এক ঝলক (০৬ জুলাই , ২০২০)

১ / ১২
গাছের ডালে বসে ভেজা শরীর শুকিয়ে নিচ্ছে দোয়েল পাখি। বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
গাছের ডালে বসে ভেজা শরীর শুকিয়ে নিচ্ছে দোয়েল পাখি। বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
২ / ১২
প্রায় সপ্তাহখানেক ধরে পানিতে তলিয়ে গেছে টাঙ্গাইলের বিভিন্ন চরাঞ্চল। অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া শেফালী বেগম বন‌্যায় ভে‌ঙে যাওয়া ঘর থে‌কে বাঁশ সংগ্রহ কর‌ছেন। রাজাপুর এলাকা, গাবসারা ইউ‌নিয়‌ন, ভুঞাপুর উপ‌জেলা, টাঙ্গাই‌ল, ৫ জুলাই। ছবি: দীপু মালাকার
প্রায় সপ্তাহখানেক ধরে পানিতে তলিয়ে গেছে টাঙ্গাইলের বিভিন্ন চরাঞ্চল। অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া শেফালী বেগম বন‌্যায় ভে‌ঙে যাওয়া ঘর থে‌কে বাঁশ সংগ্রহ কর‌ছেন। রাজাপুর এলাকা, গাবসারা ইউ‌নিয়‌ন, ভুঞাপুর উপ‌জেলা, টাঙ্গাই‌ল, ৫ জুলাই। ছবি: দীপু মালাকার
৩ / ১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ফটোসাংবাদিক কাজলসহ অন্যান্য সাংবাদিক, লেখক ও শিল্পীর মুক্তির দাবিতে ছাত্র ফেডারেশনের করা দেয়ালচিত্র। পলাশী মোড়, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ফটোসাংবাদিক কাজলসহ অন্যান্য সাংবাদিক, লেখক ও শিল্পীর মুক্তির দাবিতে ছাত্র ফেডারেশনের করা দেয়ালচিত্র। পলাশী মোড়, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
৪ / ১২
বন‌্যার পা‌নি‌ ঘরে উঠে গেছে। বা‌ড়ির সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে গেলেও আছরউ‌দ্দিন রয়ে‌ গেছেন বাড়ির দেখভালে। জুংগীপুর এলাকা, গাবসারা ইউ‌নিয়‌ন, ভুঞাপুর উপ‌জেলা, টাঙ্গাই‌ল, ৫ জুলাই। ছবি: দীপু মালাকার
বন‌্যার পা‌নি‌ ঘরে উঠে গেছে। বা‌ড়ির সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে গেলেও আছরউ‌দ্দিন রয়ে‌ গেছেন বাড়ির দেখভালে। জুংগীপুর এলাকা, গাবসারা ইউ‌নিয়‌ন, ভুঞাপুর উপ‌জেলা, টাঙ্গাই‌ল, ৫ জুলাই। ছবি: দীপু মালাকার
৫ / ১২
বন্যার পানিতে মাছ ধরছেন তিনি। দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা, গাবসারা ইউ‌নিয়‌ন, ভুঞাপুর উপ‌জেলা, টাঙ্গাই‌ল, ৫ জুলাই। ছবি: দীপু মালাকার
বন্যার পানিতে মাছ ধরছেন তিনি। দ‌ক্ষিণ চর‌বিহারী এলাকা, গাবসারা ইউ‌নিয়‌ন, ভুঞাপুর উপ‌জেলা, টাঙ্গাই‌ল, ৫ জুলাই। ছবি: দীপু মালাকার
৬ / ১২
নীল আকাশে আষাঢ়ি মেঘের আনাগোনা। নারায়ণপুর, রাধানগর, পাবনা, ৫ জুলাই। ছবি: হাসান মাহমুদ
নীল আকাশে আষাঢ়ি মেঘের আনাগোনা। নারায়ণপুর, রাধানগর, পাবনা, ৫ জুলাই। ছবি: হাসান মাহমুদ
৭ / ১২
নদী থেকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে ইগল। যমুনার চর, বেড়া, পাবনা, ৫ জুলাই। ছবি: হাসান মাহমুদ
নদী থেকে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে ইগল। যমুনার চর, বেড়া, পাবনা, ৫ জুলাই। ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘গণপ্রসাবখানা’। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘গণপ্রসাবখানা’। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
