এক ঝলক (২৪ জুন, ২০২০)

১ / ২০
ঘুঘুর খুনসুটি। দেখা মিলল মজমপুর এলাকায়। কুষ্টিয়া, ২৪ জুন। ছবি: তৌহিদী হাসান
ঘুঘুর খুনসুটি। দেখা মিলল মজমপুর এলাকায়। কুষ্টিয়া, ২৪ জুন। ছবি: তৌহিদী হাসান
২ / ২০
মিষ্টি লাউয়ের মাচায় বসে আছে জোড়া কাঠঠোকরা। প্রতাপপুর, কাহালু, বগুড়া, ২৩ জুন। ছবি: সোয়েল রানা
মিষ্টি লাউয়ের মাচায় বসে আছে জোড়া কাঠঠোকরা। প্রতাপপুর, কাহালু, বগুড়া, ২৩ জুন। ছবি: সোয়েল রানা
৩ / ২০
করোনাকালে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। বিলগুলোতে কমেছে জেলে ও পাখি শিকারিদের আনাগোনা। ফলে বাড়ছে পাখির সংখ্যা। গোলাপী রাঙা পদ্ম বিলে জলকেলিতে ব্যস্ত `জলময়ূর` এর ঝাঁক। পদ্মবিল, পাবনা, ২২ জুন । ছবি: হাসান মাহমুদ
করোনাকালে প্রাণ ফিরেছে প্রকৃতিতে। বিলগুলোতে কমেছে জেলে ও পাখি শিকারিদের আনাগোনা। ফলে বাড়ছে পাখির সংখ্যা। গোলাপী রাঙা পদ্ম বিলে জলকেলিতে ব্যস্ত `জলময়ূর` এর ঝাঁক। পদ্মবিল, পাবনা, ২২ জুন । ছবি: হাসান মাহমুদ
৪ / ২০
থাইল্যান্ডের একটি শহরে বাঁদরের দল যেন সভা বসিয়েছে। ব্যাংকক, থাইল্যান্ড, ২০ জুন। ছবি: এএফপি
থাইল্যান্ডের একটি শহরে বাঁদরের দল যেন সভা বসিয়েছে। ব্যাংকক, থাইল্যান্ড, ২০ জুন। ছবি: এএফপি
৫ / ২০
মিষ্টি সৌরভ ছড়ানো কাঠগোলাপের শোভা। শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জ, ২৩ জুন। ছবি: দিনার মাহমুদ
মিষ্টি সৌরভ ছড়ানো কাঠগোলাপের শোভা। শেখ রাসেল পার্ক, নারায়ণগঞ্জ, ২৩ জুন। ছবি: দিনার মাহমুদ
৬ / ২০
করোনার মধ্যে বাইরে বের হওয়ার ঝুঁকি আছে। তাই সন্তানকে নিয়ে ছাদে বসে ঘুড়ি ওড়াচ্ছেন বাবা। মোহাম্মদপুর, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
করোনার মধ্যে বাইরে বের হওয়ার ঝুঁকি আছে। তাই সন্তানকে নিয়ে ছাদে বসে ঘুড়ি ওড়াচ্ছেন বাবা। মোহাম্মদপুর, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
৭ / ২০
সন্তানকে কোলে নিয়ে ম্যাকাক বানরের সঙ্গে ভাববিনিময় করছেন এক ব্যক্তি। ব্যাংকক, থাইল্যান্ড, ২০ জুন। ছবি: এএফপি
সন্তানকে কোলে নিয়ে ম্যাকাক বানরের সঙ্গে ভাববিনিময় করছেন এক ব্যক্তি। ব্যাংকক, থাইল্যান্ড, ২০ জুন। ছবি: এএফপি
৮ / ২০
সরকারি চাকরি শেষে অবসরজীবন কাটাচ্ছেন রাজধানীর ধানমন্ডির বাসিন্দা ৭৫ বছর বয়সী সালাউদ্দিন। করোনাকালে গাড়ি ও মানুষের চলাচল কম, চারদিকে পাখির কলকাকলি। সবুজে ঘেরা জায়গাটি নিস্তব্ধ এখন। তাই প্রায়ই তিনি এখানে এসে বই পড়ে সময় কাটান। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় চন্দ্রিমা উদ্যানসংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে।  ছবি: জাহিদুল করিম
সরকারি চাকরি শেষে অবসরজীবন কাটাচ্ছেন রাজধানীর ধানমন্ডির বাসিন্দা ৭৫ বছর বয়সী সালাউদ্দিন। করোনাকালে গাড়ি ও মানুষের চলাচল কম, চারদিকে পাখির কলকাকলি। সবুজে ঘেরা জায়গাটি নিস্তব্ধ এখন। তাই প্রায়ই তিনি এখানে এসে বই পড়ে সময় কাটান। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় চন্দ্রিমা উদ্যানসংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে। ছবি: জাহিদুল করিম
