এক ঝলক (১৭ জুন ২০১৯)

১ / ২৩
বাঁশ দিয়ে রিকশার জন্য ফ্রেম তৈরি করছেন এক কারিগর। প্রতিটি ফ্রেম বিক্রি করা হয় ৫০ টাকায় এবং ৫টি ফ্রেম একসঙ্গে ২২০ টাকা। তাওয়াপট্টি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ১৭ জুন। ছবি: দীপু মালাকার
বাঁশ দিয়ে রিকশার জন্য ফ্রেম তৈরি করছেন এক কারিগর। প্রতিটি ফ্রেম বিক্রি করা হয় ৫০ টাকায় এবং ৫টি ফ্রেম একসঙ্গে ২২০ টাকা। তাওয়াপট্টি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ১৭ জুন। ছবি: দীপু মালাকার
২ / ২৩
নিষেধাজ্ঞার পরও গাড়ি, মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে সড়কের ফুটপাতে। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৭ জুন। ছবি: দিনার মাহমুদ
নিষেধাজ্ঞার পরও গাড়ি, মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে সড়কের ফুটপাতে। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৭ জুন। ছবি: দিনার মাহমুদ
৩ / ২৩
মাঠে চরানো শেষ গরু-ছাগল নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। শেরপুর, বগুড়া, ১৭ জুন। ছবি: সবুজ চৌধুরী
মাঠে চরানো শেষ গরু-ছাগল নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। শেরপুর, বগুড়া, ১৭ জুন। ছবি: সবুজ চৌধুরী
৪ / ২৩
ওয়াটার পার্কের পানিতে দর্শনার্থীদের দাপাদাপি। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ১৬ জুন। ছবি: এএফপি
ওয়াটার পার্কের পানিতে দর্শনার্থীদের দাপাদাপি। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া, ১৬ জুন। ছবি: এএফপি
৫ / ২৩
আষাঢ়ের বৃষ্টিতে জমা হওয়া পানিতে খেলায় মেতেছে হাঁসেরা। ধামাইনগর এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৬ জুন। ছবি: সাজেদুল আলম
আষাঢ়ের বৃষ্টিতে জমা হওয়া পানিতে খেলায় মেতেছে হাঁসেরা। ধামাইনগর এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৬ জুন। ছবি: সাজেদুল আলম
৬ / ২৩
মিষ্টি রং নিয়ে ফুটেছে টাইম ফুল। বাস্তুহারা কলোনি, খুলনা, ১৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
মিষ্টি রং নিয়ে ফুটেছে টাইম ফুল। বাস্তুহারা কলোনি, খুলনা, ১৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২৩
হংকংয়ে আইন পরিষদ ভবনের কাছে সড়ক বিভাজকে হেলান দিয়ে ঘুমাচ্ছেন এক বিক্ষোভকারী। হংকং, চীন, ১৭ জুন। ছবি: রয়টার্স
হংকংয়ে আইন পরিষদ ভবনের কাছে সড়ক বিভাজকে হেলান দিয়ে ঘুমাচ্ছেন এক বিক্ষোভকারী। হংকং, চীন, ১৭ জুন। ছবি: রয়টার্স
৮ / ২৩
ডিউ ট্যুর স্কেটবোর্ডিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে যুক্তরাষ্ট্রের এক প্রতিযোগী। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৬ জুন। ছবি: রয়টার্স
ডিউ ট্যুর স্কেটবোর্ডিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে যুক্তরাষ্ট্রের এক প্রতিযোগী। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ১৬ জুন। ছবি: রয়টার্স
৯ / ২৩
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যাতায়াতের লেগুনাতে চালকের সহকারী হিসেবে ঝুঁকি নিয়ে কাজ করছে শিশুরা। শিবুমার্কেট, নারায়ণগঞ্জ, ১৭ জুন। ছবি: দিনার মাহমুদ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত যাতায়াতের লেগুনাতে চালকের সহকারী হিসেবে ঝুঁকি নিয়ে কাজ করছে শিশুরা। শিবুমার্কেট, নারায়ণগঞ্জ, ১৭ জুন। ছবি: দিনার মাহমুদ
১০ / ২৩
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসা নিচ্ছেন সৌদিপ্রবাসী মাগুরার ফরহাদ হোসেন মোল্লা। স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ, ১৭ জুন। ছবি: এম রাশেদুল হক
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসা নিচ্ছেন সৌদিপ্রবাসী মাগুরার ফরহাদ হোসেন মোল্লা। স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ, ১৭ জুন। ছবি: এম রাশেদুল হক
১১ / ২৩
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ খেলায় দুই দেশের সমর্থকেরা করমর্দন করছেন। গ্রাউন্ড, টন্টন, ১৭ জুন। ছবি: রয়টার্স
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ খেলায় দুই দেশের সমর্থকেরা করমর্দন করছেন। গ্রাউন্ড, টন্টন, ১৭ জুন। ছবি: রয়টার্স
১২ / ২৩
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ খেলায় বাংলাদেশের সমর্থকদের উল্লাস।  গ্রাউন্ড, টন্টন, ১৭ জুন। ছবি: রয়টার্স
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ খেলায় বাংলাদেশের সমর্থকদের উল্লাস। গ্রাউন্ড, টন্টন, ১৭ জুন। ছবি: রয়টার্স
১৩ / ২৩
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের খেলায় দর্শকদের উল্লাস। কাউন্টি গ্রাউন্ড, টন্টন, ১৭ জুন। ছবি: রয়টার্স
