এক ঝলক (২৭ জুন, ২০১৯)

১ / ২৭
ঘরহারা একটি দোয়েল ছানা। বাসা থেকে লাফ দিয়ে পড়ে একটি শুকনো ডালে বসে আছে। রমনা পার্ক, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
ঘরহারা একটি দোয়েল ছানা। বাসা থেকে লাফ দিয়ে পড়ে একটি শুকনো ডালে বসে আছে। রমনা পার্ক, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
২ / ২৭
রাজধানীতে হঠাৎ এল ইউএফও... সেই স্পেসশিপের জানালা খুলে উঁকি দিচ্ছে তিন সবুজ ভিনগ্রহবাসী!  গুলশান-২-এর মোড়ে ওয়াসার বিবর্ণ হয়ে পড়া পানির ট্যাংকটি ছিল, সেটিই বদলে গেছে। ঝকঝকে ভিনগ্রহবাসীর নভোযানে পরিণত করেছে ‘বাঙ্গি’ নামের একটি ডিজাইন স্টুডিও। ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীতে হঠাৎ এল ইউএফও... সেই স্পেসশিপের জানালা খুলে উঁকি দিচ্ছে তিন সবুজ ভিনগ্রহবাসী! গুলশান-২-এর মোড়ে ওয়াসার বিবর্ণ হয়ে পড়া পানির ট্যাংকটি ছিল, সেটিই বদলে গেছে। ঝকঝকে ভিনগ্রহবাসীর নভোযানে পরিণত করেছে ‘বাঙ্গি’ নামের একটি ডিজাইন স্টুডিও। ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
৩ / ২৭
বাহারী নকশা করা ঝাড়বাতি দেখছেন এক ক্রেতা। বিভিন্ন আকার ও নকশার এলইডি লাইট ও ঝাড়বাতি পাওয়া যাচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৬৫ হাজার টাকায়। গুলশান-২, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
বাহারী নকশা করা ঝাড়বাতি দেখছেন এক ক্রেতা। বিভিন্ন আকার ও নকশার এলইডি লাইট ও ঝাড়বাতি পাওয়া যাচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৬৫ হাজার টাকায়। গুলশান-২, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
৪ / ২৭
বুনো ফলের স্বাদ নিচ্ছে কাঠবিড়ালি। ঘাগড়া কলা বাগান, রাঙামাটি, ২৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
বুনো ফলের স্বাদ নিচ্ছে কাঠবিড়ালি। ঘাগড়া কলা বাগান, রাঙামাটি, ২৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৭
ঢাকার শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় আজ বৃহস্পতিবার সকালে মিরপুর রোড অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় দীর্ঘ যানজটে আটকে পড়া অ্যাম্বুলেন্স থেকে গুরুতর অসুস্থ এর রোগীকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। শ্যামলী, ঢাকা, ২৭ জুন। ছবি সাবরিনা ইয়াসমীন
ঢাকার শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় আজ বৃহস্পতিবার সকালে মিরপুর রোড অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় দীর্ঘ যানজটে আটকে পড়া অ্যাম্বুলেন্স থেকে গুরুতর অসুস্থ এর রোগীকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। শ্যামলী, ঢাকা, ২৭ জুন। ছবি সাবরিনা ইয়াসমীন
৬ / ২৭
শালিক পাখির জটলা। ধানগড়া এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৬ জুন। ছবি: সাজেদুল আলম
শালিক পাখির জটলা। ধানগড়া এলাকা, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৬ জুন। ছবি: সাজেদুল আলম
৭ / ২৭
আষাঢ়ের আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি এই নামল বলে। রহমত বালা ডাঙ্গা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
আষাঢ়ের আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি এই নামল বলে। রহমত বালা ডাঙ্গা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
৮ / ২৭
পাকা কাঁঠালে ভরে গেছে হাঁট। ভান্ডারপাইকা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
পাকা কাঁঠালে ভরে গেছে হাঁট। ভান্ডারপাইকা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
৯ / ২৭
রেললাইনের পাশে খেলায় মগ্ন দুই শিশু। খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
রেললাইনের পাশে খেলায় মগ্ন দুই শিশু। খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২৭
