এক ঝলক (১২ জুন ২০১৯)

১ / ১৯
রাজধানীতে ঘোড়ার গাড়ির চালকের সহকারী হিসেবে দৈনিক ১০০ টাকা মজুরিতে কাজ করে শিশু ইয়াসিন। কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে সে। গুলিস্তান, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম
রাজধানীতে ঘোড়ার গাড়ির চালকের সহকারী হিসেবে দৈনিক ১০০ টাকা মজুরিতে কাজ করে শিশু ইয়াসিন। কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে সে। গুলিস্তান, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম
২ / ১৯
প্লাস্টিকের বস্তা দিয়ে ভেলা তৈরি করে সিলেটের সুরমা নদীতে ভেসে বেড়াচ্ছে দুই শিশু। সুরমা  নদী, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
প্লাস্টিকের বস্তা দিয়ে ভেলা তৈরি করে সিলেটের সুরমা নদীতে ভেসে বেড়াচ্ছে দুই শিশু। সুরমা নদী, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
সিএনজিচালিত অটোরিকশার দখলে ঢাকা-সিলেট মহাসড়ক। আইনের তোয়াক্কা না করে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দিব্যি চলছে তিন চাকার এ যান। এ কারণে সড়কে কমছে না দুর্ঘটনা। তেলিবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
সিএনজিচালিত অটোরিকশার দখলে ঢাকা-সিলেট মহাসড়ক। আইনের তোয়াক্কা না করে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে দিব্যি চলছে তিন চাকার এ যান। এ কারণে সড়কে কমছে না দুর্ঘটনা। তেলিবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
রোদের আঁচ থেকে শিশুকে রক্ষা করতে তার মাথায় গায়ের জামা বেঁধে দিয়েছেন বাবা। বন্দরবাজার, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
রোদের আঁচ থেকে শিশুকে রক্ষা করতে তার মাথায় গায়ের জামা বেঁধে দিয়েছেন বাবা। বন্দরবাজার, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
প্রচণ্ড গরমে রিকশা চালিয়ে ক্লান্ত চালক। তাই একটু জিরিয়ে নেওয়া। কিনব্রিজ, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড গরমে রিকশা চালিয়ে ক্লান্ত চালক। তাই একটু জিরিয়ে নেওয়া। কিনব্রিজ, সিলেট, ১২ জুন। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৯
ঈদ উপলক্ষে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে বসেছিল মেলা। ঈদের ছুটি শেষ, মেলাও শেষ। কিন্তু খালি হয়নি খেলার মাঠটি। শাহজাহানপুর, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম
ঈদ উপলক্ষে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি মাঠে বসেছিল মেলা। ঈদের ছুটি শেষ, মেলাও শেষ। কিন্তু খালি হয়নি খেলার মাঠটি। শাহজাহানপুর, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম
৭ / ১৯
প্রায় এক মাস ধরে খিলগাঁও তিলপাপাড়া ৯ নম্বর সড়কটি কেটে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কাজে ধীরগতির জন্য বাড়ছে এলাকাবাসীর দুর্ভোগ। খিলগাঁও, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম
প্রায় এক মাস ধরে খিলগাঁও তিলপাপাড়া ৯ নম্বর সড়কটি কেটে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কাজে ধীরগতির জন্য বাড়ছে এলাকাবাসীর দুর্ভোগ। খিলগাঁও, ঢাকা, ১২ জুন। ছবি: আবদুস সালাম
৮ / ১৯
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বন্দরে রয়েছে ‘গ্রিন লাং’ বা ‘সবুজ ফুসফুস’ বলে পরিচিত এই চত্বর। ব্যাংকক, থাইল্যান্ড, ১২ জুন। ছবি: এএফপি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বন্দরে রয়েছে ‘গ্রিন লাং’ বা ‘সবুজ ফুসফুস’ বলে পরিচিত এই চত্বর। ব্যাংকক, থাইল্যান্ড, ১২ জুন। ছবি: এএফপি
৯ / ১৯
নবজাতক স্মৃতিস্তম্ভের কাছ দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন। প্রিসটিনা, কসোভো, ১২ জুন। ছবি: রয়টার্স
নবজাতক স্মৃতিস্তম্ভের কাছ দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন। প্রিসটিনা, কসোভো, ১২ জুন। ছবি: রয়টার্স
১০ / ১৯
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হাজারো মানুষের বিক্ষোভ। হংকং, ১২ জুন। ছবি: এএফপি
