এক ঝলক (০৮ জুলাই , ২০২০)

১ / ৭
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল গাইবান্ধা সদর উপজেলার কামারজানি মার্চেন্টস উচ্চবিদ্যালয় মাঠে।  ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল গাইবান্ধা সদর উপজেলার কামারজানি মার্চেন্টস উচ্চবিদ্যালয় মাঠে। ছবি: প্রথম আলো
২ / ৭
পলাশী-নীলক্ষেত সড়কের বিভাজকে সবজি চাষ করেছে একটি ছিন্নমূল পরিবার। পাশের পদচারী সড়কেই তাদের বসবাস। সোনারগাঁ রোড, পলাশী, ঢাকা, ৭ জুলাই। ছবি: দীপু মালাকার
পলাশী-নীলক্ষেত সড়কের বিভাজকে সবজি চাষ করেছে একটি ছিন্নমূল পরিবার। পাশের পদচারী সড়কেই তাদের বসবাস। সোনারগাঁ রোড, পলাশী, ঢাকা, ৭ জুলাই। ছবি: দীপু মালাকার
৩ / ৭
পানি সেচে মাছ ধরার আয়োজন চলছে। ডাক্তারপাড়া, রংপুর, ৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
পানি সেচে মাছ ধরার আয়োজন চলছে। ডাক্তারপাড়া, রংপুর, ৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
৪ / ৭
রংপুরে তিস্তা নদীর ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। নোহালী, গঙ্গাচড়া, রংপুর, ৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে তিস্তা নদীর ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। নোহালী, গঙ্গাচড়া, রংপুর, ৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
৫ / ৭
এখন কাঁঠালের মৌসুম। বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে কাঁঠাল। মৌলভিবাজার, গঙ্গাচড়া, রংপুর, ৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
এখন কাঁঠালের মৌসুম। বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে কাঁঠাল। মৌলভিবাজার, গঙ্গাচড়া, রংপুর, ৭ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
৬ / ৭
ওমরদিঘী ধানের মোকাম থেকে ধান কিনে ভ্যান ও ভটভটিতে করে চাতালে দিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তিতখুর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৭ জুলাই। ছবি: সোয়েল রানা
ওমরদিঘী ধানের মোকাম থেকে ধান কিনে ভ্যান ও ভটভটিতে করে চাতালে দিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। তিতখুর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ৭ জুলাই। ছবি: সোয়েল রানা
৭ / ৭
নৌকায় নামাজ আদায় করছেন এক মাঝি। সদরঘাট, ঢাকা, ৬, জুলাই। ছবি সাবিনা ইয়াসমিন
নৌকায় নামাজ আদায় করছেন এক মাঝি। সদরঘাট, ঢাকা, ৬, জুলাই। ছবি সাবিনা ইয়াসমিন