এক ঝলক (০৬ এপ্রিল, ২০২০)

১ / ৯
ত্রাণের অপেক্ষায় ফুটপাতে বসে আছেন হামিদা বেগম। তিনি বললেন ‘খুব কষ্টে আছি। কেউ তো কিছু দেয় না।’ এলিফ্যান্ট রোড, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: আবদুস সালাম
ত্রাণের অপেক্ষায় ফুটপাতে বসে আছেন হামিদা বেগম। তিনি বললেন ‘খুব কষ্টে আছি। কেউ তো কিছু দেয় না।’ এলিফ্যান্ট রোড, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: আবদুস সালাম
২ / ৯
সামাজিক দূরত্ব মেনে নিজেদের সংগঠনের দেওয়া সহযোগিতা নিচ্ছেন হোটেলশ্রমিকেরা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ৬ এপ্রিল। ছবি: ছবি: সোয়েল রানা
সামাজিক দূরত্ব মেনে নিজেদের সংগঠনের দেওয়া সহযোগিতা নিচ্ছেন হোটেলশ্রমিকেরা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ৬ এপ্রিল। ছবি: ছবি: সোয়েল রানা
৩ / ৯
ত্রাণ হিসেবে দুপুর খাবার পেয়েছে রমজান ও তার মা। খাবারের পর অবশিষ্ট অংশ অপেক্ষায় থাকা কুকুরদের দিচ্ছে সে। শাহবাগ মোড়, ঢাকা। বেলা ৪ টা। ছবি: জাহিদুল করিম
ত্রাণ হিসেবে দুপুর খাবার পেয়েছে রমজান ও তার মা। খাবারের পর অবশিষ্ট অংশ অপেক্ষায় থাকা কুকুরদের দিচ্ছে সে। শাহবাগ মোড়, ঢাকা। বেলা ৪ টা। ছবি: জাহিদুল করিম
৪ / ৯
খাবারের খোঁজে চড়ুই পাখি। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ৬ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
খাবারের খোঁজে চড়ুই পাখি। দক্ষিণ গোলাবাড়ি, খাগড়াছড়ি, ৬ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
৫ / ৯
মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে নানা আয়োজনে মুখর থাকে পাবনা। কিন্তু করোনার কারণে এবার কোনো আয়োজন নেই। তবে সচেতনতার অংশ হিসেবে তাঁর আবক্ষ মূর্তিকে পরানো হয়েছে মাস্ক। সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা, হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে নানা আয়োজনে মুখর থাকে পাবনা। কিন্তু করোনার কারণে এবার কোনো আয়োজন নেই। তবে সচেতনতার অংশ হিসেবে তাঁর আবক্ষ মূর্তিকে পরানো হয়েছে মাস্ক। সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা, হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
৬ / ৯
বন্ধ মার্কেটের সামনে অসহায় মানুষ। তাঁরা জানালেন, ত্রাণের জন্য অপেক্ষা করছেন। কাঁটাবন, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: আবদুস সালাম
বন্ধ মার্কেটের সামনে অসহায় মানুষ। তাঁরা জানালেন, ত্রাণের জন্য অপেক্ষা করছেন। কাঁটাবন, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: আবদুস সালাম
৭ / ৯
সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে। যদিও খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলা হচ্ছে। মিরপুর রোড, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে। যদিও খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলা হচ্ছে। মিরপুর রোড, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
৮ / ৯
অসুস্থ শিশুকে নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে হেঁটে এসেছেন এক মা। যাবেন ঢাকা শিশু হাসপাতালে। গাবতলী, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
অসুস্থ শিশুকে নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে হেঁটে এসেছেন এক মা। যাবেন ঢাকা শিশু হাসপাতালে। গাবতলী, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
৯ / ৯
গণপরিবহন না থাকায় পিক–আপ ভ্যানে করে গন্তব্যে যাওয়ার চেষ্টায় কয়েকজন। সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। গাবতলী, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
গণপরিবহন না থাকায় পিক–আপ ভ্যানে করে গন্তব্যে যাওয়ার চেষ্টায় কয়েকজন। সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। গাবতলী, ঢাকা, ৬ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