একঝলক (১২ এপ্রিল, ২০২২)

১ / ১৫
পাহাড়ে শুরু হয়েছে বৈসাবি। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ আয়োজন করেছে এক বর্ণাঢ্য শোভাযাত্রার। শোভাযাত্রায় পাখা দিয়ে সেজেছেন মারমা তরুণীরা। নারানখাইয়া এলাকা থেকে তোলা, খাগড়াছড়ি। ১২ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
২ / ১৫
সারিবদ্ধভাবে ফুল নিয়ে মাইনী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশে পূজা দিতে যাচ্ছেন চাকমা মেয়েরা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুপাড়া, খাগড়াছড়ি। ১২ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক এক শিক্ষার্থীকে বের করে দিয়েছেন হলের ছাত্রলীগ সভাপতি। শের-ই-বাংলা ফজলুল হক হলের ১২৯ নম্বর কক্ষের সামনে শিক্ষার্থীর বেডিংপত্র ফেলে দেওয়া হয়। ১২ এপ্রিল
ছবি: শফিকুল ইসলাম
৪ / ১৫
বিজুর পাজন (পাঁচমিশালি সবজির রান্না)। পাজনের উপকরণ কিনতে রাঙামাটি শহরের বনরূপার কাঁচাবাজারে ভিড় করেছেন ক্রেতারা। ১২ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৫
ব্রহ্মপুত্র নদ খনন করে সেই বালু রাখা হচ্ছে নদেই, বর্ষার পানিতে আবার এ বালু নেমে যাবে নদে, এ খননের সুফল নিয়ে সন্দেহ সাধারণ মানুষের। ময়মনসিংহ নগরের থানার ঘাট এলাকায়। ১২ এপ্রিল
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১৫
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মহন্তের মুরায় খননকাজ শুরু। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মো. শাহীন বলেন, এ যাবৎ খননের পর যেসব প্রত্ন নিদর্শন পাওয়া গেছে, তাতে আশা করছেন, বড় ধরনের সভ্যতার নিদর্শন পাওয়া যেতে পারে। ১২ এপ্রিল
ছবি: এম সাদেক
৭ / ১৫
ধান মাড়াইয়ের পর বাতাসে ধান ঝেড়ে নিচ্ছেন এক কিষানি। চরচরিকান্দি, সিলেট ১২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
ঈশ্বরদীর নামকরা বেনারসিশিল্প দিন দিন মুখ থুবড়ে পড়েছে। নানা প্রতিকূলতা পেরিয়ে মাত্র চারটি কারখানা চলছে। ঈদের আগে সামান্য কিছু কাজের অর্ডার পেয়ে বেনারসি তৈরিতে ব্যস্ত কারিগরেরা। ফতেমোহাম্মদপুর, ঈশ্বরদী, ১২ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৯ / ১৫
এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে চুরি-ফিতা বিক্রি করছেন বিক্রেতা সুলাইমান সেক। এতে প্রতিদিন তাঁর ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়। চরটেপরা কান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ১২ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৫
সামনেই পয়লা বৈশাখ। হালখাতা উপলক্ষে রাস্তার ধারের এক বিক্রেতার কাছ থেকে টালি খাতা কিনছেন এক ব্যবসায়ী। আকার আর মানভেদে ১০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে এসব টালি খাতা। কাঠপট্টি রোড, বরিশাল নগর, ১২ এপ্রিল
ছবি: সাইয়ান
১১ / ১৫
উজান থেকে নেমে আসা ঢল ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিলে আবাদ করা বোরো ধান। তাই অনেক কৃষক কাঁচাপাকা ধান কেটে ফেলছেন। মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর, ১২ এপ্রিল। মঙ্গলবার, ১২ এপ্রিল
ছবি: মাসুদ রানা
১২ / ১৫
আমগাছের কেটে ফেলা ডালে থোকায় থোকায় আম ধরেছে। চক লোকমান এলাকা, বগুড়া শহর, ১২ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৩ / ১৫
খুলনা বিশ্ববিদ্যালয়ে জোরেশোরে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা মিলে তৈরি করছেন বিভিন্ন রঙের মুখোশ, ঘোড়াসহ নানান জিনিস। খুলনা বিশ্ববিদ্যালয়, ১২ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৫
মানসম্মত তুলার জন্য শিমুল তুলা বিখ্যাত। চৈতালি হাওয়ায় তুলাগুলো মেঘের সঙ্গে মিতালি করছে। রত্নবতী এলাকা, আমড়াতলী, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১২ এপ্রিল
ছবি: এম সাদেক
১৫ / ১৫
চৈত্রের ভ্যাপসা গরমে ক্লান্ত হয়ে ফুটপাত লাগোয়া দেয়ালের ওপর ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। চৌহাট্টা, সিলেট, ১২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