এক ঝলক (০৫ জুন, ২০২০)

১ / ১২
1মৌসুমি ফল লিচুসহ বাড়ি ফিরছেন এক নারী। ইন্দারা মোড়, আব্দুল হামিদ সড়ক, পাবনা, ৪ জুন। ছবি: হাসান মাহমুদ
1মৌসুমি ফল লিচুসহ বাড়ি ফিরছেন এক নারী। ইন্দারা মোড়, আব্দুল হামিদ সড়ক, পাবনা, ৪ জুন। ছবি: হাসান মাহমুদ
২ / ১২
বাড়ির ফটকে নিজের হাতে ঘুড়ি বানাচ্ছে শিশু। একটু পরই আকাশে ওড়াবে সে। মাঝিড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া , ৫ জুন। ছবি: সোয়েল রানা
বাড়ির ফটকে নিজের হাতে ঘুড়ি বানাচ্ছে শিশু। একটু পরই আকাশে ওড়াবে সে। মাঝিড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া , ৫ জুন। ছবি: সোয়েল রানা
৩ / ১২
করোনা আসার পর লেবুর চাহিদা বেড়ে গেছে। রোদে ছাতা মাথায় সড়কের ধারে বসে লেবু বিক্রি করছেন এক বিক্রেতা। সার্কিট হাউজ ফটক, বগুড়া, ৫ জুন। ছবি : সোয়েল রানা
করোনা আসার পর লেবুর চাহিদা বেড়ে গেছে। রোদে ছাতা মাথায় সড়কের ধারে বসে লেবু বিক্রি করছেন এক বিক্রেতা। সার্কিট হাউজ ফটক, বগুড়া, ৫ জুন। ছবি : সোয়েল রানা
৪ / ১২
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। শাহবাগ, ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। শাহবাগ, ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার
৫ / ১২
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’র অর্ধযুগ পূর্তি উপলক্ষে আজ শুক্রবার দুপুরে সিলেট নগরের সুরমা নদীতে মৎস্য অবমুক্ত করা হয়। চাঁদনীঘাট, সিলেট, ৬ জুন। ছবি: আনিস মাহমুদ
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’র অর্ধযুগ পূর্তি উপলক্ষে আজ শুক্রবার দুপুরে সিলেট নগরের সুরমা নদীতে মৎস্য অবমুক্ত করা হয়। চাঁদনীঘাট, সিলেট, ৬ জুন। ছবি: আনিস মাহমুদ
৬ / ১২
করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। তবু ঝুঁকি নিয়ে বাইরে আড্ডায় মেতেছে মানুষজন। স্বাস্থ্যবিধি না মেনে চলেছে আড্ডা। অনেকের মুখে নেই মাস্ক। কিনব্রিজ, সিলেট, ৬ জুন। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। তবু ঝুঁকি নিয়ে বাইরে আড্ডায় মেতেছে মানুষজন। স্বাস্থ্যবিধি না মেনে চলেছে আড্ডা। অনেকের মুখে নেই মাস্ক। কিনব্রিজ, সিলেট, ৬ জুন। ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
করোনাকালে ঘরবন্দী শিশুরা। নিরাপদ থাকতে ঘরেই কাটছে তাদের দিনরাত। দরজার সঙ্গে ঝোলানো লিচু যেন শিশুটির কাছে লিচুগাছ। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
করোনাকালে ঘরবন্দী শিশুরা। নিরাপদ থাকতে ঘরেই কাটছে তাদের দিনরাত। দরজার সঙ্গে ঝোলানো লিচু যেন শিশুটির কাছে লিচুগাছ। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
২০ বছরের বেশি সময় ধরে তালশাঁস বিক্রি করেন শারীরিক প্রতিবন্ধী ফল ব্যবসায়ী সাইফুল ইসলাম। কিন্তু এ বছর করোনার ভয়ে ভাটা পড়েছে তাঁর ব্যবসায়। অন্য কাজ করতে না পারায় আয় কম হলেও সড়কের পাশে তালশাঁস বিক্রি করছেন তিনি। প্রতিটি তালশাঁস বিক্রি হচ্ছে পাঁচ টাকা দরে। শাপলা প্লাস্টিক মোড়, শালগাড়িয়া, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
