এক ঝলক (১২ মে, ২০২০)

১ / ৭
ঈদ সামনে রেখে রাজধানীর বঙ্গবাজার মার্কেট খুলেছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বেচাকেনা। ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
ঈদ সামনে রেখে রাজধানীর বঙ্গবাজার মার্কেট খুলেছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বেচাকেনা। ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
২ / ৭
সীমিত পরিসরে খুলেছে মার্কেট–দোকানপাট। গুলিস্তান শপিং কমপ্লেক্সে ঢুকতে জীবাণুনাশক টানেল হয়ে যেতে হচ্ছে। ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
সীমিত পরিসরে খুলেছে মার্কেট–দোকানপাট। গুলিস্তান শপিং কমপ্লেক্সে ঢুকতে জীবাণুনাশক টানেল হয়ে যেতে হচ্ছে। ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
৩ / ৭
ফুটপাতের নিচ দিয়ে আসা পাইপের পানি দিয়ে গোসল সেরে নিচ্ছেন এক রিকশাচালক। ওসমানী উদ্যান এলাকা, ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
ফুটপাতের নিচ দিয়ে আসা পাইপের পানি দিয়ে গোসল সেরে নিচ্ছেন এক রিকশাচালক। ওসমানী উদ্যান এলাকা, ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
৪ / ৭
ফুটপাতে ভিক্ষা করেন এই নারী। ক্লান্ত হয়ে একসময় ফুটপাতেই ঘুমিয়ে পড়েন তিনি। সচিবালয় এলাকা, ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
ফুটপাতে ভিক্ষা করেন এই নারী। ক্লান্ত হয়ে একসময় ফুটপাতেই ঘুমিয়ে পড়েন তিনি। সচিবালয় এলাকা, ঢাকা, ১২ মে। ছবি: আবদুস সালাম
৫ / ৭
করোনার কারণে ব্যবহার্য কাপড়ে যেমন মাস্কের কদর বেড়েছে, চাহিদা দেখে পোশাকের নকশাকারদেরও নজর এখন এদিকে। তাই মাস্কেও এসেছে ডিজাইন। বাহারি নকশার মাস্ক পরে ছবির জন্য দাঁড়িয়ে গেছেন আইসল্যান্ডের এক ফ্যাশন ডিজাইনার । রেইকজাভিক, আইসল্যান্ড, ১১ মে। ছবি: এএফপি
করোনার কারণে ব্যবহার্য কাপড়ে যেমন মাস্কের কদর বেড়েছে, চাহিদা দেখে পোশাকের নকশাকারদেরও নজর এখন এদিকে। তাই মাস্কেও এসেছে ডিজাইন। বাহারি নকশার মাস্ক পরে ছবির জন্য দাঁড়িয়ে গেছেন আইসল্যান্ডের এক ফ্যাশন ডিজাইনার । রেইকজাভিক, আইসল্যান্ড, ১১ মে। ছবি: এএফপি
৬ / ৭
রাজধানী এখন অনেকটাই স্বাভাবিক। বিপণিবিতানসহ অনেক দোকানপাট খুলে দেওয়া হয়েছে। তাই যান চলাচল অনেক বেশি। নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ১২ মে । ছবি: আশরাফুল আলম
রাজধানী এখন অনেকটাই স্বাভাবিক। বিপণিবিতানসহ অনেক দোকানপাট খুলে দেওয়া হয়েছে। তাই যান চলাচল অনেক বেশি। নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা, ১২ মে । ছবি: আশরাফুল আলম
৭ / ৭
রাজধানীর একটি শপিং মলের সামনে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। মলে ঢোকার মুখে শরীরের তামপাত্রা মেপে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে ক্রেতাদের। ঢাকা কলেজের সামনে, ১২ মে। ছবি : আশরাফুল আলম
রাজধানীর একটি শপিং মলের সামনে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। মলে ঢোকার মুখে শরীরের তামপাত্রা মেপে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে ক্রেতাদের। ঢাকা কলেজের সামনে, ১২ মে। ছবি : আশরাফুল আলম