বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের শুরু থেকেই দরজিবাড়িতে পতাকা তৈরির ধুম পড়েছে। রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে পতাকার চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন গুলিস্তানের কারিগরেরা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ২ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসের শুরু থেকেই পতাকা বিক্রির ধুম পড়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ২ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
আজিমপুরের সরকারি মাতৃসদন ও শিশুস্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের পদচারী–সেতুর এক কোণে পড়ালেখা করে আকলিমা ও রুবিনা। সুযোগ পেলে স্কুলে যেতে চায় এই দুই বান্ধবী। ঢাকা, ২ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
দিগন্তছোঁয়া আকাশ নীলে সফেদ মেঘের মেলা। কাপ্তাই হ্রদ, রাজবাড়ী এলাকা, রাঙামাটির শহর, ১ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
সাত সকালে সবজি খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। মাশুকগঞ্জ, ২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
মাছ শিকারে বিলে থাকা বাঁশের খুঁটিতে ওত পেতে আছে পানকৌড়ি। কামালবাজার, সিলেট, ২ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ
খেত থেকে পাকা ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। সাড়াপোল, যশোর, ২ ডিসেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
খেতভরা শীতের প্রাচুর্য—একপাশে সবুজ পালংশাক, আরেক পাশে লালশাক। সকাল সকাল শাকখেতে পানি দিচ্ছেন চাষি। চাঁচড়া, যশোর, ২ ডিসেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
সীতাকুণ্ডের গুলিয়াখালীতে সূর্যাস্ত দেখতে ভ্রমণপিপাসু মানুষেরা ভিড় করেন। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৩০ নভেম্বর। ছবি: জুয়েল শীল
খেজুর গাছ থেকে রস আহরণের আয়োজনে ব্যস্ত গাছি। মনিরামপুর, যশোর, ২ ডিসেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
বকেয়া মজুরি ও মজুরি কমিশনের দাবিতে কাল ধর্মঘটের সমর্থনে খুলনার পাটকল শ্রমিকেরা মিছিল করেন। পিপুলস মোড়, খুলনা, ২ ডিসেম্বার। ছবি: সাদ্দাম হোসেন
জ্বালানি নিতে এসে ফিরে যাচ্ছেন মোটরসাইকেল চালক। পেট্রোল পাম্পে চলমান ধর্মঘটের কারণে এ বিপত্তি। নিউমার্কেট এলাকা, খুলনা, ২ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
পাতাসহ নতুন পেঁয়াজ আসছে বাজারে। ভাজি-ভর্তায় পেঁয়াজ পাতারও রয়েছে বিশেষ কদর। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
শীতকালীন শাকসবজির বীজ বিক্রি করা হচ্ছে। ক্রেতারাও নিয়ে যাচ্ছেন যে যাঁর প্রয়োজনমতো। কাইকারটেক, নারায়ণগঞ্জ, ২ ডিসেম্বর। ছবি: দিনার মাহমুদ
ফরিদপুর শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ থাকায় ব্যাটারি খুলে নিচ্ছেন পৌরসভার কর্মীরা। গোয়ালচামট, ভাঙ্গা রাস্তার মোড়, ফরিদপুর, ২ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
সিআরটি (ক্যাথোড রে টিউব) টেলিভিশনের পিকচার টিউব রিপেয়ারের কাজ করছেন কারিগরেরা। প্রয়োজনে নতুন সংযোজনও করা যায় এখান থেকে। চায়না থেকে আমদানি করা এসব পিকচার টিউব মানভেদে ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ২ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
অগ্রহায়ণের শেষ বিকেলে আকাশে রঙের খেলা। রাজধানীর কারওয়ান বাজার থেকে আজ সোমবার তোলা। ছবি: মানসুরা হোসাইন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। ২ ডিসেম্বর, মাদ্রিদ। ছবি: পিআইডি
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে