এক ঝলক (২৪ জুলাই , ২০২০)

১ / ১৭
করোনা মহামারির আগে দিনে খরচ বাদ দিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হতো মো. হাসানের। এখন যাত্রী কম, দিনে আয় দেড় শ থেকে ২০০ টাকা। অবসরে কুড়িয়ে পাওয়া পত্রিকা পড়ছেন তিনি। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
করোনা মহামারির আগে দিনে খরচ বাদ দিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হতো মো. হাসানের। এখন যাত্রী কম, দিনে আয় দেড় শ থেকে ২০০ টাকা। অবসরে কুড়িয়ে পাওয়া পত্রিকা পড়ছেন তিনি। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
২ / ১৭
আগে গিয়াস উদ্দিন শুধু শুক্রবারেই প্রায় ৪ হাজার টাকার পাঁপড় বিক্রি করতেন। করোনার ভয়ে মানুষ এখন পাঁপড় খাওয়া কমিয়েছে। ফলে বিক্রি এক হাজার টাকায় নেমে এসেছে। শিশুমেলা এলাকা, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
আগে গিয়াস উদ্দিন শুধু শুক্রবারেই প্রায় ৪ হাজার টাকার পাঁপড় বিক্রি করতেন। করোনার ভয়ে মানুষ এখন পাঁপড় খাওয়া কমিয়েছে। ফলে বিক্রি এক হাজার টাকায় নেমে এসেছে। শিশুমেলা এলাকা, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
৩ / ১৭
খুলনার কিছু এলাকায় এখনো ঘোড়ার গাড়িতে করে মালামাল পরিবহন করতে দেখা যায়। কপিলমুনি বাজার, পাইকগাছা, খুলনা, ২৪ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
খুলনার কিছু এলাকায় এখনো ঘোড়ার গাড়িতে করে মালামাল পরিবহন করতে দেখা যায়। কপিলমুনি বাজার, পাইকগাছা, খুলনা, ২৪ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
কয়েক দিনের ভারী বৃষ্টিতে গুলশান লেকের পানি বেড়ে যায়। এতে তলিয়ে গেছে কড়াইল বস্তির বউ বাজার এলাকার লেক পাড়ের ঘরবাড়ি। ঢাকা, ২৩ জুলাই। ছবি: দীপু মালাকার
কয়েক দিনের ভারী বৃষ্টিতে গুলশান লেকের পানি বেড়ে যায়। এতে তলিয়ে গেছে কড়াইল বস্তির বউ বাজার এলাকার লেক পাড়ের ঘরবাড়ি। ঢাকা, ২৩ জুলাই। ছবি: দীপু মালাকার
৫ / ১৭
করোনায় ব্যবসায় মন্দা। তাই মালামাল বিক্রি করে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যাবেন দোকানি। এ জন্য বিজ্ঞাপন সেঁটেছেন। তেজকুনি পাড়া, ঢাকা ২৩ জুলাই। ছবি: সাবিনা ইয়াসমিন।
করোনায় ব্যবসায় মন্দা। তাই মালামাল বিক্রি করে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যাবেন দোকানি। এ জন্য বিজ্ঞাপন সেঁটেছেন। তেজকুনি পাড়া, ঢাকা ২৩ জুলাই। ছবি: সাবিনা ইয়াসমিন।
৬ / ১৭
জুরং বার্ড পার্কে নিজেদের বেষ্টনীতে খাবার খাচ্ছে ফ্লেমিঙ্গো পাখি। সিঙ্গাপুর, ২৪ জুলাই। ছবি: এএফপি
জুরং বার্ড পার্কে নিজেদের বেষ্টনীতে খাবার খাচ্ছে ফ্লেমিঙ্গো পাখি। সিঙ্গাপুর, ২৪ জুলাই। ছবি: এএফপি
৭ / ১৭
খুলনা শহরের রূপসা উপজেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ খেয়া পার হয়। পারাপারের সময় মানা হয় না স্বাস্থ্যবিধি। রূপসা ঘাট, খুলনা, ২৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
খুলনা শহরের রূপসা উপজেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ খেয়া পার হয়। পারাপারের সময় মানা হয় না স্বাস্থ্যবিধি। রূপসা ঘাট, খুলনা, ২৩ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৭
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানির গরু। পোস্তগোলা, ঢাকা, ২৩ জুলাই। ছবি: তানভীর আহাম্মেদ
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানির গরু। পোস্তগোলা, ঢাকা, ২৩ জুলাই। ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ১৭
যাত্রীর অপেক্ষায় ট্যাক্সির পেছনের অংশে বসে আছেন চালক মো. করিম শেখ। করোনার কারণে যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়েছে। গতকাল সকালে ঢাকা শিশু হাসপাতালের সামনে।  ছবি: সাবিনা ইয়াসমিন
যাত্রীর অপেক্ষায় ট্যাক্সির পেছনের অংশে বসে আছেন চালক মো. করিম শেখ। করোনার কারণে যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়েছে। গতকাল সকালে ঢাকা শিশু হাসপাতালের সামনে। ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১৭
ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিন। কিন্তু এর মধ্যেও থেমে নেই জীবন। এই মহামারির কালেই সেখানে সুইমিংপুল তৈরি করেছেন মোহাম্মদ আল-খাতিব। গরম থেক স্বস্তি পেতে সেখানে আনন্দে মেতেছে শিশু ও তার আত্মীয়রা। গত বুধবার পশ্চিম তীরে।  ছবি: রয়টার্স
ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিন। কিন্তু এর মধ্যেও থেমে নেই জীবন। এই মহামারির কালেই সেখানে সুইমিংপুল তৈরি করেছেন মোহাম্মদ আল-খাতিব। গরম থেক স্বস্তি পেতে সেখানে আনন্দে মেতেছে শিশু ও তার আত্মীয়রা। গত বুধবার পশ্চিম তীরে। ছবি: রয়টার্স
১১ / ১৭
নসিমনে গ্রামে ঘুরে ঘুরে খড় বিক্রি করেন তিনি। প্রতি আঁটি খড় ৩ টাকা ৫০ পয়সা। মূলত গবাদিপশুর খাবার হিসেবে খড় বিক্রি হয়। কেউ কেউ ঘরের ছাউনির জন্য খড় কেনেন। কপিলমুনি বাজার, পাইকগাছা, খুলনা, ২৪ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
নসিমনে গ্রামে ঘুরে ঘুরে খড় বিক্রি করেন তিনি। প্রতি আঁটি খড় ৩ টাকা ৫০ পয়সা। মূলত গবাদিপশুর খাবার হিসেবে খড় বিক্রি হয়। কেউ কেউ ঘরের ছাউনির জন্য খড় কেনেন। কপিলমুনি বাজার, পাইকগাছা, খুলনা, ২৪ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৭
যমুনা নদীর কালাচর থেকে নৌকায় করে গরু আনা হচ্ছে। বিক্রির জন্য গরুগুলো ধুনট উপজেলার হাঁসোখালী হাটে নেওয়া হবে। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ জুলাই। ছবি: সোয়েল রানা
যমুনা নদীর কালাচর থেকে নৌকায় করে গরু আনা হচ্ছে। বিক্রির জন্য গরুগুলো ধুনট উপজেলার হাঁসোখালী হাটে নেওয়া হবে। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ জুলাই। ছবি: সোয়েল রানা
১৩ / ১৭
চট্টগ্রামের ফিশারী ঘাটে মাছের স্তূপ। ফিশারী ঘাট, চট্টগ্রাম, ২৪ জুলাই। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের ফিশারী ঘাটে মাছের স্তূপ। ফিশারী ঘাট, চট্টগ্রাম, ২৪ জুলাই। ছবি: জুয়েল শীল
১৪ / ১৭
সড়কে যানবাহন থামিয়ে হাতি দিয়ে চাঁদা তুলছেন মাহুত। জোড়গাছা এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ জুলাই। ছবি: সোয়েল রানা
সড়কে যানবাহন থামিয়ে হাতি দিয়ে চাঁদা তুলছেন মাহুত। জোড়গাছা এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ জুলাই। ছবি: সোয়েল রানা
১৫ / ১৭
ক্রেতা নেই তাই অলস সময় পার করছেন সাথী। করোনার প্রাদুর্ভাবের আগে দিনে গড়পড়তা ২ হাজার ৫০০ টাকার পণ্য বিক্রি করতেন। এখন তা ৩০০ টাকায় নেমে এসেছে। ঢাকা শিশু হাসপাতালের সামনে, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
ক্রেতা নেই তাই অলস সময় পার করছেন সাথী। করোনার প্রাদুর্ভাবের আগে দিনে গড়পড়তা ২ হাজার ৫০০ টাকার পণ্য বিক্রি করতেন। এখন তা ৩০০ টাকায় নেমে এসেছে। ঢাকা শিশু হাসপাতালের সামনে, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
১৬ / ১৭
করোনার প্রাদুর্ভাবের কারণে জুতা বিক্রেতা জয়নাল তালুকদার প্রতিদিন লোকসান গুনছেন। বেশির ভাগ দিন তাঁকে শূন্য হাতে বাসায় ফিরতে হচ্ছে। শিশুমেলা এলাকা, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
করোনার প্রাদুর্ভাবের কারণে জুতা বিক্রেতা জয়নাল তালুকদার প্রতিদিন লোকসান গুনছেন। বেশির ভাগ দিন তাঁকে শূন্য হাতে বাসায় ফিরতে হচ্ছে। শিশুমেলা এলাকা, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
১৭ / ১৭
সামনে ঈদ। করোনাভাইরাসের কারণে অন্য বারের মতো হাঁকডাক নেই, তাই বিপাকে আবদুল হান্নান। পশু কাটার সরঞ্জাম ধার দিয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর আয় মাত্র দেড় শ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
সামনে ঈদ। করোনাভাইরাসের কারণে অন্য বারের মতো হাঁকডাক নেই, তাই বিপাকে আবদুল হান্নান। পশু কাটার সরঞ্জাম ধার দিয়ে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর আয় মাত্র দেড় শ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম