একঝলক (২২ মে ২০২২)

১ / ১৮
কবি কাজী নজরুল ইসলাম প্রায় প্রতিদিন রানির দিঘির পাড় ভিক্টোরিয়া কলেজের সামনে কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে কবিতা-গানের আসর জমাতেন। কবির ১২৩ম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সিটি করপোরেশনের কর্মীরা স্মৃতিময় স্থানটি ধোয়া-মোছার কাজ করছেন। কুমিল্লা, ২২ মে
ছবি: এম সাদেক
২ / ১৮
নানা রঙের মুরগির ছানা বিক্রির জন্য পসরা সাজিয়েছেন এক বিক্রেতা। প্রতিটি ছানা বিক্রি করছেন ২০ টাকায়। মুরগির ছানা হাতে নিয়ে দেখছেন এক শিক্ষার্থী। সার্কিট হাউস ফটক, বগুড়া শহর, ২২ মে
ছবি: সোয়েল রানা
৩ / ১৮
তীক্ষ্ণ দৃষ্টিতে দীর্ঘ অপেক্ষার পর ছোঁ মেরে শিকার ধরে ফেলেছে এক মাছরাঙা। মালগ্রাম এলাকা, বগুড়া শহর, ২২ মে
ছবি: সোয়েল রানা
৪ / ১৮
সিলেট নগরে বন্যার পানি কমতে শুরু করলেও এখনো নিচু এলাকার সড়কগুলোয় পানি জমে আছে। শাহজালাল উপশহর এলাকা, ২২ মে
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
দূরদূরান্ত থেকে আনা বাঁশের তৈরি ঝুড়ি, ঝাঁকা, কুলা বিভিন্ন দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গোয়ালন্দ বাজার, রাজবাড়ী, ২২ মে
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৮
গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কের প্রায় অর্ধেকটা আটকে এভাবে মাড়াইকল বসিয়ে ধান ও ধনে মাড়াই করাসহ ধান-খড় শুকানো হচ্ছে। এতে সড়ক দিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৯ মে
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৮
পুকুরের মনোসেক্স তেলাপিয়ার পোনা ধরে পরীক্ষা করে দেখছেন মাছ চাষিরা। দশপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২২ মে
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ১৮
ডাঙায় জালভর্তি ডিঙি নৌকা। মাছ প্রজননের জন্য কাপ্তাই হ্রদে তিন মাসের বেশি মাছ শিকার বন্ধ থাকায় এভাবে জাল ফেলে রেখেছেন জেলেরা। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ২২ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৮
পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি থেকে আমানতের অর্থ দ্রুত ফেরত পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন আমানতকারীরা, ২২ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৮
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র হত্যা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। ২২ মে
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৮
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন হাজি মো. সেলিম। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিশেষ জজ আদালত, ঢাকা, ২২ মে
ছবি: দীপু মালাকার
১২ / ১৮
কুষ্টিয়ার খোকসায় কলেজশিক্ষার্থীকে হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। খোকসা বাসস্ট্যান্ড, কুষ্টিয়া, ২২ মে
ছবি: প্রথম আলো
১৩ / ১৮
বাঁশের তৈরি খাঁচার বেশ চাহিদা রয়েছে। ভ্যানগাড়িতে করে ঝুঁকি নিয়ে সেগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। লালবাগ, রংপুর, ২২ মে
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৮
সিমেন্ট তৈরির জন্য ফ্লাই অ্যাশ ভারত থেকে ট্রেনে এসেছে। কোনো সুরক্ষাসামগ্রী ব্যবহার ছাড়াই ফ্লাই অ্যাশের বস্তা ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ৫ নম্বর ঘাট, খুলনা, ২২ মে
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
বোরো ধান ঘরে তোলার মৌসুম চলছে। ধানমাড়াই শেষে গ্রামীণ সড়কে কুলার সাহায্যে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন দুই গৃহবধূ। গোয়ালকান্দি, ফরিদপুর, ২২ মে
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
২০২০-২১ শিক্ষাবর্ষ ও ১৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে নেচে–গেয়ে উৎসবে মাতেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাবনা, ২২ মে
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে নিম্ন আয়ের এক বেসরকারি কর্মজীবী পরিবার। বালিয়াহালট, পাবনা, ২২ মে
ছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
ঢাকা থেকে ট্রলারে খোলা সয়াবিন তেল আনা হয়েছে। এগুলো নেওয়া হবে খুলনার বিভিন্ন গোডাউনে। ৪ নম্বর ঘাট, খুলনা, ২২ মে
ছবি: সাদ্দাম হোসেন