এক ঝলক (০৩ জুন, ২০২০)

১ / ১২
যশোরের বসুন্দিয়া থেকে মৌসুমি ফল কাঁঠাল এনে বিক্রি করছেন বিক্রেতা। আকারভেদে একেকটার দাম ৫০ থেকে ৪৫০ টাকা। ফেরিঘাট মোড়, খুলনা, ২ জুন। ছবি: সাদ্দাম হোসেন
যশোরের বসুন্দিয়া থেকে মৌসুমি ফল কাঁঠাল এনে বিক্রি করছেন বিক্রেতা। আকারভেদে একেকটার দাম ৫০ থেকে ৪৫০ টাকা। ফেরিঘাট মোড়, খুলনা, ২ জুন। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
ছাগলের হাট জমজমাট। সামাজিক দূরত্বের বালাই নেই। হাজিরহাট, পাবনা, ২ জুন । ছবি: হাসান মাহমুদ
ছাগলের হাট জমজমাট। সামাজিক দূরত্বের বালাই নেই। হাজিরহাট, পাবনা, ২ জুন । ছবি: হাসান মাহমুদ
৩ / ১২
বৃষ্টির পানিতে করতোয়া নদী টইটম্বুর। তবে থেমে নেই বালু তোলা। নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে নদীর বালু। তেলিহারা শশ্মান এলাকা, বগুড়া সদর, ৩ জুন। ছবি: সোয়েল রানা
বৃষ্টির পানিতে করতোয়া নদী টইটম্বুর। তবে থেমে নেই বালু তোলা। নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে নদীর বালু। তেলিহারা শশ্মান এলাকা, বগুড়া সদর, ৩ জুন। ছবি: সোয়েল রানা
৪ / ১২
পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম  এলাকা ইসলামপুর ফিরে পেয়েছে পুরানো চেহারা। সামাজিক দূরত্ব না মেনেই চলাচল  করছে লোকজন। ঢাকা, ৩ জুন। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা ইসলামপুর ফিরে পেয়েছে পুরানো চেহারা। সামাজিক দূরত্ব না মেনেই চলাচল করছে লোকজন। ঢাকা, ৩ জুন। ছবি: দীপু মালাকার
৫ / ১২
পুরান ঢাকার  সদরঘাট এলাকার বিভিন্ন মার্কেটে ক্রেতা কম থাকলেও সামাজিক দূরত্ব বজায় ও হাত  ধোয়ার মতো স্বাস্থ্যবিধি পালন করতে দেখা যায়। ঢাকা, ৩ জুন। ছবি: দীপু  মালাকার
পুরান ঢাকার সদরঘাট এলাকার বিভিন্ন মার্কেটে ক্রেতা কম থাকলেও সামাজিক দূরত্ব বজায় ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি পালন করতে দেখা যায়। ঢাকা, ৩ জুন। ছবি: দীপু মালাকার
৬ / ১২
সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে থাকা বেসিনে নেই হাত ধোয়ার সাবান। ঢাকা, ৪ জুন। ছবি: দীপু মালাকার
সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে থাকা বেসিনে নেই হাত ধোয়ার সাবান। ঢাকা, ৪ জুন। ছবি: দীপু মালাকার
৭ / ১২
কাকের বাসায় ডিম নয়, পাকা আম। কাক পরে খাবে বলে হয়তো একটা একটা করে বাসায় জমিয়ে রাখছে প্রতিদিন। পুকুরপাড়, হাতিরপুল, ঢাকা, ৩ জুন। ছবি: আতিয়া সুলতানা
কাকের বাসায় ডিম নয়, পাকা আম। কাক পরে খাবে বলে হয়তো একটা একটা করে বাসায় জমিয়ে রাখছে প্রতিদিন। পুকুরপাড়, হাতিরপুল, ঢাকা, ৩ জুন। ছবি: আতিয়া সুলতানা
৮ / ১২
লঞ্চের ডেকে নিজের পরিবারের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দড়ি বেঁধে নিয়েছেন উবারচালক মো. জুলহাস। গত দুই মাসের লকলডাউনে তাঁর কোনো আয়-রোজগার হয়নি। তাই জীবনযাত্রার ব্যয় কমাতে পরিবার-পরিজন নিয়ে দেশের বাড়ি পটুয়াখালীতে চলে যাচ্ছেন তিনি। সদরঘাট, ঢাকা, ৪ জুন। ছবি: দীপু মালাকার
লঞ্চের ডেকে নিজের পরিবারের জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দড়ি বেঁধে নিয়েছেন উবারচালক মো. জুলহাস। গত দুই মাসের লকলডাউনে তাঁর কোনো আয়-রোজগার হয়নি। তাই জীবনযাত্রার ব্যয় কমাতে পরিবার-পরিজন নিয়ে দেশের বাড়ি পটুয়াখালীতে চলে যাচ্ছেন তিনি। সদরঘাট, ঢাকা, ৪ জুন। ছবি: দীপু মালাকার
৯ / ১২
