এক ঝলক (১০ আগস্ট, ২০২০)

১ / ১৯
শরীরের পরিচর্যায় মগ্ন হাঁসগুলো। জামুন্না, শাজাহানপুর, বগুড়া, ৯ আগস্ট । ছবি: সোয়েল রানা
শরীরের পরিচর্যায় মগ্ন হাঁসগুলো। জামুন্না, শাজাহানপুর, বগুড়া, ৯ আগস্ট । ছবি: সোয়েল রানা
২ / ১৯
সবুজ আমন ধানে ভরা খেত। মাঝের একটুকরো জমিতে মরিচের আবাদ করেছেন কৃষকেরা। খাদাশ গ্রাম, শাজাহানপুর, বগুড়া , ৯ আগস্ট। ছবি: সোয়েল রানা
সবুজ আমন ধানে ভরা খেত। মাঝের একটুকরো জমিতে মরিচের আবাদ করেছেন কৃষকেরা। খাদাশ গ্রাম, শাজাহানপুর, বগুড়া , ৯ আগস্ট। ছবি: সোয়েল রানা
৩ / ১৯
গাছে সবুজ–সতেজ চালতা। নৈহাটি, রূপসা উপজেলা, খুলনা, ৯ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
গাছে সবুজ–সতেজ চালতা। নৈহাটি, রূপসা উপজেলা, খুলনা, ৯ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
রাজধানীর বেশির ভাগ সড়ক সাইকেল চলাচলের উপোযোগী নয়। আগারগাঁওয়ে নতুন সড়কে সাইকেল লেন রাখা হয়েছে। সেই লেনেও ভ্রাম্যমাণ দোকানসহ নানা প্রতিবন্ধকতা। আগারগাঁও, ঢাকা, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকার
রাজধানীর বেশির ভাগ সড়ক সাইকেল চলাচলের উপোযোগী নয়। আগারগাঁওয়ে নতুন সড়কে সাইকেল লেন রাখা হয়েছে। সেই লেনেও ভ্রাম্যমাণ দোকানসহ নানা প্রতিবন্ধকতা। আগারগাঁও, ঢাকা, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকার
৫ / ১৯
সামনেই পদচারী সেতু। কিন্তু তা সত্ত্বেও শিশু কোলে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ব্যস্ত সড়ক পারাপার। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকার
সামনেই পদচারী সেতু। কিন্তু তা সত্ত্বেও শিশু কোলে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ব্যস্ত সড়ক পারাপার। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ৯ আগস্ট। ছবি: দীপু মালাকার
৬ / ১৯
সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করছেন এক নারী সার্জেন্ট। কলেজ গেট, ঢাকা, ৯ আগস্ট। ছবি: সাবিনা ইয়াসমিন
সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করছেন এক নারী সার্জেন্ট। কলেজ গেট, ঢাকা, ৯ আগস্ট। ছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ১৯
দুই শিশুসহ চার আরোহী ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলে চেপে গন্তব্যে যাচ্ছে। শ্যামলী, ঢাকা, ৯ আগস্ট। ছবি: সাবিনা ইয়াসমিন
দুই শিশুসহ চার আরোহী ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলে চেপে গন্তব্যে যাচ্ছে। শ্যামলী, ঢাকা, ৯ আগস্ট। ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৯
মাছের আড়তে পানির প্রয়োজন হয়। সেই পানির জোগান দেয় শিশুরা। তারা নদী থেকে পানি সংগ্রহ করে প্রতি জার বিক্রি করে ২ টাকা করে। কাজীরবাজার, সিলেট, ১০ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
মাছের আড়তে পানির প্রয়োজন হয়। সেই পানির জোগান দেয় শিশুরা। তারা নদী থেকে পানি সংগ্রহ করে প্রতি জার বিক্রি করে ২ টাকা করে। কাজীরবাজার, সিলেট, ১০ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
সাতসকালে মাছের আড়তে মাছ বিক্রির জন্য এসেছেন ব্যবসায়ীরা। চলছে মাছ বাছাইয়ের কাজ। কাজীরবাজার, সিলেট, ১০ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
সাতসকালে মাছের আড়তে মাছ বিক্রির জন্য এসেছেন ব্যবসায়ীরা। চলছে মাছ বাছাইয়ের কাজ। কাজীরবাজার, সিলেট, ১০ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৯
বন্যা-করোনা দুর্যোগে অসহায় মানুষের খাদ্য-চিকিৎসা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১০ আগস্ট। ছবি: ছবি সাবিনা ইয়াসমিন
বন্যা-করোনা দুর্যোগে অসহায় মানুষের খাদ্য-চিকিৎসা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে প্রতিবাদী মানববন্ধন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১০ আগস্ট। ছবি: ছবি সাবিনা ইয়াসমিন
১১ / ১৯
প্রচণ্ড গরমে টিকতে না পেরে শরীর জুড়াতে পানিতে নেমেছে মহিষগুলো। ফতেহপুর, গোয়াইনঘাট, সিলেট, ৯ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড গরমে টিকতে না পেরে শরীর জুড়াতে পানিতে নেমেছে মহিষগুলো। ফতেহপুর, গোয়াইনঘাট, সিলেট, ৯ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৯
সেতুর বিভাজকে ঘুমিয়ে আছে দুই সুবিধাবঞ্চিত শিশু। ঘুমের ঘোরে ঘটে যেতে পারে দুর্ঘটনা। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ১০ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
