এক ঝলক (১৭ মে, ২০২০)

১ / ১৪
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকার উদ্যোগ নিয়েছে গণসংহতি আন্দোলন।  মুখে মাস্ক ব্যবহারের বিষয়টি দেয়ালচিত্রে ফুটে উঠেছে। নারায়ণগঞ্জ, ১৭ মে। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকার উদ্যোগ নিয়েছে গণসংহতি আন্দোলন। মুখে মাস্ক ব্যবহারের বিষয়টি দেয়ালচিত্রে ফুটে উঠেছে। নারায়ণগঞ্জ, ১৭ মে। ছবি: আবদুস সালাম
২ / ১৪
ঢাকার বুকে পড়ন্ত বিকেল। বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ১৬ মে। ছবি: মাহবুব
ঢাকার বুকে পড়ন্ত বিকেল। বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ১৬ মে। ছবি: মাহবুব
৩ / ১৪
করোনাকালে মানুষ যখন ঘরবন্দী, তখন খেলা আকাশে ডানা মেলেছে এক ঝাঁক পায়রা। বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ১৭ মে। ছবি: মাহবুব কায়সার
করোনাকালে মানুষ যখন ঘরবন্দী, তখন খেলা আকাশে ডানা মেলেছে এক ঝাঁক পায়রা। বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা, ১৭ মে। ছবি: মাহবুব কায়সার
৪ / ১৪
সিলেটের বিভিন্ন এলাকায় ফুটেছে মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া ফুলে জমে আছে বৃষ্টির ফোঁটা। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১৭ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেটের বিভিন্ন এলাকায় ফুটেছে মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া ফুলে জমে আছে বৃষ্টির ফোঁটা। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ১৭ মে। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৪
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায়।  ছবি: শুভ্র কান্তি দাশ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায়। ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৪
নিউইয়র্কে সমুদ্র সৈকত ও পার্কগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সেখানে সামাজিক দরত্ব মেনে চলা হচ্ছে কিনা তা তদারকে নিয়োজিত আছে পুলিশ। ১৬ মে, ডমিনো পার্ক, ব্রুকলিন। ছবি: রয়টার্স
নিউইয়র্কে সমুদ্র সৈকত ও পার্কগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সেখানে সামাজিক দরত্ব মেনে চলা হচ্ছে কিনা তা তদারকে নিয়োজিত আছে পুলিশ। ১৬ মে, ডমিনো পার্ক, ব্রুকলিন। ছবি: রয়টার্স
৭ / ১৪
করোনার কারণে যুক্তরাষ্ট্রে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। নিউইয়র্কের ওয়ান্টাগ হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বাকি সেমিস্টার অনলাইনে পাঠদানের মাধ্যমে শেষ করা হবে। তাই শিক্ষার্থীরা গাড়িতে বিদায় শোভাযাত্রা বের করেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের চকলেট দেয় স্কুলটির এক খুদে শিক্ষার্থী। গত শুক্রবার নিউইয়র্কের ওয়ান্টাগে। ছবি: এএফপি
করোনার কারণে যুক্তরাষ্ট্রে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। নিউইয়র্কের ওয়ান্টাগ হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বাকি সেমিস্টার অনলাইনে পাঠদানের মাধ্যমে শেষ করা হবে। তাই শিক্ষার্থীরা গাড়িতে বিদায় শোভাযাত্রা বের করেন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের চকলেট দেয় স্কুলটির এক খুদে শিক্ষার্থী। গত শুক্রবার নিউইয়র্কের ওয়ান্টাগে। ছবি: এএফপি
৮ / ১৪
সিলেট নগরের বালুচর এলাকার বাসিন্দা রিকশাভ্যানের চালক শরফ আলী। করোনায় বিপাকে পড়েছেন তিনি। রিকশাভ্যান চালিয়ে আগের মতো উপার্জন করতে না পারায় দুশ্চিন্তায় তিনি। আম্বরখান, সিলেট, ১৭ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেট নগরের বালুচর এলাকার বাসিন্দা রিকশাভ্যানের চালক শরফ আলী। করোনায় বিপাকে পড়েছেন তিনি। রিকশাভ্যান চালিয়ে আগের মতো উপার্জন করতে না পারায় দুশ্চিন্তায় তিনি। আম্বরখান, সিলেট, ১৭ মে। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৪
জ্বালানির কাজে ব্যবহারের জন্য সকালবেলা চা-বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক চা-শ্রমিক। মালনীছড়া, সিলেট, ১৭ মে। ছবি: আনিস মাহমুদ
জ্বালানির কাজে ব্যবহারের জন্য সকালবেলা চা-বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক চা-শ্রমিক। মালনীছড়া, সিলেট, ১৭ মে। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৪
ঈদ সামনে রেখে সীমিত আকারে দোকানপাট খোলা রাখার কথা থাকলেও নিয়ম মানছে না কেউ। খোলা হয়েছে সব দোকানপাট। অবাধে চলছে ব্যবসা–বাণিজ্য। মিরপুর ১, ঢাকা, ১৭ মে। ছবি: আশরাফুল আলম
ঈদ সামনে রেখে সীমিত আকারে দোকানপাট খোলা রাখার কথা থাকলেও নিয়ম মানছে না কেউ। খোলা হয়েছে সব দোকানপাট। অবাধে চলছে ব্যবসা–বাণিজ্য। মিরপুর ১, ঢাকা, ১৭ মে। ছবি: আশরাফুল আলম
১১ / ১৪
কোনো রকমের নিয়মের তোয়াক্কা না করে ব্যবসা–বাণিজ্যের জন্য দোকানপাট খুলে দেওয়া হয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানযট। নবাবপুর, ঢাকা, ১৭ মে।  ছবি: আশরাফুল আলম।
কোনো রকমের নিয়মের তোয়াক্কা না করে ব্যবসা–বাণিজ্যের জন্য দোকানপাট খুলে দেওয়া হয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানযট। নবাবপুর, ঢাকা, ১৭ মে। ছবি: আশরাফুল আলম।
১২ / ১৪
জরুরি যানবাহন ছাড়া সাধারণ পরিবহনগুলো বন্ধ রাখার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল অনেকটাই বেড়েছে। দনিয়া, ঢাকা, ১৭ মে। ছবি:  আশরাফুল আলম
জরুরি যানবাহন ছাড়া সাধারণ পরিবহনগুলো বন্ধ রাখার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল অনেকটাই বেড়েছে। দনিয়া, ঢাকা, ১৭ মে। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৪
করোনাভাইরাসের জীবাণু ধ্বংস করার জন্য হাসপাতালে জীবাণুনাশক তরল ছিটাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, ১৭ মে। ছবি: আশরাফুল আলম
করোনাভাইরাসের জীবাণু ধ্বংস করার জন্য হাসপাতালে জীবাণুনাশক তরল ছিটাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা, ১৭ মে। ছবি: আশরাফুল আলম
১৪ / ১৪
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল জেলা প্রশাসন রোববার ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ২১ টি মামলা দায়ের এবং ৫৫ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, টাঙ্গাইলের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে জেলার বিভিন্ন অসহায় পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল জেলা প্রশাসন রোববার ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ২১ টি মামলা দায়ের এবং ৫৫ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসন, টাঙ্গাইলের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে জেলার বিভিন্ন অসহায় পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ছবি: বিজ্ঞপ্তি