কসমস ফুলে মধু খুঁজছে মৌমাছি। মুজগুন্নী, খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
কসমস ফুলে মধু খুঁজছে মৌমাছি। মুজগুন্নী, খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২৭
ঘুড়ির উড়িয়ে উৎফুল্ল কিশোর। রহমত বালা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
ঘুড়ির উড়িয়ে উৎফুল্ল কিশোর। রহমত বালা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
১২ / ২৭
আলোকচুল্লি ফেরি করছেন এক ব্যক্তি। বালু আর সিমেন্ট দিয়ে তৈরি প্রতিটি আলোকচুল্লি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। বৃষ্টির দিন ঘরে বসে রান্নায় বেশ কাজ দেয় দেয় এ চুল্লি। রহমতবালা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
আলোকচুল্লি ফেরি করছেন এক ব্যক্তি। বালু আর সিমেন্ট দিয়ে তৈরি প্রতিটি আলোকচুল্লি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। বৃষ্টির দিন ঘরে বসে রান্নায় বেশ কাজ দেয় দেয় এ চুল্লি। রহমতবালা, বগুড়া, ২৭ জুন। ছবি: সোয়েল রানা
১৩ / ২৭
আনারসের পাতা দিয়ে ফুল বানাচ্ছেন ফলের আড়তের এই শ্রমিক। কদমতলা, খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
আনারসের পাতা দিয়ে ফুল বানাচ্ছেন ফলের আড়তের এই শ্রমিক। কদমতলা, খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৭
আমের আড়তে কাজ করেন তিনি। তাই বলে আম চেখে দেখবেন না, তা কি হয়? কদমতলা, খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
আমের আড়তে কাজ করেন তিনি। তাই বলে আম চেখে দেখবেন না, তা কি হয়? কদমতলা, খুলনা, ২৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৭
হলিউডের টিসিএল চাইনিজ থিয়েটারে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে হাজির ‘স্পাইডার-ম্যান’। হলিউড, যুক্তরাষ্ট্র, ২৬ জুন। ছবি: এএফপি
হলিউডের টিসিএল চাইনিজ থিয়েটারে ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ সিনেমার প্রিমিয়ার উপলক্ষে হাজির ‘স্পাইডার-ম্যান’। হলিউড, যুক্তরাষ্ট্র, ২৬ জুন। ছবি: এএফপি
১৬ / ২৭
বর্ষাকালে দুর্গম নিচু এলাকার মানুষের যাতায়াতের অন্যতম বাহন নৌকা। তাই নৌকা বানানো ও মেরামতে ব্যস্ত কারিগরেরা। মহালছড়ি, খাগড়াছড়ি, ২৬ জুন। ছবি: নীরব চৌধুরী
বর্ষাকালে দুর্গম নিচু এলাকার মানুষের যাতায়াতের অন্যতম বাহন নৌকা। তাই নৌকা বানানো ও মেরামতে ব্যস্ত কারিগরেরা। মহালছড়ি, খাগড়াছড়ি, ২৬ জুন। ছবি: নীরব চৌধুরী
১৭ / ২৭
ডিঙিনৌকায় লাকড়ি ভরে বাড়ি ফিরছেন দুই ব্যক্তি। কাপ্তাই, রাঙামাটি, ২৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
ডিঙিনৌকায় লাকড়ি ভরে বাড়ি ফিরছেন দুই ব্যক্তি। কাপ্তাই, রাঙামাটি, ২৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৭
লাল কান সিপাহি বুলবুলি উড়ে উড়ে বুনো ফল খাচ্ছে। মানিকছড়ি, রাঙামাটি, ২৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
লাল কান সিপাহি বুলবুলি উড়ে উড়ে বুনো ফল খাচ্ছে। মানিকছড়ি, রাঙামাটি, ২৭ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২৭
সিলেটে বুধবার দুপুর থেকে কখনো ঝিরিঝিরি কখনোবা মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিনব্রিজ, সিলেট, ২৭ জুন। ছবি: আনিস মাহমুদ
সিলেটে বুধবার দুপুর থেকে কখনো ঝিরিঝিরি কখনোবা মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিনব্রিজ, সিলেট, ২৭ জুন। ছবি: আনিস মাহমুদ
২০ / ২৭
ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মিছিল। শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ২৭ জুলাই। ছবি: আনোয়ার হোসেন
ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মিছিল। শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ২৭ জুলাই। ছবি: আনোয়ার হোসেন
