ইলিশ ধরার সরকারি নিষেধাজ্ঞা শেষে মাছের বাজার ঘিরে গড়ে ওঠা বরফকলগুলোর ব্যস্ততা বেড়েছে। সাজিতে করে বরফ সরবরাহ করা হচ্ছে মাছ সংরক্ষণের জন্য। প্রতি সাজি বরফ বিক্রি হয় ৫০ টাকায়। পোর্ট রোড, বরিশাল নগর, ২৭ অক্টোবরছবি: সাইয়ান
নির্মাণাধীন ইমারতের সরু শেওলাপড়া দেয়ালের ওপর দিয়েই যাতায়াত করেন ৫ নং মাছ ঘাট বস্তির হাজার পাঁচেক বাসিন্দা। প্রায় প্রতিদিনই কেউ না কেউ পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হন। এক কিলোমিটার পথ এড়াতে এমন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এখানকার বাসিন্দারা। ডেসটিনি বিল্ডিং, খুলনা নিউমার্কেট সংলগ্ন এলাকা, ২৭ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৩
শিকারের অপেক্ষায় বৈদ্যুতিক তারে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বসে আছে রক্তচক্ষু শিকারি কালো ডানার চিল। এই চিলটি এলাকাভেদে কাটুয়া চিল, মেঠো চিল ও সাদা চিল নামেও পরিচিত। জহিরপুর, পাবনা, ২৭ অক্টোবরছবি- হাসান মাহমুদ
৬ / ১৩
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি আমানত শাহ সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যায়। ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া গাড়ি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল। পাটুরিয়া, ২৭ অক্টোবরছবি: এম রাশেদুল হক
৭ / ১৩
উদ্ধার কাজে নিয়োজিত হামজা একটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছেন। পাটুরিয়া, ২৭ অক্টোবরছবি -আলীমুজ্জামান
৮ / ১৩
উত্তরাঞ্চলের গ্রামীণ নাট্যধারা ‘ধামের গান’। অভিনয়ের জন্য নারীর সাজে সাজছেন এক যুবক। রুহিয়া কুড়ালিপাড়া, ঠাকুরগাঁও, ২৭ অক্টোবরছবি: মজিবর রহমান খান
৯ / ১৩
কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের পাইপ দিয়ে দড়ি লাফ খেলছে শিশু। পাঁচ নম্বর মাছ ঘাট এলাকা, খুলনা, ২৭ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৩
নারায়ণগঞ্জ জেলার তিন উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে ভোট গ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের ইভিএম পরিচালনার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, নারায়ণগঞ্জ, ২৭ অক্টোবরছবি: দিনার মাহমুদ
১১ / ১৩
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ফাটল দেখা দেওয়া উড়ালসড়কটি পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞ দল। চট্টগ্রাম, ২৭ অক্টোবর।ছবি- সৌরভ দাশ
১২ / ১৩
মিতু হত্যা মামলায় আসামি বাবুল আক্তারকে আজ আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম, ২৭ অক্টোবরছবি: সৌরভ দাশ
১৩ / ১৩
৭ দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে, ২৭ অক্টোবরছবি: নুতন শেখ