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের খেলায় দর্শকদের উল্লাস। কাউন্টি গ্রাউন্ড, টন্টন, ১৭ জুন। ছবি: রয়টার্স
১৪ / ২৩
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। প্রেসক্লাব, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৭ জুন। ছবি: দিনার মাহমুদ
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। প্রেসক্লাব, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৭ জুন। ছবি: দিনার মাহমুদ
১৫ / ২৩
ট্রাকে করে আনা হয়েছে লাউ। সেসব লাউ নামানোর কাজে ব্যস্ত দুই শিশু। সোবহানীঘাট, সিলেট, ১৭ জুন। ছবি: আনিস মাহমুদ
ট্রাকে করে আনা হয়েছে লাউ। সেসব লাউ নামানোর কাজে ব্যস্ত দুই শিশু। সোবহানীঘাট, সিলেট, ১৭ জুন। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৩
পানিতে শিকারে নামার আগে হাওরের পিলারে বসে আছে পানকৌড়ি। বাওরকান্দি হাওর, সিলেট, ১৭ জুন। ছবি: আনিস মাহমুদ
পানিতে শিকারে নামার আগে হাওরের পিলারে বসে আছে পানকৌড়ি। বাওরকান্দি হাওর, সিলেট, ১৭ জুন। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৩
ট্রাকের চাপায় পিষ্ট শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন শিক্ষার্থীরা। ভুজপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৭ জুন। ছবি: শিমুল তরফদার
ট্রাকের চাপায় পিষ্ট শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন শিক্ষার্থীরা। ভুজপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৭ জুন। ছবি: শিমুল তরফদার
১৮ / ২৩
পাঁচটি সড়কের মোড়ের ওপর ইজিবাইক সারি সারি রেখে সড়কের বেশির ভাগ অংশ আটকে রাখেন  চালকেরা, এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। শিববাড়ি মোড়, খুলনা, ১৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
পাঁচটি সড়কের মোড়ের ওপর ইজিবাইক সারি সারি রেখে সড়কের বেশির ভাগ অংশ আটকে রাখেন চালকেরা, এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। শিববাড়ি মোড়, খুলনা, ১৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৩
তৃতীয় ধাপে জাতীয়করণ করা থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। ১৬ জুন থেকে জাতীয়করণের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
তৃতীয় ধাপে জাতীয়করণ করা থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। ১৬ জুন থেকে জাতীয়করণের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
২০ / ২৩
বর্ষার শুরু, কিন্তু গরম কমছে না। বাড়ছে বৈদ্যুতিক পাখার চাহিদা। গোডাউন থেকে ফ্যানগুলো নবাবপুর নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটির পাইকারি দাম ২ হাজার ৪০০ টাকা। শান্তিনগর, ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
বর্ষার শুরু, কিন্তু গরম কমছে না। বাড়ছে বৈদ্যুতিক পাখার চাহিদা। গোডাউন থেকে ফ্যানগুলো নবাবপুর নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটির পাইকারি দাম ২ হাজার ৪০০ টাকা। শান্তিনগর, ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
২১ / ২৩
অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চলছে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ। পথচারীদের নিবন্ধন ফরম সম্পর্কে বলছেন পুলিশের এক সদস্য। রমনা পার্ক এলাকা, ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চলছে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ। পথচারীদের নিবন্ধন ফরম সম্পর্কে বলছেন পুলিশের এক সদস্য। রমনা পার্ক এলাকা, ঢাকা, ১৭ জুন। ছবি: আবদুস সালাম
২২ / ২৩
বুড়িগঙ্গার মাঝনদীতে সাঁতার কাটছে এক কিশোর। ধেয়ে আসছে ইঞ্জিনচালিত নৌযান। খেলার ছলে এ রকম সাঁতার কাটায় সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। বাবুবাজার, ঢাকা, ১৭ জুন। ছবি: দীপু মালাকার
বুড়িগঙ্গার মাঝনদীতে সাঁতার কাটছে এক কিশোর। ধেয়ে আসছে ইঞ্জিনচালিত নৌযান। খেলার ছলে এ রকম সাঁতার কাটায় সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। বাবুবাজার, ঢাকা, ১৭ জুন। ছবি: দীপু মালাকার
২৩ / ২৩
বুড়িগঙ্গা নদীর তীরে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ-রাজেন্দ্রপুর খাল এটি। খালটির প্রবেশমুখ থেকে কদমতলী বাজার পর্যন্ত ফেলা ময়লা-আবর্জনা জমে এভাবেই ভরাট হয়ে আছে। জোড়া ব্রিজ গলি, পূর্ব আগানগর, ঢাকা, ১৭ জুন। ছবি: দীপু মালাকার
বুড়িগঙ্গা নদীর তীরে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ-রাজেন্দ্রপুর খাল এটি। খালটির প্রবেশমুখ থেকে কদমতলী বাজার পর্যন্ত ফেলা ময়লা-আবর্জনা জমে এভাবেই ভরাট হয়ে আছে। জোড়া ব্রিজ গলি, পূর্ব আগানগর, ঢাকা, ১৭ জুন। ছবি: দীপু মালাকার