এক ঝলক (২৩ মে, ২০২০)

১ / ১৪
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হয়। সতর্কতা হিসেবে সবাই এখন মাস্ক ব্যবহার করেন। রিকশার চালক ও যাত্রী উভয়ই সচেতন হয়েছেন। বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা, ২২ মে। ছবি: মোছাব্বের হোসেন
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। জরুরি প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হয়। সতর্কতা হিসেবে সবাই এখন মাস্ক ব্যবহার করেন। রিকশার চালক ও যাত্রী উভয়ই সচেতন হয়েছেন। বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা, ২২ মে। ছবি: মোছাব্বের হোসেন
২ / ১৪
জীবন থেমে থাকে না। ঘূর্ণিঝড় আম্পান বিদায়ের পর শুক্রবারের আকাশে উঠেছে ঝলমলে রোদ। শিশুরা তাই ছাদে উঠেছে ঘুড়ি ওড়াতে। করোনায় এবার ঘরবন্দী ঈদে শহরের শিশুদের একমাত্র আনন্দের উৎস হতে পারে ছাদ বেড়ানো ও ঘুড়ি ওড়ানো। গতকাল বিকেলে পাবনা শহরের পৈলানপুর এলাকায়।  ছবি: হাসান মাহমুদ
জীবন থেমে থাকে না। ঘূর্ণিঝড় আম্পান বিদায়ের পর শুক্রবারের আকাশে উঠেছে ঝলমলে রোদ। শিশুরা তাই ছাদে উঠেছে ঘুড়ি ওড়াতে। করোনায় এবার ঘরবন্দী ঈদে শহরের শিশুদের একমাত্র আনন্দের উৎস হতে পারে ছাদ বেড়ানো ও ঘুড়ি ওড়ানো। গতকাল বিকেলে পাবনা শহরের পৈলানপুর এলাকায়। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৪
ভ্যানে করে মহল্লায় ঘুরে ঘুরে পেঁয়াজ–আলু বিক্রি করছেন এক বিক্রেতা। কলেজ গেট, মোহাম্মদপুর ঢাকা, ২২ মে। ছবি: মোছাব্বের হোসেন
ভ্যানে করে মহল্লায় ঘুরে ঘুরে পেঁয়াজ–আলু বিক্রি করছেন এক বিক্রেতা। কলেজ গেট, মোহাম্মদপুর ঢাকা, ২২ মে। ছবি: মোছাব্বের হোসেন
৪ / ১৪
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাইরে বের হওয়া বন্ধ। বাড়ির ছাদে হাঁটাহাঁটি সেরে নেন বয়স্করা। শিশুরাও নিজেদের মধ্যে খেলাধুলা করে। বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। ছবি: মোছাব্বের হোসেন
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাইরে বের হওয়া বন্ধ। বাড়ির ছাদে হাঁটাহাঁটি সেরে নেন বয়স্করা। শিশুরাও নিজেদের মধ্যে খেলাধুলা করে। বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা। ছবি: মোছাব্বের হোসেন
৫ / ১৪
করোনাকালে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে একটি বহুমুখী সমবায় সমিতি। নারানহিয়া, খাগড়াছড়ি, ২৩ মে। ছবি: নীরব চৌধুরী
করোনাকালে দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে একটি বহুমুখী সমবায় সমিতি। নারানহিয়া, খাগড়াছড়ি, ২৩ মে। ছবি: নীরব চৌধুরী
৬ / ১৪
বোরো ধান তোলার পর তা মাড়াইয়ে ব্যস্ত পাহাড়ি মারমা পরিবার। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ২৩ মে। ছবি: নীরব চৌধুরী
বোরো ধান তোলার পর তা মাড়াইয়ে ব্যস্ত পাহাড়ি মারমা পরিবার। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ২৩ মে। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৪
বোরো ধানের খেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে শালিক। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ২৩ মে। ছবি: নীরব চৌধুরী
বোরো ধানের খেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে শালিক। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ২৩ মে। ছবি: নীরব চৌধুরী
৮ / ১৪
ঢাল হয়ে ঘূর্ণিঝড় আম্পান ঠেকিয়ে এবারও বাংলাদেশ রক্ষা করেছে সুন্দরবন। শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
ঢাল হয়ে ঘূর্ণিঝড় আম্পান ঠেকিয়ে এবারও বাংলাদেশ রক্ষা করেছে সুন্দরবন। শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
৯ / ১৪
ঘূর্ণিঝড় আম্পান চলে যাওয়ার পর সুন্দরবনের বন্যপ্রাণীর মাঝে ফিরে আসছে প্রাণ। শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
ঘূর্ণিঝড় আম্পান চলে যাওয়ার পর সুন্দরবনের বন্যপ্রাণীর মাঝে ফিরে আসছে প্রাণ। শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
১০ / ১৪
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর স্বাভাবিক হতে শুরু করেছে উপকূলীয় এলাকা।‍  বাঁধের ওপর দিয়ে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক বৃদ্ধ। সিংহড়তলী, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের পর স্বাভাবিক হতে শুরু করেছে উপকূলীয় এলাকা।‍ বাঁধের ওপর দিয়ে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন এক বৃদ্ধ। সিংহড়তলী, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ১৪
ঘূর্ণিঝড় আম্পান উপকূলীয় জেলা সাতক্ষীরায় তাণ্ডব চালিয়েছে। বিধ্বস্ত উপকূলে বসে আছেন এক নারী। কালিঞ্চি, শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
ঘূর্ণিঝড় আম্পান উপকূলীয় জেলা সাতক্ষীরায় তাণ্ডব চালিয়েছে। বিধ্বস্ত উপকূলে বসে আছেন এক নারী। কালিঞ্চি, শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ১৪
ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আবার ঘুরে দাঁড়াচ্ছে উপকূলবাসী। ঘুনি নিয়ে মাছ শিকারে বের হয়েছেন তাঁরা।  কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আবার ঘুরে দাঁড়াচ্ছে উপকূলবাসী। ঘুনি নিয়ে মাছ শিকারে বের হয়েছেন তাঁরা। কৈখালী, শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
১৩ / ১৪
মাদার নদ পাড়ি দিয়ে নৌকায় করে বাজার নিয়ে বাড়ি ফিরছে এক কিশোর। শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
মাদার নদ পাড়ি দিয়ে নৌকায় করে বাজার নিয়ে বাড়ি ফিরছে এক কিশোর। শ্যামনগর, সাতক্ষীরা, ২২ মে। ছবি: এহসান-উদ-দৌলা
১৪ / ১৪
বাজারে উঠেছে জৈষ্ঠ্যের রসালো ফল লিচু। তবে করোনার প্রভাবে কেনাবেচা কম। প্রকারভেদে ১০০ লিচু বিক্রি হচ্ছে ১২০ থেকে ২৫০ টাকায়। পাবনা কলেজ গলি, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ
বাজারে উঠেছে জৈষ্ঠ্যের রসালো ফল লিচু। তবে করোনার প্রভাবে কেনাবেচা কম। প্রকারভেদে ১০০ লিচু বিক্রি হচ্ছে ১২০ থেকে ২৫০ টাকায়। পাবনা কলেজ গলি, পাবনা, ২২ মে। ছবি: হাসান মাহমুদ