২০ বছরের বেশি সময় ধরে তালশাঁস বিক্রি করেন শারীরিক প্রতিবন্ধী ফল ব্যবসায়ী সাইফুল ইসলাম। কিন্তু এ বছর করোনার ভয়ে ভাটা পড়েছে তাঁর ব্যবসায়। অন্য কাজ করতে না পারায় আয় কম হলেও সড়কের পাশে তালশাঁস বিক্রি করছেন তিনি। প্রতিটি তালশাঁস বিক্রি হচ্ছে পাঁচ টাকা দরে। শাপলা প্লাস্টিক মোড়, শালগাড়িয়া, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
৯ / ১২
পাবনার চরাঞ্চলের অর্ধেকের বেশি কলাগাছ নষ্ট হয়ে গেছে ঘূর্ণিঝড় আম্পানে। এতে ক্ষতির হিসাব করছেন কলাচাষিরা। তাঁরা অনেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন ভেঙে পড়া গাছের অপরিপক্ব কলা। চর কোমরপুর, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
পাবনার চরাঞ্চলের অর্ধেকের বেশি কলাগাছ নষ্ট হয়ে গেছে ঘূর্ণিঝড় আম্পানে। এতে ক্ষতির হিসাব করছেন কলাচাষিরা। তাঁরা অনেকেই কম দামে বিক্রি করে দিচ্ছেন ভেঙে পড়া গাছের অপরিপক্ব কলা। চর কোমরপুর, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
১০ / ১২
ঝড়ে উপড়ে পড়েছে বড় বৃক্ষ। তার সামনে উড়ে যাচ্ছে বন্য ধলা বালিহাঁস (Cotton pygmy goose)। পেছনের সবুজ যেন প্রকৃতি বাঁচানোর হাতছানি। টাইম ফর নেচার বা প্রকৃতির জন্য সময় প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্বব্যপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। চর কোমরপুর, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
ঝড়ে উপড়ে পড়েছে বড় বৃক্ষ। তার সামনে উড়ে যাচ্ছে বন্য ধলা বালিহাঁস (Cotton pygmy goose)। পেছনের সবুজ যেন প্রকৃতি বাঁচানোর হাতছানি। টাইম ফর নেচার বা প্রকৃতির জন্য সময় প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্বব্যপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। চর কোমরপুর, পাবনা, ৫ জুন। ছবি: হাসান মাহমুদ
১১ / ১২
লঞ্চের আসনসংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ডেকে গাদাগাদি করে আসন গ্রহণ করছেন যাত্রীরা। সামাজিক দূরত্ব না মানায় যাত্রীদের মধ্যে বেড়ে চলেছে সংক্রমণের ঝুঁকি। সদরঘাট, ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার
লঞ্চের আসনসংখ্যার অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ডেকে গাদাগাদি করে আসন গ্রহণ করছেন যাত্রীরা। সামাজিক দূরত্ব না মানায় যাত্রীদের মধ্যে বেড়ে চলেছে সংক্রমণের ঝুঁকি। সদরঘাট, ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার
১২ / ১২
দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মা-বাবার সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে স্বাস্থ্যবিধি মেনে। ফ্রিল্যান্সিংয়ের কাজ করা তাঁর বাবা বর্তমানে কর্মহীন থাকায় তারা চলে যাচ্ছে বরিশালে তাদের গ্রামের বাড়িতে। ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার
দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান মা-বাবার সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে স্বাস্থ্যবিধি মেনে। ফ্রিল্যান্সিংয়ের কাজ করা তাঁর বাবা বর্তমানে কর্মহীন থাকায় তারা চলে যাচ্ছে বরিশালে তাদের গ্রামের বাড়িতে। ঢাকা, ৫ জুন। ছবি: দীপু মালাকার