বগুড়া-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এতে আসন্ন ঈদযাত্রায় বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। সেখানে এখনই থেমে থেমে চলছে যানবাহন। চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, বগুড়া, ২৫ এপ্রিলছবি: সোয়েল রানা
২ / ২১
সৈয়দপুর স্টেশনে ধানকাটা শ্রমিকেরা দক্ষিণাঞ্চলে যেতে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। সৈয়দপুর, ২৫ এপ্রিলছবি: প্রথম আলো
৩ / ২১
কয়েক দিন বাদেই ঈদ। বড় শপিং মলগুলোর মতো শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে ফুটপাতেও। নিউমার্কেট সড়ক, পাবনা, ২৫ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৪ / ২১
প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। রোদ থেকে বাঁচতে যে যাঁর মতো ছায়া খুঁজছেন। সবজিওয়ালা মাথায় পড়েছেন ছাতা। মুজগুন্নী, খুলনা, ২৫ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৫ / ২১
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ঘুরে দেখতে এসে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় আরাফাত হোসেন (১৭) নামের এক কিশোর। রাস্তায় পড়ে আছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ের পাশের রাস্তা, মিরসরাই, চট্টগ্রাম, ২৫ এপ্রিলছবি: ইকবাল হোসেন
৬ / ২১
সংস্কারকাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
৭ / ২১
প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ জনজীবন। রোদ থেকে বাঁচতে ট্রাকের নিচের ছায়ায় আশ্রয় নিয়েছেন একজন নারী তরমুজ বিক্রেতা। কদমতলা ফলপট্টি, খুলনা, ২৫ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
দেখে মনে হতে পারে ঘনকুয়াশায় আচ্ছন্ন। আসলে ধুলায় আচ্ছন্ন চারপাশ। সড়কের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। এতে দুর্ভোগ বেড়েছে। গোবিন্দগুনিয়া, কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়ক, ২৫ এপ্রিলছবি: তৌহিদী হাসান
৯ / ২১
বাঁশ ও বেত দিয়ে তাক (শেলফ) তৈরি করেছেন সুজিত চন্দ্র। শহরের রাস্তায় সেগুলো ফেরি করে বিক্রি করছেন। প্রতিটি তাকের দাম ২৫০ টাকা। হাকির মোড়, বগুড়া, ২৫ এপ্রিলছবি: সোয়েল রানা
১০ / ২১
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন আভা ফাউন্ডেশনের মাধ্যমে সবার জন্য নতুন জামা স্লোগানে দুস্থ শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে। রেলস্টেশন এলাকা, ময়মনসিংহ, ২৫ এপ্রিলছবি: আনোয়ার হোসেন
১১ / ২১
ঈদকে সামনে রেখে রেলওয়ের পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানায় ১১টি শপের শ্রমিকদের যেন দম ফেলার ফুরসত নেই। সেখানে ঈদ উপলক্ষে ট্রেনের কোচগুলোতে চলছে মেরামতের কাজ। পাহাড়তলী ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানা, চট্টগ্রাম, ২৪ এপ্রিলছবি: জুয়েল শীল
রাজধানী সেজে উঠছে কৃষ্ণচূড়া ফুলে। ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যানসংলগ্ন এলাকা, ঢাকা, ২৫ এপ্রিলছবি: মানসুরা হোসাইন
১৪ / ২১
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য ঝুমের ধান পাকার আগেই কাটা–মাড়াই করে খেতেই শুকিয়ে ঘরে তোলার জন্য তোড়জোড় চেষ্টা করছেন পাহাড়ের মানুষেরা। বোধিপুর গ্রাম, রাঙামাটি, ২৫ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২১
ঈদকে সামনে রেখে এবার মোটরসাইকেলের বিক্রি বেড়েছে। বিভিন্ন কোম্পানির মোটরসাইকেলের দাম প্রকারভেদে এক থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। কলেজ রোড, রংপুর, ২৫ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার বিক্রি হচ্ছে ২৯ এপ্রিলের টিকিট। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৫ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২১
সড়ক বিভাজকের গাছে জমা ধুলা পরিষ্কার ও বাতাসের তাপমাত্রা কমানোর জন্য উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ফগার বাউজার মেশিন দিয়ে পানি স্প্রে করা হচ্ছে। মিরপুর রোড, ঢাকা, ২৫ এপ্রিলছবি: জাহিদুল করিম
সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজার রাখার জন্য বসানো হয়েছে বাতি। কিন্তু তা অযত্নে–অবহেলায় নষ্ট হয়ে আছে। বিশৃঙ্খলা তাই প্রতিদিনের চিত্র। কলেজগেট, ঢাকা, ২৫ এপ্রিলছবি: জাহিদুল করিম
২১ / ২১
‘তেঁতুলতলা মাঠে থানা না, এলাকাবাসীকে হয়রানি ও আটকের তীব্র প্রতিবাদ’ শীর্ষক নাগরিক সমাবেশ আয়োজন করে বেশ কয়েকটি সংগঠন। সেখানে বক্তব্য দেন বিশিষ্ট নাগরিকেরা। তেঁতুলতলা মাঠ, কলাবাগান, ঢাকা, ২৫ এপ্রিলছবি: সাজিদ হোসেন