদুল হক
২২ / ২৭
পাটা-পুতার কারিগর তিনি। তিনি ২০ বছর ধরে এই কাজ করছেন। ভারতীয় শিলা পাথর দিয়ে এসব জিনিস তিনি তৈরি করেন। ৩৫০ টাকা থেকে ৫৫০ টাকা বিভিন্ন দামে এই পাটা-পুতা বিক্রি করেন। হাটখোলা, বরিশাল, ২০ এপ্রিল। ছবি: সাইয়ান
পাটা-পুতার কারিগর তিনি। তিনি ২০ বছর ধরে এই কাজ করছেন। ভারতীয় শিলা পাথর দিয়ে এসব জিনিস তিনি তৈরি করেন। ৩৫০ টাকা থেকে ৫৫০ টাকা বিভিন্ন দামে এই পাটা-পুতা বিক্রি করেন। হাটখোলা, বরিশাল, ২০ এপ্রিল। ছবি: সাইয়ান
২৩ / ২৭
পানি কম থাকায় তুলে রাখা হয়েছিল নৌকা। বৈশাখ মাস চলছে। ইতিমধ্যে বৃষ্টি হওয়ায় খাল-বিল-নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। তাই তুলে রাখা নৌকা নেওয়া হচ্ছে নদীতে। বাঘের সড়ক, জৈন্তাপুর, সিলেট, ২০ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
পানি কম থাকায় তুলে রাখা হয়েছিল নৌকা। বৈশাখ মাস চলছে। ইতিমধ্যে বৃষ্টি হওয়ায় খাল-বিল-নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। তাই তুলে রাখা নৌকা নেওয়া হচ্ছে নদীতে। বাঘের সড়ক, জৈন্তাপুর, সিলেট, ২০ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৭
দুপুর রোদে খাবারের খোঁজে ব্যস্ত পাখিটি। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ২০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
দুপুর রোদে খাবারের খোঁজে ব্যস্ত পাখিটি। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ২০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৭
বৈশাখের খরতাপ। নিজেকে রক্ষা করতে ছাতা মাথায় গরু নিয়ে মাঠে যাচ্ছেন তিনি। পদ্মা বাঁধ সড়ক, চর ঘোষপুর, পাবনা, ২০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
বৈশাখের খরতাপ। নিজেকে রক্ষা করতে ছাতা মাথায় গরু নিয়ে মাঠে যাচ্ছেন তিনি। পদ্মা বাঁধ সড়ক, চর ঘোষপুর, পাবনা, ২০ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
২৬ / ২৭
ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নে ট্রলার সাজিয়ে কনের বাড়ি যাচ্ছে বরযাত্রী। কচ্ছপিয়া লঞ্চঘাট, ভোলা। ছবি: নেয়ামতউল্যাহ
ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নে ট্রলার সাজিয়ে কনের বাড়ি যাচ্ছে বরযাত্রী। কচ্ছপিয়া লঞ্চঘাট, ভোলা। ছবি: নেয়ামতউল্যাহ
২৭ / ২৭
বাংলাদেশ ডাক বিভাগ ও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) যৌথভাবে আয়োজন করেছে ই-কমার্স মেলার। সকাল থেকে মেলার স্টলগুলোতে ছিল দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভিড়। জিপিও, বৈকালী, খুলনা, ২০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
বাংলাদেশ ডাক বিভাগ ও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) যৌথভাবে আয়োজন করেছে ই-কমার্স মেলার। সকাল থেকে মেলার স্টলগুলোতে ছিল দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভিড়। জিপিও, বৈকালী, খুলনা, ২০ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন