এক ঝলক (২২ মে ২০১৯)

১ / ২২
অনেক কষ্টের পর টিকিট পেয়ে মুখে বিজয়ের হাসি। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
অনেক কষ্টের পর টিকিট পেয়ে মুখে বিজয়ের হাসি। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
২ / ২২
রাজধানীতে বুধবার রাতের ঝড়ে গ্রিন রোড-পান্থপথ মোড়ে সড়কের ওপর ভেঙে পড়েছে গাছ। ২২ মে, ঢাকা। ছবি: মিজানুর রহমান খান
রাজধানীতে বুধবার রাতের ঝড়ে গ্রিন রোড-পান্থপথ মোড়ে সড়কের ওপর ভেঙে পড়েছে গাছ। ২২ মে, ঢাকা। ছবি: মিজানুর রহমান খান
৩ / ২২
গাছে ধরেছে থোকা থোকা মনডা ফল (স্থানীয় নাম)। গোকুল এলাকা, বগুড়া, ২২ মে। ছবি: সোয়েল রানা
গাছে ধরেছে থোকা থোকা মনডা ফল (স্থানীয় নাম)। গোকুল এলাকা, বগুড়া, ২২ মে। ছবি: সোয়েল রানা
৪ / ২২
বাংলাদেশে বায়ু শক্তির সম্ভাবনা নিয়ে গবেষণা করতে সমঝোতা স্মারক সই করেন ভাইকিং উইন্ডের ব্যবস্থাপনা পরিচালক উলরিখ হোগেনহাভেন ও আইএসএলের (সেবা গ্রুপ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আজিজুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন, বাণিজ্য বিষয়ক উপদেষ্টা জ্যাকব কাল জেপসেন এবং সেবা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এন এইচ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশে বায়ু শক্তির সম্ভাবনা নিয়ে গবেষণা করতে সমঝোতা স্মারক সই করেন ভাইকিং উইন্ডের ব্যবস্থাপনা পরিচালক উলরিখ হোগেনহাভেন ও আইএসএলের (সেবা গ্রুপ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আজিজুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন, বাণিজ্য বিষয়ক উপদেষ্টা জ্যাকব কাল জেপসেন এবং সেবা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এন এইচ চৌধুরী। ছবি: সংগৃহীত
৫ / ২২
খাবারের খোঁজ করছে হুদহুদ পাখি। চিকন ঠোঁট দিয়ে খাবার তুলে আনতে এই পাখি বেশ পটু। বালিয়াহালট, পাবনা, ২১ মে। ছবি: হাসান মাহমুদ
খাবারের খোঁজ করছে হুদহুদ পাখি। চিকন ঠোঁট দিয়ে খাবার তুলে আনতে এই পাখি বেশ পটু। বালিয়াহালট, পাবনা, ২১ মে। ছবি: হাসান মাহমুদ
৬ / ২২
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে ভিড়। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
৭ / ২২
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট হাতে পেয়ে তা দেখাচ্ছেন এক তরুণ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট হাতে পেয়ে তা দেখাচ্ছেন এক তরুণ। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
৮ / ২২
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদে পানি কমে যাওয়ায় পারাপারের নৌকাটি অকেজো পড়ে আছে। বাঁশের নড়বড়ে সাঁকোটিই ভরসা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ মে। ছবি: সাজেদুল আলম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদে পানি কমে যাওয়ায় পারাপারের নৌকাটি অকেজো পড়ে আছে। বাঁশের নড়বড়ে সাঁকোটিই ভরসা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ মে। ছবি: সাজেদুল আলম
৯ / ২২
গাছের ডালে সতেজ বাতাবি লেবু। আর কিছুদিন পর এগুলো খাওয়ার উপযোগী হবে। গোকুল, বগুড়া, ২২ মে। ছবি: সোয়েল রানা
গাছের ডালে সতেজ বাতাবি লেবু। আর কিছুদিন পর এগুলো খাওয়ার উপযোগী হবে। গোকুল, বগুড়া, ২২ মে। ছবি: সোয়েল রানা
১০ / ২২
রাজধানীতে বৃষ্টিতে ভেজা একটি বক। এয়ারপোর্ট স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
রাজধানীতে বৃষ্টিতে ভেজা একটি বক। এয়ারপোর্ট স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ২২
ঈদে বাড়ি ফেরার ট্রেনের টিকিট নিতে এসে ক্লান্ত হয়ে বসে পড়েছেন এক যাত্রী। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
ঈদে বাড়ি ফেরার ট্রেনের টিকিট নিতে এসে ক্লান্ত হয়ে বসে পড়েছেন এক যাত্রী। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২২ মে। ছবি: আবদুস সালাম
১২ / ২২
গণফোরামের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২২ মে। ছবি: আশরাফুল আলম
