এক ঝলক (০১ মে, ২০২০)

১ / ৯
আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। করোনার কারণে ভিন্ন এক প্রেক্ষাপটে এবার মে দিবস পালিত হচ্ছে। এই দিনেও ইটভাটায় কাজ করে যাচ্ছেন শ্রমিকেরা। তাঁরা কোনো মাস্কও ব্যবহার করছেন না। রোহিতা গ্রাম, মনিরামপুর, যশোর, ১ মে। ছবি: এহসান-উদ-দৌলা
আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন। করোনার কারণে ভিন্ন এক প্রেক্ষাপটে এবার মে দিবস পালিত হচ্ছে। এই দিনেও ইটভাটায় কাজ করে যাচ্ছেন শ্রমিকেরা। তাঁরা কোনো মাস্কও ব্যবহার করছেন না। রোহিতা গ্রাম, মনিরামপুর, যশোর, ১ মে। ছবি: এহসান-উদ-দৌলা
২ / ৯
১৫ সপ্তাহ বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনার শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য সংগঠনের  মানববন্ধন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে দাবি জানান শ্রমিকেরা। খালিশপুর জুট মিলসের সামনে, খুলনা, ১ মে। ছবি: সাদ্দাম হোসেন
১৫ সপ্তাহ বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনার শ্রমিক-ছাত্র-জনতা ঐক্য সংগঠনের মানববন্ধন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে দাবি জানান শ্রমিকেরা। খালিশপুর জুট মিলসের সামনে, খুলনা, ১ মে। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৯
পাটকল শ্রমিকদের মজুরি বাকি ১৫ সপ্তাহের। শ্রমিক দিবসে সেই দাবি জানাচ্ছেন একজন শ্রমিক। খালিশপুর জুট মিলসের সামনে, খুলনা, ১ মে। ছবি: সাদ্দাম হোসেন
পাটকল শ্রমিকদের মজুরি বাকি ১৫ সপ্তাহের। শ্রমিক দিবসে সেই দাবি জানাচ্ছেন একজন শ্রমিক। খালিশপুর জুট মিলসের সামনে, খুলনা, ১ মে। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৯
বিভিন্ন দাবি নিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা,  ১ মে । ছবি: হাসান রাজা
বিভিন্ন দাবি নিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১ মে । ছবি: হাসান রাজা
৫ / ৯
বিভিন্ন দাবি নিয়ে পোশাকশিল্প টি ইউসির ব্যানারে শ্রমিকদের বিক্ষোভ মিছিল।  ঢাকা, ১ মে । ছবি: হাসান রাজা
বিভিন্ন দাবি নিয়ে পোশাকশিল্প টি ইউসির ব্যানারে শ্রমিকদের বিক্ষোভ মিছিল। ঢাকা, ১ মে । ছবি: হাসান রাজা
৬ / ৯
প্রতিদিনই করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা বাড়ছে।  হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাসে সংক্রমিত সম্ভাব্য রোগীর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে যাচ্ছেন  স্বাস্থকর্মী।  রংপুর মেডিকেল কলেজ, রংপুর, ৩০ এপ্রিল। । ছবি : মঈনুল ইসলাম
প্রতিদিনই করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাসে সংক্রমিত সম্ভাব্য রোগীর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে যাচ্ছেন স্বাস্থকর্মী। রংপুর মেডিকেল কলেজ, রংপুর, ৩০ এপ্রিল। । ছবি : মঈনুল ইসলাম
৭ / ৯
করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল ফটকগুলো বন্ধ। মসজিদের ফটকের বাইরে নামাজ আদায় করে মোনাজাত করছেন এক মুসল্লি। ঢাকা, ১ মে । ছবি: হাসান রাজা
করোনাভাইরাস পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল ফটকগুলো বন্ধ। মসজিদের ফটকের বাইরে নামাজ আদায় করে মোনাজাত করছেন এক মুসল্লি। ঢাকা, ১ মে । ছবি: হাসান রাজা
৮ / ৯
করোনার কারণে শ্রমিকসংকটে মাঠ থেকে ধান কেটে ঘরে নিতে পারছেন না কৃষক। এ অবস্থায় যশোরের প্রান্তিক চাষিদের ধান কেটে দিচ্ছে জেলা সাংস্কৃতিক জোট। রোহিতা গ্রাম, মনিরামপুর উপজেলা, যশোর, ১ মে। ছবি : এহসান-উদ-দৌলা
করোনার কারণে শ্রমিকসংকটে মাঠ থেকে ধান কেটে ঘরে নিতে পারছেন না কৃষক। এ অবস্থায় যশোরের প্রান্তিক চাষিদের ধান কেটে দিচ্ছে জেলা সাংস্কৃতিক জোট। রোহিতা গ্রাম, মনিরামপুর উপজেলা, যশোর, ১ মে। ছবি : এহসান-উদ-দৌলা
৯ / ৯
করোনায় কর্মহীন মানুষদের সহায়তায় খুলনা ফুড ব্যাংক ও খুলনা ব্লাড ব্যাংক শাকসবজি বিতরণ করছে নিয়মিত। ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই সহায়তা করে যাচ্ছে সংগঠন দুটি। বাস্তুহারা এলাকা, খুলনা, ১ মে। ছবি: সাদ্দাম হোসেন
করোনায় কর্মহীন মানুষদের সহায়তায় খুলনা ফুড ব্যাংক ও খুলনা ব্লাড ব্যাংক শাকসবজি বিতরণ করছে নিয়মিত। ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই সহায়তা করে যাচ্ছে সংগঠন দুটি। বাস্তুহারা এলাকা, খুলনা, ১ মে। ছবি: সাদ্দাম হোসেন