শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরের চৌহাট্টা এলাকায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। সিলেট, ১৪ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
২ / ২১
নিলামে বিক্রির পর দীর্ঘদিন স্টেশনে পড়ে থাকা রেলের পুরোনো বগি ও ইঞ্জিন কেটে অপসারণ করা হচ্ছে। ময়মনসিংহ রেলস্টেশন, ১৩ ডিসেম্বরছবি: আনোয়ার হোসেন
৩ / ২১
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও শ্রদ্ধা জানান। ময়মনসিংহ নগরের থানার ঘাট এলাকা, ১৪ ডিসেম্বরছবি: আনোয়ার হোসেন
৪ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরের দমদমা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন। দমদমা, রংপুরছবি: মঈনুল ইসলাম
৫ / ২১
বিজয়ের মাসে পতাকা বিক্রি করছেন একজন। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীপাড়ের মুক্তমঞ্চ এলাকা। ১৪ ডিসেম্বরছবি: তাফসিলুল আজিজ
৬ / ২১
অগ্রহায়ণের কুয়াশাচ্ছন্ন এক সকাল। কানিকাটা রেললাইন এলাকা, কিশোরগঞ্জ, ১৪ ডিসেম্বরছবি: তাফসিলুল আজিজ
৭ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষছবি: আশরাফুল আলম
৮ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২১
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বিআইআরএস নামের একটি প্লাস্টিকের থালা নির্মাণ কারখানায় আগুন লাগে। আগুনে পাঁচজন মারা গেছেন। তাঁদের সবাই একটি কক্ষে আটকা পড়েছিলেন। ১৪ ডিসেম্বরছবি: প্রথম আলো
১০ / ২১
শীতের এই সময়ে কমেছে খাল-বিলের পানি। শুকিয়ে যাওয়া খালের এক পাশে পড়ে আছে নৌকা। খালে জমে থাকা অল্প পানিতে নেমেছে হাঁসগুলো। পুটামারা খাল, সদর উপজেলা, সিলেট, ১৩ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১১ / ২১
জুমের পাকা বেগুন বিক্রির জন্য সড়কের পাশে বসেছেন এক চাষি। সাজেক রুইলুই গাড়ি পাড়া, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৩ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২১
প্রায় ৫ হাজার পর্যটক রাত যাপনের ব্যবস্থা রয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায়। ১৬ ডিসেম্বর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩ দিনের ছুটিতে পর্যটকেরা ভিড় করতে পারেন এ এলাকায়। এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসা–সংশ্লিষ্ট ব্যক্তিদের। সাজেক রুইলুই গাড়ি পাড়া, বাঘাইছড়ি, রাঙামাটি, ১৩ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২১
বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। সাভার, ১৪ ডিসেম্বরছবি: শামসুজ্জামান
১৪ / ২১
নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। টিসিবির পণ্যের কোনো গাড়ি দেখলেই উপচে পড়ে মানুষের ভিড়। নিমতলা, হবিগঞ্জ শহর, ১৪ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৫ / ২১
বিজয় দিবস উপলক্ষে বিক্রির জন্য পতাকা তৈরি করছেন কারিগরেরা। রায়েরবাগ, ঢাকা, ১৪ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ২১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার স্বেচ্ছায় রক্তদানকারী সামাজিক সংগঠন আত্মীয়। দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে মানবিক এই কাজটি করে যাচ্ছে সংগঠনের সদস্যরাছবি: প্রথম আলো
১৭ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতীকী গণকবরে পুষ্পমাল্য অর্পণ। স্বাধীনতা চত্বর, ফরিদপুর শহর, ১৪ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১৮ / ২১
অবৈধ যানবাহনের চাপে মাঝেমধ্যেই শহরে চলাচল করা যানবাহনের গতি থেমে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে ভোগান্তি বাড়ে শহরবাসীর। সাতমাথা, বগুড়া শহর, ১৪ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৯ / ২১
চাঁদপুরে বিজয় দিবসে ভিক্ষা না করার শর্তে ১০ জনকে পুনর্বাসিত করেন জেলা প্রশাসক। চাঁদপুর, ১৪ ডিসেম্বরছবি: আলম পলাশ
২০ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে প্রদীপ প্রজ্বালন করেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা। ঢাকা, ১৪ ডিসেম্বরছবি: দীপু মালাকার
২১ / ২১
শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ঢাকা, ১৪ ডিসেম্বরছবি: দীপু মালাকার