সেতুর বিভাজকে ঘুমিয়ে আছে দুই সুবিধাবঞ্চিত শিশু। ঘুমের ঘোরে ঘটে যেতে পারে দুর্ঘটনা। কাজীরবাজার ব্রিজ, সিলেট, ১০ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৯
রাজধানীর বাবু বাজার সেতুর নিচে বসেছেন বিভিন্ন মানের মাস্ক, হ্যান্ড গ্লাভস পাইকারি বিক্রির দোকানদারেরা। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। বাবু বাজার, ঢাকা, ১০ আগস্ট। ছবি: দীপু মালাকার
রাজধানীর বাবু বাজার সেতুর নিচে বসেছেন বিভিন্ন মানের মাস্ক, হ্যান্ড গ্লাভস পাইকারি বিক্রির দোকানদারেরা। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। বাবু বাজার, ঢাকা, ১০ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৪ / ১৯
পুরান ঢাকার মিটফোর্ড রোড এলাকার একটি সরু গলিতে রাসায়নিক দ্রব্য নামানোর কাজ করছেন এক শ্রমিক। পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, তাঁরা রাসায়নিক দ্রব্যের সঙ্গে নয় বরং মৃত্যুকূপের মধ্যেই বসবাস করছেন। ২০১০ সালের নীমতলি ট্র্যাজেডি ও ২০১৯ সালে চুড়িহাট্টায় ভয়াবহ দুর্ঘটনার পর দাবি ওঠে, পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা থেকে এসব প্রাণঘাতী কেমিক্যাল কারখানা আর গুদাম সরিয়ে নেওয়ার। আরমানিটোলা স্ট্রিট, ঢাকা, ১০ আগস্ট। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার মিটফোর্ড রোড এলাকার একটি সরু গলিতে রাসায়নিক দ্রব্য নামানোর কাজ করছেন এক শ্রমিক। পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, তাঁরা রাসায়নিক দ্রব্যের সঙ্গে নয় বরং মৃত্যুকূপের মধ্যেই বসবাস করছেন। ২০১০ সালের নীমতলি ট্র্যাজেডি ও ২০১৯ সালে চুড়িহাট্টায় ভয়াবহ দুর্ঘটনার পর দাবি ওঠে, পুরান ঢাকার ঘিঞ্জি এলাকা থেকে এসব প্রাণঘাতী কেমিক্যাল কারখানা আর গুদাম সরিয়ে নেওয়ার। আরমানিটোলা স্ট্রিট, ঢাকা, ১০ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৫ / ১৯
বুড়িগঙ্গা নদীর পানি বেড়েছে। বন্যায় পানির চাপে ভেঙে গেছে ল্যান্ডিং স্টেশন থেকে পল্টুনের একটি সংযোগ সেতু। পণ্যবাহী জাহাজ থেকে মালামাল পারাপার তাই সাময়িক বন্ধ রয়েছে। গাবতলী, আমিনবাজার, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
বুড়িগঙ্গা নদীর পানি বেড়েছে। বন্যায় পানির চাপে ভেঙে গেছে ল্যান্ডিং স্টেশন থেকে পল্টুনের একটি সংযোগ সেতু। পণ্যবাহী জাহাজ থেকে মালামাল পারাপার তাই সাময়িক বন্ধ রয়েছে। গাবতলী, আমিনবাজার, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৯
বন্যার পানিতে নদীর তীরে রাখা ট্রাক ও বুলডোজারগুলোর কিছু অংশ তলিয়ে গেছে। গাবতলী, আমিন বাজার, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
বন্যার পানিতে নদীর তীরে রাখা ট্রাক ও বুলডোজারগুলোর কিছু অংশ তলিয়ে গেছে। গাবতলী, আমিন বাজার, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
১৭ / ১৯
বন্যার পানিতে ডুবে গেছে ঢাকার আশপাশের নিম্নাঞ্চল। উত্তর বাহেরচর এলাকার মানুষ এখনো পানিবন্দী। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। কেরানীগঞ্জের, তারানগর, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
বন্যার পানিতে ডুবে গেছে ঢাকার আশপাশের নিম্নাঞ্চল। উত্তর বাহেরচর এলাকার মানুষ এখনো পানিবন্দী। প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। কেরানীগঞ্জের, তারানগর, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
১৮ / ১৯
চারদিকে বন্যার পানিতে থইথই। শিফার স্কুল বন্ধ। থালাবাসন ধুয়ে মায়ের কাজের সাহায্য করে থাকে সে। কেরানীগঞ্জ, তারানগর, উত্তর বাহেরচর, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
চারদিকে বন্যার পানিতে থইথই। শিফার স্কুল বন্ধ। থালাবাসন ধুয়ে মায়ের কাজের সাহায্য করে থাকে সে। কেরানীগঞ্জ, তারানগর, উত্তর বাহেরচর, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
১৯ / ১৯
বন্যার পানিতে টিউবওয়েল ডুবে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দেয়। তাই প্রতিদিন এভাবেই ভেলায় চড়ে খাবার পানি সংগ্রহ করতে হয় ইয়াসমিনকে। কেরানীগঞ্জ, তারানগর, উত্তর বাহেরচর, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম
বন্যার পানিতে টিউবওয়েল ডুবে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দেয়। তাই প্রতিদিন এভাবেই ভেলায় চড়ে খাবার পানি সংগ্রহ করতে হয় ইয়াসমিনকে। কেরানীগঞ্জ, তারানগর, উত্তর বাহেরচর, ১০ আগস্ট। ছবি: আশরাফুল আলম