৯ / ১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ফটোসাংবাদিক কাজল, অন্য সাংবাদিক, লেখক ও শিল্পীর মুক্তির দাবিতে ছাত্র ফেডারেশনের দেয়ালচিত্র। পলাশী মোড়, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ফটোসাংবাদিক কাজল, অন্য সাংবাদিক, লেখক ও শিল্পীর মুক্তির দাবিতে ছাত্র ফেডারেশনের দেয়ালচিত্র। পলাশী মোড়, ঢাকা, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
১০ / ১২
মো. শাহাবুদ্দিনকে (৮০) বিভিন্ন হাসপাতালে ভর্তি করাতে ১২ দিন ধরে চেষ্টা করছেন তাঁর তিন ছেলেমেয়ে। তাঁরা থাকেন ঢাকার কেরাণীগঞ্জের শাক্তা এলাকায়। স্বজনেরা বলছেন, শাহাবুদ্দিন মূত্রনালীর সমস্যায় ভুগছেন। সোমবার তাঁকে আনা হয়i ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তাঁকে ভর্তি করানো যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
মো. শাহাবুদ্দিনকে (৮০) বিভিন্ন হাসপাতালে ভর্তি করাতে ১২ দিন ধরে চেষ্টা করছেন তাঁর তিন ছেলেমেয়ে। তাঁরা থাকেন ঢাকার কেরাণীগঞ্জের শাক্তা এলাকায়। স্বজনেরা বলছেন, শাহাবুদ্দিন মূত্রনালীর সমস্যায় ভুগছেন। সোমবার তাঁকে আনা হয়i ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও তাঁকে ভর্তি করানো যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জুলাই। ছবি: আবদুস সালাম
১১ / ১২
দীর্ঘদিন লকডাউন থাকার পর স্বাস্থ্যবিধি মেনে বেশ সতর্কতার সঙ্গে চুল কাটার কাজ করছে রাজধানীর ইউনিকন হেয়ার সেলুন। হটলাইনে অথবা ফেসবুক পেজে বুকিং দিয়ে তবেই চুল কাটাতে আসে সাধারণ মানুষ। রামপুরা বনশ্রী, ঢাকা, ০৫ জুলাই। ছবি: আশরাফুল আলম
দীর্ঘদিন লকডাউন থাকার পর স্বাস্থ্যবিধি মেনে বেশ সতর্কতার সঙ্গে চুল কাটার কাজ করছে রাজধানীর ইউনিকন হেয়ার সেলুন। হটলাইনে অথবা ফেসবুক পেজে বুকিং দিয়ে তবেই চুল কাটাতে আসে সাধারণ মানুষ। রামপুরা বনশ্রী, ঢাকা, ০৫ জুলাই। ছবি: আশরাফুল আলম
১২ / ১২
সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আশিক তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে মান্ডা থেকে করোনা পরীক্ষা করানোর জন্য হাসপাতালে আসেন। পরিবারের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে আগাম পরীক্ষা করান তাঁরা। লাইনে দাঁড়িয়ে বিনা মূল্যে পরীক্ষা শেষে তাঁরা বাড়ি ফিরে যান। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ৬ জুলাই। ছবি: আশরাফুল আলম
সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ আশিক তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে মান্ডা থেকে করোনা পরীক্ষা করানোর জন্য হাসপাতালে আসেন। পরিবারের স্বাস্থ্য সচেতনতার কথা ভেবে আগাম পরীক্ষা করান তাঁরা। লাইনে দাঁড়িয়ে বিনা মূল্যে পরীক্ষা শেষে তাঁরা বাড়ি ফিরে যান। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ৬ জুলাই। ছবি: আশরাফুল আলম