এক ঝলক (০২ জুন, ২০২০)

১ / ১৫
শিশু শিক্ষার্থীরা মাস্ক পরে ক্লাসে হাজির। আজ সোমবার সিঙ্গাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনার কারণে চলমান লকডাউন আংশিক শিথিল করার অংশ হিসেবে এ ব্যবস্থা। সিঙ্গাপুর সিটি, ২ জুন। ছবি: এএফপি
শিশু শিক্ষার্থীরা মাস্ক পরে ক্লাসে হাজির। আজ সোমবার সিঙ্গাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। করোনার কারণে চলমান লকডাউন আংশিক শিথিল করার অংশ হিসেবে এ ব্যবস্থা। সিঙ্গাপুর সিটি, ২ জুন। ছবি: এএফপি
২ / ১৫
জর্জ ফ্লয়েডের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। গত ২৫ মে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এখানেই মারা যান এই কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে।  ছবি: এএফপি
জর্জ ফ্লয়েডের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। গত ২৫ মে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এখানেই মারা যান এই কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে। ছবি: এএফপি
৩ / ১৫
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ জুন। ছবি: রয়টার্স
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ জুন। ছবি: রয়টার্স
৪ / ১৫
স্বাস্থ্যবিধি মেনে সচিবালয়ে প্রবেশ করানো হচ্ছে কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ দর্শনার্থীদের। হ্যান্ড থার্মাল স্ক্যানারে প্রবেশকারীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
স্বাস্থ্যবিধি মেনে সচিবালয়ে প্রবেশ করানো হচ্ছে কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ দর্শনার্থীদের। হ্যান্ড থার্মাল স্ক্যানারে প্রবেশকারীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
৫ / ১৫
প্যাডেল মারার ক্লান্তি কাটাতে কায়দা করে একটুখানি ঘুম। জেলখানা মোড় এলাকা, বগুড়া শহর, ২ জুন। ছবি: সোয়েল রানা
প্যাডেল মারার ক্লান্তি কাটাতে কায়দা করে একটুখানি ঘুম। জেলখানা মোড় এলাকা, বগুড়া শহর, ২ জুন। ছবি: সোয়েল রানা
৬ / ১৫
নারায়ণগঞ্জের বন্ধ পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল খুলে দেওয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে স্থানীয় সাংস্কৃতিক জোটের মানববন্ধন। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ২ জুন। ছবি: দিনার মাহমুদ
নারায়ণগঞ্জের বন্ধ পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল খুলে দেওয়া ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবিতে স্থানীয় সাংস্কৃতিক জোটের মানববন্ধন। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ২ জুন। ছবি: দিনার মাহমুদ
৭ / ১৫
বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করে তা বাতিলে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন। সাতমাথা এলাকা,  বগুড়া শহর, ২ জুন। ছবি: সোয়েল রানা
বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক দাবি করে তা বাতিলে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ২ জুন। ছবি: সোয়েল রানা
৮ / ১৫
বিধিনিষেধ শিথিলে তৃতীয় দিনেই রাজধানী যেন পুরোনো চেহারায়। যাত্রাবাড়ী, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
বিধিনিষেধ শিথিলে তৃতীয় দিনেই রাজধানী যেন পুরোনো চেহারায়। যাত্রাবাড়ী, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
৯ / ১৫
রাজধানীর গুলিস্তান এলাকার সড়কে যানজট তৈরি হয়েছে। গুলিস্তান, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীর গুলিস্তান এলাকার সড়কে যানজট তৈরি হয়েছে। গুলিস্তান, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
১০ / ১৫
ঢাকামুখী লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। পোস্তগোলা, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
ঢাকামুখী লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। পোস্তগোলা, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
১১ / ১৫
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় আবার বসেছে ভ্রাম্যমাণ দোকান। জুরাইন, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় আবার বসেছে ভ্রাম্যমাণ দোকান। জুরাইন, ঢাকা, ২ জুন। ছবি: দীপু মালাকার
১২ / ১৫
বাজারে এখন উঠতে শুরু করেছে বোম্বাইসহ নানা জাতের লিচু। সাধারণ ছুটি শেষ হওয়ায় দুশ্চিন্তা কাটিয়ে পুরোদমে বিপণন করছেন ব্যবসায়ীরা। তাঁরা জানান, ঝুকি এড়াতে আগামী দুই সপ্তাহের মধ্যেই এবার দ্রুত শেষ করবেন মৌসুমি এই ফলটির বেচাকেনা। প্রকারভেদে এসব লিচু বিক্রি হচ্ছে প্রতি হাজার ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
বাজারে এখন উঠতে শুরু করেছে বোম্বাইসহ নানা জাতের লিচু। সাধারণ ছুটি শেষ হওয়ায় দুশ্চিন্তা কাটিয়ে পুরোদমে বিপণন করছেন ব্যবসায়ীরা। তাঁরা জানান, ঝুকি এড়াতে আগামী দুই সপ্তাহের মধ্যেই এবার দ্রুত শেষ করবেন মৌসুমি এই ফলটির বেচাকেনা। প্রকারভেদে এসব লিচু বিক্রি হচ্ছে প্রতি হাজার ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৫
দীর্ঘদিন বন্ধ থাকায় বিকল হয়ে গেছে বাসটি। অনেক ধাক্কাধাক্কি করেও চালু করা গেল না। রাধানগর, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
দীর্ঘদিন বন্ধ থাকায় বিকল হয়ে গেছে বাসটি। অনেক ধাক্কাধাক্কি করেও চালু করা গেল না। রাধানগর, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
দীর্ঘদিন সাধারণ ছুটির পর শুরু হয়েছে এনজিওগুলোর কিস্তির টাকা তোলা। তবে পরিস্থিতি বিবেচনা করে এখই কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। হাসিমুখে যে যতটুকু দিতে পারছেন, তা–ই গ্রহণ করছেন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) নামের প্রতিষ্ঠানের এই মাঠকর্মী। নারায়ণপুর, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
দীর্ঘদিন সাধারণ ছুটির পর শুরু হয়েছে এনজিওগুলোর কিস্তির টাকা তোলা। তবে পরিস্থিতি বিবেচনা করে এখই কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। হাসিমুখে যে যতটুকু দিতে পারছেন, তা–ই গ্রহণ করছেন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) নামের প্রতিষ্ঠানের এই মাঠকর্মী। নারায়ণপুর, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৫
ছাগলের হাটে মানুষের ভিড়। কোরবানি ঈদ আসতে এখনো দুই মাস বাকি। কিন্তু হাটের চিত্র ভিন্ন। অনেকেই আগে থেকে পশু কিনে বাসায় রেখে কোরবানি দেন। তাই ভিড় লেগেছে ছাগলের হাটে। বরাবরের মতোই সেখানে নেই কোনো নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার চিত্র। হাজিরহাট, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ
ছাগলের হাটে মানুষের ভিড়। কোরবানি ঈদ আসতে এখনো দুই মাস বাকি। কিন্তু হাটের চিত্র ভিন্ন। অনেকেই আগে থেকে পশু কিনে বাসায় রেখে কোরবানি দেন। তাই ভিড় লেগেছে ছাগলের হাটে। বরাবরের মতোই সেখানে নেই কোনো নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার চিত্র। হাজিরহাট, পাবনা, ২ জুন। ছবি: হাসান মাহমুদ