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হাজারো মানুষের বিক্ষোভ। হংকং, ১২ জুন। ছবি: এএফপি
১১ / ১৯
বর্ষার সেই তেজ নেই ইছামতীতে। বৃষ্টিতে মরা নদীতে কেবল পানি জমতে শুরু করেছে। নাড়ুয়ামালা রেলওয়ে সেতু, গাবতলী, বগুড়া, ১২ জুন। ছবি: প্রথম আলো
বর্ষার সেই তেজ নেই ইছামতীতে। বৃষ্টিতে মরা নদীতে কেবল পানি জমতে শুরু করেছে। নাড়ুয়ামালা রেলওয়ে সেতু, গাবতলী, বগুড়া, ১২ জুন। ছবি: প্রথম আলো
১২ / ১৯
খেত থেকে তোলা পুরুষ্ট পটল বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চাষি। পাইকারিতে প্রতি মণ পটল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আকন্দপাড়া, গাবতলী, বগুড়া, ১২ জুন। ছবি: সোয়েল রানা
খেত থেকে তোলা পুরুষ্ট পটল বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চাষি। পাইকারিতে প্রতি মণ পটল ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আকন্দপাড়া, গাবতলী, বগুড়া, ১২ জুন। ছবি: সোয়েল রানা
১৩ / ১৯
প্রচণ্ড গরমে অবস্থা চরমে। শুকনো গলা ভেজাতে ডাবের পানি চাই। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, মঙ্গলবার, ১১ জুন। ছবি: সাজেদুল আলম
প্রচণ্ড গরমে অবস্থা চরমে। শুকনো গলা ভেজাতে ডাবের পানি চাই। চান্দাইকোনা হাট, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, মঙ্গলবার, ১১ জুন। ছবি: সাজেদুল আলম
১৪ / ১৯
কল্পনা চাকমা অপহরণের ২৩ বছরে ন্যায়বিচারের দাবিতে বক্তব্য দেন সুলতানা কামাল। ডব্লিউ ভি এ মিলনায়তন, ধানমন্ডি, ঢাকা, ১২ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
কল্পনা চাকমা অপহরণের ২৩ বছরে ন্যায়বিচারের দাবিতে বক্তব্য দেন সুলতানা কামাল। ডব্লিউ ভি এ মিলনায়তন, ধানমন্ডি, ঢাকা, ১২ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৯
বাস ডিপোর মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী এক ব্যক্তির শিশুকন্যা। তার বাবাকে আটক করা হয়েছিল। মুক্তি পেয়ে এখন বাসের টিকিট নিয়ে চলে যাওয়ার পালা। ম্যাকঅ্যালেন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১১ জুন। ছবি: এএফপি
বাস ডিপোর মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশী এক ব্যক্তির শিশুকন্যা। তার বাবাকে আটক করা হয়েছিল। মুক্তি পেয়ে এখন বাসের টিকিট নিয়ে চলে যাওয়ার পালা। ম্যাকঅ্যালেন, টেক্সাস, যুক্তরাষ্ট্র, ১১ জুন। ছবি: এএফপি
১৬ / ১৯
জাদুঘর পরিদর্শনে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গণশুনানিতে বক্তব্য দেন শিক্ষক সুপ্রা সরকার। জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা, ১২ জুন। ছবি: হাসান রাজা
জাদুঘর পরিদর্শনে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গণশুনানিতে বক্তব্য দেন শিক্ষক সুপ্রা সরকার। জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা, ১২ জুন। ছবি: হাসান রাজা
১৭ / ১৯
ডিমের দোকানে ডিম সাজিয়ে রাখছেন বিক্রেতা। নানতং, জিয়াংসু, চীন, ১২ জুন।ছবি: রয়টার্স
ডিমের দোকানে ডিম সাজিয়ে রাখছেন বিক্রেতা। নানতং, জিয়াংসু, চীন, ১২ জুন।ছবি: রয়টার্স
১৮ / ১৯
পাহাড়ি ছড়ার মাটি ভাঙতে ভাঙতে সড়কের কাছাকাছি পৌঁছেছে। বর্ষার এই মৌসুমে ভাঙনে সড়কটি ঝুঁকির মুখে পড়তে পারে। ঘাগড়ার যৌথ খামার কলাবাগান এলাকা, রাঙামাটি-চট্টগ্রাম সড়ক, রাঙামাটি, ১২ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি ছড়ার মাটি ভাঙতে ভাঙতে সড়কের কাছাকাছি পৌঁছেছে। বর্ষার এই মৌসুমে ভাঙনে সড়কটি ঝুঁকির মুখে পড়তে পারে। ঘাগড়ার যৌথ খামার কলাবাগান এলাকা, রাঙামাটি-চট্টগ্রাম সড়ক, রাঙামাটি, ১২ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ১৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। এ কারণে অন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ১২ জুন। ছবি: এম রাশেদুল হক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। এ কারণে অন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ১২ জুন। ছবি: এম রাশেদুল হক