এক ঝলক (০৩ এপ্রিল, ২০২০)

১ / ২০
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশজুড়ে চলা সাধারণ ছুটির কারণে কুকুর, বানরসহ শহরের পশু-পাখিরা রয়েছে খাবারের অভাবে। তবে দীননাথ সেন রোডের কবরস্থানে এখনো ডিএসসিসির পক্ষ থেকে ৫০-৬০টি বানরকে প্রতিদিন খাবার দেওয়া হয়। গেন্ডারিয়া, ঢাকা, ২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশজুড়ে চলা সাধারণ ছুটির কারণে কুকুর, বানরসহ শহরের পশু-পাখিরা রয়েছে খাবারের অভাবে। তবে দীননাথ সেন রোডের কবরস্থানে এখনো ডিএসসিসির পক্ষ থেকে ৫০-৬০টি বানরকে প্রতিদিন খাবার দেওয়া হয়। গেন্ডারিয়া, ঢাকা, ২ এপ্রিল। ছবি: দীপু মালাকার
২ / ২০
সিলেটের সরকারি হাসপাতালগুলোয় প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
সিলেটের সরকারি হাসপাতালগুলোয় প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ক্রেতাদের নির্দিষ্ট দূরত্বে থাকার স্থান চিহ্নিত করছেন এক সবজি বিক্রেতা। রিকাবীবাজার, সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ক্রেতাদের নির্দিষ্ট দূরত্বে থাকার স্থান চিহ্নিত করছেন এক সবজি বিক্রেতা। রিকাবীবাজার, সিলেট, ২ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৪ / ২০
রংপুরে করোনাভাইরাস পরীক্ষার যন্ত্র চালু হয়েছে। মাইক্রোবায়োলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর, ২ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে করোনাভাইরাস পরীক্ষার যন্ত্র চালু হয়েছে। মাইক্রোবায়োলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর, ২ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাস্ক বিক্রির ধুম পড়ে গেছে। ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে এসব মাস্ক। নিচেরবাজার, খাগড়াছড়ি, ৩ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাস্ক বিক্রির ধুম পড়ে গেছে। ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে এসব মাস্ক। নিচেরবাজার, খাগড়াছড়ি, ৩ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
৬ / ২০
করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক প্রচারে নেমেছেন ইন্দোনেশীয় পুলিশ কর্মকর্তা। চলছে যানবাহন জীবাণুমুক্ত করা। তাঁর হেলমেটেও রয়েছে করোনাভাইরাসের আদল। মজোকার্তো, পূর্ব জাভা, ইন্দোনেশিয়া, ৩ এপ্রিল। ছবি: এএফপি
করোনাভাইরাসের বিষয়ে সচেতনতামূলক প্রচারে নেমেছেন ইন্দোনেশীয় পুলিশ কর্মকর্তা। চলছে যানবাহন জীবাণুমুক্ত করা। তাঁর হেলমেটেও রয়েছে করোনাভাইরাসের আদল। মজোকার্তো, পূর্ব জাভা, ইন্দোনেশিয়া, ৩ এপ্রিল। ছবি: এএফপি
৭ / ২০
সিলেটে হজরত শাহ জালালের (র.) দরগাহ মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে এভাবে সারিবদ্ধভাবে যান মুসল্লিরা।  ছবি: আনিস মাহমুদ
সিলেটে হজরত শাহ জালালের (র.) দরগাহ মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ আদায়ে এভাবে সারিবদ্ধভাবে যান মুসল্লিরা। ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
শিশুটিকে মাস্ক পরিয়ে বের হয়েছেন উত্তর টোলারবাগের এই বাসিন্দা। লকডাউনের মধ্যেও এই এলাকায় অবাধে যাতায়াত করতে দেখা যায় স্থানীয়দের। মিরপুর, ঢাকা, ৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার
শিশুটিকে মাস্ক পরিয়ে বের হয়েছেন উত্তর টোলারবাগের এই বাসিন্দা। লকডাউনের মধ্যেও এই এলাকায় অবাধে যাতায়াত করতে দেখা যায় স্থানীয়দের। মিরপুর, ঢাকা, ৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার
৯ / ২০
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। তবে রাজধানীতে ব্যক্তিগত যান নিয়ে রাস্তায় বের হয়েছেন অনেকেই। মহাখালী-বনানী সড়ক, ঢাকা, ৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার
সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। তবে রাজধানীতে ব্যক্তিগত যান নিয়ে রাস্তায় বের হয়েছেন অনেকেই। মহাখালী-বনানী সড়ক, ঢাকা, ৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১০ / ২০
দেশজুড়ে চলা সাধারণ ছুটিতে জরুরি প্রয়োজনে অনেকেই রাস্তায় নামতে বাধ্য হন। কিন্তু যাতায়াতের জন্য সড়কে নেই যানবাহন। মহাখালী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া এই ব্যক্তি। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার
দেশজুড়ে চলা সাধারণ ছুটিতে জরুরি প্রয়োজনে অনেকেই রাস্তায় নামতে বাধ্য হন। কিন্তু যাতায়াতের জন্য সড়কে নেই যানবাহন। মহাখালী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া এই ব্যক্তি। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: দীপু মালাকার
১১ / ২০
