এক ঝলক (০৮ মে, ২০২০)

১ / ১২
নামাজ আদায় করার জন্য মসজিদ খুলে দেওয়া হয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব রেখে নামাজ পড়তে বলা হয়েছে। জুমার নামাজ আদায় করছেন অনেক মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা ৮ মে। ছবি: আশরাফুল আলম
নামাজ আদায় করার জন্য মসজিদ খুলে দেওয়া হয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব রেখে নামাজ পড়তে বলা হয়েছে। জুমার নামাজ আদায় করছেন অনেক মুসল্লি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা ৮ মে। ছবি: আশরাফুল আলম
২ / ১২
করোনার প্রভাবে মার্কেট-রেস্তোরাঁ বন্ধ। তাই উপার্জনের উপায় নেই। খাদ্যসহায়তার আশায় সড়ক বিভাজকে প্রতিদিন এভাবে বসে থাকেন আলেয়া বেগম। গতকাল দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে।  ছবি: আবদুস সালাম
করোনার প্রভাবে মার্কেট-রেস্তোরাঁ বন্ধ। তাই উপার্জনের উপায় নেই। খাদ্যসহায়তার আশায় সড়ক বিভাজকে প্রতিদিন এভাবে বসে থাকেন আলেয়া বেগম। গতকাল দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। ছবি: আবদুস সালাম
৩ / ১২
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সুরক্ষা পোশাক পরে বাইক নিয়ে বাইরে বের হয়েছেন এক ব্যক্তি।  দড়াটানা মোড়, যশোর, ৭ মে। ছবি : এহসান-উদ-দৌলা
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সুরক্ষা পোশাক পরে বাইক নিয়ে বাইরে বের হয়েছেন এক ব্যক্তি। দড়াটানা মোড়, যশোর, ৭ মে। ছবি : এহসান-উদ-দৌলা
৪ / ১২
অস্তাচলে রক্তিম সূর্য। কাজ শেষে কাস্তে হাতে ঘরে ফিরছেন ক্লান্ত কৃষক। চরকোমরপুর, পাবনা, ৭ মে । ছবি: হাসান মাহমুদ
অস্তাচলে রক্তিম সূর্য। কাজ শেষে কাস্তে হাতে ঘরে ফিরছেন ক্লান্ত কৃষক। চরকোমরপুর, পাবনা, ৭ মে । ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
সিলেট নগরের রিকাবীবাজার-পুলিশ লাইনস সড়কের বিভাজকে লাগানো কৃষ্ণচূড়া-রাধাচূড়ায় ফুল এসেছে। সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেট নগরের রিকাবীবাজার-পুলিশ লাইনস সড়কের বিভাজকে লাগানো কৃষ্ণচূড়া-রাধাচূড়ায় ফুল এসেছে। সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
৬ / ১২
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে সিলেট নগরের বিভিন্ন বিপণিবিতান। কোর্ট পয়েন্ট, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে সিলেট নগরের বিভিন্ন বিপণিবিতান। কোর্ট পয়েন্ট, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
সিলেটের বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ধান কাটার উদ্দেশে রওয়া দিয়েছেন কয়েকজন কৃষিশ্রমিক। কদমতলি, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেটের বিভিন্ন হাওরে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ধান কাটার উদ্দেশে রওয়া দিয়েছেন কয়েকজন কৃষিশ্রমিক। কদমতলি, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নিয়ম মেনে শুক্রবার জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। শাহজালাল (র.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণ, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নিয়ম মেনে শুক্রবার জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। শাহজালাল (র.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণ, সিলেট, ৮ মে। ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
বসে আছে জোড়া চড়ুই। মোহাম্মদপুর, ঢাকা, ৮ মে। ছবি: মানসুরা হোসাইন
বসে আছে জোড়া চড়ুই। মোহাম্মদপুর, ঢাকা, ৮ মে। ছবি: মানসুরা হোসাইন
১০ / ১২
খাদ্য সহায়তার আশায় মিরপুরের একটি বাড়ির ফটকের সামনে অসহায় দরিদ্র নর-নারী ভিড় করেছেন। বাড়ির মালিক জানিয়ে দিয়েছেন, ত্রাণ নেই। তারপরও তাঁরা দাঁড়িয়ে আছেন। মিরপুর-২, ঢাকা, ৮ মে। ছবি: আবদুস সালাম
খাদ্য সহায়তার আশায় মিরপুরের একটি বাড়ির ফটকের সামনে অসহায় দরিদ্র নর-নারী ভিড় করেছেন। বাড়ির মালিক জানিয়ে দিয়েছেন, ত্রাণ নেই। তারপরও তাঁরা দাঁড়িয়ে আছেন। মিরপুর-২, ঢাকা, ৮ মে। ছবি: আবদুস সালাম
১১ / ১২
পথশিশু হেলালের (লাল গেঞ্জি) দিনরাত কাটে রাস্তায়। দুই দিন আগে এক লোকের কাছ থেকে পেয়েছে খরগোশটি। সারা দিন কাটে খরগোশের সঙ্গে খেলা করে। হেলাল ও তার বন্ধু মিলে রাস্তার পাশ থেকে ঘাস তুলে খরগোশকে খাওয়ায় প্রতিদিন। শাহবাগ, ঢাকা, ৮ মে। ছবি: আশরাফুল আলম
পথশিশু হেলালের (লাল গেঞ্জি) দিনরাত কাটে রাস্তায়। দুই দিন আগে এক লোকের কাছ থেকে পেয়েছে খরগোশটি। সারা দিন কাটে খরগোশের সঙ্গে খেলা করে। হেলাল ও তার বন্ধু মিলে রাস্তার পাশ থেকে ঘাস তুলে খরগোশকে খাওয়ায় প্রতিদিন। শাহবাগ, ঢাকা, ৮ মে। ছবি: আশরাফুল আলম
১২ / ১২
নেই ক্রেতা, তাই ক্লান্তিতে ডাবের ওপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন তিনি। ৮ মে, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। ছবি: মাহবুব কায়সার
নেই ক্রেতা, তাই ক্লান্তিতে ডাবের ওপরেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন তিনি। ৮ মে, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা। ছবি: মাহবুব কায়সার