এক ঝলক (০১ জুন, ২০২০)

১ / ১১
করোনাভাইরাসের কারণে সরকারঘোষিত সাধারণ ছুটির প্রথমদিন থেকেই কর্মহীন হয়ে বাড়িতে বসেছিলেন স্টেশন প্ল্যাটফর্মের চা দোকানদার আব্দুল মোতালেব। খুব কষ্টে কেটেছে দিনগুলো। রোববার থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। তাই বাড়ি থেকে বানানো চা ফ্লাস্কে করে দোকান ছাড়াই বিক্রি করতে এসেছেন তিনি। স্বাস্থ্যবিধির কথা ভেবে ব্যবহার করছেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কাপ। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ১ জুন । ছবি: হাসান মাহমুদ
করোনাভাইরাসের কারণে সরকারঘোষিত সাধারণ ছুটির প্রথমদিন থেকেই কর্মহীন হয়ে বাড়িতে বসেছিলেন স্টেশন প্ল্যাটফর্মের চা দোকানদার আব্দুল মোতালেব। খুব কষ্টে কেটেছে দিনগুলো। রোববার থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। তাই বাড়ি থেকে বানানো চা ফ্লাস্কে করে দোকান ছাড়াই বিক্রি করতে এসেছেন তিনি। স্বাস্থ্যবিধির কথা ভেবে ব্যবহার করছেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের কাপ। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ১ জুন । ছবি: হাসান মাহমুদ
২ / ১১
স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মেনে বাসে যাত্রী পরিবহন করা হচ্ছে কি না, তা দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১ জুন। ছবি: সাদ্দাম হোসেন
স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মেনে বাসে যাত্রী পরিবহন করা হচ্ছে কি না, তা দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১ জুন। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১১
মোতালিব বিন আয়েতের শখের বাগানে মে মাসের শেষ দিন ফুটেছে মে ফ্লাওয়ার। ফুলের সৌন্দর্যে মুগ্ধ দুই শিশু। গৌরীপুর পৌর শহর, ময়মনসিংহ, ৩১ মে। ছবি: আনোয়ার হোসেন
মোতালিব বিন আয়েতের শখের বাগানে মে মাসের শেষ দিন ফুটেছে মে ফ্লাওয়ার। ফুলের সৌন্দর্যে মুগ্ধ দুই শিশু। গৌরীপুর পৌর শহর, ময়মনসিংহ, ৩১ মে। ছবি: আনোয়ার হোসেন
৪ / ১১
বাসে ওঠার আগে যাত্রীদের হাত জীবাণুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল,  খুলনা, ১ জুন। ছবি: সাদ্দাম হোসেন
বাসে ওঠার আগে যাত্রীদের হাত জীবাণুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১ জুন। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১১
স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মানা সাপেক্ষে সীমিত পরিসরে আজ থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল,  খুলনা, ১ জুন। ছবি: সাদ্দাম হোসেন
স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্ত মানা সাপেক্ষে সীমিত পরিসরে আজ থেকে সারা দেশে বাস চলাচল শুরু হয়েছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ১ জুন। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১১
পুলিশের নৃশংসতা ও কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে অস্ত্রের মুখে একটি গাড়ির যাত্রীদের নামিয়ে আনা হয়। মিনেপোলিস, মিনেসোটা অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র, ৩১ মে। ছবি: এএফপি
পুলিশের নৃশংসতা ও কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে অস্ত্রের মুখে একটি গাড়ির যাত্রীদের নামিয়ে আনা হয়। মিনেপোলিস, মিনেসোটা অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র, ৩১ মে। ছবি: এএফপি
৭ / ১১
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সেকান্দারাবাদে ট্রেনের অপেক্ষায় বড়দের সঙ্গে স্টেশনের বাইরে বসে আছে দুটি  ছোট্ট শিশু। করোনার কারণে দেশব্যাপী চলা লকডাউন শিথিল করে প্রায় ২০০ যাত্রীবাহী ট্রেন চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেকান্দারাবাদ, অন্ধ্রপ্রদেশ, ভারত, ১ জুন। ছবি: এএফপি
ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সেকান্দারাবাদে ট্রেনের অপেক্ষায় বড়দের সঙ্গে স্টেশনের বাইরে বসে আছে দুটি ছোট্ট শিশু। করোনার কারণে দেশব্যাপী চলা লকডাউন শিথিল করে প্রায় ২০০ যাত্রীবাহী ট্রেন চালু করেছে কেন্দ্রীয় সরকার। সেকান্দারাবাদ, অন্ধ্রপ্রদেশ, ভারত, ১ জুন। ছবি: এএফপি
৮ / ১১
গণপরিবহন চালু হওয়ার দ্বিতীয় দিনেও নেই সামাজিক দূরত্ব। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১ জুন। ছবি: দীপু মালাকার
গণপরিবহন চালু হওয়ার দ্বিতীয় দিনেও নেই সামাজিক দূরত্ব। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১ জুন। ছবি: দীপু মালাকার
৯ / ১১
চার দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। এভাবে সাহায্য চাইছেন তাঁরা। মোহাম্মদপুর, ঢাকা,১ জুন। ছবি: মানসুরা হোসাইন
চার দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক। এভাবে সাহায্য চাইছেন তাঁরা। মোহাম্মদপুর, ঢাকা,১ জুন। ছবি: মানসুরা হোসাইন
১০ / ১১
বাস চলাচল শুরু হওয়ায় টার্মিনালে যাচ্ছেন যাত্রীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, যশোর, ১ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
বাস চলাচল শুরু হওয়ায় টার্মিনালে যাচ্ছেন যাত্রীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, যশোর, ১ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ১১
বাজারে এখন উঠতে শুরু করেছে বোম্বাইসহ নানা জাতের লিচু। আগামী দুই সপ্তাহের মধ্যেই লিচুর বেনাকেনা শেষ করবেন বলছেন ব্যবসায়ীরা। প্রকারভেদে এসব লিচু বিক্রি হচ্ছে হাজার প্রতি ১৭০০ থেকে ২২০০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১ জুন । ছবি: হাসান মাহমুদ
বাজারে এখন উঠতে শুরু করেছে বোম্বাইসহ নানা জাতের লিচু। আগামী দুই সপ্তাহের মধ্যেই লিচুর বেনাকেনা শেষ করবেন বলছেন ব্যবসায়ীরা। প্রকারভেদে এসব লিচু বিক্রি হচ্ছে হাজার প্রতি ১৭০০ থেকে ২২০০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১ জুন । ছবি: হাসান মাহমুদ