এক ঝলক (০৬ আগস্ট, ২০২০)

১ / ১২
ঘাসবন থেকে বল উদ্ধার করে ফিরছে বালক। বান্দ রোড, বরিশাল নগর, ৬ আগস্ট। ছবি: সাইয়ান
ঘাসবন থেকে বল উদ্ধার করে ফিরছে বালক। বান্দ রোড, বরিশাল নগর, ৬ আগস্ট। ছবি: সাইয়ান
২ / ১২
বিনোদনকেন্দ্রগুলো করোনার কারণে বন্ধ। তাই ঈদের পর তিস্তা নদীতে দর্শনার্থীদের আনন্দভ্রমণ। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৫ আগস্ট। ছবি: মঈনুল ইসলাম
বিনোদনকেন্দ্রগুলো করোনার কারণে বন্ধ। তাই ঈদের পর তিস্তা নদীতে দর্শনার্থীদের আনন্দভ্রমণ। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৫ আগস্ট। ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
তিস্তা নদীর ভাঙনে শতাধিক পরিবার অসহায়। সড়কে ঘরবাড়ির অংশ ও আসবাব রেখে তারা দিনাতিপাত করছে। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ৫ আগস্ট। ছবি: মঈনুল ইসলাম
তিস্তা নদীর ভাঙনে শতাধিক পরিবার অসহায়। সড়কে ঘরবাড়ির অংশ ও আসবাব রেখে তারা দিনাতিপাত করছে। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ৫ আগস্ট। ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
মাঠঘাট পেরিয়ে ছুটে চলেছে ট্রেন। কোরবানির ঈদ শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছেন লোকজন। লোকোশেড, ঈশ্বরদী, পাবনা, ৫ আগস্ট। ছবি: হাসান মাহমুদ
মাঠঘাট পেরিয়ে ছুটে চলেছে ট্রেন। কোরবানির ঈদ শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছেন লোকজন। লোকোশেড, ঈশ্বরদী, পাবনা, ৫ আগস্ট। ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
মেঠো পথে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা । রশিদপুর, সোনাতলা, বগুড়া, ৫ আগস্ট । ছবি: সোয়েল রানা
মেঠো পথে ঘুড়ি ওড়াচ্ছে শিশুরা । রশিদপুর, সোনাতলা, বগুড়া, ৫ আগস্ট । ছবি: সোয়েল রানা
৬ / ১২
করোনার প্রভাবে ঈদের ছুটিতেও বন্ধ রাজধানীর সব পার্ক ও বিনোদনকেন্দ্র। প্রবেশ শিথিলতার কারণে অন্যতম ভরসা সোহরাওয়ার্দী উদ্যান। সেখানেই বাবার সঙ্গে খেলায় মেতেছে এক শিশু। গতকাল বিকেলে।  ছবি: সাইফুল ইসলাম
করোনার প্রভাবে ঈদের ছুটিতেও বন্ধ রাজধানীর সব পার্ক ও বিনোদনকেন্দ্র। প্রবেশ শিথিলতার কারণে অন্যতম ভরসা সোহরাওয়ার্দী উদ্যান। সেখানেই বাবার সঙ্গে খেলায় মেতেছে এক শিশু। গতকাল বিকেলে। ছবি: সাইফুল ইসলাম
৭ / ১২
ভয়াবহ বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধার করছে উদ্ধারকারী দল। গত মঙ্গলবার লেবাননের বৈরুতের একটি বন্দরে।  ছবি: রয়টার্স
ভয়াবহ বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের উদ্ধার করছে উদ্ধারকারী দল। গত মঙ্গলবার লেবাননের বৈরুতের একটি বন্দরে। ছবি: রয়টার্স
৮ / ১২
করোনার সংক্রমণের শুরুর দিকে নগরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য স্থাপন করা হয়েছিল বেসিন। কিন্তু ২ মাস যেতে না যেতে এসব বেসিন এখন পড়ে আছে অকেজো হয়ে। আবার কোথাও কোথাও সেখানে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা জন্মানোর ঝুঁকি বাড়ছে। নিউ মার্কেট এলাকা, চট্টগ্রাম নগর, ৫ আগস্ট। ছবি: সৌরভ দাশ
করোনার সংক্রমণের শুরুর দিকে নগরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য স্থাপন করা হয়েছিল বেসিন। কিন্তু ২ মাস যেতে না যেতে এসব বেসিন এখন পড়ে আছে অকেজো হয়ে। আবার কোথাও কোথাও সেখানে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা জন্মানোর ঝুঁকি বাড়ছে। নিউ মার্কেট এলাকা, চট্টগ্রাম নগর, ৫ আগস্ট। ছবি: সৌরভ দাশ
৯ / ১২
তীব্র স্রোতে শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীর গর্ভে বিলীন। ফেরিঘাটের সংস্কারকাজ করছেন বিআইডব্লিউটিএর শ্রমিকেরা। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
তীব্র স্রোতে শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীর গর্ভে বিলীন। ফেরিঘাটের সংস্কারকাজ করছেন বিআইডব্লিউটিএর শ্রমিকেরা। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
১০ / ১২
ঢাকায় বিক্রির জন্য ট্রাকে কলা তোলা হচ্ছে। প্রতি কাঁদি কলা পাইকারিতে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চন্ডিহারা, শিবগঞ্জ, বগুড়া, ৬ আগস্ট। ছবি: সোয়েল রানা
ঢাকায় বিক্রির জন্য ট্রাকে কলা তোলা হচ্ছে। প্রতি কাঁদি কলা পাইকারিতে ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। চন্ডিহারা, শিবগঞ্জ, বগুড়া, ৬ আগস্ট। ছবি: সোয়েল রানা
১১ / ১২
শিমুলিয়া ৪ নং ফেরিঘাটে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলার কাজ চলছে। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
শিমুলিয়া ৪ নং ফেরিঘাটে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলার কাজ চলছে। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
১২ / ১২
শিমুলিয়া ৪ নং ফেরিঘাট বালুর বস্তা ( জিও ব্যাগ) ফেলার কাজ চলছে। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ৬ আগস্ট। ছবি: দীপু মালাকার
শিমুলিয়া ৪ নং ফেরিঘাট বালুর বস্তা ( জিও ব্যাগ) ফেলার কাজ চলছে। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ৬ আগস্ট। ছবি: দীপু মালাকার