এক ঝলক (০৯ মে, ২০২০)

১ / ৫
বাসাবাড়িতে কাজ করে টাকা উপার্জন করে চার সন্তান নিয়ে সংসার চালাতেন শিলা বেগম। করোনাভাইরাসের কারণে তাঁকে বাসাবাড়ির কাজে আর নেওয়া হয় না। এখন তাঁর পথে পথেই হাত পেতে দিন কাটে। রাস্তায় বসে সাড়ে তিন বছরের ছোট মেয়েকে শুকনো চিড়া কিনে দিয়েছেন। মায়ের পাশে বসে চিড়া দিয়ে দুপুরের আহার করছে শিশু সোহাগী। মিরপুর ২ বাসস্ট্যান্ড, ঢাকা, ৯ মে। ছবি: আশরাফুল আলম
বাসাবাড়িতে কাজ করে টাকা উপার্জন করে চার সন্তান নিয়ে সংসার চালাতেন শিলা বেগম। করোনাভাইরাসের কারণে তাঁকে বাসাবাড়ির কাজে আর নেওয়া হয় না। এখন তাঁর পথে পথেই হাত পেতে দিন কাটে। রাস্তায় বসে সাড়ে তিন বছরের ছোট মেয়েকে শুকনো চিড়া কিনে দিয়েছেন। মায়ের পাশে বসে চিড়া দিয়ে দুপুরের আহার করছে শিশু সোহাগী। মিরপুর ২ বাসস্ট্যান্ড, ঢাকা, ৯ মে। ছবি: আশরাফুল আলম
২ / ৫
করোনার সঙ্গে পাঁচ সপ্তাহের লড়াইয়ে জিতে ফিরে এসেছেন স্বজন। তাই এ আবেগের আলিঙ্গন। ভালোবাসার টানে এই নারী ভুলে গেছেন সামাজিক দূরত্ব মানার কথা। কলোরাডো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৮ মে। ছবি: এএফপি
করোনার সঙ্গে পাঁচ সপ্তাহের লড়াইয়ে জিতে ফিরে এসেছেন স্বজন। তাই এ আবেগের আলিঙ্গন। ভালোবাসার টানে এই নারী ভুলে গেছেন সামাজিক দূরত্ব মানার কথা। কলোরাডো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ৮ মে। ছবি: এএফপি
৩ / ৫
করোনার বিধিনিষেধে মানুষের আনাগোনা কমেছে বুনো পরিবেশ। তাই লেকের ধারে এ ক্যাপিবারা পরিবারের অবাধ বিচরণ। মার দেল প্লাতা, আর্জেন্টিনা, ৮ মে। ছবি: এএফপি
করোনার বিধিনিষেধে মানুষের আনাগোনা কমেছে বুনো পরিবেশ। তাই লেকের ধারে এ ক্যাপিবারা পরিবারের অবাধ বিচরণ। মার দেল প্লাতা, আর্জেন্টিনা, ৮ মে। ছবি: এএফপি
৪ / ৫
ফাঁকা সড়ক পেয়ে যাত্রীশূন্য বাস চালাচ্ছিলেন এক চালক। নিয়ন্ত্রণ হারিয়ে এসে রিকশাটিকে দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য বেঁচে যান রিকশাচালক। কাজীপাড়া, ঢাকা, ৯ মে। ছবি: আশরাফুল আলম
ফাঁকা সড়ক পেয়ে যাত্রীশূন্য বাস চালাচ্ছিলেন এক চালক। নিয়ন্ত্রণ হারিয়ে এসে রিকশাটিকে দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য বেঁচে যান রিকশাচালক। কাজীপাড়া, ঢাকা, ৯ মে। ছবি: আশরাফুল আলম
৫ / ৫
ঈদ সামনে রেখে ১০ মে সীমিত আকারে দোকানপাট খোলা থাকার কথা। সরকারি ঘোষণা আসার আগেই দোকান খুলে পাঞ্জাবির পসরা সাজিয়ে বসেছেন বেশ কিছু বিক্রেতা। নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ৯ মে। ছবি: আশরাফুল
ঈদ সামনে রেখে ১০ মে সীমিত আকারে দোকানপাট খোলা থাকার কথা। সরকারি ঘোষণা আসার আগেই দোকান খুলে পাঞ্জাবির পসরা সাজিয়ে বসেছেন বেশ কিছু বিক্রেতা। নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ৯ মে। ছবি: আশরাফুল