৯ / ২০
পাবনার বিভিন্ন এলাকায় উৎপাদিত ড্রাগন ফল উঠেছে বাজারে। প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৩ জুন। ছবি: হাসান মাহমুদ
পাবনার বিভিন্ন এলাকায় উৎপাদিত ড্রাগন ফল উঠেছে বাজারে। প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৩ জুন। ছবি: হাসান মাহমুদ
১০ / ২০
করোনা সংক্রমণ থেকে মুক্ত থাকতে অনেকেই মেনে চলছেন স্বাস্থ্যবিধি। আবার কেউ কেউ তা তোয়াক্কা করছেন না। রিকশার তিন আরোহী ও বাসের হেলপার মুখে মাস্ক পরেননি। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে।  সাইফুল ইসলাম
করোনা সংক্রমণ থেকে মুক্ত থাকতে অনেকেই মেনে চলছেন স্বাস্থ্যবিধি। আবার কেউ কেউ তা তোয়াক্কা করছেন না। রিকশার তিন আরোহী ও বাসের হেলপার মুখে মাস্ক পরেননি। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে। সাইফুল ইসলাম
১১ / ২০
করোনাকালে সিলেট নগরের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট ও দেড় হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন সিলেটের ব্লাড সোলজার সোসাইটির সদস্যরা। গতকাল দুপুরে নগরের চৌহাট্টা এলাকায়।  ছবি: আনিস মাহমুদ
করোনাকালে সিলেট নগরের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট ও দেড় হাজার সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন সিলেটের ব্লাড সোলজার সোসাইটির সদস্যরা। গতকাল দুপুরে নগরের চৌহাট্টা এলাকায়। ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে যোগব্যায়াম ও শরীর ঠিক রাখার ক্লাসের জন্য হোটেল এক্সে বানানো হয়েছে গম্বুজ আকৃতির এই আচ্ছাদন। তা পরিষ্কার করছেন এক কর্মী। অন্টারিও, কানাডা, ২৩ জুন। ছবি: এএফপি
করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে যোগব্যায়াম ও শরীর ঠিক রাখার ক্লাসের জন্য হোটেল এক্সে বানানো হয়েছে গম্বুজ আকৃতির এই আচ্ছাদন। তা পরিষ্কার করছেন এক কর্মী। অন্টারিও, কানাডা, ২৩ জুন। ছবি: এএফপি
১৩ / ২০
বর্ষায় সিলেটের সুরমা নদী পানিতে টইটম্বুর। তপ্ত দুপুরে নিজেকে শীতল করার জন্য ব্রিজের ওপর থেকে নদীর পানিতে লাফিয়ে পড়ছে এক কিশোর। কিনব্রিজ, সিলেট, ২৩ জুন। ছবি: আনিস মাহমুদ
বর্ষায় সিলেটের সুরমা নদী পানিতে টইটম্বুর। তপ্ত দুপুরে নিজেকে শীতল করার জন্য ব্রিজের ওপর থেকে নদীর পানিতে লাফিয়ে পড়ছে এক কিশোর। কিনব্রিজ, সিলেট, ২৩ জুন। ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
করোনা–সংকটের মধ্যে শুরু হয়েছে কর্মজীবীদের ব্যস্ততা। প্রখর রোদ আর গরমে হাঁপিয়ে ওঠা এক দিনমজুর ব্রিজের রেলিংয়ে ঘুমিয়ে পড়েছেন। কিনব্রিজ, সিলেট, ২৩ জুন। ছবি: আনিস মাহমুদ
