একঝলক (১ মে ২০২২)

১ / ১৫
মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, মিছিলসহ নানা কর্মসূচি পালন করে সংগঠনগুলো। ঢাকা, ১ মে
ছবি: সাজিদ হোসেন
২ / ১৫
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতির অবস্থান। ঢাকা, ১ মে
ছবি: সাজিদ হোসেন
৩ / ১৫
ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে র‍্যাবের নিরাপত্তা মহড়া। ঢাকা, ১ মে
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৫
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করে। ঢাকা, ১ মে
ছবি: দীপু মালাকার
৫ / ১৫
ঈদের আগের দিন রাজধানীর ব্যস্ত সড়কগুলো প্রায় ফাঁকা। কাকরাইল, ১ মে
ছবি: দীপু মালাকার
৬ / ১৫
ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। মৌচাক মার্কেট, ১ মে
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
বন্ধুসভার পক্ষ থেকে নতুন রঙিন জামা পেয়ে খুশি জামিলা। নতুন বাজার স্বনির্ভর সড়ক এলাকা, পটুয়াখালী, ১ মে
ছবি: শংকর দাস
৮ / ১৫
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আজ রোববার সকালে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড চাপ বেড়ে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগের শিকার হন ঈদে ঘরমুখী যাত্রীরা। পাটুরিয়া ঘাট এলাকা, ১ মে
ছবি: আব্দুল মোমিন
৯ / ১৫
রংপুরে করোনার কারণে দুই বছর পর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ হবে। তাই চলছে প্রস্তুতি। রাধাবল্লভ, রংপুর। ১ মে
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা আবুল মাল আবদুল মুহিতের মরদেহ আজ রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সিলেট, ১ মে।
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে টমেটোর মৌসুম প্রায় শেষ পর্যায়ে। কৃষকেরা শেষ মুহূর্তে টমেটো তুলে বিক্রি করছেন। মাঝে টমেটোর দাম একেবারে কমে গেলেও এখন মোটামুটি ভালো দাম পাচ্ছেন তাঁরা। এখন প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা। গুলিয়াখালী এলাকায়, সীতাকুণ্ড, ১ মে
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১২ / ১৫
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে শেষ সময়ে যাত্রী ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আজ বেলা সাড়ে ১১টার দিকে এক নম্বর ফেরিঘাটের চিত্র। মুন্সিগঞ্জ, ১ মে
ছবি: প্রথম আলো
১৩ / ১৫
ঈদের নামাজ পড়তে চাই নতুন টুপি। তাই নানা রকমের টুপির পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। বিভিন্ন রকমের টুপি বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। নিউমার্কেট সড়ক, পাবনা, ১ মে।
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
গ্রীষ্মের প্রখর রোদে মাথায় ইট নিয়ে যাচ্ছেন কয়েক শ্রমিক। দীঘিনালার রত্ন মোহন মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ৩০ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
১৫ / ১৫
গাজীপুর মহানগরের ভোগরা এলাকায় জিএম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকেরা এপ্রিলের বেতন ও ঈদ বোনাস না পেয়ে গতকাল থেকে কারখানায় অবস্থান ধর্মঘট করছেন। গাজীপুর, ১ মে
ছবি: সংগৃহীত