বায়তুল মোকাররম মসজিদে পবিত্র জুমার নামাজের পর করোনাভাইরাসের হাত থেকে বিশ্ববাসীকে বাঁচাতে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
বায়তুল মোকাররম মসজিদে পবিত্র জুমার নামাজের পর করোনাভাইরাসের হাত থেকে বিশ্ববাসীকে বাঁচাতে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
১২ / ২০
বায়তুল মোকাররম মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
বায়তুল মোকাররম মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
১৩ / ২০
করোনাভাইরাসের কারণে যানবাহন চলাচল সীমিত করার পরও রাজধানীতে রিকশা চলছে। তাই দৈনিক বাংলা মোড়ে পুলিশ বেশ কিছু রিকশা আটক করে। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
করোনাভাইরাসের কারণে যানবাহন চলাচল সীমিত করার পরও রাজধানীতে রিকশা চলছে। তাই দৈনিক বাংলা মোড়ে পুলিশ বেশ কিছু রিকশা আটক করে। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
১৪ / ২০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু তা মানছেন না অনেকে। এখানে যেমন মোটরসাইকেলের আরোহীসহ চারজন গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। সাতমাথা, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু তা মানছেন না অনেকে। এখানে যেমন মোটরসাইকেলের আরোহীসহ চারজন গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন। সাতমাথা, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৫ / ২০
করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্ক তো আছেই, এর মধ্যে বেড়েছে মশা-মাছির উপদ্রব। তাই দিনের বেলায় এক দোকানি মশারি টাঙিয়ে মাংস বিক্রি করছেন। কলোনি বটতলা এলাকা, শেরপুর সড়ক, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা
করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্ক তো আছেই, এর মধ্যে বেড়েছে মশা-মাছির উপদ্রব। তাই দিনের বেলায় এক দোকানি মশারি টাঙিয়ে মাংস বিক্রি করছেন। কলোনি বটতলা এলাকা, শেরপুর সড়ক, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৬ / ২০
বাইরে বের হওয়া ও মাস্ক না পরার কারণে এক তরুণকে শাস্তিস্বরূপ হাত তুলে দাঁড় করিয়ে রাখেন এক সেনাসদস্য। সাতমাথা, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা
বাইরে বের হওয়া ও মাস্ক না পরার কারণে এক তরুণকে শাস্তিস্বরূপ হাত তুলে দাঁড় করিয়ে রাখেন এক সেনাসদস্য। সাতমাথা, বগুড়া, ৩ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৭ / ২০
ময়মনসিংহ শহরে আজ থেকে বেশ কয়েকটি পোশাক কারখানা খুলে দেওয়ায় শত শত কর্মী রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় কোনো গণপরিবহন না থাকায় হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন তাঁরা। ব্রহ্মপুত্র ব্রিজ, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ৩ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
ময়মনসিংহ শহরে আজ থেকে বেশ কয়েকটি পোশাক কারখানা খুলে দেওয়ায় শত শত কর্মী রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় কোনো গণপরিবহন না থাকায় হেঁটে গন্তব্যের দিকে যাচ্ছেন তাঁরা। ব্রহ্মপুত্র ব্রিজ, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ৩ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
১৮ / ২০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য মাইকিং করছেন সেনাসদস্যরা। পাটগুদাম ব্রিজ মোড়, ময়মনসিংহ, ৩ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য মাইকিং করছেন সেনাসদস্যরা। পাটগুদাম ব্রিজ মোড়, ময়মনসিংহ, ৩ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
১৯ / ২০
নিম্ন আয়ের কর্মহীন মানুষকে সাহায্য করতে খুলনা শিপইয়ার্ড কোম্পানি ত্রাণ বিতরণ করছে। ত্রাণ নিতে শত শত মানুষ লাইনে দাঁড়িয়েছে। খুলনা শিপইয়ার্ড এলাকা, ৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
নিম্ন আয়ের কর্মহীন মানুষকে সাহায্য করতে খুলনা শিপইয়ার্ড কোম্পানি ত্রাণ বিতরণ করছে। ত্রাণ নিতে শত শত মানুষ লাইনে দাঁড়িয়েছে। খুলনা শিপইয়ার্ড এলাকা, ৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২০
ঢাকার গুলশান-১ সংলগ্ন নিকেতন আবাসিক এলাকায় নিকেতন সোসাইটির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে প্রতিদিন অটোমেটিক স্প্রে মেশিনের মাধ্যমে অভ্যন্তরীণ সড়ক ও প্রতিটি ভবনে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: প্রথম আলো
ঢাকার গুলশান-১ সংলগ্ন নিকেতন আবাসিক এলাকায় নিকেতন সোসাইটির উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে প্রতিদিন অটোমেটিক স্প্রে মেশিনের মাধ্যমে অভ্যন্তরীণ সড়ক ও প্রতিটি ভবনে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। ঢাকা, ৩ এপ্রিল। ছবি: প্রথম আলো