২১ / ২৭
মুক্তিযুদ্ধের সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদাপ্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যা এবং গণহত্যার তিনটি ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই আদালতের সামনে ভবানী প্রসাদ সাহার স্ত্রী শ্রীমতি সাহা ও তার ছেলে রাজিব প্রসাদ সাহাসহ পরিবারের সদস্যরা। ঢাকা, ২৭ জুন। ছবি: হাসান রাজা
মুক্তিযুদ্ধের সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা রণদাপ্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যা এবং গণহত্যার তিনটি ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই আদালতের সামনে ভবানী প্রসাদ সাহার স্ত্রী শ্রীমতি সাহা ও তার ছেলে রাজিব প্রসাদ সাহাসহ পরিবারের সদস্যরা। ঢাকা, ২৭ জুন। ছবি: হাসান রাজা
২২ / ২৭
মুক্তিযুদ্ধের সময় রণদাপ্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাসহ ৭ জনকে হত্যা মামলায় আসামি মাহবুবুর রহমানকে ৩ অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। রায় শেষে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয় আসামি মাহবুবুর রহমানকে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা, ২৭ জুন। ছবি: হাসান রাজা
মুক্তিযুদ্ধের সময় রণদাপ্রসাদ সাহা ও তাঁর ছেলে ভবানী প্রসাদ সাহাসহ ৭ জনকে হত্যা মামলায় আসামি মাহবুবুর রহমানকে ৩ অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। রায় শেষে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয় আসামি মাহবুবুর রহমানকে। মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা, ২৭ জুন। ছবি: হাসান রাজা
২৩ / ২৭
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আসন্ন বাজেট নিয়ে আলোচনা সভায় অতিথিরা। হোটেল সোনারগাঁও, ঢাকা, ২৭ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আসন্ন বাজেট নিয়ে আলোচনা সভায় অতিথিরা। হোটেল সোনারগাঁও, ঢাকা, ২৭ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন।
২৪ / ২৭
রাজধানীর সড়কে প্রায়ই গণপরিবহন ও  মোটরসাইকেলের চালকদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। কাকলী মোড় এলাকায় তেমনই একটি ঘটনার মুহূর্ত। ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীর সড়কে প্রায়ই গণপরিবহন ও মোটরসাইকেলের চালকদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। কাকলী মোড় এলাকায় তেমনই একটি ঘটনার মুহূর্ত। ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
২৫ / ২৭
মোটরসাইকেলে দোকানের আসবাবের সঙ্গে শিশু কর্মচারীকে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মহাখালী, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
মোটরসাইকেলে দোকানের আসবাবের সঙ্গে শিশু কর্মচারীকে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মহাখালী, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
২৬ / ২৭
দুর্ঘটনার পর আটক ট্রাকটি দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়েছে ফুটপাতের ওপর। এতে বাধ্য হয়ে সড়ক দিয়েই চলাচল করছে পথচারীরা। তেজগাঁও, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
দুর্ঘটনার পর আটক ট্রাকটি দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়েছে ফুটপাতের ওপর। এতে বাধ্য হয়ে সড়ক দিয়েই চলাচল করছে পথচারীরা। তেজগাঁও, ঢাকা, ২৭ জুন। ছবি: দীপু মালাকার
২৭ / ২৭
ফুটেছে নাগলিঙ্গম ফুল। এই ফুলের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকা। রমনা পার্ক, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম
ফুটেছে নাগলিঙ্গম ফুল। এই ফুলের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকা। রমনা পার্ক, ঢাকা, ২৭ জুন। ছবি: আবদুস সালাম