করোনা–সংকটের মধ্যে শুরু হয়েছে কর্মজীবীদের ব্যস্ততা। প্রখর রোদ আর গরমে হাঁপিয়ে ওঠা এক দিনমজুর ব্রিজের রেলিংয়ে ঘুমিয়ে পড়েছেন। কিনব্রিজ, সিলেট, ২৩ জুন। ছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের খেটে খাওয়া মানুষের কাজ নেই। তাই পরিত্যক্ত লরিতে ঘুমাচ্ছেন এক দিনমজুর। শাহবাগ, ঢাকা, ২৩ জুন। ছবি: আশরাফুল আলম
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের খেটে খাওয়া মানুষের কাজ নেই। তাই পরিত্যক্ত লরিতে ঘুমাচ্ছেন এক দিনমজুর। শাহবাগ, ঢাকা, ২৩ জুন। ছবি: আশরাফুল আলম
১৬ / ২০
ট্রেন–যাত্রীদের মালামাল ওঠানো–নামানোর কাজ করেন কুলিরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর স্টেশনে যাত্রী কমে যাওয়ায় তাঁদের কাজ নেই বললেই চলে। কাজ না থাকায় বেশির ভাগ সময় ঘুমিয়েই কাটান অনেকেই। কমলাপুর স্টেশন, ঢাকা, ২৩ জুন। ছবি: আশরাফুল আলম
ট্রেন–যাত্রীদের মালামাল ওঠানো–নামানোর কাজ করেন কুলিরা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর স্টেশনে যাত্রী কমে যাওয়ায় তাঁদের কাজ নেই বললেই চলে। কাজ না থাকায় বেশির ভাগ সময় ঘুমিয়েই কাটান অনেকেই। কমলাপুর স্টেশন, ঢাকা, ২৩ জুন। ছবি: আশরাফুল আলম
১৭ / ২০
করোনাভাইরাস প্রতিরোধে ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। ব্যস্ততা নেই, তাই কুড়িয়ে পাওয়া পত্রিকায় পড়ছেন এক কুলি। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাস প্রতিরোধে ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। ব্যস্ততা নেই, তাই কুড়িয়ে পাওয়া পত্রিকায় পড়ছেন এক কুলি। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
করোনার কারণে কমলাপুর রেলস্টেশনে ট্রেন কম। প্লাটফর্মে নেই কর্মব্যস্ততা। ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
করোনার কারণে কমলাপুর রেলস্টেশনে ট্রেন কম। প্লাটফর্মে নেই কর্মব্যস্ততা। ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
১৯ / ২০
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–সহকারী কৃষি কর্মকর্তা শূন্য পদে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ তুলেছেন চাকরিপ্রত্যাশীরা। এর প্রতিবাদ ও প্যানেলে নিয়োগের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৪ জুন। ছবি: হাসান মাহমুদ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–সহকারী কৃষি কর্মকর্তা শূন্য পদে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ তুলেছেন চাকরিপ্রত্যাশীরা। এর প্রতিবাদ ও প্যানেলে নিয়োগের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৪ জুন। ছবি: হাসান মাহমুদ
২০ / ২০
ইটভাটাগুলো বন্ধ থাকায় বায়ুদূষণ একেবারেই কমে গেছে। প্রকৃতিতে পরিবর্তন এসেছে অনেকটাই। কোনো কোনো ভাটার চারপাশে ঘাস গজে ভেড়ার চারণভূমিতে পরিণত হয়েছে। গাবতলী আমিনবাজার, ঢাকা, ২৪ জুন। ছবি: আশরাফুল আলম
ইটভাটাগুলো বন্ধ থাকায় বায়ুদূষণ একেবারেই কমে গেছে। প্রকৃতিতে পরিবর্তন এসেছে অনেকটাই। কোনো কোনো ভাটার চারপাশে ঘাস গজে ভেড়ার চারণভূমিতে পরিণত হয়েছে। গাবতলী আমিনবাজার, ঢাকা, ২৪ জুন। ছবি: আশরাফুল আলম