গণফোরামের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ড. কামাল হোসেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২২ মে। ছবি: আশরাফুল আলম
১৩ / ২২
ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার বিপণিকেন্দ্র। দরদামের ঝামেলা থেকে রক্ষা পেতে এক দরের বিপণিকেন্দ্রে ভিড় করছেন ক্রেতারা। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ২২ মে। ছবি: এমদাদুল হক
ঈদকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার বিপণিকেন্দ্র। দরদামের ঝামেলা থেকে রক্ষা পেতে এক দরের বিপণিকেন্দ্রে ভিড় করছেন ক্রেতারা। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ২২ মে। ছবি: এমদাদুল হক
১৪ / ২২
বৃষ্টির নতুন পানিতে এসেছে নতুন মাছ। ব্রহ্মপুত্র নদে জাল ফেলে সেই মাছ শিকার চলছে। পাটগুদাম ব্রিজের নিচে, ময়মনসিংহ, ২২ মে। ছবি: আনোয়ার হোসেন
বৃষ্টির নতুন পানিতে এসেছে নতুন মাছ। ব্রহ্মপুত্র নদে জাল ফেলে সেই মাছ শিকার চলছে। পাটগুদাম ব্রিজের নিচে, ময়মনসিংহ, ২২ মে। ছবি: আনোয়ার হোসেন
১৫ / ২২
প্রেসিডেন্ট জোকো উইদোদো আবার ভোটে জয়ী হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছে ইন্দোনেশিয়ায়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাধে। জাকার্তা, ইন্দোনেশিয়া, ২২ মে। ছবি: এএফপি
প্রেসিডেন্ট জোকো উইদোদো আবার ভোটে জয়ী হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছে ইন্দোনেশিয়ায়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ বাধে। জাকার্তা, ইন্দোনেশিয়া, ২২ মে। ছবি: এএফপি
১৬ / ২২
অনিন্দ্যসুন্দর মিয়ামি শহর। বিমান থেকে ছবিটি তোলা। মায়ামি, যুক্তরাষ্ট্র, ২১ মে। ছবি: এএফপি
অনিন্দ্যসুন্দর মিয়ামি শহর। বিমান থেকে ছবিটি তোলা। মায়ামি, যুক্তরাষ্ট্র, ২১ মে। ছবি: এএফপি
১৭ / ২২
লস অ্যাঞ্জেলেসে ই এল ক্যাপিটান থিয়েটারে ডিজনির ‘অ্যালাদিন’-এর প্রিমিয়ার শোতে নাওমি স্কট। ছবিটি ডিজিটাল রূপে সাদা-কালোতে রূপান্তর করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ২১ মে। ছবি: এএফপি
লস অ্যাঞ্জেলেসে ই এল ক্যাপিটান থিয়েটারে ডিজনির ‘অ্যালাদিন’-এর প্রিমিয়ার শোতে নাওমি স্কট। ছবিটি ডিজিটাল রূপে সাদা-কালোতে রূপান্তর করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ২১ মে। ছবি: এএফপি
১৮ / ২২
গরমে স্বস্তি পেতে পুকুরে নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরেরা। রহিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ
গরমে স্বস্তি পেতে পুকুরে নাইতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোরেরা। রহিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২২
টিনের তৈরি ছোট্ট নাও নিয়ে পদ্মায় মাছ ধরতে নেমেছেন দুই মৎস্যজীবী। পদ্মা নদী, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ
টিনের তৈরি ছোট্ট নাও নিয়ে পদ্মায় মাছ ধরতে নেমেছেন দুই মৎস্যজীবী। পদ্মা নদী, পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ
২০ / ২২
প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। একটু স্বস্তি পেতে গাছের তলায় পাটি পেতে বিশ্রাম নিচ্ছেন কয়েক ব্যক্তি। তেঁতুল তলা, পটিয়া, চট্টগ্রাম, ২২ মে। ছবি: আবদুর রাজ্জাক
প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। একটু স্বস্তি পেতে গাছের তলায় পাটি পেতে বিশ্রাম নিচ্ছেন কয়েক ব্যক্তি। তেঁতুল তলা, পটিয়া, চট্টগ্রাম, ২২ মে। ছবি: আবদুর রাজ্জাক
২১ / ২২
ঘাড়ে ধানের আঁটি চাপিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। কুসুম্বী, শেরপুর, বগুড়া, ২২ মে। ছবি: সবুজ চৌধুরী
ঘাড়ে ধানের আঁটি চাপিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। কুসুম্বী, শেরপুর, বগুড়া, ২২ মে। ছবি: সবুজ চৌধুরী
২২ / ২২
ধানের আঁটি নিয়ে চলতে চলতে মুঠোফোনে কথা বলছেন এক শ্রমিক। খুড়তা গ্রাম, কুসুম্বী, শেরপুর, বগুড়া, ২২ মে। ছবি: সবুজ চৌধুরী
ধানের আঁটি নিয়ে চলতে চলতে মুঠোফোনে কথা বলছেন এক শ্রমিক। খুড়তা গ্রাম, কুসুম্বী, শেরপুর, বগুড়া, ২২ মে। ছবি: সবুজ চৌধুরী