এক ঝলক (০৯ জুলাই , ২০২০)

১ / ৮
বন্ধঘোষিত লতিফ বাওয়ানী জুট মিলের হেড ফিনিশিং অপারেটর মো. মনির হোসেন এসেছিলেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। এই অ্যাকাউন্টে তাঁরা পাওনা জমা হবে। সোনারগাঁ থেকে নিজের কর্মস্থলে এসে দেখা হয় সহকারী ফিনিশিং অপারেটর আলী আকবরের সঙ্গে। আলী আকবরকে কাজ শিখিয়েছেন তিনি। বিদায়ের সময় তাঁরা আবেগাপ্লুত হয়ে আলিঙ্গন করেন। ডেমরা, ঢাকা, ৯ জুলাই। ছবি: দীপু মালাকার
বন্ধঘোষিত লতিফ বাওয়ানী জুট মিলের হেড ফিনিশিং অপারেটর মো. মনির হোসেন এসেছিলেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। এই অ্যাকাউন্টে তাঁরা পাওনা জমা হবে। সোনারগাঁ থেকে নিজের কর্মস্থলে এসে দেখা হয় সহকারী ফিনিশিং অপারেটর আলী আকবরের সঙ্গে। আলী আকবরকে কাজ শিখিয়েছেন তিনি। বিদায়ের সময় তাঁরা আবেগাপ্লুত হয়ে আলিঙ্গন করেন। ডেমরা, ঢাকা, ৯ জুলাই। ছবি: দীপু মালাকার
২ / ৮
করোনার প্রভাবে জামদানি শাড়ি বিক্রি একেবারেই কমে গেছে। তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকছে তাঁত। নিজের বন্ধ তাঁতের সামনে বসে রুহুল আমিন। নারায়ণগঞ্জ, ৯ জুলাই। ছবি: আবদুস সালাম
করোনার প্রভাবে জামদানি শাড়ি বিক্রি একেবারেই কমে গেছে। তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকছে তাঁত। নিজের বন্ধ তাঁতের সামনে বসে রুহুল আমিন। নারায়ণগঞ্জ, ৯ জুলাই। ছবি: আবদুস সালাম
৩ / ৮
কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাট জমতে শুরু করেছে। হাটে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। লালবাগ, রংপুর, ৮ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাট জমতে শুরু করেছে। হাটে কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। লালবাগ, রংপুর, ৮ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
৪ / ৮
রংপুরে এবার কাঁকরোলের ফলন ভালো হয়েছে। এগুলো ঢাকাসহ সারা দেশে যাচ্ছে। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ৮ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে এবার কাঁকরোলের ফলন ভালো হয়েছে। এগুলো ঢাকাসহ সারা দেশে যাচ্ছে। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ৮ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
৫ / ৮
বরিশালের কীর্তনখোলা নদীতে চিংড়ি শিকারে ব্যস্ত কয়েকজন। এদের একজন ছাত্র। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এখন নদীতে মাছ শিকার করছে সে। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল নগর, ৮ জুলাই। ছবি: সাইয়ান।
বরিশালের কীর্তনখোলা নদীতে চিংড়ি শিকারে ব্যস্ত কয়েকজন। এদের একজন ছাত্র। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এখন নদীতে মাছ শিকার করছে সে। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল নগর, ৮ জুলাই। ছবি: সাইয়ান।
৬ / ৮
একসঙ্গে চার যমজ সন্তানের মা হয়েছেন আর্জেন্টাইন এই নারী। তাই মাস্কও ঢাকতে পারেনি তাঁর চেহারায় ফুটে ওঠা খুশির ঝিলিক। ৭ জুলাই জন্ম এই শিশুদের। রামোস সারদা ম্যাটারনিটি হসপিটাল, বুয়েনস এইরেস, আর্জেন্টিনা, ৯ জুলাই। ছবি: এএফপি
একসঙ্গে চার যমজ সন্তানের মা হয়েছেন আর্জেন্টাইন এই নারী। তাই মাস্কও ঢাকতে পারেনি তাঁর চেহারায় ফুটে ওঠা খুশির ঝিলিক। ৭ জুলাই জন্ম এই শিশুদের। রামোস সারদা ম্যাটারনিটি হসপিটাল, বুয়েনস এইরেস, আর্জেন্টিনা, ৯ জুলাই। ছবি: এএফপি
৭ / ৮
হুইসেল বাজিয়ে ছুটে আসছে ট্রেন। রেলগেট বন্ধ করে বাঁশি বাজিয়ে সবুজ পতাকা ওড়াচ্ছেন গেটম্যান। এরপরও সাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে রেললাইন পার হচ্ছেন একজন। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ৮ জুলাই। ছবি: হাসান মাহমুদ
হুইসেল বাজিয়ে ছুটে আসছে ট্রেন। রেলগেট বন্ধ করে বাঁশি বাজিয়ে সবুজ পতাকা ওড়াচ্ছেন গেটম্যান। এরপরও সাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে রেললাইন পার হচ্ছেন একজন। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ৮ জুলাই। ছবি: হাসান মাহমুদ
৮ / ৮
গাছের মগডালে বসে জিরিয়ে নিচ্ছে শামুকখোল পাখি। প্রতিবছর বর্ষার দূত হয়ে এসে নিরিবিলি এলাকার বড় গাছে আশ্রয় নেয় তারা। পিরারাখালী, ঈশ্বরদী, পাবনা, ৮ জুলাই। ছবি: হাসান মাহমুদ
গাছের মগডালে বসে জিরিয়ে নিচ্ছে শামুকখোল পাখি। প্রতিবছর বর্ষার দূত হয়ে এসে নিরিবিলি এলাকার বড় গাছে আশ্রয় নেয় তারা। পিরারাখালী, ঈশ্বরদী, পাবনা, ৮ জুলাই। ছবি: হাসান মাহমুদ