পুরুষ ছানারা দু-তিন বছর পর্যন্ত লালচে বা লালচে-বাদামি থাকে, তারপর একেবারে দুধসাদা রঙের হয়ে যায়। তাই নাম দুধরাজ। অঞ্চলভেদে এরা শাহ বুলবুল, সুলতান বুলবুল, লেজ ঝোলা, নন্দন পাখি প্রভৃতি নামেও পরিচিত। ইংরেজি নাম ‘এশিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার’। সুদৃশ্য লম্বা লেজ দুটি এদের শরীরের তুলনায় চার-পাঁচ গুণ বড়। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ১৭ জুনছবি: হাসান মাহমুদ