এক ঝলক (২৮ মে ২০১৯)

১ / ১২
পুলিশের হঠাৎ দৌড় দেখে আতঙ্কিত হয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তি। আশপাশের লোকজন প্রথমে চোর ভেবে তাঁকে পানি থেকে তোলেন, পরে জানা যায় যে তিনি নির্দোষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ২৮ মে । ছবি: দীপু মালাকার
পুলিশের হঠাৎ দৌড় দেখে আতঙ্কিত হয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তি। আশপাশের লোকজন প্রথমে চোর ভেবে তাঁকে পানি থেকে তোলেন, পরে জানা যায় যে তিনি নির্দোষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ২৮ মে । ছবি: দীপু মালাকার
২ / ১২
খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুটেছে চোখজুড়ানো রঙিন ফুল। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, ২৮ মে। ছবি: সাদ্দাম হোসেন
খুলনা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুটেছে চোখজুড়ানো রঙিন ফুল। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, ২৮ মে। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
ফুটপাতে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে মোটরসাইকেল। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২৮ মে। ছবি: দিনার মাহমুদ
ফুটপাতে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে মোটরসাইকেল। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২৮ মে। ছবি: দিনার মাহমুদ
৪ / ১২
কুমড়া গাছে ফুল এসেছে। বালিয়াখোড়া, ঘিওর, মানিকগঞ্জ, ২৮ মে। ছবি: আব্দুল মোমিন
কুমড়া গাছে ফুল এসেছে। বালিয়াখোড়া, ঘিওর, মানিকগঞ্জ, ২৮ মে। ছবি: আব্দুল মোমিন
৫ / ১২
প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা ‘একটি করে রঙিন জামা’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ জন শিশুকে ঈদের নতুন জামা দিয়েছে। ধানগড়া গুচ্ছগ্রাম, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ মে। ছবি: সাজেদুল আলম
প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা ‘একটি করে রঙিন জামা’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ জন শিশুকে ঈদের নতুন জামা দিয়েছে। ধানগড়া গুচ্ছগ্রাম, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ মে। ছবি: সাজেদুল আলম
৬ / ১২
ধান কাটার পর খেতে মহিষ চরাচ্ছেন এক ব্যক্তি। মির্জাপুর গ্রাম, ধামাইনগর ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৭ মে। ছবি: সাজেদুল আলম
ধান কাটার পর খেতে মহিষ চরাচ্ছেন এক ব্যক্তি। মির্জাপুর গ্রাম, ধামাইনগর ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৭ মে। ছবি: সাজেদুল আলম
৭ / ১২
আমন ধান আবাদে বীজতলা তৈরি করছেন কৃষক। বাঐখোলা গ্রাম, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৭ মে। ছবি: সাজেদুল আলম
আমন ধান আবাদে বীজতলা তৈরি করছেন কৃষক। বাঐখোলা গ্রাম, চান্দাইকোনা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৭ মে। ছবি: সাজেদুল আলম
৮ / ১২
খেতের চাল কুমড়া তুলে হাটে নিয়ে যাচ্ছেন কৃষক। কালিবালা, বগুড়া, ২৮ মে। ছবি: সোয়েল রানা
খেতের চাল কুমড়া তুলে হাটে নিয়ে যাচ্ছেন কৃষক। কালিবালা, বগুড়া, ২৮ মে। ছবি: সোয়েল রানা
৯ / ১২
ফুটে আছে নাগলিঙ্গম ফুল। রেলস্টেশন এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ মে। ছবি: দিনার মাহমুদ
ফুটে আছে নাগলিঙ্গম ফুল। রেলস্টেশন এলাকা, নারায়ণগঞ্জ, ২৮ মে। ছবি: দিনার মাহমুদ
১০ / ১২
জমি থেকে কেটে ধানের বোঝা মাথায় নিয়ে ফিরছেন তিন নারী কৃষি শ্রমিক। সুধীর মেম্বার পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ মে। ছবি: পলাশ বড়ুয়া
জমি থেকে কেটে ধানের বোঝা মাথায় নিয়ে ফিরছেন তিন নারী কৃষি শ্রমিক। সুধীর মেম্বার পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ মে। ছবি: পলাশ বড়ুয়া
১১ / ১২
বলিউড স্টান্ট, অ্যাকশন কোরিগ্রাফার এবং চলচ্চিত্র পরিচালক ভিড়ু দেবগানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। মুম্বাই, ভারত, ২৭ মে।ছবি: এএফপি
বলিউড স্টান্ট, অ্যাকশন কোরিগ্রাফার এবং চলচ্চিত্র পরিচালক ভিড়ু দেবগানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গেছেন অভিনেতা অমিতাভ বচ্চন। মুম্বাই, ভারত, ২৭ মে।ছবি: এএফপি
১২ / ১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ত্রিদেশীয় সফরে জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড সফরের উদ্দেশে  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। এ সময় মন্ত্রি পরিষদের সদস্য,মন্ত্রিপরিষদ সচিব, কুটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানসহ উর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৮ মে। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ত্রিদেশীয় সফরে জাপান, সৌদি আরব, ফিনল্যান্ড সফরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। এ সময় মন্ত্রি পরিষদের সদস্য,মন্ত্রিপরিষদ সচিব, কুটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানসহ উর্ধ্বতন সামরিক, বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৮ মে। ছবি: ফোকাস বাংলা