জীবিকার তাগিদে নাটোরের লালপুর থেকে ফরিদপুরের ভাঙ্গুড়া এলাকায় ধান কাটতে রওনা হয়েছেন তাঁরা। বাসভাড়া অনেক বেশি, তাই গাদাগাদি করে পাওয়ার ট্রিলারে তাঁদের এ যাত্রা। জীবিকার তাগিদে দূরে হারিয়ে গেছে নিরাপদ দূরত্ব ও করোনা সংক্রমণের ভয়। টেবুনিয়া, পাবনা, ৩ জুন । ছবি: হাসান মাহমুদ
জীবিকার তাগিদে নাটোরের লালপুর থেকে ফরিদপুরের ভাঙ্গুড়া এলাকায় ধান কাটতে রওনা হয়েছেন তাঁরা। বাসভাড়া অনেক বেশি, তাই গাদাগাদি করে পাওয়ার ট্রিলারে তাঁদের এ যাত্রা। জীবিকার তাগিদে দূরে হারিয়ে গেছে নিরাপদ দূরত্ব ও করোনা সংক্রমণের ভয়। টেবুনিয়া, পাবনা, ৩ জুন । ছবি: হাসান মাহমুদ
১০ / ১২
বুধবার থেকে দ্বিতীয় দফায় চালু হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন। করোনা সংক্রমণ এড়াতে শুধু অনলাইনে বিক্রি হচ্ছে ৫০ ভাগ টিকিট। এক সিট ফাঁকা রেখে যাত্রা ছাড়াও স্টেশনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে আসা যাত্রীদের ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা। তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ৩ জুন। ছবি: হাসান মাহমুদ
বুধবার থেকে দ্বিতীয় দফায় চালু হয়েছে আরও বেশ কয়েকটি ট্রেন। করোনা সংক্রমণ এড়াতে শুধু অনলাইনে বিক্রি হচ্ছে ৫০ ভাগ টিকিট। এক সিট ফাঁকা রেখে যাত্রা ছাড়াও স্টেশনে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। স্বাস্থ্যবিধি মেনে স্টেশনে আসা যাত্রীদের ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা। তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। রেলওয়ে জংশন, ঈশ্বরদী, পাবনা, ৩ জুন। ছবি: হাসান মাহমুদ
১১ / ১২
সড়কে পড়ে আছেন অসহায় মানুষটি। ঘামে ভেজা মুখ, হাতে ইনহেলার যন্ত্র। দীর্ঘক্ষণ এ অবস্থায় পড়ে থাকলেও করোনার ভয়ে আশপাশের বাড়ি থেকে বের হননি কেউ। পথচারীরাও এড়িয়ে চলছেন অসুস্থ মানুষটিকে। শ্বাসকষ্টের রোগীটি ইনহেলার কেনার ৩৮০ টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন রাস্তায়। বাবুপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৩ জুন । ছবি: হাসান মাহমুদ
সড়কে পড়ে আছেন অসহায় মানুষটি। ঘামে ভেজা মুখ, হাতে ইনহেলার যন্ত্র। দীর্ঘক্ষণ এ অবস্থায় পড়ে থাকলেও করোনার ভয়ে আশপাশের বাড়ি থেকে বের হননি কেউ। পথচারীরাও এড়িয়ে চলছেন অসুস্থ মানুষটিকে। শ্বাসকষ্টের রোগীটি ইনহেলার কেনার ৩৮০ টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরে অসুস্থ হয়ে পড়ে রয়েছেন রাস্তায়। বাবুপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৩ জুন । ছবি: হাসান মাহমুদ
১২ / ১২
কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই লঞ্চের ডেকে গাদাগাদি করে আসন নিচ্ছে যাত্রীরা। সীমিত আকারে গণপরিবহন চলাচল শুরু করা চতুর্থ দিনেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কোনো প্রকার তৎপরতা দেখা যায়নি লঞ্চ–মালিক বা নৌপরিবহন কর্তৃপক্ষের। সদরঘাট, ঢাকা, ৩ জুন। ছবি: দীপু মালাকার
কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই লঞ্চের ডেকে গাদাগাদি করে আসন নিচ্ছে যাত্রীরা। সীমিত আকারে গণপরিবহন চলাচল শুরু করা চতুর্থ দিনেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কোনো প্রকার তৎপরতা দেখা যায়নি লঞ্চ–মালিক বা নৌপরিবহন কর্তৃপক্ষের। সদরঘাট, ঢাকা, ৩ জুন। ছবি: দীপু মালাকার