এক ঝলক (১০ মে ২০১৯)

১ / ১০
রাজধানীর সোয়ারি ঘাটের মাছের আড়তে অভিযান চালিয়ে ২১ টন মাছ জব্দ করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে তা বিলিয়ে দেওয়া হয়। সোয়ারি ঘাট, ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
রাজধানীর সোয়ারি ঘাটের মাছের আড়তে অভিযান চালিয়ে ২১ টন মাছ জব্দ করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে তা বিলিয়ে দেওয়া হয়। সোয়ারি ঘাট, ঢাকা, ১০ মে। ছবি: দীপু মালাকার
২ / ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চতুর্থ দিনের মতো যানজট চলছে। মাইজপাড়া এলাকা, দাউদকান্দি উপজেলা, কুমিল্লা, ১০ মে। ছবি: আবদুর রহমান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চতুর্থ দিনের মতো যানজট চলছে। মাইজপাড়া এলাকা, দাউদকান্দি উপজেলা, কুমিল্লা, ১০ মে। ছবি: আবদুর রহমান
৩ / ১০
প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা। গরমে হাঁপিয়ে ওঠা এক মাঝি সুরমা নদীতে নৌকার ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। চাঁদনীঘাট, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা। গরমে হাঁপিয়ে ওঠা এক মাঝি সুরমা নদীতে নৌকার ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন। চাঁদনীঘাট, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
৪ / ১০
ধান কাটা ও মাড়াই শেষে কুলার সাহায্যে তা ঝাড়ছেন দুই নারী। সামাউড়ান্দি, সদর, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
ধান কাটা ও মাড়াই শেষে কুলার সাহায্যে তা ঝাড়ছেন দুই নারী। সামাউড়ান্দি, সদর, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
৫ / ১০
জীবনানন্দের কবিতার ঢঙে বলতে হয়—মরিবার হল তার সাধ। আসলে ঘটনা কী? এঁদের গন্তব্য কিন্তু কাছেই। হেঁটে যেতে কয়েক মিনিট লাগে। হাঁটার কষ্টটা এড়াতে ট্রেনের চলন্ত ইঞ্জিনে ঝুঁকি নিয়ে উঠে পড়েছে তারা। এটা ছিল ইঞ্জিন ঘোরানোর পয়েন্ট। রেলস্টেশন, কিশোরগঞ্জ, ৯ মে। ছবি: তাফসিলুল আজিজ
জীবনানন্দের কবিতার ঢঙে বলতে হয়—মরিবার হল তার সাধ। আসলে ঘটনা কী? এঁদের গন্তব্য কিন্তু কাছেই। হেঁটে যেতে কয়েক মিনিট লাগে। হাঁটার কষ্টটা এড়াতে ট্রেনের চলন্ত ইঞ্জিনে ঝুঁকি নিয়ে উঠে পড়েছে তারা। এটা ছিল ইঞ্জিন ঘোরানোর পয়েন্ট। রেলস্টেশন, কিশোরগঞ্জ, ৯ মে। ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১০
কুমিল্লার গোমতী নদীর মাছের সুনাম আছে। গোমতী নদী থেকে মাছ ধরার পর তা দেখাচ্ছেন জেলেরা। ভাটপাড়া, কুমিল্লা, ৮ মে। ছবি: এমদাদুল হক
কুমিল্লার গোমতী নদীর মাছের সুনাম আছে। গোমতী নদী থেকে মাছ ধরার পর তা দেখাচ্ছেন জেলেরা। ভাটপাড়া, কুমিল্লা, ৮ মে। ছবি: এমদাদুল হক
৭ / ১০
গাছে ঝুলছে টসটসে ফল। স্থানীয়ভাবে এই ফলকে ডাকা হয় ছাগলের লাদি নামে। শিশুরা এই ফল খেতে বেশ পছন্দ করে। ভাটপাড়া, কুমিল্লা, ৮ মে। ছবি: এমদাদুল হক
গাছে ঝুলছে টসটসে ফল। স্থানীয়ভাবে এই ফলকে ডাকা হয় ছাগলের লাদি নামে। শিশুরা এই ফল খেতে বেশ পছন্দ করে। ভাটপাড়া, কুমিল্লা, ৮ মে। ছবি: এমদাদুল হক
৮ / ১০
প্রচণ্ড গরমে হাতপাখার কদর বেড়েছে। বাঁশের তৈরি হাতপাখা ফেরি করছেন এক ব্যক্তি। প্রতিটি পাখা বিক্রি করছেন ৪০ টাকা করে। কিনব্রিজ, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড গরমে হাতপাখার কদর বেড়েছে। বাঁশের তৈরি হাতপাখা ফেরি করছেন এক ব্যক্তি। প্রতিটি পাখা বিক্রি করছেন ৪০ টাকা করে। কিনব্রিজ, সিলেট, ১০ মে। ছবি: আনিস মাহমুদ
৯ / ১০
নীল নামেই পরিচিত শিশুটি। সমুদ্রের সব নীল যেন তার চোখে! বোন ও মায়ের সঙ্গে থাকে ঢাকা মহানগর নাট্যমঞ্চ এলাকায়। তিনজনই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। গুলিস্তান, ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম
নীল নামেই পরিচিত শিশুটি। সমুদ্রের সব নীল যেন তার চোখে! বোন ও মায়ের সঙ্গে থাকে ঢাকা মহানগর নাট্যমঞ্চ এলাকায়। তিনজনই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। গুলিস্তান, ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম
১০ / ১০
এভাবেই শাড়ি-লেহেঙ্গা ক্রেতাদের দেখাচ্ছেন এক বিক্রয়কর্মী। ঈদের বাজারে মেয়েদের এই পোশাকের বেশ চাহিদা রয়েছে। নূর ম্যানশন, এলিফ্যান্ট রোড, ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম
এভাবেই শাড়ি-লেহেঙ্গা ক্রেতাদের দেখাচ্ছেন এক বিক্রয়কর্মী। ঈদের বাজারে মেয়েদের এই পোশাকের বেশ চাহিদা রয়েছে। নূর ম্যানশন, এলিফ্যান্ট রোড, ঢাকা, ১০ মে। ছবি: আবদুস সালাম