একঝলক (১৭ জুন ২০২২)

১ / ১৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদের পানির প্রবল তোড়ে বেড়িবাঁধের একাংশ ভেঙে গেছে। রামেরকুড়া, ঝিনাইগাতী, শেরপুর, ১৭ জুন
ছবি: দেবাশীষ সাহা রায়
২ / ১৬
পূর্ণিমার প্রভাবে জোয়ারের উচ্চতা বেড়ে উপকূলীয় জেলা ভোলার চরাঞ্চল ও বাঁধের বাইরে বসবাস করা মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। শিবপুর, ভোলা, ১৭ জুন
ছবি: নেয়ামতউল্যাহ
৩ / ১৬
ভারতের বিজেপির দুই নেতার হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে আজ শুক্রবার জুমার পর রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ জুন
ছবি: এম রাশেদুল হক
৪ / ১৬
বৃষ্টিতে বেকিনগর-থৈরখোলা সড়ক বেহাল। বেকিনগর সরকারবাড়ি, দাউদকান্দি, কুমিল্লা, ১৭ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৬
টানা ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়কে জমেছে পানি, ঢুকেছে অনেক বাসাবাড়িতে। ঘরের মেঝেতে পানি প্রবেশ করায় অনেক পরিবার পড়েছে বিপাকে। মাসকান্দা, ময়মনসিংহ, ১৭ জুন
ছবি: আনোয়ার হোসেন
৬ / ১৬
বর্ষায় ছোট মাছ ধরার চাঁইয়ের চাহিদা বাড়ে। গাড়ি ভর্তি করে বাজারে বিক্রির জন্য চাঁই নিয়ে যাচ্ছেন এক কারিগর। বকশিমূল, তারাকান্দা, ময়মনসিংহ, ১৭ জুন
ছবি: আনোয়ার হোসেন
৭ / ১৬
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার সেতু এলাকায় ধরলা নদীর পানি প্রবেশ করায় লোকজন নৌকায় চলাচল করছেন। কুড়িগ্রাম, ১৭ জুন
ছবি: প্রথম আলো
৮ / ১৬
বর্ষা আসছে, তাই বাবুই পাখিরা পুরোনো বাসা মেরামত ও নতুন বাসা বুনতে ব্যস্ত। ময়নামতি বৌদ্ধবিহার, কুমিল্লা, ১৭ জুন
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৬
বন্যা পরিস্থিতির কারণে সিলেট ও সুনামগঞ্জকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা এবং অবিলম্বে ত্রাণসহায়তার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৭ জুন, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৬
পদচারী-সেতু থাকার পরও ঝুঁকি নিয়ে সড়ক বিভাজকের ফাঁক গলে পারাপার হচ্ছেন পথচারীরা। নিউমার্কেট, ঢাকা, ১৭ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৬
সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। মেঘ জমে আকাশ কাল হয়ে এলে বেলা ২টা ৪০ মিনিটে বাতি জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহনগুলোকে। নিউমার্কেট, ঢাকা, ১৭ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৬
সকালে মুষলধারে হওয়া বৃষ্টিতে পুরান ঢাকার বিভিন্ন সড়কে সৃষ্ট হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে চলাচলকারীরা। কাজী আলাউদ্দিন রোড, বংশাল, ১৭ জুন
ছবি: দীপু মালাকার
১৩ / ১৬
শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ঢাকা, ১৭ জুন
ছবি: দীপু মালাকার
১৪ / ১৬
পুরুষ ছানারা দু-তিন বছর পর্যন্ত লালচে বা লালচে-বাদামি থাকে, তারপর একেবারে দুধসাদা রঙের হয়ে যায়। তাই নাম দুধরাজ। অঞ্চলভেদে এরা শাহ বুলবুল, সুলতান বুলবুল, লেজ ঝোলা, নন্দন পাখি প্রভৃতি নামেও পরিচিত। ইংরেজি নাম ‘এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার’। সুদৃশ্য লম্বা লেজ দুটি এদের শরীরের তুলনায় চার-পাঁচ গুণ বড়। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ১৭ জুন
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলার নদীবেষ্টিত ১৬৫ চরের নিম্নাঞ্চল ডুবতে শুরু করেছে। চরের মানুষ ঘরবাড়ি উঁচু জায়গায় সরিয়ে নিচ্ছে। সিধাই গ্রাম, গাইবান্ধা, ১৭ জুন
ছবি: প্রথম আলো
১৬ / ১৬
পড়ন্ত বেলায় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। পল্লীমঙ্গল এলাকা, বগুড়া সদর, ১৭ জুন
ছবি: সোয়েল রানা